কিছুদিন আগে Dave Meltzer Wrestling Observer Newsletter এ জানিয়েছেন যে, Survivor Series এ WWE Universal Champion Brock Lesnar এবং WWE Champion Jinder Mahal এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে Brock Lesnar সম্প্রতি Kevin Owens এর সবচেয়ে বেশিদিন WWE Universal Champion থাকার রেকর্ডটি ভেঙেছেন। তিনি তার WWE Universal Title টি 200 দিনের বেশী রাখতে সক্ষম হয়েছেন।😎 যেখানে Kevin Owens এর কাছে টাইটেল টি ছিল 188 দিন।😊

অকল্পনীয় হলেও সত্য এই যে, Jinder Mahal কিছুদিনের মধ্যেই 150 দিন As A WWE Champion থাকার একটি রেকর্ড স্পর্শ করবেন। যার মাধ্যমে তিনি WWE Hall of Famers Edge and Eddie Guerrero কেও পেছনে ফেলবেন। তাছাড়া জিন্দার মাহাল হল 50 তম ব্যক্তি যিনি এই ঐতিহাসিক টাইটেল টি অর্জন করেন।

তবে ডেভ মেল্টজারের মতে, WWE এর ম্যানেজমেন্ট কমিটি ততটা আগ্রহী বা আন্তরিক নয় এই ম্যাচটি নিয়ে।

আমরা সবাই জানি যে WWE তে কখন কি হয় তা কেও জানে না। তবে যেহেতু ব্রক লেসনার সামোয়া জো, রোমান রেইন্স, গোল্ডবার্গ, ব্রান স্ট্রোম্যান এর মত সুপারস্টারদের বিপক্ষে বিজয়ী হয়েছে সেজন্য এই ম্যাচটিতে তাকে পিনফল বা সাবমিশনের মাধ্যমে হারানোর কোন যোক্তিকতা নেই। বরং তার এই ম্যাচে জয়লাভ করা অত্যাবশ্যক। But WWE তো আর আমাদের কথা শুনবে না। তারা তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য যেটা উচিত সেটাই করবে।

এখানে একটা ভাবার বিষয় হল যদি Title On The Line এ রেখে ম্যাচ হয় তাহলে একটা সমস্যা আছে। কারণ, যদি জিন্দার মাহাল জয়লাভ করে তাহলে Universal Title & WWE Title উভয়ই SmackDown এ চলে যাবে। যার ফলে Raw তে আবার নতুন কোন টাইটেল আনার প্রয়োজন হবে। ঠিক তেমনি আমরা যদি উল্টোভাবে চিন্তা করি তাহলেও সেই একই সমস্যা SmackDown এ তৈরি হবে।😐

So, এখানে অনেকটা Surety দিয়ে বলা যায় ম্যাচে কিছু উল্টো পাল্টা ঘটতে চলেছে। হয়তোবা কোন শকিং রিটার্নস, বা No Contest বা DQ এর মাধ্যমে শেষ হবে ম্যাচটি। তবে আমার মত যদি কেউ জয়লাভ করে এই ম্যাচে তবে সে হবে ব্রক লেসনার।🙂

Because, রুমোরস মোতাবেক, ব্রক লেসনার Wrestlemania 34 এ রোমান রেইন্স এর সাথে ম্যাচ খেলার পুর্বে Royal Rumble Pay Per View তে ফিন ব্যালর এর মুখোমুখি হবেন।🙄
• লেখক ঃ ‎Abraham Khan‎

Lesnar VS Jinder - ম্যাচের ব্যাপারে কিছু কথা।


কিছুদিন আগে Dave Meltzer Wrestling Observer Newsletter এ জানিয়েছেন যে, Survivor Series এ WWE Universal Champion Brock Lesnar এবং WWE Champion Jinder Mahal এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে Brock Lesnar সম্প্রতি Kevin Owens এর সবচেয়ে বেশিদিন WWE Universal Champion থাকার রেকর্ডটি ভেঙেছেন। তিনি তার WWE Universal Title টি 200 দিনের বেশী রাখতে সক্ষম হয়েছেন।😎 যেখানে Kevin Owens এর কাছে টাইটেল টি ছিল 188 দিন।😊

অকল্পনীয় হলেও সত্য এই যে, Jinder Mahal কিছুদিনের মধ্যেই 150 দিন As A WWE Champion থাকার একটি রেকর্ড স্পর্শ করবেন। যার মাধ্যমে তিনি WWE Hall of Famers Edge and Eddie Guerrero কেও পেছনে ফেলবেন। তাছাড়া জিন্দার মাহাল হল 50 তম ব্যক্তি যিনি এই ঐতিহাসিক টাইটেল টি অর্জন করেন।

তবে ডেভ মেল্টজারের মতে, WWE এর ম্যানেজমেন্ট কমিটি ততটা আগ্রহী বা আন্তরিক নয় এই ম্যাচটি নিয়ে।

আমরা সবাই জানি যে WWE তে কখন কি হয় তা কেও জানে না। তবে যেহেতু ব্রক লেসনার সামোয়া জো, রোমান রেইন্স, গোল্ডবার্গ, ব্রান স্ট্রোম্যান এর মত সুপারস্টারদের বিপক্ষে বিজয়ী হয়েছে সেজন্য এই ম্যাচটিতে তাকে পিনফল বা সাবমিশনের মাধ্যমে হারানোর কোন যোক্তিকতা নেই। বরং তার এই ম্যাচে জয়লাভ করা অত্যাবশ্যক। But WWE তো আর আমাদের কথা শুনবে না। তারা তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য যেটা উচিত সেটাই করবে।

এখানে একটা ভাবার বিষয় হল যদি Title On The Line এ রেখে ম্যাচ হয় তাহলে একটা সমস্যা আছে। কারণ, যদি জিন্দার মাহাল জয়লাভ করে তাহলে Universal Title & WWE Title উভয়ই SmackDown এ চলে যাবে। যার ফলে Raw তে আবার নতুন কোন টাইটেল আনার প্রয়োজন হবে। ঠিক তেমনি আমরা যদি উল্টোভাবে চিন্তা করি তাহলেও সেই একই সমস্যা SmackDown এ তৈরি হবে।😐

So, এখানে অনেকটা Surety দিয়ে বলা যায় ম্যাচে কিছু উল্টো পাল্টা ঘটতে চলেছে। হয়তোবা কোন শকিং রিটার্নস, বা No Contest বা DQ এর মাধ্যমে শেষ হবে ম্যাচটি। তবে আমার মত যদি কেউ জয়লাভ করে এই ম্যাচে তবে সে হবে ব্রক লেসনার।🙂

Because, রুমোরস মোতাবেক, ব্রক লেসনার Wrestlemania 34 এ রোমান রেইন্স এর সাথে ম্যাচ খেলার পুর্বে Royal Rumble Pay Per View তে ফিন ব্যালর এর মুখোমুখি হবেন।🙄
• লেখক ঃ ‎Abraham Khan‎