আপনার-আমার মতো ফ্যানদের ভোটাভুটির পর এই পিপিভি আবিষ্কার হয়। এই পিপিভিতেই কিছুটা 'Hard Core'র রেশ থাকে তাই অনেকেই তুমুল আগ্রহ নিয়ে দেখতে বসে এই পিপিভি। তবে দুঃখজনক ব্যাপার হলো, এবারের পিপিভির মেইন ইভেন্টটা ছাড়া বাকি ম্যাচের বিল্ডআপ ভাল হয়নি।
চলুন দেখে নেওয়া যাক ম্যাচকার্ড আর সেই সঙ্গে আমার প্রেডিকশন তো থাকছেই :) ।
• The Brian Kendrick & Jack Gallagher vs Cedric Alexander & Rich Swann (Tag Team Match)
এরকম ফিউডহীন ম্যাচ নিয়ে আর কী বলার আছে! তবুও প্রেডিকশন দেওয়ার আনুষ্ঠানিকতা বজায় রাখতেই হবে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে Brian Kendrick আর Jack Gallagher'ই জয় নিয়ে এরিনা ত্যাগ করবে।
♦ Pick : The Brian Kendrick & Jack Gallagher
• Asuka vs Emma (Single Match)
Longest Reigning NXT Women's Champion, সঙ্গে রয়েছে 200+ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, সেই Asuka'র ডেবিউ ম্যাচ এটি। সে জিতবে না তো কি টুনির মা জিতবে :3 !?
♦ Pick : Asuka
• Kalisto (c) vs Enzo Amore (Single Match for The WWE Cruserweight Championship)
যে Neville কে হারিয়ে টাইটেল জিতে, সেই Enzo Amore কীভাবে হারতে পারে 'পুঁচকে' Kalisto'র কাছে!? RAW'র সেই ম্যাচটা তো Mustafa Ali'র জন্য হেরেছিল। তার চেয়ে বড় কথা হলো, ক্রিয়েটিভ প্যানেল Neville-কে পুটওভার করতে বলেছিল কিন্তু সেটা সে করেনি, আমার মতে ঐ পুটওভারটিই এবার Kalisto কে দিয়ে করানো হবে! As a resultEnzo Amore will become 2 Times WWE Cruserweight Champion!
♦ Pick : Enzo Amore New Champion
• Alexa Bliss (c) vs Mickie James (Single Match for The WWE RAW Women's Championship)
আচ্ছা আপনার মনে কখনো উঁকি দিয়েছে যে Alexa Bliss এই ম্যাচে টাইটেল হারাতে পারে? আপনার মনে যেমন উঁকি দেয়নি, আমার মনেও উঁকি দেয়নি। সুতরাং কারোরই মনে হচ্ছে না Mickie James নতুন চ্যাম্পিয়ন হবে তাহলে এই বিষয়ে কথা বাড়িয়ে আর লাভ কী :3 !?
♦ Pick : Alexa Bliss Retains
• The Demon (Finn Bálor) vs Sister Abigail (Bray Wyatt) (Single Match)
এই Sister Abigail'র নাম শুনে আসছি গত দুই বছর ধরে। তখন মনে হয়েছিল, WWE-তে নতুন এক ডিভা আসবে আর সেই-ই হবে Sister Abigail, কিন্তু এতদিন পর জানা গেলো Sister Abigail মূলত Bray Wyatt নিজেই (পুরুষের নাম কেমনে Sister হয়!? এএএ ক্যামনে সম্ভব 😑!?) । যাইহোক, আগেই বললাম যে, এই Sister Abigail নামের সঙ্গে অনেক আগে থেকেই আমরা পরিচিত যেটার বাস্তব রূপ আমরা দেখবো এই সোমবারে। তো এই নতুন চরিত্রের শুরুটা কি আর হার দিয়ে শুরু করলে মানাবে!? অবশ্যই না। তাছাড়া আমি নিজেই চাইবো, Sister Abigail ওরফে Bray Wyatt যেন এই ম্যাচ জিতে Finn'র সঙ্গে তার 'বিরক্তিকর' ফিউডের সানডে-মানডে ক্লজ করে দেয়।
♦ Pick : Sister Abigail (Bray Wyatt)
• The Shield (Dean Ambrose, Roman Reigns & Seth Rollins) vs The Miz, The Bar (Sheamus & Cesaro), Braun Strowman & Kane (5-on-3 Handicap Tables, Ladders & Chairs Match)
পাঁচজনের সঙ্গে তিনজনের লড়াই! দাঁড়ান দাঁড়ানপাঁচজন কোথায়! The Miz'র দুই সাগরেদ Bo Dallas আর Curtis Axel যদি ম্যাচে বাগড়া বাধাতে আসে তাহলে তো সেটা পাঁচজনের বদলে সাতজনে গিয়ে ঠেকবে! তিনজনের সঙ্গে লড়াই করবে সাতজন! এ কেমন বিচার!
আরে ভাই থামেন! সাতজনের বিরুদ্ধে যে তিনজন লড়বে তাদের মধ্যে একজন হচ্ছে নুরানী শক্তির অধিকারী! সে এর আগে League of Nation'র চারজন দুষ্টু লোককে একাই মেরে কাত করে ফেলতো! আর এখানে সে পার্টনার হিসেবে পাশে পাচ্ছে দুইজনকে, তো আর কী লাগে! সাতজন কেন, সত্তরজন আইসা মারপিট করতে চাইলেও এই নুরানী মানবের সামনে কেউ দাঁড়াতে পারবে না! সুতরাং বুঝতেই পারছেন কারা জিততে চলেছে।
তবে আমার যেটা বারবার মনে হচ্ছে সেটা হলো, এই ম্যাচে হয়তোবা কেউ না কেউ রিটার্ন করতে পারে। সেটা ম্যাচ শেষেই হোক কিংবা ম্যাচের মধ্যেখানে। অর্থাৎ ক্লিনলি কেউ-ই জিতবে না (অবশ্য TLC টাইপের ম্যাচে ক্লিনলি জিতলেও সেটা কাউন্ট হয় না)। যাইহোক, ফাটাফাটি ম্যাচ হবে সেটা না বললেও চলে, সেইসঙ্গে বোনাস হিসেবে কোনো ক্লাইম্যাক্স থাকলে তো সোনায় সোহাগা 😃 ।
♦ Pick : The Shield
এই হচ্ছে প্রেডিকশন। অন্যান্য ম্যাচ না হোক অন্তত মেইন ইভেন্ট 4.50 স্টার টাইপের ম্যাচ আশা করছি :) ।
• লেখক ঃ Ashraf Mahmud Oytizha