• Grand-Slam Champion :


Pro-Wrestling এ Grand Slam Champion বলা হয় ঐ রেসলারকে যে কোনো রেসলিং প্রমোশনের নির্দিষ্ট বা প্রধান চারটি টাইটেল অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে।মূলত এই চারটি টাইটেলের মধ্যে তিনটি হয় Singles তথা একক টাইটেল ও একটি হয় Tag তথা দ্বৈত টাইটেল।

Grand Slam এ Singles টাইটেল হিসেবে প্রধানত তিন ক্যাটাগরীর টাইটেলকে বিবেচনা করা হয়।যথা- কোনো প্রমোশনের Primary তথা প্রধান/মূখ্য টাইটেল,Secondary তথা দ্বিতীয় পর্যায়ের টাইটেল ও Tertiary তথা তৃতীয় পর্যায়ের টাইটেল।

প্রমোশনগুলো আবার তাদের এই টাইটেলসমূহের রিকোয়ারমেন্ট ও যোগ্যতা সময়ে সময়ে বদলাতে তথা একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস কিংবা এড করতে থাকে।

যেমনঃ এক সময় WWE তে "European Championship"কে Grand Slam এর অন্তর্ভুক্ত টাইটেল হিসেবে বিবেচনা করা হতো, পরে "Hardcore Championship" কেও Grand Slam এর অন্তর্ভুক্ত করা হয়।অর্থাৎ এদের মধ্যে যেকোনো একটি অর্জন করলেই হয়ে যেতো।

২০১৫ সাল থেকে Grand Slam টাইটেল হিসেবে নতুন করে United States Championship টাইটেলকেও অন্তর্ভুক্ত করা হয় যেহেতু আগের Hardcore এবং European Title সমূহকে Defunct তথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আবার ২০১৬ সালে ব্র্যান্ড এক্সটেনশনের পর Raw এর প্রধান তথা Universal Title এবং Smackdown এর Tag Title কেও Grand Slam এর জন্য গ্রহণীয় টাইটেল হিসেবে উল্লেখ করা হয়।

বর্তমানে WWE তে Grand Slam চ্যাম্পিয়ন হয়ার জন্য রিকোয়ারমেন্ট হলো-

• Smackdown র WWE এবং Raw র Universal Title এর যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।

• Raw এবং Smackdown Tag টাইটেলের যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।

• US টাইটেলের চ্যাম্পিয়ন।
• Intercontinental টাইটেলের চ্যাম্পিয়ন।

WWE র প্রথম Grand Slam টাইটেলধারী হলেন- Shawn Michaels আর লেটেস্ট Grand Slam চ্যাম্পিয়ন হলেন-Dean Ambroseঅপরদিকে TNA র একমাত্র Grand Slam টাইটেলহোল্ডার যিনি Grand Slam টাইটেল হিসেবে যোগ্য,রিপ্লেস হয়ে যাওয়া তাদের সকল টাইটেল ই জিতেছেন তিনি হলেন-AJ Styles


• Triple-Crown Championship :


Triple-Crown Championship প্রো-রেসলিংয়ের অন্যতম মর্যাদাপূর্ণ অর্জন। কোনো প্রো-রেসলিং প্রমোশনের প্রধান তিনটি টাইটেল তথা World Title,Intercontinental Title ও Tag Title- এই তিনটি টাইটেলকে ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়নশীপ হিসেবে ধরা হয়।

কোনো রেসলার যদি ঐ প্রমোশনে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন বা একক সময়ে এই তিনটি প্রধান টাইটেলের বিজয়ী হতে পারে তাহলে তাকে "Triple Crown Champion" এর মর্যাদা দেয়া হয়। Triple Crown Championship এর এটাই হচ্ছে মূল ভিত্তি ও নিয়ম। যদি ও প্রমোশন অনুযায়ী তাদের চ্যাম্পিয়নশীপ ব্যাল্ট,ইউনিফিকেশনের মধ্যে তারতম্য এবং পরিবর্তন দেখা যায়।

যেমনঃ একসময় WCW তে তাদের United States Heavyweight টাইটেলকে Triple Crown এর অন্তর্ভুক্ত মনে করা হতো, কারণ তাদের Intercontinental টাইটেল ছিল না।অপরদিকে WWE তে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কেবল WWE World Heavyweight Championship টাইটেলকেই Triple Crown এর World টাইটেল হিসেবে বিবেচনা করা হতো।Tag Title ইউনিফাইড হয়ার আগে Raw এবং Smackdown ব্র্যান্ডের দু'টো আলাদা Tag Title কেই Triple Crown এর Tag Title হিসেবে এলিজেবল ধরা হতো।২০১৬ সালে পুনরায় ব্র্যান্ড এক্সটেনশনের পর Universal Championship এবং Smackdown Tag Team Championship নামের নতুন দু'টো টাইটেল আনা হয়। এদেরকেও পরবর্তীতে Triple Crown এর অন্তর্ভুক্ত করা হয়।

অর্থাৎ Raw বা Smackdown এর মূখ্য যেকোনো একটি World টাইটেল,সাথে দুই ব্র‍্যান্ডের যেকোনো একটি Tag টাইটেল এবং Intercontinental টাইটেল জয় করতে পারলেই কোনো রেসলারকে WWE র Triple Crown Champion হিসেবে বিবেচনা করা হবে।

অপরদিকে ঐতিহ্যবাহী বিখ্যাত জাপানী প্রমোশন AJPW এর Triple Crown মাত্র একটি টাইটেল।একে "Triple Crown Heavyweight Championship" টাইটেল বলা হয়। ঐ একটি টাইটেল বিজয়ী হলেই Triple Crown এর মর্যাদা অর্জন করা যায়। মূলত ঐ একটি টাইটেলে ই বড় বড় ও বিখ্যাত কয়েক প্রো-রেসলিং কোম্পানীর প্রধান টাইটেলসমূহ ইউনিফাইড করা হয়েছে।যথা- PWF World Heavyweight Championship , NWA United National Championship আর NWA International Heavyweight Championship।


• Undisputed Championship ও Champion :


 'Undisputed Championship' হলো প্রো-রেসলিং এর একটি টার্ম,যাকে শিরোপা হিসেবে ও উল্লেখ করা হয়ে থাকে।এ শিরোপাটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান।

আর 'Undisputed Champion' বলা হয় ঐ রেসলারকে যিনি কোনো এরার তার রেসলিং ক্ষেত্রের সবক'টি ইন্ডিভিজুয়াল মেজর টাইটেল তথা ব্যাক্তিগত প্রধান শিরোপাসমূহ অর্জন করেছেন। উদাহরণ হিসেবে বিশ্ববিখ্যাত রেসলিং প্রমো WWE র দু'টি ব্র্যান্ড অর্থাৎ RAW এবং Smackdown এর প্রধান দু'টি টাইটেল 'WWE Championship' এবং 'World Heavyweight Championship' এর একত্রীকরণকে উল্লেখ করা যায়।২০১৬ সালের ড্রাফট এবং পুনরায় ব্র্যান্ড এক্সটেনশনের আগে এই দু'টি ব্র্যান্ডের মেজর টাইটেল দু'টি একত্রিত তথা Undisputed অবস্থায় ছিল,যদিও নাম ছিলো ভিন্ন। যদিও এখন টাইটেলটিকে আবারো ব্র্যান্ড আকারে পৃথক করা হয়েছে।

Undisputed Championship এর ইতিহাস অনেক দীর্ঘ। তবে WWE(তৎকালীন WWF) র ক্ষেত্রে প্রথম Undisputed Championship এর ইতিহাস সূচিত হয় ২০০১ সালে Vengeance পে-পার-ভিউতে।তখনকার সময়ে WWE কর্তৃক সদ্য কিনা WCW ব্র্যান্ডের মেজর টাইটেল 'WCW World Heavyweight Championship' এবং WWE র তৎকালীন মেজর টাইটেল 'WWF World Championship' কে একত্রিত করে সর্বপ্রথম 'Undisputed WWF Championship' এর মোড়ক উন্মোচন করা হয় এবং প্রথম ঐ Undisputed WWF Champion র খেতাবধারী হোন Chris Jerichoএকই Pay-Per-View তে তিনি Rock এবং Austin কে দু'টি টাইটেলের পৃথক পৃথক চ্যাম্পিয়নশীপ ম্যাচে পরাজিত করে টাইটেল দু'টিকে ইউনিফাইড করেন। এ তালিকায় সম্মানজনকভাবে আরো উল্লেখ্য হচ্ছেন Triple-HWrestlemania- X8 এ তিনি Jericho কে পরাজিত করে দ্বিতীয় Undisputed WWF Champion হোন।

• লেখক ঃ Fahim Hammad

ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কী?


• Grand-Slam Champion :


Pro-Wrestling এ Grand Slam Champion বলা হয় ঐ রেসলারকে যে কোনো রেসলিং প্রমোশনের নির্দিষ্ট বা প্রধান চারটি টাইটেল অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে।মূলত এই চারটি টাইটেলের মধ্যে তিনটি হয় Singles তথা একক টাইটেল ও একটি হয় Tag তথা দ্বৈত টাইটেল।

Grand Slam এ Singles টাইটেল হিসেবে প্রধানত তিন ক্যাটাগরীর টাইটেলকে বিবেচনা করা হয়।যথা- কোনো প্রমোশনের Primary তথা প্রধান/মূখ্য টাইটেল,Secondary তথা দ্বিতীয় পর্যায়ের টাইটেল ও Tertiary তথা তৃতীয় পর্যায়ের টাইটেল।

প্রমোশনগুলো আবার তাদের এই টাইটেলসমূহের রিকোয়ারমেন্ট ও যোগ্যতা সময়ে সময়ে বদলাতে তথা একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস কিংবা এড করতে থাকে।

যেমনঃ এক সময় WWE তে "European Championship"কে Grand Slam এর অন্তর্ভুক্ত টাইটেল হিসেবে বিবেচনা করা হতো, পরে "Hardcore Championship" কেও Grand Slam এর অন্তর্ভুক্ত করা হয়।অর্থাৎ এদের মধ্যে যেকোনো একটি অর্জন করলেই হয়ে যেতো।

২০১৫ সাল থেকে Grand Slam টাইটেল হিসেবে নতুন করে United States Championship টাইটেলকেও অন্তর্ভুক্ত করা হয় যেহেতু আগের Hardcore এবং European Title সমূহকে Defunct তথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আবার ২০১৬ সালে ব্র্যান্ড এক্সটেনশনের পর Raw এর প্রধান তথা Universal Title এবং Smackdown এর Tag Title কেও Grand Slam এর জন্য গ্রহণীয় টাইটেল হিসেবে উল্লেখ করা হয়।

বর্তমানে WWE তে Grand Slam চ্যাম্পিয়ন হয়ার জন্য রিকোয়ারমেন্ট হলো-

• Smackdown র WWE এবং Raw র Universal Title এর যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।

• Raw এবং Smackdown Tag টাইটেলের যেকোনো একটির চ্যাম্পিয়ন হয়া।

• US টাইটেলের চ্যাম্পিয়ন।
• Intercontinental টাইটেলের চ্যাম্পিয়ন।

WWE র প্রথম Grand Slam টাইটেলধারী হলেন- Shawn Michaels আর লেটেস্ট Grand Slam চ্যাম্পিয়ন হলেন-Dean Ambroseঅপরদিকে TNA র একমাত্র Grand Slam টাইটেলহোল্ডার যিনি Grand Slam টাইটেল হিসেবে যোগ্য,রিপ্লেস হয়ে যাওয়া তাদের সকল টাইটেল ই জিতেছেন তিনি হলেন-AJ Styles


• Triple-Crown Championship :


Triple-Crown Championship প্রো-রেসলিংয়ের অন্যতম মর্যাদাপূর্ণ অর্জন। কোনো প্রো-রেসলিং প্রমোশনের প্রধান তিনটি টাইটেল তথা World Title,Intercontinental Title ও Tag Title- এই তিনটি টাইটেলকে ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়নশীপ হিসেবে ধরা হয়।

কোনো রেসলার যদি ঐ প্রমোশনে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন বা একক সময়ে এই তিনটি প্রধান টাইটেলের বিজয়ী হতে পারে তাহলে তাকে "Triple Crown Champion" এর মর্যাদা দেয়া হয়। Triple Crown Championship এর এটাই হচ্ছে মূল ভিত্তি ও নিয়ম। যদি ও প্রমোশন অনুযায়ী তাদের চ্যাম্পিয়নশীপ ব্যাল্ট,ইউনিফিকেশনের মধ্যে তারতম্য এবং পরিবর্তন দেখা যায়।

যেমনঃ একসময় WCW তে তাদের United States Heavyweight টাইটেলকে Triple Crown এর অন্তর্ভুক্ত মনে করা হতো, কারণ তাদের Intercontinental টাইটেল ছিল না।অপরদিকে WWE তে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কেবল WWE World Heavyweight Championship টাইটেলকেই Triple Crown এর World টাইটেল হিসেবে বিবেচনা করা হতো।Tag Title ইউনিফাইড হয়ার আগে Raw এবং Smackdown ব্র্যান্ডের দু'টো আলাদা Tag Title কেই Triple Crown এর Tag Title হিসেবে এলিজেবল ধরা হতো।২০১৬ সালে পুনরায় ব্র্যান্ড এক্সটেনশনের পর Universal Championship এবং Smackdown Tag Team Championship নামের নতুন দু'টো টাইটেল আনা হয়। এদেরকেও পরবর্তীতে Triple Crown এর অন্তর্ভুক্ত করা হয়।

অর্থাৎ Raw বা Smackdown এর মূখ্য যেকোনো একটি World টাইটেল,সাথে দুই ব্র‍্যান্ডের যেকোনো একটি Tag টাইটেল এবং Intercontinental টাইটেল জয় করতে পারলেই কোনো রেসলারকে WWE র Triple Crown Champion হিসেবে বিবেচনা করা হবে।

অপরদিকে ঐতিহ্যবাহী বিখ্যাত জাপানী প্রমোশন AJPW এর Triple Crown মাত্র একটি টাইটেল।একে "Triple Crown Heavyweight Championship" টাইটেল বলা হয়। ঐ একটি টাইটেল বিজয়ী হলেই Triple Crown এর মর্যাদা অর্জন করা যায়। মূলত ঐ একটি টাইটেলে ই বড় বড় ও বিখ্যাত কয়েক প্রো-রেসলিং কোম্পানীর প্রধান টাইটেলসমূহ ইউনিফাইড করা হয়েছে।যথা- PWF World Heavyweight Championship , NWA United National Championship আর NWA International Heavyweight Championship।


• Undisputed Championship ও Champion :


 'Undisputed Championship' হলো প্রো-রেসলিং এর একটি টার্ম,যাকে শিরোপা হিসেবে ও উল্লেখ করা হয়ে থাকে।এ শিরোপাটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান।

আর 'Undisputed Champion' বলা হয় ঐ রেসলারকে যিনি কোনো এরার তার রেসলিং ক্ষেত্রের সবক'টি ইন্ডিভিজুয়াল মেজর টাইটেল তথা ব্যাক্তিগত প্রধান শিরোপাসমূহ অর্জন করেছেন। উদাহরণ হিসেবে বিশ্ববিখ্যাত রেসলিং প্রমো WWE র দু'টি ব্র্যান্ড অর্থাৎ RAW এবং Smackdown এর প্রধান দু'টি টাইটেল 'WWE Championship' এবং 'World Heavyweight Championship' এর একত্রীকরণকে উল্লেখ করা যায়।২০১৬ সালের ড্রাফট এবং পুনরায় ব্র্যান্ড এক্সটেনশনের আগে এই দু'টি ব্র্যান্ডের মেজর টাইটেল দু'টি একত্রিত তথা Undisputed অবস্থায় ছিল,যদিও নাম ছিলো ভিন্ন। যদিও এখন টাইটেলটিকে আবারো ব্র্যান্ড আকারে পৃথক করা হয়েছে।

Undisputed Championship এর ইতিহাস অনেক দীর্ঘ। তবে WWE(তৎকালীন WWF) র ক্ষেত্রে প্রথম Undisputed Championship এর ইতিহাস সূচিত হয় ২০০১ সালে Vengeance পে-পার-ভিউতে।তখনকার সময়ে WWE কর্তৃক সদ্য কিনা WCW ব্র্যান্ডের মেজর টাইটেল 'WCW World Heavyweight Championship' এবং WWE র তৎকালীন মেজর টাইটেল 'WWF World Championship' কে একত্রিত করে সর্বপ্রথম 'Undisputed WWF Championship' এর মোড়ক উন্মোচন করা হয় এবং প্রথম ঐ Undisputed WWF Champion র খেতাবধারী হোন Chris Jerichoএকই Pay-Per-View তে তিনি Rock এবং Austin কে দু'টি টাইটেলের পৃথক পৃথক চ্যাম্পিয়নশীপ ম্যাচে পরাজিত করে টাইটেল দু'টিকে ইউনিফাইড করেন। এ তালিকায় সম্মানজনকভাবে আরো উল্লেখ্য হচ্ছেন Triple-HWrestlemania- X8 এ তিনি Jericho কে পরাজিত করে দ্বিতীয় Undisputed WWF Champion হোন।

• লেখক ঃ Fahim Hammad