♦ Heart Breaking News ♦


TLC পিপিভি তে খেলবেন নাহ Roman ও Bray ! আগামী TLC পিপিভি তে দীর্ঘদিন পর WWE রিংয়ে রেসলিং করবেন Kurt Angle. তিনি 5 Vs 3 Handicap ম্যাচে Roman Reigns এর বদলে Seth ও Dean এর সাথে টিম-আপ করে ম্যাচ খেলবেন 😱

Balor Vs Sister Abigail/Bray এর ম্যাচটা হবে নাহ। এর বদলে TLC পিপিভি তে Finn Balor এর অপোনেন্ট হবেন The Phenomenal One "AJ Styles" 😱😱 This Is F****** Amazing 😍😍

[ Roman ও Bray, Mumps ভাইরাসে আক্রান্ত, তাই তারা খেলবে নাহ 😒 ] 

WWE.Com থেকে জানা গেছে যে, Kevin Owens SmackDown এর Live tour Of (Argentina and Chile) তে যাচ্ছেন না । তিনি কিছু Personal কারণে উপস্থিত থাকতে পারবেন না । শুধু তাই নয় , ইতোমধ্যে তিনি ছুটি নিয়ে তার বাড়িও পৌঁছে গেছেন।😐! কি শুরু করল সবাই!😑

আপনারা অনেকেই জানেন যে , TLC PPV তে Roman Reigns & Bray Wyatt অনুপস্থিত থাকবেন । তাদের জায়গায় আমরা দেখতে পাব Kurt Angle & Aj Styles কে । তবে তাদের কেউই ইঞ্জুরিতে পড়েন নি । মুলত তারা একটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে কিছুটা অসুস্থ । আর একারণে হয়তোবা আমরা রোমান রেইন্স & ব্রে ওয়ায়েট কে আরো কিছুদিন টিভিপর্দায় নাও দেখতে পারি ! 😯

১ মাসের বিল্ডআপ, এত ঘুর-প্যাচের পর শেষপর্যন্ত আর হলো না The Shield এর এক হয়ে ম্যাচ খেলা। আগের ড্রেস, ফিনিশার, সিগনেচার Fist bump, থিম সং, এন্ট্রেন্স স্টাইল সবই দেখা গেল, কিন্তু আর ম্যাচ খেলা হলোনা তাদের। অল্পের জন্য মিস হয়ে গেল। :|

আর অন্যদিকে, Kurt Angle এর রিটার্নিং ম্যাচটাও কীভাবে নষ্ট করে ফেলল!!! কোন বিল্ডআপ, লজিক ছাড়াই তাকে ম্যাচের মধ্যে জোড় করে ঢুকিয়ে দিল, বাহ! 👏🏻 এর চেয়ে 2 on 5 হলেও ভাল হত। যেখানে একটা মিডকার্ডারের Raw বা Smackdown এ অনুষ্ঠিত হওয়া একটা ম্যাচও এক সপ্তাহ আগে সেট করে টিভিতে তার প্রচার করা হয়, সেখানে এরকম একজন লিজেন্ডের রিটার্নিং ম্যাচ তারা মাত্র তিনদিন আগে ঘোষণা দেয়, তাও টুইটারের মাধ্যমে। 😒🔫

এইসবের মধ্যে AJ vs. Finn ই একটু শান্তনা দিল। 😌 কোন বিল্ডআপ না থাকলেও তাদের ম্যাচটিই সবার মন কেড়ে নিতে যথেষ্ট।

তবে মজার বিষয় হচ্ছে, TLC তে তো Finn Balor এর অপোনেন্ট ছিল Sister Abigail, Bray Wyatt নয়! তাহলে Bray এর অসুস্থতার কারণে কেন এই ম্যাচটি হচ্ছে না? Sister Abigail থাকতে ও কেন Finn এর বিপক্ষে ম্যাচ খেলবেন AJ Styles? তাহলে কি Bray Wyatt অসুস্থ হওয়ায় Sister Abigail ও অসুস্থ হয়ে গেছে নাকি? 😂😂 (জাস্ট কিডিং)

তাহলে আমরা জানলাম, ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হবার কারণে রোমান রেইন্স, ব্রে ওয়ায়েট এবং বো ডালাস টিএলসি মিস করতে যাচ্ছেন। এখন অনেকেই প্রশ্ন করছেন যে, মেনিনজাইটিস কি? 


আমাদের মস্তিষ্কের আবরণী বা পর্দার নাম হল মেনিনজেস এবং এই মেনিনজেসের তীব্র প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস। মূলত জীবানুর সংক্রমণের কারণেই এ প্রদাহের সৃষ্টি। এই প্রদাহ মস্তিষ্কের খুব কাছাকাছি হওয়ায় মেনিনজাইটিসের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি অনেক বেশি। আর বিনা চিকিৎসায় মেনিনজাইটিসে মৃত্যুর হার শতকরা ৭০ ভাগেরও বেশি। বিশ্বে প্রতি মিনিটে ১ জন মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হয়, আর প্রতি ২৪ ঘণ্টায় মারা যায় ১৩৭ জন।

মেনিনজাইটিসের হাত থেকে বেঁচে যাওয়া প্রতি ৫ জন রোগীর অন্তত ১ জনের চিরস্থায়ী অঙ্গহানি,মস্তিষ্কের সমস্যা, বধিরতা বা দৃষ্টি শক্তি হারানোর মত করুণ পরিণতি ভোগ করতে হয়। আর মেনিনজাইটিস এতটাই মারাত্মক যে, এই রোগের লক্ষণ প্রকাশের পর প্রতিকারের জন্য ২৪ ঘণ্টার চেয়েও কম সময় হাতে থাকে। 


আমাদের পেজ রোমান রেইন্স, বো ডালাস এবং ব্রে ওয়ায়েট - সবার দ্রুত সুস্থতা কামনা করছে। আপনারাও রেসলিংয়ের মত স্ক্রিপ্টভিত্তিক বিষয় নিয়ে রাগ, ঘৃণা পুষে না রেখে তাদের সুস্থতা কামনা করুন। 
• লেখক ঃ Aamir Hamza Salman Abraham Khan, Sabbir Rahman Leon, Ratul Islam Antor

বিস্তারিত:TLC তে খেলবেন নাহ Roman ও Bray!

♦ Heart Breaking News ♦


TLC পিপিভি তে খেলবেন নাহ Roman ও Bray ! আগামী TLC পিপিভি তে দীর্ঘদিন পর WWE রিংয়ে রেসলিং করবেন Kurt Angle. তিনি 5 Vs 3 Handicap ম্যাচে Roman Reigns এর বদলে Seth ও Dean এর সাথে টিম-আপ করে ম্যাচ খেলবেন 😱

Balor Vs Sister Abigail/Bray এর ম্যাচটা হবে নাহ। এর বদলে TLC পিপিভি তে Finn Balor এর অপোনেন্ট হবেন The Phenomenal One "AJ Styles" 😱😱 This Is F****** Amazing 😍😍

[ Roman ও Bray, Mumps ভাইরাসে আক্রান্ত, তাই তারা খেলবে নাহ 😒 ] 

WWE.Com থেকে জানা গেছে যে, Kevin Owens SmackDown এর Live tour Of (Argentina and Chile) তে যাচ্ছেন না । তিনি কিছু Personal কারণে উপস্থিত থাকতে পারবেন না । শুধু তাই নয় , ইতোমধ্যে তিনি ছুটি নিয়ে তার বাড়িও পৌঁছে গেছেন।😐! কি শুরু করল সবাই!😑

আপনারা অনেকেই জানেন যে , TLC PPV তে Roman Reigns & Bray Wyatt অনুপস্থিত থাকবেন । তাদের জায়গায় আমরা দেখতে পাব Kurt Angle & Aj Styles কে । তবে তাদের কেউই ইঞ্জুরিতে পড়েন নি । মুলত তারা একটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে কিছুটা অসুস্থ । আর একারণে হয়তোবা আমরা রোমান রেইন্স & ব্রে ওয়ায়েট কে আরো কিছুদিন টিভিপর্দায় নাও দেখতে পারি ! 😯

১ মাসের বিল্ডআপ, এত ঘুর-প্যাচের পর শেষপর্যন্ত আর হলো না The Shield এর এক হয়ে ম্যাচ খেলা। আগের ড্রেস, ফিনিশার, সিগনেচার Fist bump, থিম সং, এন্ট্রেন্স স্টাইল সবই দেখা গেল, কিন্তু আর ম্যাচ খেলা হলোনা তাদের। অল্পের জন্য মিস হয়ে গেল। :|

আর অন্যদিকে, Kurt Angle এর রিটার্নিং ম্যাচটাও কীভাবে নষ্ট করে ফেলল!!! কোন বিল্ডআপ, লজিক ছাড়াই তাকে ম্যাচের মধ্যে জোড় করে ঢুকিয়ে দিল, বাহ! 👏🏻 এর চেয়ে 2 on 5 হলেও ভাল হত। যেখানে একটা মিডকার্ডারের Raw বা Smackdown এ অনুষ্ঠিত হওয়া একটা ম্যাচও এক সপ্তাহ আগে সেট করে টিভিতে তার প্রচার করা হয়, সেখানে এরকম একজন লিজেন্ডের রিটার্নিং ম্যাচ তারা মাত্র তিনদিন আগে ঘোষণা দেয়, তাও টুইটারের মাধ্যমে। 😒🔫

এইসবের মধ্যে AJ vs. Finn ই একটু শান্তনা দিল। 😌 কোন বিল্ডআপ না থাকলেও তাদের ম্যাচটিই সবার মন কেড়ে নিতে যথেষ্ট।

তবে মজার বিষয় হচ্ছে, TLC তে তো Finn Balor এর অপোনেন্ট ছিল Sister Abigail, Bray Wyatt নয়! তাহলে Bray এর অসুস্থতার কারণে কেন এই ম্যাচটি হচ্ছে না? Sister Abigail থাকতে ও কেন Finn এর বিপক্ষে ম্যাচ খেলবেন AJ Styles? তাহলে কি Bray Wyatt অসুস্থ হওয়ায় Sister Abigail ও অসুস্থ হয়ে গেছে নাকি? 😂😂 (জাস্ট কিডিং)

তাহলে আমরা জানলাম, ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হবার কারণে রোমান রেইন্স, ব্রে ওয়ায়েট এবং বো ডালাস টিএলসি মিস করতে যাচ্ছেন। এখন অনেকেই প্রশ্ন করছেন যে, মেনিনজাইটিস কি? 


আমাদের মস্তিষ্কের আবরণী বা পর্দার নাম হল মেনিনজেস এবং এই মেনিনজেসের তীব্র প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস। মূলত জীবানুর সংক্রমণের কারণেই এ প্রদাহের সৃষ্টি। এই প্রদাহ মস্তিষ্কের খুব কাছাকাছি হওয়ায় মেনিনজাইটিসের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি অনেক বেশি। আর বিনা চিকিৎসায় মেনিনজাইটিসে মৃত্যুর হার শতকরা ৭০ ভাগেরও বেশি। বিশ্বে প্রতি মিনিটে ১ জন মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হয়, আর প্রতি ২৪ ঘণ্টায় মারা যায় ১৩৭ জন।

মেনিনজাইটিসের হাত থেকে বেঁচে যাওয়া প্রতি ৫ জন রোগীর অন্তত ১ জনের চিরস্থায়ী অঙ্গহানি,মস্তিষ্কের সমস্যা, বধিরতা বা দৃষ্টি শক্তি হারানোর মত করুণ পরিণতি ভোগ করতে হয়। আর মেনিনজাইটিস এতটাই মারাত্মক যে, এই রোগের লক্ষণ প্রকাশের পর প্রতিকারের জন্য ২৪ ঘণ্টার চেয়েও কম সময় হাতে থাকে। 


আমাদের পেজ রোমান রেইন্স, বো ডালাস এবং ব্রে ওয়ায়েট - সবার দ্রুত সুস্থতা কামনা করছে। আপনারাও রেসলিংয়ের মত স্ক্রিপ্টভিত্তিক বিষয় নিয়ে রাগ, ঘৃণা পুষে না রেখে তাদের সুস্থতা কামনা করুন। 
• লেখক ঃ Aamir Hamza Salman Abraham Khan, Sabbir Rahman Leon, Ratul Islam Antor