প্রো-রেসলিং এ রিং স্কিল টায় মুল ফ্যাক্ট না বিশেষ করে আমেরিকান রেসলিং এ রেস্লারদের রিং স্কিলের পাশাপাশি তার রিং এট্টিচিউড,এন্টারটেইনিং ক্যারিশমা,বডি ল্যাংগুয়েজ,কস্টিউম,মাইক স্কিল সবকিছুই একটি অপরটির পরিপুরক হিসেবে কাজ করে। একজন রেস্লার ট্যাকনিক্যালি রিং স্কিলে দুর্বল হলেও তার এন্টারটেইনিং ক্যারিশমা কিংবা বডি ল্যাংগুয়েজ কিংবা রিং এট্টিচিউড থাকলে তার কপাল খুলে যায়, এমনকি তার রিং গিয়ার/কস্টিউমও তার পজিশন গড়ে দেয়। আমেরিকান রেসলিং এর পলিসিটায় এমন। তাই বারবার বলি যে আমেরিকান রেসলিং জাপানিজ,লুচা লিব্রে রেসলিং থেকে আলাদা। একটির সাথে আরেকটি মিলানো মুর্খামী।
৮০-৯০ এর দশকের রেসলিং এ রেস্লারদের রিং স্কিল ততটা গুরুত্বপুর্ন ছিল না, কেননা তখন ক্লাসিক রেসলিং এর যুগ ছিল, ট্যাকনিক্যাল রেসলিং তখন রেয়ার ছিল। বডি ভাল থাকলে আর স্কিপ্ট বুঝে কাজজ করতে পারলেই একেকজন রেস্লার রিং কাপানোর গ্রিন সিগন্যাল পেত। ৮০-৯০ এর দশকে রেস্লারদের রিং গিয়ার/পোশাক-আশাক দর্শকদের আকর্ষিত করত। কেননা রিং গিয়ার দ্বারা রেস্লাররা তাদের নিজস্ব এট্টিচিউড আর ক্যারিশমা সবাইকে অবগত করত। ৯০ এর দশকে হাল্ক হোগানের সুপারম্যান গিমিকের চাইতেও তার রঙবেরঙের পোশাক দর্শকদের বেশী আকর্ষিত করেছিল যা তাকে Wrestler of the decade হতে পরোক্ষভাবে সাহায্য করেছিল। রিক ফ্লেইয়ার,ব্রুনো স্যামারটিনো,রডি পাইপার,আল্টিমেট ওয়ারিওর,আন্ডারটেকার,কেইন প্রমুখ গ্রেটেস্টদের রিং গিয়ার তাদের সফলতার ৩০% ভাগ জুড়ে আছে। সময় পাল্টানোর সাথে সাথে রেসলিং এ অনেক পরিবর্তন এসেছে, এখন মর্ডান রেসলিং এ রেস্লারদের রিং গিয়ারে বৈচিত্রতা খুব একটা দেখা যায় না, এখন এসব বিষয় তেমন আমলেও নেওয়া হয় না, সময়টা এখন ট্যাক্নিক্যাল রেসলিং এর। বর্তমানে কেফাবি মেইনটেইন করাটাও আমলে নেওয়া হয় না, এটা মর্ডান যুগের আর্শীবাদ নাকি অভিশাপ সেটা বলা যাচ্ছে না। যাইহোক, এবার আমি তুলে ধরব সেরা ১০টি WWE রেসলিং কস্টিউম যেগুলো স্বরনীয় আর সেরা হয়ে আছে ইতিহাসের পাতায়।
10) IRS: Mike Rotunda 1984 সালে WWF এ ডেভিউ করেন তার কুখ্যাত Irwin R ক্যারেকটার দ্বারা। তার ক্যারেকটারটি ছিল মুলত একজন খারাপ অসদুপায়ী Wall Street বিজনেসম্যানের। ১৯৯১ এর আগ পর্যন্ত তার ক্যারেকটা লাইম লাইটের দেখা পায়নি। তার ক্যারেকটারটি ১৯৯১ এর পর ভালভাবে ফুটিয়ে তোলা হয়। হীল বিজনেসম্যান হিসেবে রোল প্লে করলেও রটোন্ডার ক্যারেকটারটির কস্টিউম রেসলিং এ খাপ-খেত না, সাদা শার্টের সাথে লাল স্যুট সাথে বুট পরিধান করত, দেখে মনে হত সে রেস্লার না, চাকরিজীবী। যাইহোক, এরপরও সে সবাইকে এর জবাব দিত। তার কস্টিউমটি এখনো Worst হিসেবে ইতিহাসের পাতায় অক্ষরিত আছে।
9) Goldust: গোল্ডডাস্টকে সবাই ই চিনেন। WWE HOF Amercian Dream Dusty Rhodes এর পুত্র। গোল্ডডাস্ট বর্তমান WWE রোষ্টারে সবচেয়ে পুরনো রেস্লার হিসেবে এখনো রেসলিং করে যাচ্ছে। ১৯৯৫ এ ডেভিউ করা গোল্ডডাস্টকে দেখে সবাই অবাক হয়। তার স্বর্নালি রঙের পোশাক সাথে গোল্ড-ব্ল্যাক প্যার্টান ফেইস পেইন্ট তাকে উদ্ভট রুপদান করেছিল। বয়স অনুযায়ী বডির সাথে তার কস্টিউম বেমানান আর তাকে বুড়ো লাগত বেশী। অনেকেই মনে করেন গোল্ডডাস্টের বাজে বুকিং এর জন্য তার Worst কস্টিউমটায় দায়ী।
8) Shawn Micheal: নামটা এই লিস্টে দেখে অবাক লাগছে? আমিও অবাক হয়েছিলাম। শন মাইকেলকে বলা হয় One of the Most Decorated Wrestler of all time.. তার প্রথমদিকের রিং গিয়ারটি রুচিতে পড়ত না। পরের দিকে তার কাউবয় আউটফিট আর রুচিদায়ক প্যান্টের সাথে বুটের কম্বিনেশন তার Sexy Boy গিমিকটি ভালভাবে ফুটিয়ে তোলে।
7) Tatanka: টাটানকা কে চিনতে কষ্ট হবে অনেকেরি, ততটা ফেমাউস রেস্লার ছিল না কিন্তু অসাধারন রেসলার ছিল। তার গিমিকটি লোকাল আমেরিকার কেরোলিনা রাজ্যের সৈনিকের মত ছিল। তার পেশীবহুল শরীরের সাথে War Paint,Colorful ribbons তার ক্যারেকটারকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। আমেরিকান হেরিটেজ বেজড গিমিক ক্যারেকটার পাওয়াটা এখন দুষ্কর, সেই হিসেবে গোল্ডেন এজে টাটানকার কস্টিউম অদ্ভুত ই ছিল।
6) Max Moon: WWE এর একমাত্র স্পেসবেজড ক্যারেকটার রেস্লার আর কস্টিউম ছিল ম্যাক্স মুনের। সে নিজেকে রকেট যানে করে আসা স্পেসম্যান হিসেবে পরিচয় করার। তার কস্টউম টাও অদ্ভুত ছিল, মাস্ক সাথে হলুদ,নীল আর গোলাপী কালারের কম্বিনেশন সাথে সাদা স্ট্রিপ সাড়া শরীরে। তার আউটফিট টা ব্যাহবহুল ছিল। তার কস্টিউমটি দেখে মনে হত কেউ বুঝি নতুন স্কেটিং শিখছে।
5) Bezerker: বেজারকার WWE এর একমাত্র ভাইকিং ক্যারেকটার। তার কস্টিউমটি সৈনিকের মত। বুকে ভেস্ট,মাথায় দু শিং ওয়ালা ভাইকিং হেলমেট এবং তলোয়ার নিয়েও এন্ট্রি নিত বেজারকার। একবার আন্ডারটেকার কে তিনি তলোয়ার দিয়ে স্টেব/ছুড়ি চালানোর চেষ্টাও করেন। তার কস্টিউম টি One of the Lamest/Worst হিসেবে ধরা হয়।
4) Alto Montoya: Portuguese ক্যারেকটার ছিল আল্টো। তার কস্টিউমের সবচেয়ে খারাপ দিক ছিল তার হলুদ মাস্কটি, হলুদ সবুজ আর লালের কম্বিনেশনে তার মাস্ক টি নাইটমেয়ারের মত ছিল।
3) Bastion Booger: One Of the Disgusting Wrestler that ever debuted in wwe... তার ক্যারেকটারটি লেইম ছিল আর সেই সাথে তার বডি কম্বিনেশন অনেক ফালতু ছিল, পেটুক তার উপর চাইল্ড টাইপ ড্রেসয়াপ।
2) Giant Gonzalez: WWE এর ইতিহাসে সবচেয়ে লম্বা রেস্লার Giant Gonzalez ৮ফিট লম্বা যা বিগ শো বা আন্ড্রে দ্য জায়ান্টের থেকেও বেশী। তার ক্যারেকটার টি মাইথ টাইপের ছিল কিন্তু রেস্লার হিসেবে তার বডি শেইপ খুব ই খারাপ ছিল। যার দরুন সে মাসলবেজড বডি কস্টিউম পড়ত পাহারী বনমানুষের মমত। এতে তাকে দেখতে উলংগ আর বাজে দেখাত।
1) Gobbledy Gooker: লিস্টের সবার উপরের রেস্লারটির নাম চলে এসেছে। ১৯৯০ সালে ডেভিউ করা Gobbledy Gooker বর্তমান সময়ের আলোচিত জন সিনা-রোমান রেইন্সের থেকেও বেশী বু পেয়েছিল। তার ক্যারেকটারটি তুর্কি কিন্তু কস্টিউমটা খারাপ ছিল মুরগী কস্টিউম পরিধান করত। তার কস্টিউমটি ৯০ এর দশকে সবচেয়ে লেমেস্ট আর সর্বাধিক বু পাওয়া।
মোটামুটি এই ছিল বলার। আপনারা যদি কোন কিছু নিয়ে জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন। চেষ্টা করব লিখার। সবাইকে ধন্যবাদ।
• লেখক ঃ Mohammad Shagor Islam