প্রো-রেসলিং এমন একটি জগৎ যেটি আমাদের জীবদ্দশার মতোই মোড় ঘুড়ায়,এই জগৎটা পৃথিবীর চাইতে কম কিসে? পৃথিবীতে মানুষ্য জাতির মধ্যে যেমন হাসি কান্না,রাগ দুঃখ,মান অভিমান,হার জিত,ন্যায় অন্যায় আছে ব্যাতিক্রম নয় এই প্রো-রেসলিং এর জগৎটাও। এখানেও সবকিছু বিদ্যমান, আর সবকিছুর খোরাক মানুষের আবেগটাও এখানে খেলার পাশা উলটে দেয়। অনেক শৈল্পিকতা লিখে ফেলেছি, মাফ করবেন। CM Punk aka Chicago Made Punk নামটা আর ১০টা মানুষের কাছে অচেনা মনে হলেও প্রো-রেসলিং দুনিয়ায় যাদের অবাধ বিচরন তাদের কাছে মোটেও অচেনা না। CM Punk নামটি অনেক ইতিহাস বহন করছে,করবে এতে কোন সন্দেহ নেই। আমাদের কাজ ইতিহাস পর্যালোচনা করা। সেটাই করব আজকের আর্টিকেলটিতে। CM Punk সম্পর্কে বলার বেশী প্রয়োজন নেই সেটা সবাই ই জানেন তবুও পোষ্টের মান রক্ষার্থে বলা দরকার।

Philip Jack brooks aka CM Punk নামেই সবাই চিনে, ১৯৭৮ সালের আজকের দিনে শিকাগোতে জন্মান পানক। ১৯৯৯ সালে প্রো-রেসলিং এ ডেভিউ করেন। বাবা ছিলেন উম্মাদ মাতাল, নেশা করেই পরে থাকত, যার কারনে পানক নেশাকে খুব ই ঘৃনা করেন, ২০০৫ এর আগ পর্যন্ত তিনি ROH তে রেসলিং করতেন, এরপর WWE তে সাইন করেন। ৯ বছরের WWE ক্যারিয়ারে অর্জন করেছেন বেশকিছু, হয়েছেন ১৯তম Triple Crown Champion, 434 Days Championship reign,2time wwe champion,1time ic champion & 1 time tag team champion with Kofi,& MITB winner, 2011 superstar of the year এবং Undertaker এর ম্যানিয়া অপনেন্ট হয়েছেন। হিসাবের পাল্লা আরো ভারী হতে পারত যদি তিনি প্রো-রেসলিং থেকে মুখ ফিরিয়ে না নিতেন। আর এই মুখ ফিরিয়ে নেওয়াটাই আমাদের অন্য টপিকে নিয়ে যাচ্ছে। কেন ই বা পানক তার সোনালী ক্যারিয়ারের ইতি টানলেন? স্বাভাবিকভাবেই সব পানক ফ্যানরা উত্তর দিবে কোম্পানি পানকের সাথে অন্যায় করেছে। বিষয়টা কি শুধুই ন্যায় অন্যায়ের? নাকি অন্যকিছুও ছিল? চলুন একটু জল ঘোলা করি। 

২০১৪ এর রয়েল রাম্বলে পানক #১ এন্ট্রি নেন এবং কেইন আসার আগ পর্যন্ত টিকে থাকেন, কেইন কে এলিমিনেট করলে কেইন রাগে পানক কে অবৈধভাবে এলিমিনেট করেন(স্ক্রিপ্ট)।এরপর পানক কে আর WWE তে দেখার সৌভাগ্য হয়নি। নানা নিউজ রুমরস এ সব উত্তাল, বাতিস্তার ৪বছর পর রিটার্নের হাইপ পানক ইস্যুতে আড়াল হয়ে যায়। পানক লিভ নিচ্ছে?পানক কুইট করছে, পানক কে ভিন্স রিলিজ করে দিচ্ছে ইত্যাদি নিয়ে সরগম চলতে থাকে। অবশেষে সত্যটা জানা যায় যে পানক কে ভিন্স ফায়ার্ড করেছে। কেন ফায়ার্ড করা হলো পানক কে? 

Colt Cabana Podcast এ পানক সবকিছুর উত্তর দিয়েছিল। পানক কোম্পানী কুইট করেনি ঠিক ই কিন্তু লিভ নিয়ে ছিল, কোম্পানীর সাথে ২০১১ এর পাইপবম্বের পর থেকেই তার সাথে সমস্যা বিদ্যমান ছিল, এরপরও ২০১১ তে পানক তার কন্ট্রাক্ট রি নিউ করে, আর হান্টার পানক কে আশ্বস্ত করে সে তার যোগ্য পুশ পাবে। ২০১২-২০১৩ পানকের জন্য নিঃসন্দেহে স্বর্নালী সময় ছিল, কিন্তু ৪৩৪দিন রেকোর্ড ব্রেকিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও রকের মত পার্ট টাইমারের ম্যানিয়া মেইন ইভেন্টিং নিয়ে পানকের যথেষ্ট অভিযোগ ছিল। সত্যি বলতে কি ব্যাপারটা আসলেই অন্যায় আর ব্যাকস্টেজ বিজনেসের অভিশাপ, পানকের মত চ্যাম্পিয়ান ওই বছরের ম্যানিয়া হেডলাইনে নেই, মেইন ইভেন্টে নেই? পানক তার ড্রিম ম্যাচ পেয়েছিল টেকারের সাথে এবং অসাধারন ম্যাচ উপহার দিয়েছিল, টেকারের ২০১৩ এর সেই ম্যাচটায় এখন পর্যন্ত বেস্ট। ২০১৪ থেকে ভাল ম্যাচ উপহার দিতে পারেনি আমাদের প্রিয় এই রেস্লারটি। 

যাইহোক, রায়ব্যাকের সাথে ম্যাচে পানকের পাজর ভেঙে যায়, রায়ব্যাক ইচ্ছাকৃত ভাবেই জোড়ে আঘাত করে এমনটা পানক বিচার দেয়, এর বাইরে পানক এটাও অভিযোগ করে যে রায়ব্যাক স্টেরয়েড নিয়ে ম্যাচ খেলাতে ম্যাচে স্ক্রিপ্ট ভাঙে। ভিন্স পানকের এই অভিযোগটি আমলেই নেয় না, পানক কে উলটা কথা শুনিয়ে দেয়, পানক বলে তার ইঞ্জুরির জন্য বিশ্রামের প্রয়োজন,কিন্তু ভিন্স সেটা নাকচ করে দেন আর পানক কে ড্রাগ নিতে বলেন, পানক রাজি হন না। ২০১৪ রাম্বলে পানক খেলতে অস্বীকৃতি জানায় তার ইঞ্জুরির কারনে। উল্লেখ্য WWE এর অফিশিয়াল ডক্টর পানক কে গ্রিন সিগ্ন্যাল দেয় যে পানক শংকাওমুক্ত, পানকের সহধর্মিণী Aj Lee পানক কে পারসোনাল ডক্টর দেখায়, তিনি সোজা কথায় পানক কে রেসলিং করতে বারন করেন, ডেড বডি হওয়ার ইচ্ছা না থাকলে। পানক ব্যাপারটি নিয়ে ভিন্সের সাথে কথা বললেও ভিন্স তোয়াক্কা করে না, পানক কে রাম্বলে ম্যাচ খেলান এবং টানা ৪০মিনিট ম্যাচে ছিল পানক। এরপর রাগ করে পানক কোম্পানীকে কিছু না জানিয়ে দু সপ্তাহ লিভ নেন। এরই মাঝে পানক এজের সাথে বিয়ে শেষ করেন আর বিয়ের দিন ই পানকের হাতে চিঠি আসে যে পানক ২মাসের জন্য সাস্পেন্ড। এরপর পানক আর কোম্পানীর সাথে যোগাযোগ করেনি। পানক ভিন্সের এগেইন্সটে কেইস করতে গিয়েও করেনি। TNA থেকে পানক কে ১ মিলিওন ডলারের অফার করা হয় পানক সেটা নাকচ করে দেন, পানকের মনে তিক্ততা চলে এসেছিল প্রো-রেসলিং এর উপর। তাই পানক সোজা UFC এর সাথে কন্ট্রাক্ট করে।-এই ছিল পানকের ভাষ্যমতে তার WWE লিভের রিজন। পানক WWE কুইট করেনি, অভিমান করে লিভ নিয়েছিল আর অজান্তেই WWE তাকে ফায়ার্ড করে। 

পুরো অভিব্যক্তি ব্যাক্ত করলে ধিক্কার জানাতে হবে ভিন্স কে,হান্টার কে, WWE কে। পানকের সাথে অন্যায় হয়েছিল কিন্তু তার মানে এই ছিল না যে লাখ লাখ ভক্তদের উপেক্ষা করে পানক প্রো-রেসলিং কেই কুইট করবে। এটা পানকের উপর সব ফ্যানদের আরজ থাকবে।

এবার আসি পানকের ইগো বা ট্যালেন্ট কোনটা পানক কে পুট অভার করেছে? রেসলার হিসেবে পানক যথেষ্ট স্কিলড,পানকের ক্রিয়েটিভিটি ছিল,যার অনেককিছুই WWE কাজে লাগিয়েছে। পানক WWE এর উপর যে অন্যায় বা লয়ালটি ভেঙেছে সেটা হলো পাইপবম্ব। তবে ইউনিভার্সের পাইপবম্বকে এক্ট্রাক্টিভ ভাবে নেওয়াটা ভিন্সের অর্থ বাড়াতে যেমন সুযোগ করে দিয়েছে আর ভিন্সও তা কাজে লাগিয়েছে, সে হিসেবে ভিন্সের পানকের উপর আক্ষেপ থাকার কথা না। পানক অন-স্ক্রিনে অনেক সেন্সিটিভ কথা বলত যেটা কোম্পানীর লয়ালটির উর্ধ্বে। তাই আমি মনে করি এই দিক থেকে পানকের নিজেকে Best ভাবা আর প্রমান করার ইগো টা বেশী ছিল। ট্যালেন্ট ছিল,সেটার মর্যাদা হয়ত কোম্পানী পুরোপুরি দিতে পারেনি কিন্ত পানকের চাইতেও খারাপ অবস্থায় বেটার রেস্লার ছিল, এখনো আছে, সেই হিসেবে পানক ভালোই অর্জন করেছে। তার সাথে কোম্পানীর মনমালিন্য,ন্যায়-অন্যায় এ জর্জরিত সবকিছুঁ বর্তমান সমস্যার জন্য দায়ী। ভিন্স পানকের কাছে ক্ষমা চেয়েছে, তাকে ফ্যামিলিতে আমন্ত্রন জানিয়েছে, এরপর পানকের ফিরে না আসাটা তার ইগো নাকি দুঃখ নাকি তিক্ততা সেটা পানক ই ভালো জানে। আমি আশা রাখি একদিন পানক প্রো-রেসলিং এ ফিরে আসবে। তাকে আসতে হবে। আর WWE তেই আসবে। 
• লেখকঃ Mohammad Shagor Islam

CM Punk এবং তার ভবিষ্যৎ... ট্যালেন্ট না ইগো?


প্রো-রেসলিং এমন একটি জগৎ যেটি আমাদের জীবদ্দশার মতোই মোড় ঘুড়ায়,এই জগৎটা পৃথিবীর চাইতে কম কিসে? পৃথিবীতে মানুষ্য জাতির মধ্যে যেমন হাসি কান্না,রাগ দুঃখ,মান অভিমান,হার জিত,ন্যায় অন্যায় আছে ব্যাতিক্রম নয় এই প্রো-রেসলিং এর জগৎটাও। এখানেও সবকিছু বিদ্যমান, আর সবকিছুর খোরাক মানুষের আবেগটাও এখানে খেলার পাশা উলটে দেয়। অনেক শৈল্পিকতা লিখে ফেলেছি, মাফ করবেন। CM Punk aka Chicago Made Punk নামটা আর ১০টা মানুষের কাছে অচেনা মনে হলেও প্রো-রেসলিং দুনিয়ায় যাদের অবাধ বিচরন তাদের কাছে মোটেও অচেনা না। CM Punk নামটি অনেক ইতিহাস বহন করছে,করবে এতে কোন সন্দেহ নেই। আমাদের কাজ ইতিহাস পর্যালোচনা করা। সেটাই করব আজকের আর্টিকেলটিতে। CM Punk সম্পর্কে বলার বেশী প্রয়োজন নেই সেটা সবাই ই জানেন তবুও পোষ্টের মান রক্ষার্থে বলা দরকার।

Philip Jack brooks aka CM Punk নামেই সবাই চিনে, ১৯৭৮ সালের আজকের দিনে শিকাগোতে জন্মান পানক। ১৯৯৯ সালে প্রো-রেসলিং এ ডেভিউ করেন। বাবা ছিলেন উম্মাদ মাতাল, নেশা করেই পরে থাকত, যার কারনে পানক নেশাকে খুব ই ঘৃনা করেন, ২০০৫ এর আগ পর্যন্ত তিনি ROH তে রেসলিং করতেন, এরপর WWE তে সাইন করেন। ৯ বছরের WWE ক্যারিয়ারে অর্জন করেছেন বেশকিছু, হয়েছেন ১৯তম Triple Crown Champion, 434 Days Championship reign,2time wwe champion,1time ic champion & 1 time tag team champion with Kofi,& MITB winner, 2011 superstar of the year এবং Undertaker এর ম্যানিয়া অপনেন্ট হয়েছেন। হিসাবের পাল্লা আরো ভারী হতে পারত যদি তিনি প্রো-রেসলিং থেকে মুখ ফিরিয়ে না নিতেন। আর এই মুখ ফিরিয়ে নেওয়াটাই আমাদের অন্য টপিকে নিয়ে যাচ্ছে। কেন ই বা পানক তার সোনালী ক্যারিয়ারের ইতি টানলেন? স্বাভাবিকভাবেই সব পানক ফ্যানরা উত্তর দিবে কোম্পানি পানকের সাথে অন্যায় করেছে। বিষয়টা কি শুধুই ন্যায় অন্যায়ের? নাকি অন্যকিছুও ছিল? চলুন একটু জল ঘোলা করি। 

২০১৪ এর রয়েল রাম্বলে পানক #১ এন্ট্রি নেন এবং কেইন আসার আগ পর্যন্ত টিকে থাকেন, কেইন কে এলিমিনেট করলে কেইন রাগে পানক কে অবৈধভাবে এলিমিনেট করেন(স্ক্রিপ্ট)।এরপর পানক কে আর WWE তে দেখার সৌভাগ্য হয়নি। নানা নিউজ রুমরস এ সব উত্তাল, বাতিস্তার ৪বছর পর রিটার্নের হাইপ পানক ইস্যুতে আড়াল হয়ে যায়। পানক লিভ নিচ্ছে?পানক কুইট করছে, পানক কে ভিন্স রিলিজ করে দিচ্ছে ইত্যাদি নিয়ে সরগম চলতে থাকে। অবশেষে সত্যটা জানা যায় যে পানক কে ভিন্স ফায়ার্ড করেছে। কেন ফায়ার্ড করা হলো পানক কে? 

Colt Cabana Podcast এ পানক সবকিছুর উত্তর দিয়েছিল। পানক কোম্পানী কুইট করেনি ঠিক ই কিন্তু লিভ নিয়ে ছিল, কোম্পানীর সাথে ২০১১ এর পাইপবম্বের পর থেকেই তার সাথে সমস্যা বিদ্যমান ছিল, এরপরও ২০১১ তে পানক তার কন্ট্রাক্ট রি নিউ করে, আর হান্টার পানক কে আশ্বস্ত করে সে তার যোগ্য পুশ পাবে। ২০১২-২০১৩ পানকের জন্য নিঃসন্দেহে স্বর্নালী সময় ছিল, কিন্তু ৪৩৪দিন রেকোর্ড ব্রেকিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও রকের মত পার্ট টাইমারের ম্যানিয়া মেইন ইভেন্টিং নিয়ে পানকের যথেষ্ট অভিযোগ ছিল। সত্যি বলতে কি ব্যাপারটা আসলেই অন্যায় আর ব্যাকস্টেজ বিজনেসের অভিশাপ, পানকের মত চ্যাম্পিয়ান ওই বছরের ম্যানিয়া হেডলাইনে নেই, মেইন ইভেন্টে নেই? পানক তার ড্রিম ম্যাচ পেয়েছিল টেকারের সাথে এবং অসাধারন ম্যাচ উপহার দিয়েছিল, টেকারের ২০১৩ এর সেই ম্যাচটায় এখন পর্যন্ত বেস্ট। ২০১৪ থেকে ভাল ম্যাচ উপহার দিতে পারেনি আমাদের প্রিয় এই রেস্লারটি। 

যাইহোক, রায়ব্যাকের সাথে ম্যাচে পানকের পাজর ভেঙে যায়, রায়ব্যাক ইচ্ছাকৃত ভাবেই জোড়ে আঘাত করে এমনটা পানক বিচার দেয়, এর বাইরে পানক এটাও অভিযোগ করে যে রায়ব্যাক স্টেরয়েড নিয়ে ম্যাচ খেলাতে ম্যাচে স্ক্রিপ্ট ভাঙে। ভিন্স পানকের এই অভিযোগটি আমলেই নেয় না, পানক কে উলটা কথা শুনিয়ে দেয়, পানক বলে তার ইঞ্জুরির জন্য বিশ্রামের প্রয়োজন,কিন্তু ভিন্স সেটা নাকচ করে দেন আর পানক কে ড্রাগ নিতে বলেন, পানক রাজি হন না। ২০১৪ রাম্বলে পানক খেলতে অস্বীকৃতি জানায় তার ইঞ্জুরির কারনে। উল্লেখ্য WWE এর অফিশিয়াল ডক্টর পানক কে গ্রিন সিগ্ন্যাল দেয় যে পানক শংকাওমুক্ত, পানকের সহধর্মিণী Aj Lee পানক কে পারসোনাল ডক্টর দেখায়, তিনি সোজা কথায় পানক কে রেসলিং করতে বারন করেন, ডেড বডি হওয়ার ইচ্ছা না থাকলে। পানক ব্যাপারটি নিয়ে ভিন্সের সাথে কথা বললেও ভিন্স তোয়াক্কা করে না, পানক কে রাম্বলে ম্যাচ খেলান এবং টানা ৪০মিনিট ম্যাচে ছিল পানক। এরপর রাগ করে পানক কোম্পানীকে কিছু না জানিয়ে দু সপ্তাহ লিভ নেন। এরই মাঝে পানক এজের সাথে বিয়ে শেষ করেন আর বিয়ের দিন ই পানকের হাতে চিঠি আসে যে পানক ২মাসের জন্য সাস্পেন্ড। এরপর পানক আর কোম্পানীর সাথে যোগাযোগ করেনি। পানক ভিন্সের এগেইন্সটে কেইস করতে গিয়েও করেনি। TNA থেকে পানক কে ১ মিলিওন ডলারের অফার করা হয় পানক সেটা নাকচ করে দেন, পানকের মনে তিক্ততা চলে এসেছিল প্রো-রেসলিং এর উপর। তাই পানক সোজা UFC এর সাথে কন্ট্রাক্ট করে।-এই ছিল পানকের ভাষ্যমতে তার WWE লিভের রিজন। পানক WWE কুইট করেনি, অভিমান করে লিভ নিয়েছিল আর অজান্তেই WWE তাকে ফায়ার্ড করে। 

পুরো অভিব্যক্তি ব্যাক্ত করলে ধিক্কার জানাতে হবে ভিন্স কে,হান্টার কে, WWE কে। পানকের সাথে অন্যায় হয়েছিল কিন্তু তার মানে এই ছিল না যে লাখ লাখ ভক্তদের উপেক্ষা করে পানক প্রো-রেসলিং কেই কুইট করবে। এটা পানকের উপর সব ফ্যানদের আরজ থাকবে।

এবার আসি পানকের ইগো বা ট্যালেন্ট কোনটা পানক কে পুট অভার করেছে? রেসলার হিসেবে পানক যথেষ্ট স্কিলড,পানকের ক্রিয়েটিভিটি ছিল,যার অনেককিছুই WWE কাজে লাগিয়েছে। পানক WWE এর উপর যে অন্যায় বা লয়ালটি ভেঙেছে সেটা হলো পাইপবম্ব। তবে ইউনিভার্সের পাইপবম্বকে এক্ট্রাক্টিভ ভাবে নেওয়াটা ভিন্সের অর্থ বাড়াতে যেমন সুযোগ করে দিয়েছে আর ভিন্সও তা কাজে লাগিয়েছে, সে হিসেবে ভিন্সের পানকের উপর আক্ষেপ থাকার কথা না। পানক অন-স্ক্রিনে অনেক সেন্সিটিভ কথা বলত যেটা কোম্পানীর লয়ালটির উর্ধ্বে। তাই আমি মনে করি এই দিক থেকে পানকের নিজেকে Best ভাবা আর প্রমান করার ইগো টা বেশী ছিল। ট্যালেন্ট ছিল,সেটার মর্যাদা হয়ত কোম্পানী পুরোপুরি দিতে পারেনি কিন্ত পানকের চাইতেও খারাপ অবস্থায় বেটার রেস্লার ছিল, এখনো আছে, সেই হিসেবে পানক ভালোই অর্জন করেছে। তার সাথে কোম্পানীর মনমালিন্য,ন্যায়-অন্যায় এ জর্জরিত সবকিছুঁ বর্তমান সমস্যার জন্য দায়ী। ভিন্স পানকের কাছে ক্ষমা চেয়েছে, তাকে ফ্যামিলিতে আমন্ত্রন জানিয়েছে, এরপর পানকের ফিরে না আসাটা তার ইগো নাকি দুঃখ নাকি তিক্ততা সেটা পানক ই ভালো জানে। আমি আশা রাখি একদিন পানক প্রো-রেসলিং এ ফিরে আসবে। তাকে আসতে হবে। আর WWE তেই আসবে। 
• লেখকঃ Mohammad Shagor Islam