(১) One Last Match Of Daniel Bryan?
অনেকটা বাধ্য হয়েই ক্যারিয়ারের মাঝে রিটায়ার্মেন্ট নিতে হয় Daniel Brayn কে। কিন্তু, আদৌ কি তার আরেকটা ম্যাচ খেলার পরিকল্পনা আছে?
তাহলে, এক্ষেত্রে হ্যাবোধক উত্তর ই দিচ্ছে বিভিন্ন ওয়েব সাইট এর তথ্য। এর আরেক লক্ষণ হিসাবে দেখানো যায় যে, তিনি তার চুল আগের মত বড় রাখছেন। মূলত, সামনে তিনি আরেকটি ম্যাচ খেলতে চাচ্ছেন। সেইজন্য আবারো চুল-দাড়ি রাখতে দেখা যাচ্ছে তাকে..!
এদিকে Kurt Angle এর ক্ষেত্রেও এরকমই রুমর ছড়িয়েছে যে তিনি আরেকটি শেষ ম্যাচ খেলতে চান, যেখান থেকে তিনি গড়ে উঠেছিলেন। Kurt Angle এর রুমর এর জোড় বেশি পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন সাইটের দেওয়া তথ্য মতে।
তাহলে, যদি RAW এর GM এবং SD Live এর GM এর মধ্যে যদি কোন ফিউড হয়, অর্থাৎ, Kurt Angle vs Daniel Brayn একটি শেষ ম্যাচ হওয়ার প্রবণতা থাকে, তাহলে তা হতে চলেছে WWE এর সবচাইতে বড় এবং ভালো সিদ্ধান্তের মধ্যে একটা..!
এই রকম "BEST" ধাচের ম্যাচ সাধারণত Wrestlemania তে একেবারে যথাযথভাবে মানায়। তাই অপেক্ষার কাটা WM পর্যন্ত সেট করে রাখা হল..!
(২) Jinder Mahal will stay as WWE Champion :
এই সপ্তাহের "Friday’s edition of Wrestling Observer Live" Bryan Alvarez বর্তমান WWE Champion Jinder Mahal এবং তার টাইটেল ড্রপ সম্পর্কে কথা বলেন।
সেখানে তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত এবারো Shinsuke Nakamura এর কাছে HIAC তে Jinder Mahal কে দিয়ে টাইটেল ড্রপ করানো হবে না।
মূল কারণ হিসাবে ধারণা করা হচ্ছে, সামনে India তে WWE এর একটা লাইভ ট্যুর করা হবে এবং WWE এর অফিশিয়াল রা চায়ছেন সে পর্যন্ত Jinder চ্যাম্পিয়ন থাকুক!
শোনা যাচ্ছে Wrestlemania 34 পর্যন্ত Jinder Mahal কে WWE চ্যাম্পিয়ন রাখার পরিকল্পনা করছে WWE. কিন্তু যদি Hell in a Cell এ Shinsuke Nakamura'র কাছে চ্যাম্পিয়নশিপ হারায়ও তাহলে ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে পুনরায় চ্যাম্পিয়নশিপ জিতে নিতে পারে Jinder Mahal.
তা বাদে, আরো সাইটের তথ্যমতে, John Cena রিটার্ন করার পর Jinder Mahal এর সাথে WWE Championship ফিউডে যুক্ত হবেন। এসব, কারণেই তাকে দিয়ে টাইটেল ড্রপ করানো হবে না..!
(৩) Vince Wants To Keep Roman & Lesnar Strong Ahead Of WM 34 :
আমাদের সুপরিচিত Universal Champion " Brock Lesnar " এবং The Big Dog " Roman Reigns " এর মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে Wrestlemania 34 এর মেইন ইভেন্টে।
এবং সম্প্রতি আমরা No Mercy তে দেখলাম Reigns & Lesnar উভয় দুজনই No Mercy তে জয় পায়। সেখানে Reigns হারিয়েছে Cena কে এবং নিজেকে কোম্পানির Top Guy হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে & Lesnar হারিয়েছে এক বিশাল দেহি দানব Strowman কে মাত্র একটি Furry 5 বা F5 এর মাধ্যমে।
এবার পোস্টের হেডলাইন প্রসঙ্গে আসি। সম্প্রতি Cagesideseats তাদের ওয়েবসাইটে Observer এর একটি পোস্ট বিশ্লেষণ করেছে যে WWE CEO Vince McMahon চাচ্ছে Roman & Lesnar কে বেশি শক্তিশালী দেখিয়ে WM 34 এর মেইন ইভেন্ট যাতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় এবং দর্শকদের মনে এক অন্যরকম উত্তেজনা থাকে।
এবং তারা আরও উল্লেখ করে McMahon চাচ্ছেন Lesnar তার বিপক্ষ রেসলার এর একাধিক Finisher হিট করার পরও Kick Out করতে সক্ষম হয় এবং চান লেসনার তার Finisher -F5 মাত্র একবার হিট করেই ম্যাচ জিততে পারে।
এবং চান Roman Reigns কে আরো ভয়ংকর একটি রূপ দিতে। এর শুরু হতে পারে The Miz & Miztourage দের বিপক্ষে। এবং বলে রাখা ভাল আসন্ন Raw তে Roman VS Miz ম্যাচ সেট করা হয়েছে For The Intercontinental Championship!
(৪) Fan Gets Kicked By Superstar At NXT Live Event
Tampa, Florida তে হওয়া এই শুক্রবারের NXT লাইভ ইভেন্টে এক সুযোগসন্ধানী ফ্যান দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর ভালো একটা সুযোগ পায় রিং এ ঢোকার। এই সুযোগ হাতছাড়া করতে চায়ছিল না সে!
কিন্তু, তখন "Adam Cole, Bobby Fish, and Kyle O’Reilly vs. Heavy Machinery and Kassius Ohno" - ম্যাচটি চলছিল। এদিকে, ওই সুযোগসন্ধানী ফ্যান ও এই দুর্লভ মুহূর্ত টা একদম ই মিস করতে চায়ছিল না। তাই রেফারির চোখে ফাকি দিয়ে তাকে ধরে ফেলার আগেই সে রিং এ উঠে যায়। যার ফলে তার মুখে খেতে হয় O’Reilly এর দেওয়া এক জবরদস্ত কিক। ◑﹏◐
যদিও, তার সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায় নাই। তবে, অধিকাংশ ফ্যান ই এই নিউজ টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে প্রকাশ করেন...!!! 👊
(৫) Randy Orton Vs Rusev Last Man Standing Match :
SK এর তথ্য মতো Hell In A Cell-এ Randy Orton Vs Rusev এর ম্যাচে একটি স্টিপুলেশন যুক্ত হতে পারে। আর এই স্টিপুলেশন হলো Last Man Standing Match ।
সম্প্রতি কাধের Injury থেকে বের হয়ে WWE তে Return করার পর Rusev কে টানা দুইটি P.P.V তে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। Rusev WWE Battleground-এ John Cena এর সাথে পরাজয় হয় তারপর Summerslam-এ Randy এর সাথে কিছু সেকেন্ডেই পরাজয় হয়।
প্রো রেসলিং এর বিখ্যাত একজন সাংবাদিক বলেছেন, Japan-এর এক House Show তে কিছু দিন আগে Randy ও Rusev এর মধ্যে একটি Last Man Standing Match হয়েছিল। এমন সময়ে নিউজ বাহির হচ্ছে, WWE চিন্তা করছে Hell In A Cell-এ তাদের ম্যাচটিতে Last Man Standing Match স্টিপুলেশন যুক্ত করতে।
আমার মতে এটা যদি না করা হয় তাহলে, Randy Vs Rusev ম্যাচটি বরিং হয়ে উঠবে । WWE হয়তো Upcoming SD Live-এ এই স্টিপুলেশনকে Randy Vs Rusev এর ম্যাচে যুক্ত করবে। আপনাদের যদি না জানা থাকে, তাহলে আমি আপনাদের বলে দিতে চাই Hell In A Cell P.P.V টি বাংলাদেশ তারিখ ০৯/১০/১৭ অনুষ্ঠিত হবে।
(৬) Wade Barrett as General Manager :
সম্প্রতি Whatculture Pro Wrestling থেকে Adam Plumpy, Adam Pachitti, Jack King সহ ৪ জন বিদায় নিয়েছিল । তন্মধ্যে Adam Pachitti WCPW এর GM ছিল বিধায় GM ভ্যাকেন্ট থাকায় Stu Bennet(Wade/King Barrett)-কে WCPW এর General Manager ঘোষণা করা হয়েছে।
(৭) Brock defeated Sheamus at live event :
আজ Raw এর একটি House Shows তে Brock Lesnar হারিয়েছে Sheamus কে এবং তার Universal Title retain করেছে।
ম্যাচ শেষে Cesaro Interfere করতে চেষ্টা করে, যার কারণে Brock Lesnar Cesaro কে F5 হিট করে।
(৮) Contract Expiration Dates Revealed for Several Superstars :
• Ringsidenews এর তথ্য মতে কিছু WWE সুপারস্টারের কন্ট্রাক্টের মেয়াদ শেষ হবার সময় প্রকাশ হয়েছে। তারা হচ্ছেনঃ-
★ Brock Lesnar
★ Big Show
★ Daniel Bryan
★ Paige
★ Mauro Ranallo
• Brock Lesnar এর কন্ট্রাক্ট শেষ হবে Wrestlemania 34 এর কিছুদিন পরে।
• Big Show এবং Daniel Bryan উভয়ের কন্ট্রাক্ট শেষ হবে সামনের বছরে।
Big Show এর কন্ট্রাক্ট শেষ হবে ফেব্রুয়ারি মাসে এবং Daniel Bryan এর কন্ট্রাক্ট শেষ হবে সেপ্টেম্বর মাসে।
Big Show এর কন্ট্রাক্ট শেষ হবার পর সে ব্যকস্টেজে কাজ করতে পারে WWE এর জন্য। আর Daniel Bryan আবার ইন্ডি সার্কিটে ফিরে যেতে পারেন।
• Paige এবং Mauro Ranallo এর কন্ট্রাক্ট শেষ হবে ২০১৯ সালে। Paige এর কন্ট্রাক্ট শেষ হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু Mauro Ranallo এর কন্ট্রাক্ট ঠিক কবে বা কোন মাসে শেষ হবে সেটা জানা যায় নি!
(৯) Stephanie McMahon Returning To WWE :
গত এপ্রিলে রেসেলমেনিয়া ৩৩ এ HHH vs Seth Rollins ম্যাচ চলাকালীন সময় দূর্ঘটনাবসত রিং সাইডে HHH কর্তৃক ধাক্কা খেয়ে টেবিলের উপর গিয়ে পরে Stephanie McMahon। এরপর বেশ কয়েক মাস তাকে আর দেখা যায় নি RAW অথবা SDLive এ। কিন্তু গত সেপ্টেম্বর এর ১২ তারিখে SDLive এ ঘটে যাওয়া ভিন্স ও কেভিন ওয়েন্স এর সেগমেন্ট এর শেষে তাকে হঠাৎ করে খুবি রাগান্বিত ভাবে আসতে দেখা যায়।
তার এই হঠাৎ SDLive এ আগমনের ফলে অনেকেই ভাবছেন তিনি Kevin Owens vs Shane McMahon স্টোরিলাইন এর অংশ হবেন। কিন্তু তার রিটার্ন এর সম্ভাবনা সব থেকে বেশি RAW তে। CagesideSeatscom এর মতে তিনি সম্প্রতি সময়ে RAW এর ভিউয়ারশীপ কমে যাওয়ায় RAW তে রিটার্ন করবেন এবং RAW GM Kurt Angle এর স্টোরিলাইনের সাথে যুক্ত হবেন।
তাছাড়া গত মে মাসে দুবাইতে এক সাক্ষাৎকারে Stephanie বলেন যে, তিনি কার্ট এর সাথে কাজ করতে ইচ্ছুক। তার ভাষ্যমতে "আমি আর অপেক্ষা করতে পারছিনা কার্ট এর সাথে কাজ করার জন্য। সে খুবি মজার একজন লোক।" যখন তাকে তার রিটার্নিং সম্পর্কে জিজ্ঞাস করা হয়, তখন তিনি বলেন "আমি সত্যি ই জানি না, আমি কবে রিটার্ন করবো"
তবে যদি স্টেফেনি SDLive এ রিটার্ন করে তাহলে তিনি মনে হয় শেন এর রিপ্লেসমেন্ট হিসেবেই আসবেন। অর্থাৎ SD এর কমিশনার। সে ক্ষেত্রে Shane McMahon কে Kevin Owens এর সাথে অবশ্যই হারানো হবে। আর তা যদি না হয়, তাহলে স্টেফিনি তার আগের পদেই থেকে RAW তে রিটার্ন করবেন।
(১০) Breezango Tease Possible Title Shot After Hell In A Cell :
আগামী সপ্তাহে ই Breezango রিটার্ন করবে SD Live এ তাদের "The Fashion Police" এর দ্বিতীয় সিজন নিয়ে। কিন্তু, বেশ সময় ধরেই তারা তাদের পপুলারিটি ধরে রাখলেও কোন টাইটেল শট পাচ্ছে না। এজন্যই এবার রিটার্ন করার পর তাদের একটা টাইটেল শট দেওয়া হতে পারে!!
রিসেন্টলি Tyler Breeze এবং Fandango, "Dual Shockers" এ দেওয়া এক সাক্ষাৎকার এ নানা বিষয় আলোকপাত করেন। সেখানে তারা কীভাবে টিম আপ করল, তাদের মধ্যে কেমন রিলেশন সহ আরো অনেক বিষয় নিয়ে কথা বলেন।
ইতিমধ্যেই, তাদের করা "The Fashion Police" বেশ সফলতা কামিয়েছে। যার ফলে তারা স্পটলাইটে এসেছে বলে মনে করে এবং এজন্যই তারা চায় যে, তারা এটলিস্ট একটা টাইটেল শট পাক।
The Usos & The New Days এর মধ্যকার ফিউড বেশ অনেকদিন ধরেই চলছে। এখন এর সমাপ্তি ও দেখতে চায় সকলে। তাই আগামী HIAC এর ঠিক পরেই Breezango দের জন্য একেবারে পার্ফেক্ট সময় টাইটেল ফিউডে জড়ানো!!
• লেখক ঃ ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা ** (১, ২, ৪, ৮, ৯, ১০), ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme (৩, ৬), Taksinur Radi (৫, ৭) ।