কদিন আগে বিখ্যাত রেসলিং ইতিহাসবেত্তা, প্রো-রেসলিং ক্রিটিক ডেভ মেল্টজার তার রেসলিং অবজারভার রেডিওতে WWE র বর্তমান একরকম টপ গায় রোমানকে নিয়ে উপরিউক্ত মন্তব্য করেন।
ডেভের মতে এর মূল কারণ হল- রোমান কোম্পানীর টপ গায় হিসেবে ওয়ার্ল্ড-ওয়াইড ফ্যানদের এটেনশন সিক করতে ব্যর্থ হয়েছে। যথার্থ ফেয়ার থেকে তিনি এর পিছনের অন্যতম কারণ হিসেবে রোমানের বুকিংকে দায়ী করেন। সাথে বলেন-কিন্তু এই অবস্থা থেকে টার্নিং ব্যাকের ও কোনো সুযোগ নেই।
রোমানের এই অবস্থার পর ও WWE র রোমানকে হাইলাইটিং অবস্থানে রাখাকে ডেভ তাদের একগুঁয়েমি, মাতব্বরি বলে ও উল্লেখ করেন। তিনি বলেন সেক্সি ফেইস লুক, ভালো ফিজিক্যাল বিল্ড-আপ হলেই টপ গায় হয়া যায় এটা ৮০ র দশকের সময়ের পয়েন্ট অব ভিউ। কিন্তু এখন সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। এখনকার রেসলিং ফ্যানরা কাজুয়্যাল নয়, তারা হার্ডকোর। তারা চায় জাস্টিস, এবিলিটি। কেবল গুড লুক কিংবা গুড বিল্ড-আপে ই এখন চিড়ে ভিজে না। এর মাধ্যমে তিনি মূলত রোমানকে যারা পছন্দ করে না সেইসব প্রো-রেসলিং ফ্যানদের উল্লেখ করেছেন, অপরদিকে তার মতে রোমানকে টপ গায় বানানোতে যারা সন্তুষ্ট তারা (রোমানের ফ্যানরা) ক্যাজুয়াল রেসলিং ফ্যান।
প্রায়ই যে প্রশ্ন ওঠে, ফ্যানরা রোমানকে লাইক না করলেও কেনো WWE র শোগুলো দেখে, যেখানে রোমান ই থাকে মূল লাইমলাইটে?
প্রো-রেসলিংয়ে রেটিংয়ের কর্ণদ্বার এ প্রশ্নের ও মোক্ষম জবাব দেন। তিনি বলেন- "এই ফ্যানরা (রোমান হেটার) হচ্ছে হার্ডকোর লেবেলের ফ্যান। তারা শোর টিকিট কিনবেই। এটাই তাদের ধর্ম। এমনকি যদিও তারা শোগুলোর কিছু পছন্দ না করে, তাহলে অভিযোগ করবে ঠিক ই, কিন্তু তবুও তারা ম্যাচ দেখবেই। "
--অর্থাৎ ডেভের মতে রেসলিং শো উইকলি কোনো শোর থেকেও আরো বেশী কিছু। অনেক ফ্যানের কাছে ধর্মের মতো, অনেকের কাছে তো আবার এটা এডিকশন ই। এডিকশন ছাড়া যায় না। তাই তারা এই শোগুলো দেখবে যাই হোক না কেনো, এর মানে এই নয় যে রোমানের প্রতি বা WWE র ডিসিশনে তারা সেটিসফাইড। বরঞ্চ এর মাধ্যমে রেসলিংয়ের প্রতি তাদের সীমাহীন প্যাশনের পরিচয় পাওয়া যায়।
ডেভ WWE র টপ গায় হিসেবে তার সাজেশন ও দিয়েছেন। কে হতে পারে তাদের পরবর্তী পারফেক্ট টপ গায়?
ডেভের মতে এ তালিকায় পারফেক্ট হিসেবে প্রথম দিকে আছে স্কোটিশ রতন ড্রিউ ম্যাকিনটায়ার।
• লেখক ঃ Fahim Hammad