টপিক দেখে কিছুটা শক খেয়েছেন? হ্যা শক খাওয়ার ই কথা! তো দুজন দুই কোম্পানি তে তাহলে যুদ্ধ লাগল কিকরে? হ্যা সেটাই বলছি...
আজ ROH(Ring Of Honor) এর "Global Wars" শো তে Cody Rhodes তার ROH টাইটেল রিটেইন করেছিলেন Kushida কে হারিয়ে। ম্যাচশেষে Cody মাইক হাতে নিয়ে প্রমো কাটা শুরু করেন এবং তিনি নিজেকে প্রো-রেসলিংয়ের "বিগেস্ট ড্র" অর্থাৎ তিনি নিজেকে প্রো-রেসলিংয়ের "সবচেয়ে বড় আকর্ষণ" হিসেবে উল্লেখ করেন 😂 এবং তিনি ঐসময় WWE সুপারস্টার Roman Reigns কে খোঁচা মেরে বলেন, "আমি ভাবতাম ঐ প্রতিরক্ষার পোশাক (Waistcoat এর মতন দেখতে রোমানের পরা বুকের শক্ত কোট) ড্রাগ টেস্টের ব্যার্থতাকে চাপা দেয়ার জন্য কিন্তু আসলে তা হিংসা কে লুকিয়ে রাখছে"!!
উল্লেখ্য যে বেশ কয়েক মাসে আগে ও Reigns এর পরিহিত কোট নিয়ে সমালোচনা করেছিলেন Cody এবং বলেছিলেন এরকম শক্ত কোট পরে রেসলিং করাটা অনুচিত। আর তাই এবার Reigns এর কোট সহ ড্রাগ টেস্টে ব্যার্থতা কে নিয়ে ও খোঁচা মেরেছেন Cody..! তবে Reigns ও এর পাল্টা জবাব দিয়েছেন। টুইটারে এক ফ্যান Cody এর সেই প্রমোর লিংক Reigns কে সেন্ড করেছিলেন এবং তখন Reigns টুইট করেছেন, "এই লিংকে ক্লিক করে তা দেখার আমি কোনো প্রয়োজনবোধ করিনা। যদি সেই এরিনা ১ লাখ এর বেশি ক্রাউড ড্র করতে না পারে, তাহলে সে(Cody) বোকার মত কথা বলছে"!! 😁
I don’t even need to click the link and watch it. If that house didn’t draw over 100K. He’s just talking silly. #WalkOverTalk https://t.co/azQyqDpHUN— Roman Reigns (@WWERomanReigns) October 15, 2017
অবশ্য এই টুইট টি তিনি Cody এর নিজেকে রেসলিংয়ের "সবচেয়ে বড় আকর্ষণ" বলে দাবি করার জন্যই করেছিলেন!!
তাহলে, এই ছোটখাটো যুদ্ধ থেকে যে বিষয়গুলো বুঝা যাচ্ছে:-
(১) এটা স্ক্রিপ্টেড হতে পারে। হীল হিট পাওয়ার জন্য হয়তবা Cody নিজেই নিজের ঢোল পিটাচ্ছেন!
(২) যদি এটা স্ক্রিপ্টেড না হয়ে থাকে তাহলে Cody এটেনশন পাওয়ার জন্যই Roman কে নিয়ে খোঁচা মারছেন। কারণ এর আগেও ফ্যানদের এটেনশন পাওয়ার জন্য Del Rio সর্বদা WWE কে নিয়ে কটূক্তি করেছেন। হয়তবা Cody ও এটেনশন সিকিং এর জন্য বারবার Roman এর সমালোচনা করছেন 👎 কারণ "Roman Reigns" এর নামটাই ফ্যান দের এটেনশন পাওয়ার জন্য এনাফ!
(৩) Cody এর প্রমো স্ক্রিপ্টেড হওয়ার সম্ভাবনা ই বেশি। কারণ, বেশ কিছু দিন আগে একটি প্রেস কনফারেন্সে Roman কে Bullet Club ও Young Bucks কে WWE তে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি সোজা ভাষায় মানা করে দিয়েছিলেন এবং বলেছেন, Young Bucks ও Bullet Club এর মতন এন্টারটেইনার দের WWE তে আনার তেমন প্রয়োজনীয়তা নেই!! আর তাই হয়তবা Club ও Bucks দের নিয়ে এমন টা বলায় Roman কে অন স্ক্রিনে পরোক্ষভাবে সমালোচনা করেছেন Cody.. 😜
এখন দেখার বিষয় এই কথার যুদ্ধের অবসান কিভাবে হয়.. Let's Wait & Watch