সারভাইভার সিরিজ, WWE এর চারটি মেজর পিপিভির একটি যেখানে RAW & SDLive একসাথে একে অপরের বিরুদ্ধে পারফর্ম করে। এই পিপিভির অন্যতম আকর্ষণীয় একটি ম্যাচ হল ৫-অন-৫ ট্র্যাডিশনাল এলিমিনেশন ম্যাচ যেখানে উভয় ব্র্যান্ডের ৫ জন করে রেস্লার একে অপরের বিপক্ষে ফাইট করে নিজের ব্র্যান্ডের সম্মান-মর্যাদা বৃদ্ধির জন্যে, নিজের ব্র্যান্ডকে সেরা প্রমাণের উদ্দেশ্যে। প্রতি বছরই এরকম একপ্রকার উত্তেজনার সৃষ্টি হয় যে, কে বা কারা কারা এই ম্যাচে নিজ নিজ ব্র্যান্ডের হয়ে পারফর্ম করবে। গতকাল আমি Team RAW এর হয়ে ম্যাচটিতে কারা কারা পারফর্ম করতে পারে তা নিয়ে একটি প্রেডিকশন পোস্ট দিয়েছিলাম। বেশ ভাল রিয়্যাকশনও পেয়েছিলাম বটে, যার সিংহভাগই ছিল পজিটিভ। তো আজ আমি Team SDLive এর হয়ে সারভাইভার সিরিজে কারা কারা পারফর্ম করতে পারে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করব। আশা করি, আপনাদের ভাল লাগবে। আর হ্যা, এটি জাস্ট আমার নিজস্ব মতামত, প্রেডিকশন। বাস্তবে এমনটি আদৌ হবে কিনা বলা যায় না। শুরু করা যাক :D
5) Randy Orton - গত স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে স্যামি জেইন বনাম র্যান্ডি অর্টন ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে শর্ত ছিল ম্যাচের বিজেতা টিম স্ম্যাকডাউনের হয়ে সারভাইভার সিরিজে অংশগ্রহণ করবে। স্যামিকে দারুণ একটু লো ব্লো হিট করে ম্যাচে জয়লাভ করে র্যান্ডি অর্টন এবং সারভাইভার সিরিজের জন্য টিম স্ম্যাকডাউনে নিজের জায়গা কনফার্ম করে। সুতরাং এটিকে আসলে আমার প্রেডিকশন না বলে ক্রিয়েটিভ প্যানেলের সিদ্ধান্ত-ই বলা ভালো।
4) Shinsuke Nakamura - টিম স্ম্যাকডাউনের ৪র্থ মেম্বার হিসেবে আমি পিক করছি শিন্সকে নাকামুরাকে। এ যুগের অন্যতম শ্রেষ্ঠ রেস্লারদের তালিকা করতে গেলে তার নামটা উপরের কাতারেই থাকবে। কিন্তু মেইন রোস্টারে ডেবিউয়ের পর ভাল বুকিংয়ের অভাবে মোমেন্টাম অর্জন করতে পারেনি সে। এখন অবধি মনে রাখার মত একটি ম্যাচও উপহার দিতে পারে নি সে। মাইক সেক্টরের কথা না হয় বাদ-ই দিলুম :3
তবে, আমার মতে এবারের সারভাইভার সিরিজে মেজর একটি রোল প্লে করতে পারে নাকামুরা। অভিয়াস্লি সেটা স্ম্যাকডাউনের পরাজয়ে। কিছুদিন আগে র্যান্ডি অর্টন একটি মন্তব্য করেছিল যে, বেবীফেইস থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গেছে। সে হীলটার্ন করতে চায়। আর সেই ব্যাপারটা জোরালো হয় তখন যখন র্যান্ডিকে নাকামুরার সাথে টিম আপ করানো হয়। কারণ আমরা জানি, র্যান্ডি অর্টনের স্বভাবটা ভাইপারের মত। কাউকেই ছাড় দেয় না সে। নিজেরই লোককে ছোবল দিয়ে তার হীলটার্নের নজির বহু আছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, সারভাইভার সিরিজে নাকামুরার সাথে র্যান্ডি অর্টনের ভুল বুঝাবুঝি হবে এবং এরই ফলে নাকামুরাকে RKO হিট করে হীলটার্ন করবে অর্টন এবং ফলশ্রুতিতে স্ম্যাকডাউন পরাজিত হবে।
আহা! টিম মেম্বার প্রেডিক্ট করার সাথে সাথে দেখি কোন ব্র্যান্ড জিতবে সেটাও প্রেডিক্ট করে দিলুম :3
3) Bobby Roode - স্ম্যাকডাউন টিমের থার্ড মেম্বার হিসেবে আমি পিক করছি ববি রুডকে। ডল্ফ জিগ্লারের সাথে তার আনফিনিশড বিজনেস দ্রুত নিষ্পন্নের মাধ্যমে খুব শীঘ্রই ববি টিম স্ম্যাকডাউনে যোগদান করবে বলে আমি মনে করি। এছাড়া, মেইন রোস্টারে ডেবিউয়ের পর জিগ্লারের সাথে ফিউডে সে খুব একটা মোমেন্টাম অর্জন করতে পারেনি। তাই এই সারভাইভার সিরিজটা তার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আমি আশাবাদী, ম্যাচটিতে ববি রুডকে বেশ স্ট্রংভাবে বুক করা হবে যাতে করে ভাল মোমেন্টাম অর্জন করতে পারে সে এবং ভবিষ্যতে বেশ ভাল কিছু ফিউড উপহার দিতে পারে।
2) AJ Styles - প্রো-রেস্লিং ওয়ার্ল্ডের এক উজ্জ্বল নক্ষত্র এবং বর্তমান স্ম্যাকডাউন রোস্টারের সবচেয়ে ডেকোরেটেড, প্যাশনেড ও স্কিলফুল রেস্লার হল এজে স্টাইলস। তাকে ছাড়া সারভাইভার সিরিজের ট্র্যাডিশনাল ৫-অন-৫ ম্যাচটা কল্পনাও করতে পারি না আমি। এজন্য সে-ই হচ্ছে আমার সেকেন্ড পিক। টিম স্ম্যাকডাউনের ক্যাপ্টেন হিসেবে আমি যাকে প্রেডিক্ট করতে যাচ্ছি সেটা যদি ভুল হয় সেক্ষেত্রে এই এজে স্টাইলস-ই হবে টিম স্ম্যাকডাউনের ক্যাপ্টেন! ^_^
1) Shane McMahon [Captain] - টিম স্ম্যাকডাউনের ক্যাপ্টেন হিসেবে আমি পিক করছি শেন মিকম্যানকে। গত সপ্তাহের RAW তে শেন মিকম্যান তার স্ম্যাকডাউন রোস্টার নিয়ে অর্ধেক RAW রোস্টার ধ্বংস করে দেয় এবং কার্টকে হুমকি দিয়ে আসে। তো, ব্যাপারটা যেরকম পারসোনাল হয়ে গেছে এই দুই মহারথীকে ময়দানে না নামালে স্টোরিলাইন গলাধঃকরণে ভুগতে হবে। শেন & কার্টকে যদি এক রিংয়ে পারফর্ম করানো হয় তবে সেটা কোনো না কোনোভাবে এটিট্যুড ইরার স্বাদ মিটাতে সক্ষম হবে এবং স্টোরিলাইনও জমজমাট করা সম্ভব। তাছাড়া, মেইন ইভেন্টে যদি ব্রক লেস্নার বনাম জিন্দার মহলের মত থার্ড ক্লাস একটি ম্যাচ সেট করা হয় তবে অন্ততপক্ষে দর্শক টানার জন্য হলেও, টিকিট বিক্রির জন্য হলেও কার্ট & শেনকে রিং অ্যাকশনে ফিরানো উচিত। অর্থাৎ শেন & কার্টের রিং অ্যাকশনে ফেরা অতীব জরুরী হয়ে দাঁড়িয়েছে। :)
তো ৫ জনকে সিলেক্ট করার পর টিম এসডি যেমন দেখায়ঃ-
★ Shane McMahon [Captain]
★ AJ Styles
★ Bobby Roode
★ Shinsuke Nakamura
★ Randy Orton
কষ্ট করে পুরোটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি ক্রিয়েটিভ প্যানেলের অংশ হলে কাকে কাকে স্ম্যাকডাউন টিমের অন্তর্ভুক্ত হয়ে পারফর্ম করতে দিবেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু! ^_^
• লেখক ঃ Ratul Islam Antor, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **