WWE এর মেইন রোস্টারের আরেকজন আন্ডাররেটেড রেসলারের নাম হচ্ছে Apollo Crews WWE তে বর্তমানে যে কয়জন কালো চামড়ার রেসলার আছে তাদের মধ্যে সে অন্যতম। কিন্তু গত বছরের Wrestlemania এর পরের Raw তে ডেবিউয়ের পর থেকে তাকে ঠিকভাবে ব্যাবহার করা হচ্ছেনা!

ডেবিউয়ের প্রথম দিকে দর্শকরা তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু বাজে বুকিংয়ের ফলে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে। আর এখন তো তাকে দিয়ে নিয়মিত জবিংও করা হচ্ছে না। 😞 মাঝেমধ্যে Main Event নামক শোতে দেখা যায়, তাছাড়া Raw তে তো বলতে গেলে দেখাই যায় না।

Apollo এর ভাল রিং স্কিল আছে। সে এমন একজন হেভিওয়েট যে কিনা পাওয়ার লিফটিং মুভও এক্সিকিউট করতে পারে, আবার ক্রুজারওয়েটদের মত গতিশীল এবং হাই ফ্লাইং মুভও এক্সিকিউট করতে পারে। তাছাড়াও তার মধ্যে একটা বেবিফেস ভাব আছে। আর তার একটা ভাল থিম সংও আছে, যেটা দর্শকদের মন জয় করতে অত্যাবশ্যকীয়।

আমার মতে, তাকে এত তাড়াহুড়া করে মেইন রোস্টারে ডেবিউ না করিয়ে আরো কয়েকমাস অপেক্ষা করলে ভাল হত। একে তার মাইক স্কিল আরো উন্নত হত। এমন তো না যে তার হাতে খুব বেশি সময় নেই। যাইহোক, এখন যেহেতু Titus O'Neil তার ম্যানেজার হিসেবে আছে, তাই মাইক স্কিল নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। Titus এর অধীনে থেকেই Akira Tozawa, Cruiserweight Championship জিতেছে, যদিও তা ৫দিন পরেই হারিয়ে ফেলেছে। হয়তো ভবিষ্যতে Apollo এরও কপাল খুলবে আর সে পুশ পাবে।

বর্তমানে রোস্টারে যে এত এত ট্যালেন্টেড এবং বিশ্ববিখ্যাত রেসলাররা আছে, তাদের ভিড়ে হয়তো Apollo Crews কোনদিন World Champion হতে পারবে না। কিন্তু সে মিডকার্ডের একজন ভালো অ্যাসেট হতে পারবে। তাকে কয়েকবার Intercontinental কিংবা United States Championship জেতালেও খারাপ হয়না। আর এখন Raw এর মিডকার্ডের অবস্থাও ভালো না। তাই তাকে The Miz এর সাথে ফিউড করালে ভালোই হবে।

কিন্তু বর্তমানের ফালতু ক্রিয়েটিভ টিম বেশিরভাগ রেসলারদের যেভাবে বুক করছে, এভাবে চলতে থাকলে Apollo ও পুশ পাবে না। হয়তোবা তাকে জবার বানিয়ে রাখা হবে, কিংবা তার কন্ট্র্যাক্টের মেয়াদ শেষ হলে তাকে রিলিজও করে দেওয়া হতে পারে, যেহেতু তার বিশেষ কোন প্রয়োজন নেই। যদিও এতে Apollo এরই বেশি লাভ। সে অন্যান্য প্রমোশনে গিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে, আর রেসলিং ফ্যানরাও তার দিকে খেয়াল করবে। 

আপাতত WWE এর তাকে 'No Card' থেকে মিডকার্ডে আনা উচিৎ। যাতে সে The Miz এর সাথে একটা ভালো ফিউড উপহার দিতে পারে। প্রোমোগুলোতে তার ম্যানেজার Titus O'Neil তাকে সাহায্য করতে পারবে। আর ম্যাচগুলা সে নিজেই সামলাতে পারবে। প্রায় দেড় বছর মেইন রোস্টারে রেখেও যদি তাকে পুশ না দেওয়া হয়, তাহলে তার প্রতি অন্যায় করা হবে।
• লেখক : Sabbir Rahman Leon‎

সুপারস্টার রিভিউ : APOLLO CREWS


WWE এর মেইন রোস্টারের আরেকজন আন্ডাররেটেড রেসলারের নাম হচ্ছে Apollo Crews WWE তে বর্তমানে যে কয়জন কালো চামড়ার রেসলার আছে তাদের মধ্যে সে অন্যতম। কিন্তু গত বছরের Wrestlemania এর পরের Raw তে ডেবিউয়ের পর থেকে তাকে ঠিকভাবে ব্যাবহার করা হচ্ছেনা!

ডেবিউয়ের প্রথম দিকে দর্শকরা তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু বাজে বুকিংয়ের ফলে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে। আর এখন তো তাকে দিয়ে নিয়মিত জবিংও করা হচ্ছে না। 😞 মাঝেমধ্যে Main Event নামক শোতে দেখা যায়, তাছাড়া Raw তে তো বলতে গেলে দেখাই যায় না।

Apollo এর ভাল রিং স্কিল আছে। সে এমন একজন হেভিওয়েট যে কিনা পাওয়ার লিফটিং মুভও এক্সিকিউট করতে পারে, আবার ক্রুজারওয়েটদের মত গতিশীল এবং হাই ফ্লাইং মুভও এক্সিকিউট করতে পারে। তাছাড়াও তার মধ্যে একটা বেবিফেস ভাব আছে। আর তার একটা ভাল থিম সংও আছে, যেটা দর্শকদের মন জয় করতে অত্যাবশ্যকীয়।

আমার মতে, তাকে এত তাড়াহুড়া করে মেইন রোস্টারে ডেবিউ না করিয়ে আরো কয়েকমাস অপেক্ষা করলে ভাল হত। একে তার মাইক স্কিল আরো উন্নত হত। এমন তো না যে তার হাতে খুব বেশি সময় নেই। যাইহোক, এখন যেহেতু Titus O'Neil তার ম্যানেজার হিসেবে আছে, তাই মাইক স্কিল নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। Titus এর অধীনে থেকেই Akira Tozawa, Cruiserweight Championship জিতেছে, যদিও তা ৫দিন পরেই হারিয়ে ফেলেছে। হয়তো ভবিষ্যতে Apollo এরও কপাল খুলবে আর সে পুশ পাবে।

বর্তমানে রোস্টারে যে এত এত ট্যালেন্টেড এবং বিশ্ববিখ্যাত রেসলাররা আছে, তাদের ভিড়ে হয়তো Apollo Crews কোনদিন World Champion হতে পারবে না। কিন্তু সে মিডকার্ডের একজন ভালো অ্যাসেট হতে পারবে। তাকে কয়েকবার Intercontinental কিংবা United States Championship জেতালেও খারাপ হয়না। আর এখন Raw এর মিডকার্ডের অবস্থাও ভালো না। তাই তাকে The Miz এর সাথে ফিউড করালে ভালোই হবে।

কিন্তু বর্তমানের ফালতু ক্রিয়েটিভ টিম বেশিরভাগ রেসলারদের যেভাবে বুক করছে, এভাবে চলতে থাকলে Apollo ও পুশ পাবে না। হয়তোবা তাকে জবার বানিয়ে রাখা হবে, কিংবা তার কন্ট্র্যাক্টের মেয়াদ শেষ হলে তাকে রিলিজও করে দেওয়া হতে পারে, যেহেতু তার বিশেষ কোন প্রয়োজন নেই। যদিও এতে Apollo এরই বেশি লাভ। সে অন্যান্য প্রমোশনে গিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে, আর রেসলিং ফ্যানরাও তার দিকে খেয়াল করবে। 

আপাতত WWE এর তাকে 'No Card' থেকে মিডকার্ডে আনা উচিৎ। যাতে সে The Miz এর সাথে একটা ভালো ফিউড উপহার দিতে পারে। প্রোমোগুলোতে তার ম্যানেজার Titus O'Neil তাকে সাহায্য করতে পারবে। আর ম্যাচগুলা সে নিজেই সামলাতে পারবে। প্রায় দেড় বছর মেইন রোস্টারে রেখেও যদি তাকে পুশ না দেওয়া হয়, তাহলে তার প্রতি অন্যায় করা হবে।
• লেখক : Sabbir Rahman Leon‎