কয়েকমাস আগে বাজে বুকিংয়ের জন্য WWE থেকে Austin Aries লিভ নিয়ে চলে যায়। আবার কয়েক দিন আগে একই কারণে Neville ও WWE ছেড়ে চলে গিয়েছে। এভাবে বাজে বুকিংয়ের জন্য WWE নিজেদের দুইজন ভালো অ্যাসেটকে হারাল। তেমনি এদের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতে আরও কয়েকজন রেসলার WWE থেকে রিলিজ নিয়ে চলে যেতে পারে। দেখা যাক তারা কারা :-
• THE ASCENSION :
NXT এ নিজেদের ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়ে মেইন রোস্টারে আসার কয়েক মাসের মধ্যেই The Ascension জবারে পরিণত হয়। আর ২০১৬ সালের ড্রাফটের পর তাদের নিয়ে অনেকের মনে আশা জাগে। কিন্তু যেই লাউ সেই কদু! তথাকথিত "The Land of Opportunities" এ থাকার পরেও তারা পুশ পায়নি। এতবছর পরেও The Ascension এখনও জবার হিসেবে আছে। হয়তোবা ভবিষ্যতে তাদেরকে রিলিজ করে দেওয়া হতে পারে। কিংবা তারা নিজেরাও রিলিজ চেয়ে চলে যেতে পারে। নাহলে WWE তে তাদের একটি ব্যার্থ রেসলিং ক্যারিয়ার গঠন করতে হবে।
• SUMMER RAE :
Summer Rae যে এখনো WWE এর সাথে চুক্তিবদ্ধ আছে তা অনেকে জানেও না। আর WWE ও এটা বুঝতে পারছে না যে তাকে কীভাবে ব্যাবহার করা যায়। যেহেতু WWE তাকে কোন কাজে লাগাচ্ছে না এবং রোস্টারে তার থেকে অনেক ট্যালেন্টেড মহিলারা আছে, তাহলে তাকে তার কন্ট্র্যাক্টের মেয়াদ শেষ হলেই রিলিজ করে দিতে পারে। এতে WWE এর খরচ বাঁচবে আর পাইরোর ব্যাবহার বন্ধ করে দিয়ে টাকা বাঁচানো লাগবে না 😜
• DOLPH ZIGGLER :
WWE এর হোমগ্রোন রেসলারদের মধ্যে রিং এবং মাইক স্কিল উভয়ের বিবেচনায় Dolph Ziggler ই সেরা। খুব শীঘ্রই তার কন্ট্র্যাক্টের মেয়াদ শেষ হতে চলেছে। আর Ziggler কে WWE যেভাবে মিসইউজ করছে, এতে সে আর কন্ট্র্যাক্ট রিনিউ নাও করতে পারে, যদিনা সে ক্যারিয়ারের চেয়ে WWE এর মোটা অঙ্কের চেকগুলোকে বেশি গুরুত্ব দেয়। তাছাড়া তার মত একজন এক্সেপশনাল ট্যালেন্টের জন্য অন্যান্য প্রোমোশনের দরজা খোলাই আছে। Ziggler অন্য প্রোমোশনে গিয়ে Cody Rhodes এর মত যোগ্য পুশ পাবে।
• THE COLONS / THE SHINING STARS :
মেইন রোস্টারের আরেক আন্ডাররেটেড ট্যাগ টিম। রিপ্যাকেজ হয়ে Smackdown এ আসার পর তারা পুশ পাবে বলে সবার মনে হলেও আগের মত জবিংই করতে হচ্ছিল তাদের। কয়েক মাস আগে The Colons, WWE এর কাছে রিলিজ চেয়েছে বলে গুজব শোনা গেলেও এখনও তারা WWE তেই আছে। হয়তো খুব শীঘ্রই তারা রিলিজ পেয়ে যাবে।
• DARREN YOUNG :
Summer Rae এর মত Darren Young কেও যে কিভাবে ব্যাবহার করতে হবে তা WWE বুঝতে পারছে না। কখনো সে Bob Backlund এর ম্যানেজিংয়ে রেসলিং করে, কখনো কয়েক মাস পর্যন্ত তাকে খুজে পাওয়া যায় না। এখন সে ইন্জুরি কাটিয়ে রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলে তাকেও রিলিজ করে দেওয়া হতে পারে। তাছাড়া জবিংয়ের জন্য WWE তে আরও অনেক রেসলার আছে।
• RUSEV :
Rusev এর যে কী পরিস্থিতি তা তো আপনারা দেখছেনই। রিটার্নের পর থেকেই তাকে বারবার হারানো হচ্ছে। প্রথমে John Cena, তারপর Randy Orton তাকে বারি করল। এর মধ্যে গুজব শোনা গিয়েছিল যে, Rusev তার রিলিজের জন্য আবেদন করেছে। যদিও তার স্ত্রী Lana সেটাকে মিথ্যা বলে দাবী জানিয়েছে। কিন্তু এ গুজব বাস্তবেও রূপ নিতে পারে, যদি Rusev WWE এর মোটা অংকের বেতনের চেয়ে নিজের ক্যারিয়ারের প্রতি বেশি গুরুত্ব দেয়। অন্যান্য প্রোমোশনগুলাও তাকে সাদরে গ্রহন করে নিবে।
• লেখক ঃ Sabbir Rahman Leon