• PWInsider এর মতে, Roman Reigns এখনো রিঙে ফেরার জন্য প্রস্তুত না এবং আগামীকালকের RAW-তে তাকে দেখা যাবে না। রিং এ্যাকশনে ব্যাক করার জন্য তিনি এখনো প্রস্তুত নন। হয়তো কালকের পরের RAW তে তাকে দেখা যেতে পারে।
• Halloween উপলক্ষে আজকে NJPW এর এক ইভেন্টে Bullet Club এর লিডার Kenny Omega কে নারী চরিত্রে রেস্লিং করতে দেখা যায় 😂। যেখানে সে ম্যাচ এর এক পর্যায়ে তার দলের সদস্য Marty Scurll কে কিস দেয়(সম্মতিক্রমে)।
• The Wrestling Observer জানিয়েছে চিলির লাইভ ইভেন্টে রেসলিং এর পর Triple H যেই টাকা পেয়েছিল সে তা Kevin Owens কে দিয়ে দিয়েছে। উল্লেখ্য, পারিবারিক সমস্যার জন্য Owens ট্যুরে যোগ দিতে পারেনি।
• ২২ জানুয়ারি ২০১৮, Raw 25 Years এ যুক্ত করা হয়েছে . Kevin Nash, Shawn Michaels ও The Undertaker কে (বিস্তারিত)
• গতকাল সাবেক WWE সুপারস্টার ও হল অফ ফেমার "Edge" এর ৪৪তম জন্মদিন ছিল। ১৯৭৩ সালের গতকাল (৩০/১০/১৭) Orangeville,Ontario, Canada তে জন্মগ্রহণ করেন WWE HALL OF FAMER EDGE, আমাদের পেজের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
• Alberto el Patron, Impact এর পরবর্তী ppv "Bound For Glory" তে রিটার্ন করতে পারেন। তাকে সম্ভবত Eli Drake vs. Johnny Mundo এর ম্যাচে এড করা হতে পারে। অথবা এই ম্যাচের referee হিসেবেও তিনি থাকতে পারেন।
• ব্রেকিংঃ Emma, Darren Young ও Summer Rae কে রিলিজ করে দিয়েছে WWE (উল্লেখ্য আমাদের পেজে আগেই এই সম্ভাবনার কথা বলা হয়েছিল, এই পোস্টে)।
• আসন্ন সারভাইবর সিরিজে ইন রিং এ্যাকশনে দেখা যেতে পারে Kurt Angle কে। ইতিমধ্যে নতুন রিং কস্টিউম পেতে যাচ্ছেন Kurt Angle.
• গতকাল Dean Ambrose তার Twitter এবং Instragram Account মজা করে একটি ছবির নাম এবং ছবির Logo দিয়েছেন। এই ছবিটিতে Dean Ambrose তার Fiance Renee Young এর সাথে দেখা গিয়েছে।ছবিটির নাম দেওয়া হয়েছে:-The Lunatic Fringe'S Evil Dean (Re-imagined)।
• PWInsider এর রিপোর্ট অনুসারে আজকের RAW-তে রিটার্ন করতে পারে Samoa Joe. উল্লেখ্য, হাঁটুর ইনজুরির জন্য রিঙের বাইরে ছিল Samoa Joe.
• ডব্লিউডব্লিউই সুপারস্টার সেথ রলিন্স মজা করে তার ট্যুইটার আকাউন্টে লিখেছেন তিনি ফুটবলকে ঘৃণা করেন-
I hate football.— Seth Rollins (@WWERollins) October 29, 2017
অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন।
• লেখক ঃ আরিয়ান রেহান, Md Sr Sabbir Hasan, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU.