২০১৫ সালের সার্ভাইভর সিরিজের মেইন ইভেন্টে প্রথমবারের মতন WWE তে একে অপরের মুখোমুখি হয়েছিলেন Dean Ambrose ও Roman Reigns. টিম শিল্ডের অনস্ক্রিন ভ্রাতাদ্বয়ের মধ্যে এটি ই ছিল প্রথম ও এ পর্যন্ত একমাত্র রেসলিং ম্যাচ। সে বছরের সার্ভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট ম্যাচটি ছিল WWE Championship এর জন্য। উল্লেখ্য তখন সেথ রলিন্স ইঞ্জুরি তে পড়ায় WWE Championship টাইটেল ভ্যাকেট ছিল। আর তাই নিউ চ্যাম্পিয়ন পাওয়ার জন্য একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। সেই টুর্নামেন্ট এর সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচটি অনুষ্টিত হয়েছিল সার্ভাইভর সিরিজে। পিপিভি তে ট্র্যাডিশনাল 5 On 5 ম্যাচ ম্যাচ ছিল না আর তাই পিপিভির মূল আকর্ষণ ই ছিল WWE Championship টুর্নামেন্ট এর ম্যাচগুলো। টুর্নামেন্ট এর সেমিফাইনাল ম্যাচে Alberto কে হারিয়ে Roman Reigns, ও Kevin Owens কে হারিয়ে Dean Ambrose ফাইনালে পৌছেন। অবশ্য এটা ফ্যান রা অনেক আগে থেকেই জানত যে ফাইনালে Reigns Vs Ambrose এর ম্যাচটি ই হবে!! আর তাই পিপিভির আগে তাদের দুজনের মধ্যকার ম্যাচ নিয়ে রেস্লিং প্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা কাজ করছিল..
তবে ম্যাচটি আশানুরূপ হয়নি, ম্যাচ নিয়ে যতটা উত্তেজনা ছিল সেই অনুযায়ী ম্যাচটি ততটা জমজমাট হয়ে উঠেনি। ম্যাচে দুজনেই প্রায় সমান তালে ডমিনেট করেছে। Dean, Roman এর Spear কিক-আউট করেছে আবার Roman ও Dean এর ফিনিশার Dirty Deeds কিক-আউট করেছে। ম্যাচের শেষ পর্যায়ে Dean কে ২য় Spear হিট করে জয় তুলেছিলেন Roman Reigns, এবং এরই মাধ্যমে ক্যারিয়ারে প্রথম বারের মত WWE Championship জেতার গৌরব অর্জন করেছিলেন তিনি। ম্যাচশেষে তারা দুজন একে অপরকে আলিঙ্গন করেন এবং তখন Roman তার জয় সেলিব্রেট করতে থাকে।
তবে Roman এর সেই সেলিব্রেশন ছিল স্বল্পস্থায়ী। কারণ একটু পরই Triple H এর সহায়তায় Sheamus এসে তার MITB ব্রিফকেস ক্যাশ ইন করে নতুন WWE Champion হয়ে যান!! আর এরই ফলে টাইটেল জেতার মাত্র কয়েক মিনিট পরই চ্যাম্পিয়নের খেতাব হারান Roman..! নতুন চ্যাম্পিয়ন Sheamus তার সেলিব্রেশনে মত্ত হয়ে উঠেন। আর কোম্পানির হর্তাকর্তা Triple H দেখিয়ে দেন তার সাথে হাত না মেলানোর পরিণতি!! এর মাধ্যমে Hunter-Big Dog এর ফিউডের ভিত্তিপ্রস্তর রচিত হয়, যার অবসান হয়েছিল রেসলম্যানিয়া ৩২ এর ম্যাচের মাধ্যমে!!
যদিও ২০১৫ সালের এই সার্ভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট ম্যাচটা তেমন জমজমাট ও এক্সাইটিং ছিল নাহ। তবুও শেষের দিকে Triple H এর আগমন ও Sheamus এর ক্যাশ ইন এর মূহুর্ত গুলো পিপিভির এন্ডিং কে অনেক সারপ্রাইজিং করে তুলেছিল।ফেস হয়েও হাজার হাজার দর্শকের নেগেটিভ রিয়েকশন হতে Reigns কে সেইভ করতে Sheamus এর ক্যাশ ইন টা খুবই গুরুত্বপূর্ণ ছিল.. 👌👌
Overall, ২০১৫ সালের সার্ভাইভর সিরিজ পিপিভি টা খুবই সাদামাটা ছিল! Brothers Of Destruction- Wyatt Family ম্যাচ ও Sheamus এর ক্যাশ ইন ছাড়া দেখার মত আর কিছুই ছিল নাহ!!
• লেখক ঃ আমির হামজা সালমান