একজন রেসলার ও একজন ক্রিকেটারের মিল এক জায়গাতেই। সেটা হল প্রতিপক্ষকে বেদম প্রহার। ক্রিকেটের ক্ষেত্রে সেটা ব্যাট হাতে বলকে। রেসলিংয়ের ক্ষেত্রে এটা হয়ে যায় সরাসরি প্রতিপক্ষকে। আর রেসলিং ঠিক খেলাও নয়, ক্রীড়া বিনোদন। সেই জগতের একজন মহাতারকা আয়ারল্যান্ডের ফিন ব্যালর। ডাব্লিউডাব্লিউই সুপারস্টার। তিনি ক্রিকেট শিখতে চান এইসময়ের সেনসেশনাল ক্রিকেটার বিরাট কোহলির কাছে।

ভারতে আসবেন, আর ক্রিকেট নিয়ে উত্‍সাহ দেখাবেন না! সেও কি হয়? ক্রিকেটজ্বরে কাবু ডব্লিউডব্লিউই সুপারস্টার ফিন ব্যালোর। ভারত সফরে এসে তিনিও ক্রিকেটের খুঁটিনাটি শিখতে চান। ফিনের ইচ্ছা তাঁর ক্রিকেটগুরু হ বিরাট কোহলি! ৮ ও ৯ ডিসেম্বরে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দু'টি ডব্লিউডব্লিউই ম্যাচ হবে। এর আগেও ভারতের মাটিতে ডব্লিউডব্লিউই ম্যাচ হয়েছে, তবে ফিনের ভারত সফর এই প্রথম। ফিন ছাড়াও রিং-য়ে দেখা যাবে ভারতীয় তারকা জিন্দের মেহেল, দ্য শিল্ড, ব্রে ওয়াট এবং কেন-কে। ফিন বলেছেন, 'ভারতে গিয়ে তাজমহল দেখার ইচ্ছা আছে। বিরাট কোহলির সঙ্গে দেখা করতে চাই। ওঁর থেকে ক্রিকেটের টিপ্স নিতে চাইব।' 

৩৬ বছর বয়সী ব্যালর ক্রিকেট একদমই জানেন না। কিন্তু নিজ দেশ আয়ারল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে খেলাটি বুঝতে উদ্বুদ্ধ করেছে, 'আমার খেলাটি সম্পর্কে কোন ধারণাই নেই, কখনোই বেশি দেখা হয়নি। টিভিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা দেখেছিলাম। আমি জানি আয়ারল্যান্ড ইদানিং ভালো করছে। কিন্তু বিশেষ কিছু বুঝতে পারিনি। তবে দর্শকদের উন্মাদনা আমার ভাল লেগেছে। সেটা দেখেই খেলাটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি

গত ১৫ বছর ধরে জাপান ও আমেরিকায় আছি। এখানে খেলাটি উপভোগের তেমন সুযোগ নেই। তবে ভবিষ্যতে আয়ারল্যান্ড ও ভারতের খেলা দেখতে পারলে ভালো লাগবে।'

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, যা সবাই ডাব্লিউডাব্লিউই হিসেবে চেনে সেখানকার সাবেক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ব্যালর। পেশার কারণেই আগ্রাসী এই আইরিশের পছন্দ কোহলির আক্রমণাত্মক মনোভাব, 'ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সাথে দেখা করতে আমার খুব ভাল লাগবে। আমার মনে হয় ও এমন আগ্রাসী। আমি একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। আর ও যদি আমাকে কিছু কৌশল শেখায় আর খেলার নিয়ম শিখিয়ে দেয় তাহলে তো ভালই হয়। তার সাথে কয়েক রাউন্ড খেলতে পারাটা মজার হবে।'

শেষ পর্যন্ত এমনটা ঘটে কি না তা কেবল বলতে পারে সময়।
• ক্রেডিটঃ dailyhunt, poriborton

কোহলির কাছে ক্রিকেট শিখবেন ফিন ব্যালর!


একজন রেসলার ও একজন ক্রিকেটারের মিল এক জায়গাতেই। সেটা হল প্রতিপক্ষকে বেদম প্রহার। ক্রিকেটের ক্ষেত্রে সেটা ব্যাট হাতে বলকে। রেসলিংয়ের ক্ষেত্রে এটা হয়ে যায় সরাসরি প্রতিপক্ষকে। আর রেসলিং ঠিক খেলাও নয়, ক্রীড়া বিনোদন। সেই জগতের একজন মহাতারকা আয়ারল্যান্ডের ফিন ব্যালর। ডাব্লিউডাব্লিউই সুপারস্টার। তিনি ক্রিকেট শিখতে চান এইসময়ের সেনসেশনাল ক্রিকেটার বিরাট কোহলির কাছে।

ভারতে আসবেন, আর ক্রিকেট নিয়ে উত্‍সাহ দেখাবেন না! সেও কি হয়? ক্রিকেটজ্বরে কাবু ডব্লিউডব্লিউই সুপারস্টার ফিন ব্যালোর। ভারত সফরে এসে তিনিও ক্রিকেটের খুঁটিনাটি শিখতে চান। ফিনের ইচ্ছা তাঁর ক্রিকেটগুরু হ বিরাট কোহলি! ৮ ও ৯ ডিসেম্বরে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দু'টি ডব্লিউডব্লিউই ম্যাচ হবে। এর আগেও ভারতের মাটিতে ডব্লিউডব্লিউই ম্যাচ হয়েছে, তবে ফিনের ভারত সফর এই প্রথম। ফিন ছাড়াও রিং-য়ে দেখা যাবে ভারতীয় তারকা জিন্দের মেহেল, দ্য শিল্ড, ব্রে ওয়াট এবং কেন-কে। ফিন বলেছেন, 'ভারতে গিয়ে তাজমহল দেখার ইচ্ছা আছে। বিরাট কোহলির সঙ্গে দেখা করতে চাই। ওঁর থেকে ক্রিকেটের টিপ্স নিতে চাইব।' 

৩৬ বছর বয়সী ব্যালর ক্রিকেট একদমই জানেন না। কিন্তু নিজ দেশ আয়ারল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে খেলাটি বুঝতে উদ্বুদ্ধ করেছে, 'আমার খেলাটি সম্পর্কে কোন ধারণাই নেই, কখনোই বেশি দেখা হয়নি। টিভিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা দেখেছিলাম। আমি জানি আয়ারল্যান্ড ইদানিং ভালো করছে। কিন্তু বিশেষ কিছু বুঝতে পারিনি। তবে দর্শকদের উন্মাদনা আমার ভাল লেগেছে। সেটা দেখেই খেলাটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি

গত ১৫ বছর ধরে জাপান ও আমেরিকায় আছি। এখানে খেলাটি উপভোগের তেমন সুযোগ নেই। তবে ভবিষ্যতে আয়ারল্যান্ড ও ভারতের খেলা দেখতে পারলে ভালো লাগবে।'

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, যা সবাই ডাব্লিউডাব্লিউই হিসেবে চেনে সেখানকার সাবেক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ব্যালর। পেশার কারণেই আগ্রাসী এই আইরিশের পছন্দ কোহলির আক্রমণাত্মক মনোভাব, 'ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সাথে দেখা করতে আমার খুব ভাল লাগবে। আমার মনে হয় ও এমন আগ্রাসী। আমি একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। আর ও যদি আমাকে কিছু কৌশল শেখায় আর খেলার নিয়ম শিখিয়ে দেয় তাহলে তো ভালই হয়। তার সাথে কয়েক রাউন্ড খেলতে পারাটা মজার হবে।'

শেষ পর্যন্ত এমনটা ঘটে কি না তা কেবল বলতে পারে সময়।
• ক্রেডিটঃ dailyhunt, poriborton