• Heel Turn করতে পারে Randy Orton. Nakamura এর উপর করার সম্ভবনা রয়েছে। তাই তাদের বর্তমানে Team Up করা হচ্ছে। You don't know When Viper Will Strike👿👿 Be careful Nakamura...
• PWMania এর মতে, খুব শীঘ্রই হিল টার্ন করবে Dean Ambrose এবং তার হিল টার্নের মাধ্যমেই The Shield দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন হতে যাচ্ছে। শোনা যাচ্ছে Dean Ambrose এর এই হিল টার্নের পরই WrestleMania-তে Ambrose ও Seth Rollins ফিউডে জড়াবে।
• আজকের RAW-তে রিটার্ন করে "The Big Red Monster" Kane এবং Roman Reigns এর বিপক্ষে Braun Strowman কে জিততে সাহায্য করে। সেই সাথে The Miz-এর টিমের পঞ্চম সদস্য হিসেবে যুক্ত হলো Kane.
• Cageside Seats এর মতে, TLC-তে The Shield দর্শকদের মাঝখান দিয়ে তাদের পুরোনো থিম সং এর মাধ্যমে এরিনায় প্রবেশ করবে।
• বিভিন্ন সূত্রানুসারে এবছরের Survivor Series এ Jinder Mahal ও Brock Lesnar একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। Cageside Seats এর মতে, Survivor Series এর পরই Universal চ্যাম্পিয়নশিপের জন্য Brock Lesnar এর মুখোমুখি হবে Finn Balor.
• SportsKeeda.com কে দেয়া একটি সাক্ষাৎকারে WWE চ্যাম্পিয়ন Jinder Mahal জানায় তার বিশ্বাস সে (Jinder) CM Punk'র ৪৩৪ দিনের WWE চ্যাম্পিয়নশিপ ধরে রাখার রেকর্ডটি ভাঙতে পারবে।
• Dave Meltzer এর মতে, এই বছরের Survivor Series এর জন্য Universal চ্যাম্পিয়ন Brock Lesnar এবং WWE চ্যাম্পিয়ন Jinder Mahal এর মধ্যকার একটি ম্যাচের পরিকল্পনা করছে WWE.
• সম্প্রতি Roman Reigns তার শত্রুদের উল্লেখ্য করে Twitter-এ একটি Twitte করেছেন। তিনি Twitte এর মধ্যমে তার শত্রুদের বলতে চেয়েছেন যে, TLC P.P.V টি হবে The Shield এর Yard । তাছাড়া Roman Twitte-এ Dean Ambrose ও Seth Rollins এর Favourite Word Workhorses এবং Burn down' ব্যবহার করেছেন।
• Wrestling Observe এর তথ্য মতে, Carmela খুব শীঘ্রই Ms.MITB ক্যাশ-ইন করতে চলেছেন। তাছাড়া Wrestling Observe-এ Dave Meltzer Comment করেছেন, Backy Lynch এর সাথে ৩ মিনিটে হার Carmela-এর ক্যাশ-ইন করার বিষয়কে আরো এক ধাপকে এগিয়ে দিয়েছে।
• Twitter দ্বারা একজন ফ্যান Jinder Mahal কে প্রশ্ন করে, The Big Dog Roman Reigns কি আসলেই The Guy? যার উত্তর দ্বারা Jinder Mahal জানায়, Roman Reigns কোনো The Guy নয় বরং Jinder নিজেই The Guy। Jinder-এর এই কথা বলার কারণ হলো, সে WWE Champion ।
• Superstar Cody Rhodes সম্প্রতি ROH-এর Champion হবার পর দাবি করেন, তিনি পৃথিবীর এক অন্যতম রেসলার। এছাড়া Cody খুব অভিমানে Roman-কে নিয়ে কথা বলেন। WM 32-এর Main Event Roman Reigns Vs Triple H ম্যাচকে নিয়েও উল্টোপাল্টা বলেন। যারপর Roman উত্তরে বলেন, Cody-এর মত মূর্খ মানুষ হয়তো আর কেউ নেই।
• The Rock এর Move People Elbow হয়তো কারো অজানা নয়। সম্প্রতি NFL-এ এই Move-টি ব্যবহার করতে দেখা যায়। ম্যাচে একজন প্লেয়ার Golden Take Ball-এ এই Move প্রয়োগ করেন। তারপর দর্শকরা এই দেখে অনেক খুশি হয় এবং The Rock Cheers করতে থাকে।
• Shield Reunion হবার পর Roman Reigns-এর প্রথম Twitte এসেছে সামনে। তিনি Twitter-এ বলেন The Shield এখন WWE এর অন্যতম পূর্ব Stable DX কে হারাতে পারবে, তাও যদি আবার এখনকার Generation দিয়ে দেখা যায়। Roman আরো বলে, এটা নাকি কোনো Celebration করার বিষয় নয় ।
• Cageside Seats-এর তথ্য মতে, Daniel Bryan ২০১৭ সালের December মাসের শেষের দিকে WWE থেকে Leave নিতে পারেন। তার পাশাপাশি তিনি আরো একবার NJPW তে রিটার্ন করতে পারেন।
• সম্প্রতি ESPN এর পক্ষ থেকে Finn Balor একটি Interview দেন। এই Interview-এ তিনি Bray Wyatt এবং Sister Abigail কে নিয়ে কথা বলেন। Finn Balor Interview-এ জানান, তিনি TLC তে Bray Wyatt এবং Sister Abigail কে Face করতে সম্পূর্ণ প্রস্তুত।
• MMA ট্রেইনার Duke Roufus সম্প্রতি তার Instagram Account-এ একটি Breaking দিয়েছেন। আর এই Breaking-টি হলো Superstar CM Punk কে নিয়ে। CM Punk কিছু দিনের মধ্যেই MMA তে তার দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন। যার জন্য তিনি Camp-এ ট্রেনিং শুরু করে দিয়েছেন। এই Breaking-টিই MMA ট্রেইনার Duke Roufus জানিয়েছেন।
• সম্প্রতি India-তে এক Interview-এ Jinder Mahal জানান, তিনি Upcoming India Live Event-এ The Shield এর সাথে ম্যাচ খেলতে চান। Jinder Mahal The Shield এর বিপক্ষে Drew Mcintyre এবং Braun Strowman কে তার Patner হিসেবে Choice করেন।
- লেখক ঃ Neil Kay, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Taksinur Radi