(১) Killer Rumor Of Today :
PWMania এর তথ্যমতে, খুব শীঘ্রই হীল টার্ন করতে পারেন Dean Ambrose.. 😱😱 কারণ রুমর অনুযায়ী, WWE চাচ্ছে আগামী ম্যানিয়া তে Dean Vs Seth এর মধ্যে ম্যাচ আয়োজন করতে। আর যেহেতু এর আগে Heel Seth Vs Face Dean এর ফিউড হয়েছে তাই এবার ঠিক উল্টো অর্থাৎ, Heel Dean Vs Face Seth এর মধ্যে ফিউডের প্ল্যানিং করতেছে WWE...
(২) WWE Signs First Ever Female Talent From India :
Kavita Devi ই হচ্ছেন প্রথম ভারতীয় ফিম্যাল রেসলার যিনি WWE এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার কৃতিত্ব লাভ করেছেন। বয়স তার ৩৪, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এর মতন তার উচ্চতা ও ৫ ফুট ৯ ইঞ্চি। ভারতের হরিয়ানা রাজ্যে তার জন্ম। The Great Khali ছিলেন তার রেসলিং ট্রেইনার, এবং তার রেসলিং স্কুলেই Kavita Devi ট্রেইনিং করেছেন।
তিনি তার প্রো-রেসলিং ডেবিউ করেন WWE এর Mae Young Classic টুর্নামেন্ট এর মাধ্যমে। টুর্নামেন্ট এ তিনি সালোয়ার-কামিজ পরিধান করেই রেসলিং করেছেন!! যদিও তিনি টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডেই হেরে গেছেন তবুও পেয়েছেন ফ্যান দের আকর্ষণ। ইউটিউবে তার ম্যাচ ভিউয়ার বর্তমানে প্রায় ৭.৯ মিলিয়ন এবং এটা বাড়তেই চলেছে। তার এই ম্যাচটি ই টুর্নামেন্ট এর সবচেয়ে বেশি ভিউয়ারশিপ প্রাপ্ত ম্যাচ।
যেখানে অন্যান্য ম্যাচগুলো ১ মিলিয়ন ভিওয়ারশিপ ও পায়নি সেখানে তার ম্যাচটি পেয়েছে প্রায় ৮ মিলিয়ন ভিউয়ারশিপ!! যার ফলে WWE ও তার ফ্যানক্রেজ দেখে তাকে নিয়ে আশাবাদী হয় এবং সম্প্রতি তাকে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করে! তাকে কিছুদিন পারফর্মেন্স সেন্টারে রেখে ট্রেইন করা হবে এবং পরবর্তী তে NXT তে রেসলিং করার সুযোগ দেয়া হবে।
তাকে চুক্তিবদ্ধ করার অফিশিয়াল ঘোষণার পর আমাদের জিন্দার মহল টুইটারে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান এবং তাকে চুক্তিবদ্ধ করার ব্যাপারে Triple H বলেন, "WWE এর বিস্তৃতি সারা বিশ্ব জুড়ে। তাই সারা বিশ্বের প্রতিটা স্থান হতে ট্যালেন্ট খোঁজে কোম্পানি কে আরোও বৈচিত্র্যময় ও কোম্পানির বিস্তার করাটাই আমাদের প্রধান লক্ষ্য"!! 👍 Congrats To Her..
(৩) 1 Year Ago Today, The Myth "Goldberg" Returned To WWE After 12 Years :
Goldberg এর রিটার্নের আজ ১ বছর পূর্ণ হল! গত বছরের আজকের এই দিনেই WWE তে দীর্ঘ ১২ বছর পর রিটার্ন করেছিলেন প্রো-রেসলিংয়ের অন্যতম ধ্বংসাত্মক এই রেসলার। তার রিটার্নের পূর্বে অনেকেই তাকে নিয়ে ট্রল করেছিল। সে রিটার্ন করার পর বু পাবে, দর্শক রা "বচবার্গ" চ্যান্ট দিবে হেন তেন! কিন্তু তার রিটার্ন সব সমালোচক দের মুখ বন্ধ করে দেয়।
সে এক রাজকীয় রিটার্ন, সেদিন দর্শকদের প্রচুর চিয়ার ও "Goldberg" চ্যান্টে পুরো এরিনা মুখরিত হয়েছিল.. 👏👏 ভাবতেই অবাক লাগছে তার রিটার্নের আজ ১ বছর হয়ে গেল, 4G স্পিডে দিন যায় 😂 , যদিও আমি কখনোই তার ফ্যান ছিলাম নাহ তবুও তার এন্ট্রান্স ও থিম মিউজিক টা আমার খুবই ভাল লাগে! বিশেষ করে দর্শকদের "Goooooldberg" চ্যান্ট টি 😊👌 (গোল্ডবার্গের জীবনী)
(৪) Mahal Challenged Lesnar For A Champion Vs Champion Match At Survivor Series :
গত SDLive শো তে Jinder Mahal এক ঐতিহাসিক ঘোষণা দেন! তিনি Raw এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন Brock Lesnar কে চ্যালেঞ্জ করে বসেন তার সাথে ম্যাচ খেলার জন্য। আর এজন্য আগামী Raw তে Brock Lesnar রিটার্ন করবেন ও Mahal এর চ্যালেঞ্জ এর জবাব দিবেন!! তার মানে এটা অনেকটাই কনফার্ম যে, আগামী Survivor Series পিপিভি তে আমরা Mahal Vs Lesnar এর ম্যাচ দেখতে পাব.. ।
(৫) TLC পিপিভির অফিসিয়াল ম্যাচকার্ড :
এই পিপিভি নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নাহ! আর তার কারণ হচ্ছে বাজে ম্যাচকার্ড। সত্যিকার অর্থে মেইন ইভেন্ট ছাড়া অন্য কোনো ম্যাচ ই দেখার তেমন ইচ্ছা নাই!! এবারের পিপিভি তে গিমিক ম্যাচ হবে মাত্র একটি, এবং সেটি হবে মেইন ইভেন্ট ম্যাচ। আলাদাভাবে Chairs Match, Tables Match ও Ladder Match হবেনা! ল ডিফেন্ড করা হবে। UV, IC ও Tag Team টাইটেল গুলো পিপিভি তে ডিফেন্ড করা হবেনা 😒
তবে, পিপিভির মূল আকর্ষণ ই হচ্ছে The Shield! আর এই কারণেই Shield এর ম্যাচ ছাড়া পিপিভি এর বাকি ম্যাচগুলো নিয়ে খুব একটা চিন্তা করেননি ক্রিয়েটিভ রা। কারণ ম্যাচকার্ড যতই দুর্বল হোক না কেন, দর্শক টানার জন্য মেইন ইভেন্টের ম্যাচটাই যথেষ্ট ✌আর এই ম্যাচ নিয়েই আমি অনেক বেশি এক্সাইটেড, নি:সন্দেহে দারুণ একটি ম্যাচ হবে!
TLC ম্যাচ হওয়ায় ম্যাচে চেয়ার শট, টেবিল, ল্যাডার ভাঙার দৃশ্যগুলি দেখতে পাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ সাড়ে ৩ বছর পর আবারোও পিজি এরার অন্যতম সফল টিম কে একসাথে রেসলিং করতে দেখতে পাবে রেসলিং প্রেমীরা 👌👌 -
(৬) Jinder Mahal's next opponent :
এ সপ্তাহে Jinder Mahal এর সেগমেন্ট এ AJ Styles এর ইন্টারফেয়ার এ AJ জানান সে চায় WWE Title Match . এটা ছিল একটা ইঙ্গিত যে, Survivor Series এর পর Smackdown Live এর পিপিভি Clash of Champions এ মুখোমুখি হবে Jinder Mahal vs. AJ Styles for the WWE Championship . এটা অনুষ্ঠিত হবে December 17 তে এবং আশা করা হচ্ছে Jinder Mahal তার টাইটেল হারাবেন অবশেষে...
(৭) John Cena Gets a challenge :
যেমনকি আপনারা জানেন, Current WWE Champion ''The Modern day Maharaja'' খ্যাত Jinder Mahal এখন India-তে অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি Twitter-এ MMA-এর মাধ্যমে Jinder Mahal কে প্রশ্ন করা হয় যে, তিনি WM 34-এ কার বিপক্ষে ম্যাচ খেলতে চান 🤔।
যারপর Jinder Mahal Twitter-এ একটি Video প্রকাশ করেন। তিনি Video তে সরাসরি Challenge করেন John Cena কে 😱। যেমনকি আমরা জানি, Jinder Mahal এর আগেও John Cena এর সাথে ম্যাচ খেলেছিলেন এবং তাতে John Cena জয়লাভ করে ছিলেন। কারণ তাতে Interfere করেছিল Baron Corbin 👏।
আচ্ছা যাই হোক এখন আপাতত, Upcoming India Live Event-এ Jinder Mahal Face করতে যাচ্ছেন Kevin Owens কে। তার আগে আমরা Survivor Series-এ দেখতে পারি Champion Vs Champion ম্যাচ। অর্থাৎ WWE Universal Champion Brock Lesnar Vs WWE Champion Jinder Mahal 💘💘। এই ম্যাচটি যদি হয় তাহলে এটি একটি Noon-title ম্যাচ হবে।
(৮) Jericho comments on Neville :
সম্প্রতি Busted Open Radio তে Chris Jericho, Neville এর WWE ছাড়ার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন। তিনি Neville এর সাথে তার ম্যাচ নিয়ে ও বেশ কিছু কথা বলেছেন।
Chris Jericho এর মতে, Neville, WWE এর বাইরে খুব বড় একজন তারকা হতে পারবেন কারণ সেখানে Neville আরও বেশি সুযোগ পাবেন। Chris Jericho , Neville এর WWE ছাড়ার বিষয় নিয়ে একটা উদাহরণ টেনেছেন। এটি অনেকটা এমন যে, একটি সুউচ্চ দালান এর পাশ দিয়ে হেটে যাওয়ার মতো অবস্থা। তাকে বলা হয়েছে এখানে একটি জাল আছে তবে তা সে দেখতে পাচ্ছে না।
Chris Jericho আরও স্বীকার করেছেন যে Neville এর মধ্যে গুণ আছে, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, বুদ্ধিমত্তা আছে যেকোনো যায়গায়, যেকোনো প্রমোশন এ সফলতা লাভ করা। Chris Jericho এ ও বলেছেন যে, Neville এর সাথে কাজ করলে তার Chris Benoit এর কথা মনে পড়ে যায়।
ইতিহাসের অন্যতম সেরা ট্যাকনিকাল রেসলার Chris Benoit। স্বয়ং Chris Jericho, Neville কে তার রিং স্কিল এর সমতুল্য মনে করেছেন। সেই হিসেবে, আমার মতে WWE ছাড়াটাই Neville এর পক্ষে সর্বোত্তম সিদ্ধান্ত।
• লেখক ঃ Aamir Hamza Salman (১, ২, ৩, ৪, ৫), Fahim Fam (৬) , Taksinur Radi (৭) , Tasnim Wasith (৮) ।