John Cena, The Rock, Steve Austin দের আগে, Vince Mcmahon এর সোনার ডিম পারা হাঁস বলতে Hulk Hogan ই ছিল। যে তার কোম্পানিটিকে সারা বিশ্বে এত জনপ্রিয় করে তুলেছে, এবং WWE (তৎকালীন WWF) কে লক্ষ লক্ষ নতুন ফ্যান দিয়েছে। এবং তার সময়ে খুবই কম মানুষ জানত যে রেসলিং স্ক্রিপ্টেড। তাই তাকে যত পুশই দেয়া হত না কেন আর সে যত বাজে রেসলারই ছিল না কেন, তার জন্য স্টেডিয়াম ভর্তি ফ্যানরা গলা ফাটিয়ে চিয়ার করত।

তবে সে অন স্ক্রিনে যত ভালো মানুষই হোক না কেন, তার সময়কার বাচ্চারা তাকে দেখে যত অনুপ্রাণিতই হোক না কেন, তা বাস্তবতা বদলে দেয় না। 

Hulk Hogan এর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে। যার মধ্যে মিথ্যা বলা, বর্ণবাদী আচরণ করা, বেকুবের মত কথাবার্তা বলা অন্যতম। আরেকটা কথা, যেটা না জানালেই নয় সেটা হচ্ছে Hulk Hogan একটা ভিডিওতে একটি খারাপ শব্দ বলার কারণে WWE তাকে ব্ল্যাকলিস্টেড করে রেখেছে। অর্থাৎ WWE তার সমস্ত রেকর্ড মুছে ফেলেছে। আর তাকে তার তৎকালীন রোল থেকেও বহিষ্কার করা হয়েছে।

যে কিনা এককালে WWE এর টপ বেবিফেস ছিল, সে এখন সেই কোম্পানির ব্ল্যাকলিস্টে! বিভিন্ন সময় Hulk এরকম বেকুবের মতো অনেক কথা বলেছে, যার মধ্যে তার বলা এরকম ৫টি বিবৃতি নিয়ে এ পোস্টে বলা হবে।

৫:- Hogan এর মতে, Andre The Giant, Wrestlemania III এর কিছুদিন পরেই মারা যায়।

Wrestlemania III এ Hulk Hogan ও Andre The Giant এর মধ্যে হওয়া ম্যাচটি WWE এর একটি ঐতিহাসিক ম্যাচ ছিল। যেখানে Hogan, Andre কে হারিয়ে তার প্রায় ১৪ বছর ধরে অপরাজিত থাকার স্ট্রিকের ইতি টানে।

MTV Cribs এর এক পর্বে Hogan তার জীবনের সেরা একটি ম্যাচের কথা বলে, যেটা Wrestlemania III তে সে Andre the Giant এর বিপক্ষে খেলেছিল। নিঃসন্দেহে Andre কে Hogan এর সেই Body Slam টি মারাটা WWE এর ইতিহাসের অত্যন্ত স্মরণীয় মুহূর্তগুলোর একটি। তবে সেদিন Hogan বলেছিল যে এটা তার কাছে এজন্য খুব স্পেশাল একটি মুহূর্ত কারণ এ ঘটনাটির কয়েকদিন পরেই Andre the Giant মারা যায়!

তার কথাটা যদি সত্য হত, তবে তা আসলেই Hogan এর জন্য একটি অসাধারণ মুহূর্ত হত। কিন্তু তার এ কথাটি ছিল সম্পূর্ণ মিথ্যা!

Wrestlemania III অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালের মার্চ মাসে, আর Andre The Giant ১৯৯৩ সালের জানুয়ারী মাসে মারা যায়। যদিনা Hogan এর কাছে ৫ বছর ১০ মাস অল্প কয়েক দিন মনে হয়, তার এই কথাটি সম্পূর্ণ মিথ্যা।


4:- Hogan কে নাকি UFC তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল যা সে প্রত্যাখান করে দেয়।

Hulk Hogan যতই প্রভাবশালী প্রো রেসলার হোক না কেন, রিংয়ের বাইরে তার এরকম প্রভাব বিস্তারের কোন রেকর্ড নেই। যদিও তার মতে, তাকে নাকি UFC তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল যা সে প্রত্যাখান করে দেয়।

Hogan দাবী করে, UFC শুরুর দিকে তাকে ১টি কন্ট্র্যাক্টের অফার করে যাতে তারা MMA তে Hogan এর সক্ষমতা যাচাই করতে পারে। কিন্তু UFC এর কো-ফাউন্ডার Campbell McLaren টুইটারে Hogan এর এ বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে।

কিন্তু সে এই মিথ্যা কথাটি বলার সময়ে এটি ভুলে গিয়েছিল যে যখন UFC এর সৃষ্টি হয়, তখন তার বয়স ৪০ বছর ছিল। আর কোন MMA কোম্পানিই ৪০ বছর বয়সের কাউকে MMA তে যোগ দেওয়ার প্রস্তাব জানাবে না, তাও আবার এমন কাউকে যে তার ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে এসেছে।


৩:- তাকে Metallica ব্যান্ডের Bassist হবার প্রস্তাব দেওয়া হয়েছিল।


এটা সত্য যে Hulk Hogan bass প্লে করতে জানে। তবে সে এবার তার একটু বেশিই প্রশংসা করে ফেলেছিল। Hogan এর মতে, তাকে নাকি বর্তমানের অন্যতম সেরা মেটাল ব্যান্ড Metallica এর "Bassist" হবার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সে বলে যে Metallica এর কো ফাউন্ডার Lars Ulrich তার ভাল বন্ধু হয় এবং সেই তাকে Metallica এর bassist হবার প্রস্তাব দেয়। তবে Ulrich বলে যে এরকমটা কখনোই হয়নি। এমনকি, সে নাকি ব্যাক্তিগতভাবে Hulk Hogan কে চিনেই না!

পরবর্তীতে Hogan কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে তার সুর পাল্টে বলে যে Metallica এর যখন একজন bassist এর প্রয়োজন ছিল আর সে তখন তাদের audition এ তার ভিডিও পাঠিয়েছিল।

আর এটাও একটি মিথ্যা কথা। কারণ Hogan বলে যে সে রেসলিংয়ে প্রবেশ করার আগে Metallica এর bassist হতে চেয়েছিল, কিন্তু Metallica এর bassist Cliff Burton ১৯৮৬ সালে মারা যায়। অর্থাৎ তার রেসলিংয়ে প্রবেশ করার পরে।


2:- Elvis Pressley, Hulk Hogan এর একজন বড় ভক্ত ছিল।

যারা Elvis Pressley কে চিনেন না তাদেরকে শুরুতেই জানিয়ে দেই যে সে বিংশ শতকের আমেরিকার সেরা গায়কদের একজন। ১৯৭৭ সালে Elvis মারা যায়।

Hulk Hogan যে কি রকমের চাপাবাজ এ ব্যাপারে হয়ত আপনারা এতক্ষণে ধারণা পেয়ে গিয়েছেন। কিন্তু যে যত ভালোই মিথ্যা কথা বলতে পারুক না কেন, তার পরবর্তী দাবীটিকে সত্য হিসেবে প্রমাণ করতে পারবে না।

Hogan তার জীবনীতে এটা বলে যে সে যখন Memphis এ রেসলিং করত, Elvis Pressley তার ম্যাচ দেখতে আসত। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। Elvis মারা যায় ১৯৭৭ সালে, আর Hogan ১৯৭৯ সালের পরে Memphis এ রেসলিং করতে আসে।

Hulk Hogan আবারও নিজেকে বোকা বানিয়ে ফেলল।


১:- Hogan বছরে ৪০০ দিন রেসলিং করত!

না, এটা কোন টাইপিং মিস্টেক না, আপনিও চোখে কম দেখছেন না। আর Hulk Hogan ও ঠিক এই কথাটিই বলেছে। এটাই তার বলা সবচেয়ে যুক্তিহীন কথা। সে বলেছিল যে সে বছরে ৪০০ দিন রেসলিং করত! 😂

এটা ঠিক যে WWE এর প্রো রেসলারদের শিডিউল খুব মারাত্মক হয়। তাদেরকে সপ্তাহে ৩-৪ বার রেসলিং করতে হয়। কিন্তু WWE তাদের রেসলারদের এতটাও খাটায় না যে কোন রেসলারকে তারা বছরের ৩৬৫ দিনের মধ্যে ৪০০ দিন রেসলিং করাবে।

Hogan এর হিতাহিত জ্ঞান এতটাই লোপ পেয়ে যায় যে সে বলে একসময়ে সে নাকি বছরের ৪০০ দিন রেসলিং করত। এটা ঠিক যে আমেরিকা থেকে জাপানের দিকে তারা রওনা হলে বছরে ৪০০ দিন রেসলিং করাটা অসম্ভব কিছু নয়, কিন্তু আজ পর্যন্ত কোন রেসলারের শিডিউলই এতটা মারাত্মক হয়নি যে তাকে দিয়ে বছরের ৪০০ দিন রেসলিং করানো হবে।

এটা সত্যিই Hulk Hogan এর বলা সবচেয়ে যুক্তিহীন কথা। এটা শুনলে যে কেউই তাকে পাগল মনে করবে। Metallica আর Elvis Pressley এর ব্যাপারটা হয়তোবা মেনে নেওয়া যায়, তবে বছরে ৪০০ দিন কাজ করাটা খুবই অবাস্তব।

একজন রেসলার হিসেবে Hulk Hogan যত সম্মানীয় ব্যাক্তিই হোক না কেন, বাস্তব জীবনে সে এরকম উল্টাপাল্টা কথা বলে সারাজীবন যত সম্মান অর্জন করেছে তার পুরাটাই হারিয়ে ফেলেছে। এমনকি যারা তাকে দেখে বড় হয়েছে, তারাও এখন আর তাকে সম্মান করেনা। যাক, অবশেষে আমরা এটা জানতে পারলাম যে Ryback সব কিছুকে নিজের বলে দাবী করার আর উল্টাপাল্টা কথা বলার স্বভাবটা কার কাছ থেকে শিখেছে। 😜
• লেখক ঃ Sabbir Rahman Leon

হাল্ক হোগানের বলা ৫ টি বোমামি কথা।


John Cena, The Rock, Steve Austin দের আগে, Vince Mcmahon এর সোনার ডিম পারা হাঁস বলতে Hulk Hogan ই ছিল। যে তার কোম্পানিটিকে সারা বিশ্বে এত জনপ্রিয় করে তুলেছে, এবং WWE (তৎকালীন WWF) কে লক্ষ লক্ষ নতুন ফ্যান দিয়েছে। এবং তার সময়ে খুবই কম মানুষ জানত যে রেসলিং স্ক্রিপ্টেড। তাই তাকে যত পুশই দেয়া হত না কেন আর সে যত বাজে রেসলারই ছিল না কেন, তার জন্য স্টেডিয়াম ভর্তি ফ্যানরা গলা ফাটিয়ে চিয়ার করত।

তবে সে অন স্ক্রিনে যত ভালো মানুষই হোক না কেন, তার সময়কার বাচ্চারা তাকে দেখে যত অনুপ্রাণিতই হোক না কেন, তা বাস্তবতা বদলে দেয় না। 

Hulk Hogan এর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে। যার মধ্যে মিথ্যা বলা, বর্ণবাদী আচরণ করা, বেকুবের মত কথাবার্তা বলা অন্যতম। আরেকটা কথা, যেটা না জানালেই নয় সেটা হচ্ছে Hulk Hogan একটা ভিডিওতে একটি খারাপ শব্দ বলার কারণে WWE তাকে ব্ল্যাকলিস্টেড করে রেখেছে। অর্থাৎ WWE তার সমস্ত রেকর্ড মুছে ফেলেছে। আর তাকে তার তৎকালীন রোল থেকেও বহিষ্কার করা হয়েছে।

যে কিনা এককালে WWE এর টপ বেবিফেস ছিল, সে এখন সেই কোম্পানির ব্ল্যাকলিস্টে! বিভিন্ন সময় Hulk এরকম বেকুবের মতো অনেক কথা বলেছে, যার মধ্যে তার বলা এরকম ৫টি বিবৃতি নিয়ে এ পোস্টে বলা হবে।

৫:- Hogan এর মতে, Andre The Giant, Wrestlemania III এর কিছুদিন পরেই মারা যায়।

Wrestlemania III এ Hulk Hogan ও Andre The Giant এর মধ্যে হওয়া ম্যাচটি WWE এর একটি ঐতিহাসিক ম্যাচ ছিল। যেখানে Hogan, Andre কে হারিয়ে তার প্রায় ১৪ বছর ধরে অপরাজিত থাকার স্ট্রিকের ইতি টানে।

MTV Cribs এর এক পর্বে Hogan তার জীবনের সেরা একটি ম্যাচের কথা বলে, যেটা Wrestlemania III তে সে Andre the Giant এর বিপক্ষে খেলেছিল। নিঃসন্দেহে Andre কে Hogan এর সেই Body Slam টি মারাটা WWE এর ইতিহাসের অত্যন্ত স্মরণীয় মুহূর্তগুলোর একটি। তবে সেদিন Hogan বলেছিল যে এটা তার কাছে এজন্য খুব স্পেশাল একটি মুহূর্ত কারণ এ ঘটনাটির কয়েকদিন পরেই Andre the Giant মারা যায়!

তার কথাটা যদি সত্য হত, তবে তা আসলেই Hogan এর জন্য একটি অসাধারণ মুহূর্ত হত। কিন্তু তার এ কথাটি ছিল সম্পূর্ণ মিথ্যা!

Wrestlemania III অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালের মার্চ মাসে, আর Andre The Giant ১৯৯৩ সালের জানুয়ারী মাসে মারা যায়। যদিনা Hogan এর কাছে ৫ বছর ১০ মাস অল্প কয়েক দিন মনে হয়, তার এই কথাটি সম্পূর্ণ মিথ্যা।


4:- Hogan কে নাকি UFC তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল যা সে প্রত্যাখান করে দেয়।

Hulk Hogan যতই প্রভাবশালী প্রো রেসলার হোক না কেন, রিংয়ের বাইরে তার এরকম প্রভাব বিস্তারের কোন রেকর্ড নেই। যদিও তার মতে, তাকে নাকি UFC তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল যা সে প্রত্যাখান করে দেয়।

Hogan দাবী করে, UFC শুরুর দিকে তাকে ১টি কন্ট্র্যাক্টের অফার করে যাতে তারা MMA তে Hogan এর সক্ষমতা যাচাই করতে পারে। কিন্তু UFC এর কো-ফাউন্ডার Campbell McLaren টুইটারে Hogan এর এ বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে।

কিন্তু সে এই মিথ্যা কথাটি বলার সময়ে এটি ভুলে গিয়েছিল যে যখন UFC এর সৃষ্টি হয়, তখন তার বয়স ৪০ বছর ছিল। আর কোন MMA কোম্পানিই ৪০ বছর বয়সের কাউকে MMA তে যোগ দেওয়ার প্রস্তাব জানাবে না, তাও আবার এমন কাউকে যে তার ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে এসেছে।


৩:- তাকে Metallica ব্যান্ডের Bassist হবার প্রস্তাব দেওয়া হয়েছিল।


এটা সত্য যে Hulk Hogan bass প্লে করতে জানে। তবে সে এবার তার একটু বেশিই প্রশংসা করে ফেলেছিল। Hogan এর মতে, তাকে নাকি বর্তমানের অন্যতম সেরা মেটাল ব্যান্ড Metallica এর "Bassist" হবার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সে বলে যে Metallica এর কো ফাউন্ডার Lars Ulrich তার ভাল বন্ধু হয় এবং সেই তাকে Metallica এর bassist হবার প্রস্তাব দেয়। তবে Ulrich বলে যে এরকমটা কখনোই হয়নি। এমনকি, সে নাকি ব্যাক্তিগতভাবে Hulk Hogan কে চিনেই না!

পরবর্তীতে Hogan কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে তার সুর পাল্টে বলে যে Metallica এর যখন একজন bassist এর প্রয়োজন ছিল আর সে তখন তাদের audition এ তার ভিডিও পাঠিয়েছিল।

আর এটাও একটি মিথ্যা কথা। কারণ Hogan বলে যে সে রেসলিংয়ে প্রবেশ করার আগে Metallica এর bassist হতে চেয়েছিল, কিন্তু Metallica এর bassist Cliff Burton ১৯৮৬ সালে মারা যায়। অর্থাৎ তার রেসলিংয়ে প্রবেশ করার পরে।


2:- Elvis Pressley, Hulk Hogan এর একজন বড় ভক্ত ছিল।

যারা Elvis Pressley কে চিনেন না তাদেরকে শুরুতেই জানিয়ে দেই যে সে বিংশ শতকের আমেরিকার সেরা গায়কদের একজন। ১৯৭৭ সালে Elvis মারা যায়।

Hulk Hogan যে কি রকমের চাপাবাজ এ ব্যাপারে হয়ত আপনারা এতক্ষণে ধারণা পেয়ে গিয়েছেন। কিন্তু যে যত ভালোই মিথ্যা কথা বলতে পারুক না কেন, তার পরবর্তী দাবীটিকে সত্য হিসেবে প্রমাণ করতে পারবে না।

Hogan তার জীবনীতে এটা বলে যে সে যখন Memphis এ রেসলিং করত, Elvis Pressley তার ম্যাচ দেখতে আসত। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। Elvis মারা যায় ১৯৭৭ সালে, আর Hogan ১৯৭৯ সালের পরে Memphis এ রেসলিং করতে আসে।

Hulk Hogan আবারও নিজেকে বোকা বানিয়ে ফেলল।


১:- Hogan বছরে ৪০০ দিন রেসলিং করত!

না, এটা কোন টাইপিং মিস্টেক না, আপনিও চোখে কম দেখছেন না। আর Hulk Hogan ও ঠিক এই কথাটিই বলেছে। এটাই তার বলা সবচেয়ে যুক্তিহীন কথা। সে বলেছিল যে সে বছরে ৪০০ দিন রেসলিং করত! 😂

এটা ঠিক যে WWE এর প্রো রেসলারদের শিডিউল খুব মারাত্মক হয়। তাদেরকে সপ্তাহে ৩-৪ বার রেসলিং করতে হয়। কিন্তু WWE তাদের রেসলারদের এতটাও খাটায় না যে কোন রেসলারকে তারা বছরের ৩৬৫ দিনের মধ্যে ৪০০ দিন রেসলিং করাবে।

Hogan এর হিতাহিত জ্ঞান এতটাই লোপ পেয়ে যায় যে সে বলে একসময়ে সে নাকি বছরের ৪০০ দিন রেসলিং করত। এটা ঠিক যে আমেরিকা থেকে জাপানের দিকে তারা রওনা হলে বছরে ৪০০ দিন রেসলিং করাটা অসম্ভব কিছু নয়, কিন্তু আজ পর্যন্ত কোন রেসলারের শিডিউলই এতটা মারাত্মক হয়নি যে তাকে দিয়ে বছরের ৪০০ দিন রেসলিং করানো হবে।

এটা সত্যিই Hulk Hogan এর বলা সবচেয়ে যুক্তিহীন কথা। এটা শুনলে যে কেউই তাকে পাগল মনে করবে। Metallica আর Elvis Pressley এর ব্যাপারটা হয়তোবা মেনে নেওয়া যায়, তবে বছরে ৪০০ দিন কাজ করাটা খুবই অবাস্তব।

একজন রেসলার হিসেবে Hulk Hogan যত সম্মানীয় ব্যাক্তিই হোক না কেন, বাস্তব জীবনে সে এরকম উল্টাপাল্টা কথা বলে সারাজীবন যত সম্মান অর্জন করেছে তার পুরাটাই হারিয়ে ফেলেছে। এমনকি যারা তাকে দেখে বড় হয়েছে, তারাও এখন আর তাকে সম্মান করেনা। যাক, অবশেষে আমরা এটা জানতে পারলাম যে Ryback সব কিছুকে নিজের বলে দাবী করার আর উল্টাপাল্টা কথা বলার স্বভাবটা কার কাছ থেকে শিখেছে। 😜
• লেখক ঃ Sabbir Rahman Leon