• Roman Reigns কে রিটার্নের জন্য মেডিক্যালি cleared ঘোষণা করা হয়েছে। তিনি RAW টিমের Captain হবেন। আগেই জানা গেছিল যে, সোমবার Bray Wyatt, Roman Reigns ও Bo Dallas এদের সবার Medical Test করা হবে। যদি Roman Reigns ফিট থাকে তবে তাকে Survivor Series এ RAW টিমের Captain করা হবে। এবং হলও তাই।
• Dave Meltzer এর মতে, Royal Rumble এ হতে যাওয়া Finn Balor এবং Brock Lesnar এর ম্যাচটি বাতিল করার পরিকল্পনা করছে WWE. তার মতে, TLC-তে AJ Styles কে হারানোর পর Balor-কে ভালভাবেই তৈরি করছিল WWE কিন্তু গত সপ্তাহে Finn কে যখন খুব সহজেই Kane এর কাছে হারানো হয় তখনই বুঝা যায় Finn কে তারা আর কোন বড় প্ল্যানে রাখছে না। Meltzer আরও বলে, Lesnar এর মতো স্টারের বিপরীতে মুখোমুখি হতে যেই মোমেন্টাম দরকার তা Balor কে দেয়া হচ্ছে না।
• গত সপ্তাহে Finn Balor কে পরিস্কারভাবে হারায় Kane এবং এ নিয়ে পেক বিতর্কও চলছে সবার মাঝে। এ বিষয়ে সম্প্রতি WWE এর ব্যাকস্টেজ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে Dave Meltzer যেখানে ব্যাকস্টেজের দায়িত্বরত কর্মকর্তারা জানায় এ বিষয়ে তাদের কাছে কোন উত্তর নেই, তারা নিজেরাও জানে না, পুরোটাই ছিল Vince এর সিদ্ধ্বান্ত।
• আসন্ন UK এর ট্যুরের জন্য Triple H এর নাম ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডে ট্যুরের পাঁচটি লাইভ শো'তে রেসলিং করবে Triple H, HHH নিজেই জানিয়েছেন যে WWE এর আসন্ন UK Tour যা নভেম্বরে অনুষ্ঠিত হবে সেখানে Compete করবেন। :)
• সম্প্রতি ‘Nature Boy’ প্রিমিয়ারে টেকার অংশগ্রহণ করেন এবং তার সাথে রিক ফ্লেয়ারের এই ছবিটি পোস্ট করেছে WWE।
• সম্প্রতি Kane কে উৎসর্গ করে ফটোশুটে অংশ নেয় Lana, Charlotte, Naomi, Becky Lynch এবং SmackDown Women's চ্যাম্পিয়ন Natalya.
• UFC-র Former Woman Heavyweight Champion- Ronda Rousey WWE টে কন্ট্রাক্ট সাইন করেছেন এবং WWE এর Performance Center এ ট্রেনিং করা শুরু করেছেন। রুমোরস মোতাবেক, তাকে কিছু সময়ের জন্য হলেও WWE তে দেখা যাবে।😊
• গতকাল WWE এর Official Page এ Paige এর একটি ম্যাচ যা সার্ভাইবার সিরিজে অনুষ্ঠিত হয় তার Video প্রকাশ করে। অনেকেই প্রশ্ন তুলছেন, Is This A Symbol For Paige Return???😱
• WWE Jimmy Jacobs কে Official ভাবে রিলিজ করে দিয়েছে। তিনি বর্তমানে CZW Company এর সাথে যুক্ত হয়েছেন।🤔
• Pro wrestling Sheet এর মতে, WWE এর ক্রিয়েটিভ প্যানেল চেয়েছিলো TLC পিপিভিতে AJ Styles, Finn Bálor, Karl Anderson, Luke Gallows কে একত্রিত করে বুলেট ক্লাব এর রিইউনিয়ন করাতে এবং তাদের বিপক্ষে অন্য চার জনকে ফাইট করাতে। কিন্তু কোন এক অজ্ঞাত কারনবশত ভিন্স দাদু এই প্ল্যানে সন্তুষ্ট হন নি এবং সমস্ত প্লানিং এ জল ঢেলে দেন😫.
• তাছাড়া WWE আরো চেয়েছিলো Bray Wyatt এর পরিবর্তে Chris Jericho কে ব্যালর এর বিপক্ষে ফাইট করাতে। কিন্তু জেরিকো তার ব্যান্ড Fozzy (Jericho.) এর সাথে ব্যাস্ত থাকায় সেটা ও ভেস্তে যায়।
• জানা গেছে, SummerSlam 2014 এর সময় WWE তে In Ring Debut করতে পারতেন পপস্টার Justin Bieber্ তিনি খেলতেন Tag Team Match with John Cena এবং প্রতিদ্বন্দ্বী হত The Wyatt Family, তিনি অবশ্য SummerSlam 2014 এর ব্যাকস্টেজে ছিলেন। ব্যাকস্টেজ অফিসিয়ালরা তার উপর ভরসা করতে পারে নাই, কারণ সেখানে অধিক পরিমাণে বু পেতেন Bieber। যাতে Cena এর পরবর্তীতে ক্ষতি হত। তাই তারা প্ল্যান বাতিল করে দেন।
• লেখক ঃ Abraham Khan, আরিয়ান রেহান, Xohirul Badol, Fahim Fam, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU