(১) Brock Lesnar এর সাথে WWE এর কন্ট্রাক্ট শেষ হচ্ছে আগামী বছরের আগস্ট মাসে। সম্প্রতি ESPN কে দেয়া সাক্ষাতকারে Dana White প্রকাশ করেছেন যে, Brock Lesnar আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত WWE এর সাথে চুক্তিবদ্ধ আছেন। যার ফলে আগামী বছরের সামারস্ল্যামে ও পারফর্ম করবেন তিনি.. ✌
Brock কে অক্টোবর এর ২৩ তারিখের Raw তে বুকিং করা হয়েছে। এটি Raw ব্রান্ডের পিপিভি TLC এর পরবর্তী Raw শো। রুমর অনুযায়ী তিনি Survivor Series বা Royal Rumble এ তার টাইটেল ডিফেন্ড করবেন। এবং তার চ্যালেঞ্জার হতে পারেন Finn Balor.. 😱
(২) Wrestling Observer Radio ⇄ এর বিগত এক এডিশনে Dave Meltzer বলেন Shield কে কেন WWE রিইউনিয়ন করাচ্ছে। তিনি মূল কারণ হিসাবে দেখান WWE এর অন্যতম ব্যাবসা সফল এক পিপিভি TLC তে প্রোমোশনের জন্য সবচাইতে বড় দুইজন সুপারস্টার Brock Lesnar এবং John Cena এর অনুপস্থিতি!! ওয়েল, তিনি মনে করেন যে, WWE শিল্ড এর রিইউনিয়ন দ্বারা এই প্রোমোশন টা ভালোই চালাবে!!!
(৩) Eddie Guerrero-র পর এবার Aj Styles কেও ছাড়িয়ে গেলেন MoDerN DaY MahaRaja "Jinder Mahal". কিছুদিন অাগেই এডি গুরেরোর টাইটেল রানকে অতিক্রম করেছেন "মহারাজা" জিন্দার মহল। এবার Aj Styles কেও ছাড়িয়ে গেলেন মহারাজা। Aj Styles নিজের কাছে WWE টাইটেলটি রেখেছিল ১৪০ দিন। কিন্তু মহারাজা প্রায় ১৪১ দিন ধরে টাইটেলটি নিজের কাছে রেখেছেন।
(৪) আজকের Hell In A Cell পিপিভি শেষে Talking Smack এ Phenomenal OnE "Aj Styles" বলেছেন যে, অাসন্ন SmackDown এ তিনি তার রিম্যাচ পেতে যাচ্ছেন। Baron Corbin এর কাছ থেকে Us টাইটেল ছিনিয়ে নেওয়ার পর তিনি Jinder Mahal এর কাছ থেকে WWE টাইটেল ছিনিয়ে নিবেন। অতঃপর তিনি কার দুই কাঁধে দু'টি বেল্ট রাখবেন।
(৫) রিসেন্টলি Former WWE Superstar Summer Rae, Sasha Banks এর সাথে হওয়া একটি কনভার্শেসনের পোষ্ট করেন। তবে, এর মাধ্যমে আমাদের ভালো কোন ইঙ্গিত দেন নি তিনি। সেখানে তিনি Sasha এর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু একই সাথে WWE তে আবার ফিরে না আসার ও ইঙ্গিত দিয়েছেন।
WM 32 এর পর তাকে RAW ব্রান্ডে ড্রাফট করা হয়েছিল। কিন্তু, ইঞ্জুরিজনিত সমস্যার পর আর ফিরে আসেন নি তিনি! বর্তমানে তিনি মডেলিং জগৎ কে বেশি প্রাধান্য দিচ্ছেন। আর সে দুনিয়া তেই সফলকামী হতে চাচ্ছেন!!!
(৬) Cageside Seats এর মতে, Survivor Series পিপিভিতে Sami Zayn এবং Kevin Owens এ Aj Style ও Shane McMahon এর বিপক্ষে ট্যাগ টিম ম্যাচ খেলবে।
(৭) John Cena গতকাল একজন অসুস্থ শিশুর সাথে দেখা করে যা "Make a wish" সংস্থাটির মাধ্যমে সম্ভব হয় ৷ এই Wish পূরণের মাধ্যমে "Make a wish" সংস্থাটি ৩০০০ Wish পূরণ করার কৃতিত্ব অর্জন করে 👏👏👏👏 এবং WWE এর পক্ষ থেকে John cena সবচেয়ে বেশি Wish পূরণ করার কৃতিত্ব অর্জন করেছেন ।
(৮) Stephanie McMahon বলেছেন WWE এর মোট দর্শকের প্রায় ৪০% ই হচ্ছেন মহিলা দর্শক, যা দিন দিন বাড়ছে। তিনি বলেছেন Women's Revolution এর কারণেই মহিলা রা WWE এর প্রতি আকর্ষিত হচ্ছেন 👏 & A Good News: WWE আগামী বছর ফিম্যাল রেসলার দের নিয়ে ও একটি রাম্বল ম্যাচের আয়োজন করবে।
(৯) এই সপ্তাহে হওয়া " Wrestling Observer Radio " তে Bryan Alvarez আপকামিং ইন্ডিয়া ট্যুর এর বিজ্ঞাপন সম্বন্ধে কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এই ট্যুর এ Jinder Mahal কে ২ বারের চ্যাম্প বলা হয়েছে!!
আগামী ডিসেম্বরে ইন্ডিয়া তে এই WWE ট্যুর টি সংঘটিত হবে। আর এই ট্যুর এর জন্য যেই বিজ্ঞাপন দেয়া হয়েছে, সেখানে Jinder কে ২ বারের চ্যাম্প ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই ডিসেম্বর মাস আসার আগেই টাইটেল ২ বার হাতবদল হবে। 👊🏻 তবে, এইটার নিশ্চয়তা তারা দিয়ে দেন যে, ইন্ডিয়া ট্যুর পর্যন্ত Jinder ই চ্যাম্প থাকবে। শুধু সম্ভাবনা আছে টাইটেল হাত-বদলের!!!
(১০) TLC PPV এর মেইন ইভেন্ট কিছুটা পরির্বতন হতে পারে এমন গুজব শুনা যাচ্ছে।
Dave Meltzer একটি ইন্টারভিউতে বলেছে Braun Strowman যুক্ত হতে পারে Shield এর Reunion ম্যাচে। Meltzer বলেছেন Braun replace করে দিতে পারে Miz কে অথবা ম্যাচটি 4-on-3 handicap ম্যাচ হতে পারে।
যদি Strowman, The Miz কে replace করে দেয়, তাহলে Intercontinental title এর জন্য আলাদা ম্যাচ হবে। Meltzer বিশ্বাস করে যে Strowman এর সাথে Seth Rollins ও Dean Ambrose এর ঝামেলার কারনে এমনটি হতে পারে।
(১১) রিসেন্টলি Lita-কে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে Lita কি আরেকবার Hardy Boyz দের সাথে কাজ করতে ইচ্ছুক ৷
Lita বলেন : " আমাকে ছাড়া Team Xtream অসম্পূর্ণ ৷ তাই WWE যদি কখনো এমন স্কিপ্ট বানায় যেখানে ৩য় ব্যাক্তির প্রয়োজন রয়েছে তাহলে আমি (Lita) একদিনের জন্য হলেও রিটার্ন করবো।
(১২) Dave Meltzer, Wrestling Observer Newsletter এ এক রিপোর্টের মাধ্যমে জানান যে, বুলেট ক্লাবের সদস্য The Young Bucks তাদের মার্কেটিং এ আর SUCK IT শব্দটি ব্যাবহার করবেন না। যদিও বা এই ব্যাপারে WWE বা অন্যকেউ তাদের কোনো বাধা দেয় নি।
এটা তাদের একান্ত ব্যাক্তিগত সিদ্ধান্ত। কিছুদিন আগেই তারা তাদের নতুন টি-শার্ট প্রকাশ করেন, যা কি না গত সেপ্টেম্বর মাসের সব থেকে বেশি বিক্রিত টি-শার্ট। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আর "SUCK IT" লেখা থাকবে না।
(১৩) WWE সুপারস্টার এবং সাবেক Raw Tag Team Champion গ্যালোস এন্ড এন্ডারসন জানিয়েছেন যে,তারা Sasha Banks কে তাদের টিমে জয়েন করতে দেখতে চায়। তারা জানায়,"বুলেট ক্লাব সম্পর্কে সবাই জানে। আমাদের সাথে Sasha জয়েন করলে সে আমাদের কনট্রোল করতে পারবে।"তারা তাদের কিচ্ছু ইচ্ছা প্রকাশ করেছে।তারা আবার Raw Tag Team Champion হতে চায়, এবং WrestleMania তে তারা চ্যাম্পিয়ন হিসেবে এন্ট্রি নিতে চায়।তারা বলে তারা এই ব্যাপারে Triple H কে জানিয়েছে।
(১৪) রুমার উঠেছে যে Hideo Itami তার WWE Debut করবেন Hell In A Cell পিপিভি তে ৷ রুমার অনুযায়ী Nakamura কে attack করার মাধ্যমে মেইন রোস্টাররে আসতে চলেছেন তিনি ৷ আর এটাই হতে পারে Nakamura এর হারের কারণ ৷
বিদ্রঃ এটি শুধুমাত্র রুমার ৷ উপরোক্ত ঘটনাটি সত্যি হতেও পারে আবার নাও হতে পারে।
(১৫) আমরা সকলেই জানি HHH এখন ভারতে আছেন WWE এর ভারত ট্যুর নিয়ে সব কিছু চুরান্ত করতে। তো সেখানে মুম্বাইতে ফেসবুক অফিসে গতকাল এক সাক্ষাৎকারে HHH আবার ও Dwayne The Rock Johnson vs Triple H ম্যাচ হওয়ার সম্ভাবনার প্রতি ইংগিত দেন। তার ভাষ্যমতে -
"দুই বছর আগে, আমরা একে অন্যের সাথে(রক) ব্যাকস্টেজে প্রমো কেটেছিলাম রেসেল্মেনিয়ার ব্যাপারে এবং সেটাই পরবর্তিতে ইন্টারনেটে ছড়িয়ে যায় এবং একটি ম্যাচ এর সম্ভাবনা তৈরি করে। আমরা দুইজন এই ব্যাপারে কথা বলেছি। রক এখন খুব ব্যাস্ত যেমনটা আমি। তাই আমরা অপেক্ষায় আছি সঠিক সময়, সঠিক স্থান এর। সেটা পেলেই আমি আরেক বার এই মহান রেস্লারের বিরুদ্ধে রিং এ দাঁড়াতে চাই ফাইট করার জন্য।"
(১৬) UK সংবাদপত্র The Sun এর তথ্যমতে The Undertaker Wwe তে ডিসেম্বরের দিকে রিটার্ন করবেন!!!!!😱😍 তিনি New York শহরের Uniondale এর Ace Comic Con এ ডিসেম্বরের ৮ তারিখে উপস্থিত থাকবেন। যেখানে WWE এর ভক্তএয়া তার সাথে দেখা করার সুযোগ পাবে!
• লেখক ঃ Aamir Hamza Salman, Ariful Kader Ak (4, 5), ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা ** (2, 6, 9, 10, 12, 13, 15), Al Mobin Shanto (3, 11, 14), Salsabila Sheikh ও Anik Siddique।