প্রো-রেসলিং আর মিক্সড মার্শাল আর্ট দুটোই ভিন্ন ব্যাপার! WWE তে অনেক রেসলার ছিল বা আছেন যারা প্রো রেসলিং এর পাশাপাশি কিছু সময় বা দীর্ঘকালের জন্য MMA Fighting করেন! আজ তাদেরই লিস্ট তুলে ধরব আপনাদের সামনেঃ
• Alberto Del Rio :
MMA Record : 9 Wins, 5 Losses
Alberto Del Rio বা Alberto El Patron যাকে কিনা সবাই একজন খ্যাত প্রো রেসলার হিসেবে চিনে তিনি আসলে একজন দীর্ঘসময়ের জন্য MMA ফাইটার ছিলেন! তিনি 2001-2010 সাল পর্যন্ত MMA Fighting করেন ও ১৪ টি অফিসিয়াল ম্যাচ খেলেন যেখানে ২ টি ম্যাচে নকআউটের মাধ্যমে জয়লাভ করেন আর ৭ টি ম্যাচে সাবমিশনের মাধ্যমে জয়লাভ করেন! তিনি তার শেষ ফাইট করেন Yamamoto Hanshi এর সাথে তবে তিনি গেরে গিয়েছিলেন! Mexico তে একটি MMA Promotion আছে যার নাম Combate Americas যেখানে বর্তমানে প্রেসিডেন্ট আছেন এই Alberto Del Rio!
• Batista :
MMA Record : 1 Win, O Losses
Batista তথা WWE এর চিরপরিচিত এক অন্যতম পাওয়ারহাউজ রেসলার যাকে সবাই একনামে ভাল একজন প্রো রেসলার ও পপুলার হলিউড Actor হিসেবে চিনে! সে ২০১২ সালে CES এর একটি MMA ইভেন্টে একটি ম্যাচ খেলে যেখানে Vince Lucero কে প্রথম রাউন্ডেই TKO এর মাধ্যমে হারান! এরপর তিনি আর কখনো MMA Fighting করেন নি।
• CM Punk :
MMA Record : O Wins, 1 Loss
২০১৪ সালে WWE থেকে Fired হবার পরপরই তিনি UFC নামক নামকরা MMA কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। তিনি সেখানে প্রায় দুই বছর যাবত ট্রেইনিং করে ২০১৬ সালে UFC 203 নামক বড় পেই পার ভিউ ইভেন্টের মেইন ইভেন্টে Micky Gall এর বিপক্ষে MMA Debut ঘটান! তবে Young and Powerfull Gall এর কাছে পাঙ্ক প্রথম রাউন্ডেই সাবমিশনের মাধ্যমে হারতে রাজি হন! এরপর এখনো এক বছরের মত হয়ে গেল তবে তাকে আর MMA Fighting এ দেখা যায় নি। আশা করি শীঘ্রই সে একটি MMA Match খেলবে! উল্লেখ্য সে UFC 203 এ ম্যাচ খেলার জন্য মোট অর্থ পেয়েছিল $500,000! কারণ তার জন্য সেদিন PPV Ticket Buyer অনেক বেড়ে গিয়েছিল তবে এই ম্যাচটি হারার পর অনেক প্রো রেসলিং ও MMA Fan রা তাকে নিয়ে Social Media তে অনেক মজা করে, Troll করে!
• Bobby Lashley :
MMA Record : 15 Wins, 2 Losses
যদি প্রো রেসলিং সেরা স্পিয়ার দেওয়ার তালিকা তৈরী করা হয় তাতে এই Lashley এর নাম অবশ্যই থাকবে। এবং এই ল্যাশলি কে প্রায় সবাই ই চিনে কারণ সে WWE ও TNA তে রেসলিং করেছে ও সেসকল প্রমোশনে সে অনেক টাইটেল জিতেছেন! তবে MMA Fighting এর দিক দিয়েও এই ল্যাশলি অনেক সফল একজন ফাইটার! সে ২০০৮ সালে MMA তে জয়েন করে! ভবিষ্যতে হয়তো তাকে আরো কিছু ম্যাচে আমরা দেখতে পারি তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে।
• Ken Shamrock :
MMA Record : 28 Wins, 17 Losses, 2 Draws
এই ব্যাক্তিটি ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত WWE তে ছিলেন। ১৯৯৮ সালের King Of The Ring জিতেন তিনি, হয়েছিলেন Intercontinental Champion, Tag Team Champion With Big Bossman! Shamrock এর লেজেন্ডারি ক্যারিয়া রয়েছে MMA Fighting এ! এবং তার এই লেজেন্ডারি MMA Career এর জন্য তাকে UFC এর Hall Of Fame এর প্রথম সারিতে ইন্ডাক্ট করা হয়!
• Shinsuke Nakamura •
MMA Record : 3 Wins, 1 Loss, 1 No Contest
একবিংশ শতাব্দীর সেরা প্রো রেসলারকে এ লিস্টে দেখাটা অনেকটা অবাক করার মত! এই King Of Strong Style খ্যাত ব্যাক্তিটিও এককালে MMA এর দুনিয়ায় গমন করেছিলেন! তিনি ২০০২-২০০৪ সাল পর্যন্ত তার MMA Career সচল ছিল! এরপর সে জাপানের বিখ্যাত প্রো রেসলিং কোম্পানি NJPW তে Join করে! এরপর তো জানেন ই, সেখানে সে উচ্চমাপের রেসলিং ক্যারিয়ার তৈরী করেন ও World এ নিজের যোগ্যতার পরিচয় দেন! এরপর NXT তে NXT Champion হন! এরপর এ বছর Main Roster এ ডেবিউ করার পর বর্তমানে তিনি WWE Championship এর ফিউডে রয়েছেন! আশা করি তিনি ভবিষ্যতে WWE Champion হবেন!
• Dan Severn :
MMA Record : 101 Wins, 19 Losses, 7 Draws
এই ব্যাক্তিটিও WWF এ ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত ছিলেন! তিনি প্রো রেসলিং এ বেশি কিছু অর্জন করতে না পারলেও তার MMA ক্যারিয়ারটি একটি Legendary Career! তার ১০০ MMA Fighting এ Win রেকোর্ড আছে! তিনি ১৯৯৪ সালে তার MMA Career শুরু করেছিলেন! বর্তমানে তিনি একজন UFC Hall Of Famer দের মধ্যে একজন!
• Brock Lesnar :
5 Wins, 3 Losses, 1 No Contest
WWE এর Beast Incernate হিসেবে পরিচিত এই ব্যক্তিটি! বর্তমানে WWE Universal Champion! সে MMA Fighting এও একজন Beast এর মতন ফাইটিং করেন! সে Former UFC Heavyweight Champion For A Long Time Reigning! সে UFC Legends Like Randy Couture এবং Frank Mir কে হারান! সে তার শেষ MMA তথা UFC Match খেলেন UFC এর PPV, UFC 200 এ! তার অপনেন্ট ছিলেন Mark Hunt! তিনি সে ম্যাচে জয় পেলেও পরে তার ম্যাচটিকে No Contest হিসেবে ঘোষণা করা হয়। ভবিষ্যতে হয়তো তাকে আবার UFC তে ফাইট করতে দেখা যাবে তবে তা সময়ের ব্যাপার মাত্র!
এছাড়াও MMA Career ছিল বর্তমানে ক্রুজারওয়েট ডিভিশনে থাকা Jack Gallagher এর, Mitch(Spirit Squad এর একজন), Rezar(The Authors Of Pain এর একজন)!
আজ এতুটুকুই! আশা করি সবার ভাল লাগবে! ধন্যবাদ সবাইকে!
• লেখক ঃ Ahnaf Ahsan