WWE রোস্টারের আমার ফেভারিট Women Superstar হচ্ছে Becky Lynch। আমার মতে, Smackdown এর Womens রোস্টারের এবং The Four Horsewomen এর সবচেয়ে আন্ডাররেটেড রেসলার হচ্ছে Becky Lynch। আর এ পর্যন্ত তাকে অনেক বাজেভাবে বুক করা হয়েছে। NXT তে তাকে একটা জঘন্য গিমিক দেওয়া হয়, আর সেই গিমিকটা এতটাই বাজে ছিল যে স্বয়ং Becky ই সেটাকে ঘৃণা করে। এক ইন্টারভিউতে তাকে সেই পুরানো গিমিকটার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে Becky বলে যে ঐ ব্যাপারে সে আর কোনদিনও কথা বলতে চায় না।

তারপর তাকে রিপ্যাকেজ করে একটা ভালো গিমিক দেওয়া হলেও ঠিকভাবে বুক করা হয়না। The Four Horsewomen এর একমাত্র সেই NXT Womens Championship নিজের কাঁধে ঝুলাতে পারেনি। তাকে একবার Smackdown Womens Champion বানানো হলেও সেখানেই তার পুশ শেষ। এরপর তাকে কোন ভাল ফিউডেই রাখা হয়নি, যেখানে Sasha, Bayley, Charlotte, Alexaদেরকে তাদের ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই টাইটেল পিকচারে রাখা হয়েছে।

WWE রোস্টারের অধিকাংশ মহিলা রেসলারদের চেয়ে Becky Lynch এর রিং স্কিল ভালো। আর একজন আইরিশ হিসেবে সে মাইকেও ভালোভাবে কথা বলতে পারে। কিন্তু তারপরেও তাকে ঠিকমত পুশ দেওয়া হচ্ছেনা। তাকে Charlotte এর উপর হিল টার্ন করালে ভাল হবে। কয়েকদিন আগে Becky নিজেই হিল টার্নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাদের ফিউডটাও জমজমাট হবে। আর তারা একে-অপরের ক্লোজ ফ্রেন্ড, তাই তাদের ইন রিং কেমিস্ট্রিও দারুণ হবে, ফলশ্রুতিতে আমরা কয়েকটা দারুণ ম্যাচ দেখতে পাব। 

WWE তে এরকম খুব কমই মহিলা রেসলার আছে যারা একজন আন্ডারডগ বেবিফেসের রোলও সঠিকভাবে প্লে করতে পারে, একজন এন্টিহিরোর রোলও ঠিকভাবে প্লে করতে পারে, এমনকি একজন Badass ব্লাডি হিলের রোলও সঠিকভাবে প্লে করতে পারে। আর Becky Lynch তাদের একজন। তাকে যেই ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, সে সেটা পারেফেক্টলি প্লে করতে পারবে। 

বর্তমানে Smackdown Womens Division এ একজন ভালো হিলের বড়ই অভাব দেখা যাচ্ছে। Natalya কে হিল হিসেবে অতটা মানায় না, Carmella শুধু ঐ ব্রিফকেস আর James Ellsworth এর জন্যই এ্যাটেনশন পাচ্ছে আর Tamina কেও কেউই পাত্তা দেয় না 😂। এমন সময়ে Becky ই হতে পারে সেই পার্ফেক্ট হিল।

আমরা সবাই জানি যে, Hell in a Cell এ Natalya কে Smackdown Womens Championship এর জন্য Charlotte চ্যালেন্জ করতে যাচ্ছে, যদি Charlotte ম্যাচটা হারে তাহলে তার কিছুদিন পরে, আর জিতলে Natalya এর সাথে ফিউড শেষ করার পর Becky তাকে এট্যাক করে হিল টার্ন করতে পারে। তারপর একটা ২-৩ মাসব্যাপী ফিউডের মাধ্যমে সে Charlotte এর কাছ থেকে টাইটেলটা জিতে নিল। এতে সে হিল হিসেবেও নিজেকে প্রমাণ করতে পারবে, আর তার প্রাপ্য পুশও পাবে। যাইহোক, আশা করি যে ভবিষ্যতে WWE তাকে তার প্রাপ্য পুশ দিবে। 🙂
• লেখক ঃ Sabbir Rahman Leon

সুপারস্টার রিভিউ : BECKY LYNCH


WWE রোস্টারের আমার ফেভারিট Women Superstar হচ্ছে Becky Lynch। আমার মতে, Smackdown এর Womens রোস্টারের এবং The Four Horsewomen এর সবচেয়ে আন্ডাররেটেড রেসলার হচ্ছে Becky Lynch। আর এ পর্যন্ত তাকে অনেক বাজেভাবে বুক করা হয়েছে। NXT তে তাকে একটা জঘন্য গিমিক দেওয়া হয়, আর সেই গিমিকটা এতটাই বাজে ছিল যে স্বয়ং Becky ই সেটাকে ঘৃণা করে। এক ইন্টারভিউতে তাকে সেই পুরানো গিমিকটার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে Becky বলে যে ঐ ব্যাপারে সে আর কোনদিনও কথা বলতে চায় না।

তারপর তাকে রিপ্যাকেজ করে একটা ভালো গিমিক দেওয়া হলেও ঠিকভাবে বুক করা হয়না। The Four Horsewomen এর একমাত্র সেই NXT Womens Championship নিজের কাঁধে ঝুলাতে পারেনি। তাকে একবার Smackdown Womens Champion বানানো হলেও সেখানেই তার পুশ শেষ। এরপর তাকে কোন ভাল ফিউডেই রাখা হয়নি, যেখানে Sasha, Bayley, Charlotte, Alexaদেরকে তাদের ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই টাইটেল পিকচারে রাখা হয়েছে।

WWE রোস্টারের অধিকাংশ মহিলা রেসলারদের চেয়ে Becky Lynch এর রিং স্কিল ভালো। আর একজন আইরিশ হিসেবে সে মাইকেও ভালোভাবে কথা বলতে পারে। কিন্তু তারপরেও তাকে ঠিকমত পুশ দেওয়া হচ্ছেনা। তাকে Charlotte এর উপর হিল টার্ন করালে ভাল হবে। কয়েকদিন আগে Becky নিজেই হিল টার্নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাদের ফিউডটাও জমজমাট হবে। আর তারা একে-অপরের ক্লোজ ফ্রেন্ড, তাই তাদের ইন রিং কেমিস্ট্রিও দারুণ হবে, ফলশ্রুতিতে আমরা কয়েকটা দারুণ ম্যাচ দেখতে পাব। 

WWE তে এরকম খুব কমই মহিলা রেসলার আছে যারা একজন আন্ডারডগ বেবিফেসের রোলও সঠিকভাবে প্লে করতে পারে, একজন এন্টিহিরোর রোলও ঠিকভাবে প্লে করতে পারে, এমনকি একজন Badass ব্লাডি হিলের রোলও সঠিকভাবে প্লে করতে পারে। আর Becky Lynch তাদের একজন। তাকে যেই ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, সে সেটা পারেফেক্টলি প্লে করতে পারবে। 

বর্তমানে Smackdown Womens Division এ একজন ভালো হিলের বড়ই অভাব দেখা যাচ্ছে। Natalya কে হিল হিসেবে অতটা মানায় না, Carmella শুধু ঐ ব্রিফকেস আর James Ellsworth এর জন্যই এ্যাটেনশন পাচ্ছে আর Tamina কেও কেউই পাত্তা দেয় না 😂। এমন সময়ে Becky ই হতে পারে সেই পার্ফেক্ট হিল।

আমরা সবাই জানি যে, Hell in a Cell এ Natalya কে Smackdown Womens Championship এর জন্য Charlotte চ্যালেন্জ করতে যাচ্ছে, যদি Charlotte ম্যাচটা হারে তাহলে তার কিছুদিন পরে, আর জিতলে Natalya এর সাথে ফিউড শেষ করার পর Becky তাকে এট্যাক করে হিল টার্ন করতে পারে। তারপর একটা ২-৩ মাসব্যাপী ফিউডের মাধ্যমে সে Charlotte এর কাছ থেকে টাইটেলটা জিতে নিল। এতে সে হিল হিসেবেও নিজেকে প্রমাণ করতে পারবে, আর তার প্রাপ্য পুশও পাবে। যাইহোক, আশা করি যে ভবিষ্যতে WWE তাকে তার প্রাপ্য পুশ দিবে। 🙂
• লেখক ঃ Sabbir Rahman Leon