কিছুক্ষণ আগে শেষ হল Smackdown এক্সক্লুসিভ পে-পার-ভিউ Hell in a Cell, যেটি Detroit, MI তে অনুষ্ঠিত হয়। সেখানে 16,206 জন দর্শক উপস্থিত ছিলেন। কয়েকটা ম্যাচ বাদে এর সবগুলা ম্যাচই ভালো ছিল। আর ফ্যানদের জন্য কিছু সারপ্রাইজও ছিল। এ পোস্টে ম্যাচগুলার রেজাল্ট, রেটিং, সময় এবং ম্যাচগুলো সম্পর্কে আমার ব্যাক্তিগত মতামত তুলে ধরা হবে :
• Kickoff Show
Gable & Benjamin
♠ Time & Rating : 10:38 min [3★]
প্রি শো তাই একটু ধারণা দেই। অনেক দিন পর Shelton Benjamin ম্যাচ দেখে খুশি হলাম
• Show Starts with Commentary Team : Corey Graves, Tom Phillips & Byron Saxton
• Match #1
- Hell in a Cell Match -
SDLive Tag Team Championship Match
New Day (c) বনাম, The Usos
What an Awesome Match!!! অসাধারণ হয়েছে। Tornado Tag রুলস ছিল। ম্যাচ শুরুতে ব্রল শুরু করে। বিভিন্ন অস্ত্র দিয়ে খেলা আরম্ভ করা হয়। আজকে New Day একটু সিরিয়াস ছিল। Woods আজকে চমৎকার প্রদর্শন করেছে। কিছু ছোট মুভ ব্যবহার করে New Day, Jey বের করে রঙিন Kendo Stick!! এসে হিট করতে থাকে Big E কে। ম্যাচের এক পর্যায়ে Xavier আটকে Jey কে ৩ টি Kendo Stick আটকে দিয়ে এবং Kendo Stick শট হিট করতে থাকে। Usos হিট করে Splash মুভ Big E এর উপর এবং সে কিকআউট করে!! This is Awesome চ্যান্ট হয়। পরে Big E কে হ্যান্ডকাফ দিয়ে আটকে এবং Xavier কে একা পেয়ে ইচ্ছা মত Attack করে Usos রা। অনেক গুলো Kendo Stick শট মারে। Big E ফাইট ব্যাক করলেও বেশি সময় পারে নাই। ম্যাচের শেষে Xavier এর উপর চেয়ার Uce Follows হিট করে এবং Pinfall মাধ্যমে নতুন Tag Team Champion হয় The Usos, এই ম্যাচটি ২০১৭ সালের অন্যতম সেরা ম্যাচ
♦ Winner : The Usos
♠ Time & Rating : 23:03 min [4.75★]
◘ Review : তাদের অন্য ম্যাচগুলার মত এ ম্যাচটাও Awesome ছিল! ম্যাচটিতে সবাইকে অবাক করে দিয়ে The Usos ম্যাচটি জিতে ৫মবারের মত Tag Team Championship নিজেদের কাঁধে ঝুলায়। বর্তমানে সেরা হিলদের মধ্যে The Usos অন্যতম আর তাদের সাথে The New Day এর এরকম একটা লং টার্ম ফিউড হবার পরেও তাদের অসাধারণ ম্যাচগুলার জন্য বোরিং লাগছে না। তবে আশা করা যায় যে এখন অন্য ট্যাগ টিমরাও The Usos এর সাথে টাইটেলটার জন্য ফিউড করবে।
• Match #2
Randy Orton বনাম, Rusev
প্রথম থেকেই ম্যাচে ডমিনেন্ট করে Rusev, Randy মুভ ব্যবহার করতে গেলে Rusev কাউন্টার করতে সক্ষম হয়। ম্যাচে Rusev এর পারফরম্যান্স ভালো লেগেছে। এই ম্যাচে Randy এর দাপট খুব কম ছিল। শুধু শেষে মাত্র একটি RKO হিট করে Pinfall মাধ্যমে ম্যাচ জিতে Randy Orton
♦ Winner : Randy Orton
♠ Time & Rating : 11:40 min [2★]
◘ Review : একটা বাজে ম্যাচের মাধ্যমে Rusev, Randy Orton এর কাছে হারে। Randy এর এ ম্যাচটি না জিতলেও হত, কিন্তু Rusev এর একটা পে-পার-ভিউতে জেতা অনেক দরকার ছিল। একজনকে আর কত বারি করবে WWE? 😡
• Match #3
Triple Threat Match
United States Championship Match
AJ Styles (c) বনাম, Baron Corbin বনাম, Tye Dillinger
পিপিভি শুরু হওয়ার আগে জানানো হয় ম্যাচটি Triple Treat হবে। এ ম্যাচে AJ Styles ও Tye Dillinger এর পারফরম্যান্স দেখার মত ছিল। প্রথম থেকে ডমিনেন্ট করা শুরু করেন Baron Corbin। দর্শকরা চ্যান্ট করা শুরু করে Where's Your Briefcase ম্যাচে Tye Dillinger অনেক গুলো মুভ পারফেক্ট ভাবে কাউন্টার করে। এক পর্যায়ে AJ হিট করে Enziguri, তারপর Phenomenal Forearm হিট করে Corbin এর উপর। Styles Clash দেওয়া ইঙ্গিত করলে রিং এর বাইরে চলে যায় Corbin। ম্যাচে Corbin শুধু প্রথম এ ডমিনেন্ট করে। তারপর AJ/Tye শুরু করে ট্যালেন্ট এর খেলা। অনেক মুভ ব্যবহৃত হয়, যা দেখলেই বুঝতে পারবেন। ম্যাচ শেষে Tye কে Phenomenal Forearm দিয়ে পিন করতে যাবে AJ, তার আগেই AJ কে রিং থেকে বের করে দিয়ে Tye কে Pin করে ম্যাচ জিতে এবং নতুন United States Champion হয় Baron Corbin
♦ Winner : Baron Corbin
♠ Time & Rating : 19:43 min [3.25★]
◘ Review : এই ম্যাচটিও খুব ভাল ছিল। প্রত্যেকেই খুব ভাল পারফর্ম করেছে এবং প্রত্যেকেই সমানতালে ডমিনেট করেছে। ম্যাচটিতে Tye কে পিন করে নতুন United States Champion হয় Baron Corbin. Summerslam week এ যেভাবে Corbin এর মোমেন্টাম নষ্ট হয়ে গিয়েছিল, এতে তার এ ম্যাচটি জেতা দরকার ছিল। আর AJ ও মিডকার্ডে অনেকদিন থেকে মিডকার্ডের অবস্থা উন্নত করে দিয়েছে, এখন সে WWE Championship এর দিকে নজর দিতে পারবে। অর্থাৎ এখানে সকলেই বিজয়ী। :)
• Match #4
SDLive Women's Championship Match
Natalya (c) বনাম, Charlotte Flair
ম্যাচ খুব ভালোই ছিল প্রথম থেকে। দুইজনেই সমান তাল মিলিয়ে ম্যাচকে অসাধারণ করে তুলেন। কিন্তু এই ম্যাচের ফিনিসিং এর জন্য বাজে লাগল ম্যাচটি। ম্যাচ শেষে Charlotte কে চেয়ার শট হিট করে Natalya এবং ম্যাচ এ Disqualified এর মাধ্যমে জিতে Charlotte
♦ Winner : Charlotte Flair via DQ
♠ Time & Rating : 12:25 min [225★]
◘ Review : ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে Charlotte জিতলেও Natalya এখনো Smackdown Womens Champion আছে। ম্যাচটি আশানুরূপ ভালো হয়নি, তবে মোটামুটি হয়েছে। ম্যাচটির রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে যে তাদের ফিউড আরও কয়েকমাস চলবে।
• Match #5
WWE Championship Match
Jinder Mahal (c) বনাম, Shinsuke Nakamura
পিপিভি এর সবচেয়ে বাজে ম্যাচ। কিছু বলার নেই। Singh Brothers ইন্টারফেয়ার করলে রেফারি তাদের পাঠিয়ে দেয় ব্যাকস্টেজে। Jinder Mahal ব্যবহার করেন WWE ইতিহাসের সবচেয়ে খারাপ ফিনিশার মুভ Khallas এবং Pinfall এর মাধ্যমে জিতেন। নাম Khallas কিন্তু মনে হয় না
♦ Winner : Jinder Mahal
♠ Time & Rating : 12:50 min [1★]
◘ Review : ম্যাচটির প্রতি কারও তেমন আগ্রহ ছিল না, আর ম্যাচটিতেও তেমন বিশেষ কিছু ছিল না। সবচেয়ে অবাক করে দেওয়া বিষয়টি হচ্ছে Jinder, Nakamura কে "ক্লিনলি" হারিয়েছে! হ্যাঁ, ঠিকই পড়েছেন। মজার বিষয় হচ্ছে, Nakamura, John Cena আর Randy Orton কে ক্লিনলি হারাতে পারলেও Jinder এর কাছে ক্লিনলি হেরে গেল। 😂 যাইহোক, আশা করা যায় Nakamura এখন এরকম জঘন্য একটা ফিউড থেকে মুক্তি পাবে।
• Match #6
Bobby Roode বনাম, Dolph Ziggler
অত ভালো হয়নি, হ্যা ম্যাচ আরেকটু ভালো বানালে চরম ম্যাচ হতো। ম্যাচে দুইজনই তাদের প্রতিভা প্রদর্শন করেন ভালো করে। বিশেষ করে Dolph Ziggler, ম্যাচে Glorious DDT ব্লক করে Dolph কিন্তু দুইজনই রোল আপ করা শুরু করেন। এবং রোল আপ করে Pinfall এর মাধ্যমে জিতে Bobby Roode
♦ Winner : Bobby Roode
♠ Time & Rating : 11:40 min [2.25★]
◘ Review : ম্যাচটিতে Bobby Roode, Dolph Ziggler কে হারিয়ে মেইন রোস্টারে তার প্রথম পে-পার-ভিউ জয় পায়। এত সপ্তাহ ধরে Ziggler কে দিয়ে এত কাহিনী করানোর পরে তাকে এভাবে হারাল! যদিও আর কিছু করারও নাই। :'(
•• ম্যাচ শেষে Bobby কে Zig Zag হিট করে Ziggler
• Match #7
×× Main Event ××
- Hell in a Cell Match -
Shane McMahon বনাম, Kevin Owens
What an Awesome Match!! পিপিভি এর ২য় সেরা ম্যাচ। ম্যাচ প্রথমে একটু স্লো চলে কিন্তু সময়ের সঙ্গে অসাধারণ হয়ে উঠে। ম্যাচ শুরু হওয়ার সঙ্গেই ব্রল শুরু। তারপর Cell বাইরে গিয়ে ব্রল। Shane একটি রিংসাইড Clothesline হিট করেন Kevin কে। রিংয়ে ঢুকে আবোল তাবোল পাঞ্চ হিট করতে থাকেন Shane। Kevin তারপর Shane এর ফেস ঘষেন Cell এর স্টিল এর সঙ্গে। রিংয়ে গিয়ে Shane কে হিট করে Cannonball, Shane কতক্ষণ পর উঠে DDT দেন এবং Top Rope উঠে ব্যবহার করেন WWE এতে Ban করা মুভ Shooting Star Press কিন্তু মিস করেন। তারপরই Kevin হিট Frog Splash
তারপর দুইজনে ম্যাচকে অনেক ভালো মুভ দেন। যা ম্যাচের মূল্য বাড়ায়। রিংয়ের বাইরে একটা টেবিল রাখে Kevin এবং Shane কে রেখে একটা Cannonball দেওয়ার চিন্তা করলে তা তার উল্টো পেতে হয় তাকে। HOLY SHIT!!! Shane সরে যায় এবং তাতো বুঝতে পারেন কি হয়েছে। Shane রিংয়ে নেয় Trash Can এবং হিট করেন Coast 2 Coast। Shane তারপর গেট ভেঙে বের হয় Kevin কে নিয়ে এবং Kevin Ramp এ হিট করে DDT, Shane এর উপর।
Shane কে Announcement Table এ নিয়ে যায় Kevin এবং সে তখন উপরে তাকায় Cell এর উপরে। দর্শকদের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। Kevin উঠে যায় Cell এর উপর কিন্তু সাহস হচ্ছিল না লাফ দেওয়ার। তারপর Shaneও উপরে উঠল। উপরে তারা ব্রল করে। Kevin হিট করে Pop Up Powerbomb, পড়ে Shane ফেলে দেয় তখন পাশে ঝুলে ছিল Kevin এবং Announce Table পড়ে Kevin। WWE এর ট্রেইনাররা আসলো দেখতে। Shane নিচে নামলো এবং Kevin কে অন্য টেবিলে নিয়ে গেল এবং চিন্তা করল Leap of Faith এর। Shane লাফদিল সঙ্গে সঙ্গে কোথা থেকে Sami Zayn এসে Kevin Owens কে বাঁচালো।
কিন্তু এবার Shane McMahon খুব খারাপ ভাবে পড়ল। Sami তারপর Kevin কে টেনে নিয়ে যায় Shane এর বডির উপর এবং রেফারিকে ধাক্কা দেয় Sami এবং 123... জিতে গেল Pinfall এর মাধ্যমে Kevin Owens এবং Sami Zayn করলো হিল টার্ন!
♦ Winner : Kevin Owens
♠ Time & Rating : 38:48 min [4★]
◘ Review : এককথায় অসাধারণ একটা ম্যাচ ছিল! Kevin আর Shane কাউকে হতাশ করেনি। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে Kevin, Sami Zayn এর সাহায্যে ম্যাচটি জিতে। খুব আশ্চর্যজনক, তাই না? অর্থাৎ Sami হিলটার্ন করল। এখন দেখার বিষয় যে হিল হিসেবে Sami কেমন। 😀
•• ম্যাচ শেষে Stretcher এ করে নিয়ে যায় Shane কে এবং এভাবে শেষ হয় আজকের পিপিভি ••
★ Overall - 7.9/10
• তো এই ছিল Hell in a Cell নিয়ে আমার ব্যাক্তিগত মতামত। যেমনটা ধারণা করা হয়েছিল, Hell in a Cell ম্যাচ দুইটাই ছিল এ পে-পার-ভিউটির সেরা দুই ম্যাচ। আর ছোট-বড় অনেক সারপ্রাইজও ছিল। সব মিলিয়ে Hell in a Cell খুব ভালই হয়েছে।
• লেখক ঃ #FAMtastic ☮, Sabbir Rahman Leon