আগামী ১১ ই জানুয়ারি, ২০১৮ তে RAW ২৫ বছরে পা দিতে যাচ্ছে, এবং সে উপলক্ষে WWE এর অনেক বড় কিছু প্ল্যানিং রয়েছে...।
২২ জানুয়ারি ; ২০১৮ তে RAW এর এপিসোডে তারা তাদের ২৫ বছর পূর্তি উদযাপন করবে, আমাদের এখানকার সময়ে ২৩ জানুয়ারী আমরা তা দেখতে পাবো,
এর আগে কোন ধারাবাহিক টিভি শো ই ২৫ বছর কিংবা এর কাছাকাছিও যেতে পারেনি, Raw ই হবে বিশ্বের একমাত্র টিভি শো, যা একধারে ২৫ বছর ধরে প্রতি সপ্তাহেই আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে,
সুতরাং চলুন দেখা যাক RAW আমাদের জন্য কি কি সারপ্রাইজ রাখবে!
• সবচেয়ে বড় সারপ্রাইজ হলো Raw এর এই ২৫ বছর পূর্তি উপলক্ষে একসাথে ২টা শো করতে যাচ্ছে, New York এর বার্ক্লেইস সেন্টার এবং ম্যানহাটন এ একই দিনে দুইটা Raw অনুষ্ঠিত হবে, এবং যেহেতু সেটি হবে Royal Rumble এর আগে সর্বশেষ Raw,সুতরাং কি হবে বা হতে পারে তা হয়তো আপনারা অনুমান করতেই পারছেন,
• সেইদিন সম্ভাবনা আছে যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ কিংবা অন্য কোন চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে এবং কোন না কোন চ্যাম্পিয়নশীপ হাতবদলও হবে,
• এবং Raw এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ঐ এপিসোডে Smackdown Live এর সুপারস্টাররাও উপস্থিত থাকবেন, এবং ম্যাচ খেলবেন,
• ঐ এপিসোডে Undertaker , Shawn Michaels , Kevin Nash, Stone Cold Steve Austin সহ আরো অনেক লেজেন্ড এবং হল অফ ফেমাররাও রিটার্ন করতে যাচ্ছেন,
সুতরাং সবকিছু ঠিক থাকলে আমরা ইতিহাসের অন্যতম স্বরণীয় এক RAW পেতে চলেছি!
• লেখক ঃ Armaan Hussain Aymaan