• আপনারা জানেন যে আজ রোমান ও ব্রে TLC তে উপস্থিত থাকবেন না অসুস্থতাজনিত কারনে। তাদের বদলে থাকছেন AJ Style & Kurt Angel...
Lets Start....
•• Pre Show ••
♦ Alicia Fox vs. Sasha Banks
১ম দিকে Alicia ডমিনেট করা শুরু করে। একপর্যায় Sasha Fight Back করে। আজে বাজে মুভ ইউজ হয় ম্যাচে।
শেষে Sasha Banks, Alicia Fox কে Banks Statement হিট করে। এবং জয় লাভ করে
♠ Winner: Sasha Banks
•• Main Show ••
♦ Alexa Bliss (c) vs. Mickie James for the [WWE Raw Women's Championship]
১৩ মিনিটের ম্যাচ ছিলো। ম্যাচ এ মিকির পারফরমেন্স দেখার মতো ছিলো।
ম্যাচ শুরু হলে, Alexa Micky-এর উপর ডমিনেট করতে থাকে এবং Micky কে Bliss Kick দেয়। Micky বার বার Fight-এ Back করতে চায়, কিন্তু অসফল হয়। একপর্যায় Micky তার Action-এ ফিরে আসে এবং Alexa কে মারতে থাকে। ম্যাচটির শেষের দিকে Micky Alexa-এর চুলে ধরে মারতে চায়, কিন্তু Referee তা দেখে বাধা দেয়। এই পাকে Alexa বুদ্ধি কাটিয়ে Micky কে DDT হিট করে বসে। যার জন্য Alexa ম্যাচটিতে জয়লাভ করে।
♠ Winner: Alexa Bliss Still Raw Women's Champion
♦ Jason Jordan vs. Elias
ভালো ম্যাচ ছিলো। ম্যাচটি ম্যাচ কার্ড এ ছিলো না। উভয়ে ভালো খেলে। তবে শেষে Jason ডমিনেট করে। এবং Elias কে Belly To Belly Suplex দেয়। পরে ফিনিশার দিয়ে জিতে যায় Jason Jordan
♠ Winner: Jason Jordan
♦ Asuka vs. Emma
Asuka-র মেইন রোস্টার এ ডেভিউ ম্যাচ এটা। ভালো ম্যাচ ছিলো। মেইন রোস্টার ১ম ম্যাচ হিসেবে Asuka, Emma কে তার Submission মুভ Asuka Lock ধরে। Emma কে বাধ্য হয়ে Tap Out করতে হয়।
♠ Winner: Asuka
♦ Kalisto (c) vs. Enzo Amore for the [WWE Cruiserweight Championship]
ফালতু ম্যাচ একটা। শুধু টাইটেল চেঞ্জ। Enzo Kalisto কে চিপ Shot মেরে জয়লাভ করে এবং নতুন Cruiserweight Champion হয়।
ম্যাচ শুরু হতেই Kalisto Enzo-এর সঙ্গে ব্রলে জড়িয়ে পরতে চায়। কিন্তু Enzo ব্রলে না জড়িয়ে Rope-এর কাছে চলে যায়। তারপর Kalisto এবং Enzo মধ্যে ডমিনেটিং হয় শুরু। ম্যাচের মধ্যে একসময় Enzo Kalisto কে Top Rope থেকে DDT হিট করে এবং তারপর পিন করে। কিন্তু Kalisto Kick out করে। ম্যাচটিতে Enzo Kalisto কে চিপ Shot মেরে জয়লাভ করে।
♠ Winner: Enzo Amore (New Cruiserweight Champion)
♦ The Brian Kendrick and Jack Gallagher vs. Cedric Alexander and Rich Swann
ভালো ম্যাচ ছিলো। ম্যাচের প্রথম থেকে Jack Gallaher আর Brian মোমেন্টাম নষ্ট করতে থাকে। তবে Cedric আর Rich ডমিনেট বেশি করে। স্পিডি ম্যাচ ছিলো। ভালো ভালো মুভ ইউজ হয়। শেষে Cedrick আর Rich ম্যাচ জিতে যায়।
♠ Winner: Cedric Alexander & Rich Swann
♦ 7.'The Demon' Finn Balor vs. AJ Styles
অসাধারণ একটি ম্যাচ ছিলো। উভয়ে নিজ নিজ এন্ট্রেন্সে রিং আসে।
ম্যাচ শুরু হওয়ার সাথে উভয়ে চরম ডমিনেট শুরু করে। একে অপরকে সাবমিশন মুভ ইউজ করে। অসাম মোমেন্ট ছিলো। AJ - Finn উভয়ে একে উপরের উপর নানা মুভ ইউজ করে। এক পর্যায়ে AJ, Finn কে Phenomenal forme দিতে যায়। কিন্তু ব্যার্থ হয়। উলটা ফিন তাকে রোল আপ করে। কিন্তু AJ কিক আউট করে।
তারপর Balor Fight Back করে এবং AJ কে অনেক Stomp Hit করে। তারপর কে Coup de Grace হিট করার জন্য রিং এর কর্নারে কিক দেয়। এবং টপ রোপ এর উপর দিয়ে উঠে। কিন্তু AJ উঠে যায় এবং Top Rope-এর উপর থেকে ফিন কে রিং এ ফেলে দেয়। কিছু সময় পর AJ Balor কে তার Submission Move ধরে। Balor তা থেকে বেরিয়ে আসে। এববগ ফাইট ব্যাক করে। একপর্যায় AJ তাকে Style Clash দেয়।
ম্যাচের শেষের দিকে AJ Balor কে Springboard দিতে চাইলে, Balor AJ কে রিং এর কর্নারে Drop Kick হিট করে। তারপর তার Finisher Move Coup de Grace হিট করে।
১..২..৩..... Finn Balor ম্যাচে জয়লাভ করে।
♠ Winner: Finn Balor
ম্যাচ শেষে AJ ও Balor Bullet Club-এর পোজ দেয়। 🎆
•• MAIN EVENT ••
♦ Dean Ambrose, Seth Rollins, Kurt Angle vs. Braun Strowman, The Miz, Kane, Cesaro and Sheamus -( 5-on-3 Handicap) [Tables, Ladders, Chairs Match]
Miz, Sheamus, Cesaro, Braun, Kane রিং এ আসে।
Dean ও Seth Shield-এর পুরনো Music এবং এন্ট্রেন্স নিয়ে ক্রাউডের মধ্য দিয়ে আসে। তারপর Shiled এর গিমিকে Kurt ও আসে। তারা ৩ জনে রিং এর দিকে আসে। এবং স্টিল চেয়ার হাতে নেয়। তারপর রিং এ উঠে মাত্র চরম চেয়ার শট দেয় শুরু করে। তারা ৩ জন, ৫ জন কেই Steel Chair দিয়ে মেরে রিং এর বাইরে ফেলে দেয়। তারপর Dean আর Seth দৌড়ে সুইসাইড ডাইভ প্রয়োগ করে Miz, Sheamus আর Cesaro র উপর।
তারপর Dean, Kurt, Seth এনাউন্স টেবিল এর উপর Kane কে Shield Powerbomb হিট করতে গেলে। সেখানে Braun চলে আসে। এবং তারা মিলে ব্রন কেউ মারতে শুরু করে। এবং তারা ২ টা এনাউন্স টেবিল এর উপর Kane এবং Braun কে শুয়ানোর পর Dean ও Seth ২ টা Ladder এনে টেবিলের সামনে রাখে। এবং তারা দুজনে Ladder এর উপর থেকে Kane ও Braun-এর উপর জাম্প দেয়😱😲...ও মাই গড। এনাউন্স টেবিল ২ টাই ভেঙে যায়।
রিং-এ Miz এবং Sheamus কে Kurt Angle টানা একের পর এক Belly To Belly সুপ্লেক্স মেরে রিং খালি করে। তারপর রিং এ উঠে আসে Kane এবং কার্ট কে চক স্লাম দিতে যায় কিন্তু ব্যার্থ হয়। তারপর কার্ট Suplex দিতে গেলে Braun উঠে তাকে এটাক করে। এবং নিচে নামায়।। একটা টেবিল এর উপর Kurt কে Running Poweslam হিট করে। ওহ মাই গড। তারপর রেফারি, কিছু ডক্টর এসে Kurt কে সেখান থেকে নিয়ে যায়। তারপর Dean আর Seth কে রিং এ নিয়ে গিয়ে তারা ৫ জনেই এটাক করা শুরু করে। একপর্যায় Dean কে রিং এর কর্নারে নিয়ে গিয়ে Braun মারতে থাকে। সেখানে Kane Steel Chair দিয়ে Dean কে মারতে গেলে Braun এর গায়ে পড়ে। Braun রেগে যায় এবং Kane কে ধাক্কা মারে।
মিয ও বাকিরা তাদের থামায়। এবং মিয হঠাৎ করে রিং থেকে বের হয়ে কিছু ইংগিত করে। একটি গাড়ি আসে। গাড়িটি সরকারি ময়লা+ আবর্জনা নেওয়ার গাড়ি। তারা সকলে মিলে Dean আর Seth কে গাড়িটিতে ফেলে দেয়।
Dean - Seth উঠে আসে। এবং গাড়ির উপর থেকে সবার উপরে যাপিয়ে পড়ে। তারা দুজন মিলে Kane কে এটাক করে। Kane কে এসে সেভ করে Braun। OMG।।।Kane Braun কে একটা টেবিলের উপর Choke Slam দেয়। টেবিলটা ভেঙে যায়। তারপর অনেকগুলো চেয়ার একসাথে Braun। এর উপর ফেলে। তারপর তারা ৪ জনে মিলে Dean - Seth কে মারা শুরু করে। এক পর্যায় Braun ঊঠে। এবং Kane কে মারার জন্য এগিয়ে যায়। Miz - Sheamus - Cesaro তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সকলেই Braun এর মাইর খায়। তারপর Kane Braun কে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তখন Miz - শেমাস - চেসারো তাকে মারা শুরু করে। এবং সকলে মিলে Braun কে ময়লা - আবর্জনার গাড়িতে ফেলে দেয়। গাড়িটি চলে যায়।
তারপর তারা ৪ জন সেথ কে রিঙে নিয়ে যায়। এবং Sheamus- Cesaro তাদের ফিনিশার হিট করে পিন করে। Dean এসে পিনে বাধা দেয়। তারপর তারা মিলে দুজনকেই মারতে থাকে। Kurt Angel এর মিউজিক হিট করে। Sheamus আর Cesaro তাকে মারা জন্য এগিয়ে যায়। Kurt তাদের দুজনকেই 😍😍Angleslam হিট করে।
অন্যদিকে Seth আর Dean Kanr কে মেরে রিং থেকে ফেলে দেয়।
Seth, Miz কে তার ফিনিশার হিট করে, Dean Dirty Deeds দেয় এবং Kurt তাকে AngelSlam দেয়😍😍...
৩ টা ফিনিশার খাওয়ার পর Dean - Seth Miz কে উপরে তুলে। এবং কার্ট সহ মিলে Shield Powerbomb হিট করে। তারপর Kurt, Miz কে পিন করব।
১.....২......৩......
ম্যাচে জয় লাভ করে Kurt Angel, Dean Ambrose & Seth Rollins
♠ Winners: Dean Ambrose, Seth Rollins, Kurt Angel
অসাধারণ TLC😍😍 .
📆TLC TV Schedule 📆
২৩ অক্টোবর - সন্ধ্যা ৬:৩০ টায় (সাড়ে ৬ টায়) শুধুমাত্র Sony Ten 1 এ
• লেখক ঃ Shuvrato Bhattacharjee, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা