• UFC Fighter Demetrious 'Mighty Mouse' Johnson বলেছেন যে , তার কাছে একটা Perfect Plan আছে To Beat Brock Lesnar In The Octagon😎
• এই সপ্তাহের SmackDown এ এজে স্টাইলস তার সেগমেন্টটিতে একটি ভুল কথা বলে ফেলেন। তিনি বলেন , জিন্ডার মহল এই SD Live Brand এর সব সুপারস্টারের বিপক্ষে জয়লাভ করলেও তার বিপক্ষে কখনো জয় পায় নি। তবে আমরা জানি যে বেশ কিছু দিন আগে এজে স্টাইলস SmackDown এ থাকাকালীন সময়েই একবার No1 Contender For The WWE Title হয়ে জিন্ডার মহলের বিপক্ষে ম্যাচ খেলেন এবং ওই ম্যাচে কেভিন ওয়েন্স এর Distraction এর দরুন তিনি ম্যাচটিতে হেরে যান। So, I Think এজে স্টাইলস Should Be Careful About This Things!😐
• গুজব উঠেছিল, Nia Jax WWE থেকে লিভ নিয়েছেন। তবে নিয়া জেক্স জানিয়েছেন যে কথাটি সত্য নয়।🙃
• আর এদিকে ফিন ব্যালর বলেছেন যে , "I Need To Face Brock Lesnar"! তাছাড়া ডেভ মেল্টজার ও জানিয়েছেন যে , আসন্ন Royal Rumble পিপিভিতে ফিন ব্যালর Vs ব্রক লেসনার ম্যাচ অনুষ্ঠিত হবে।😊
• Wrestling Observer- এর মতেও Royal Rumble 2018 PPV তে Finn Balor vs. Brock Lesner ম্যাচ হবে Universal Title এর জন্য।
• এক ইন্টার্ভিউতে HHH জানিয়েছেন যে , Wrestling Legend Michael ‘PS’ Hayes তার সিগনেচার মুভ "The Pedigree" এর নামকরণ করেন।🙂
• Ryback এর মতে, WWE এর Women's Fans দের Mental সমস্যা আছে!😂
• Wrestling Observer-এর মতে WWE কিছুটা অতিরিক্ত বুদ্ধি খাটিয়েছে Kane-এর Monday's Raw In Portland -এর রিটার্ন কে Hide এবং Surprise রাখার জন্য। Kane Nagging Injury-এর জন্য December,2016. থেকে রিংয়ের বাইরে ছিলেন।তখন তিনি Knox County,TN-এর Mayor-এর দায়িত্ব পালন করছিলেন। এবং তার Insurance Business চালাচ্ছিলেন Knoxville-এ থেকে।
• WWE এর Insiders And পার্ফরমাররা Confirm করেছেন যে Neville WWE থেকে পূরোপূরি চলে গেছে।😑
• আগামী NXT Takeover এ অনুষ্টিত হওয়া Adam Cole Vs Drew Mcintyre এর মধ্যকার NXT Championship ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবেন "$hawn Michaels"!😁
• PWInsider-এর মতে WWE ITV-এর সাথে কথা বলছে "WWE UK weekly show" Air করার জন্য। Show-টির নাম হবে "King of the Ring". 😎
• বর্তমানে বেশ কিছু WWE Superstar লিভ নেওয়ায় এখন অনেক সুপারস্টারই লিভ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।😞
• সম্প্রতি ভাইরাল মেনিনজাইটিসে ভুগছে Bray Wyatt এবং তার ভাই Bo Dallas. Dave Meltzer এর মতে, Bray এখনো অসুস্থ এবং TLC-তে তার ও Finn Balor এর মধ্যকার ম্যাচটি এখন আশংকায় আছে।
• অনেকের ধারণা , TLC পিপিভিতে The Hardy Boyz দের মাঝে ভাংগন দেখা দিতে পারে।🤕
• এই সপ্তাহে Raw এর ViewerShip গত সপ্তাহ থেকে কমে গেছে।🤔
• জানা গেছে Nia Jax এর Best Friend হল Alexa Bliss।🙄
• WWE এর Release কৃত Game 2k18 একটি Rating প্রকাশ করেছে। যা প্রকাশিত হয়েছে 2k18 Games এর Main রোস্টার Superstars দের কেন্দ্র করে। এবং সেখানে শীর্ষে রয়েছেন The Big Dog "Roman Reigns" শীর্ষে ওঠার এই পথে তিনি পিছনে ফেলেছেন Cena, Styles, Rollins ও Randy সহ বেশকিছু Superstars কে। তো চলুন WWE 2k18 এর প্রকাশিত কিছু Wrestler দের Top List ও তাদের Point বা Rating দেখে নেওয়া যাক→
- Roman Reigns- 95
- Brock Lesnar- 93
- The Undertaker- 93
- John Cena- 93
- The Rock- 93
- Goldberg- 92
- Finn Balor- 92
- Seth Rollins- 92
- Stone Cold- 92
- Daniel Bryan- 91
- AJ Styles- 90
- Randy Orton- 90
- Shinsuke Nakamura- 89
- Dean Ambrose- 88
- Braun Strowman- 88
- Jinder Mahal- 88
- Samoa Joe- 88
- Sheamus- 85
- Sami Zayn- 84
- Rusev- 84
• লেখক ঃ Abraham Khan, Farhad Ahmed, Shuvrato Bhattacharjee, Abir Mahmud