• আপনারা হয়তো সকলেই জানেন যে WWE তে বেশ কয়েকটি পেপারভিউ অনুষ্ঠিত হলেও , তারা চারটি পেপারভিউ কে বেশি প্রাধান্য দেয় । আর সেই চারটি পেপারভিউ এর মধ্যে একটি হলো Survivor Series
• Survivor Series সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1987 সালে । Richfield Coliseum এ অনুষ্ঠিত এই ইভেন্টে দর্শকসংখ্যা ছিল প্রায় 21000 জন । অবশ্যই এই পেপারভিউ এর মেন ইভেন্ট একটি Survivor Series Elimination ম্যাচ ছিল ।
• Survivor Series পেপারভিউ টি অন্য পেপারভিউ থেকে একটু আলাদা । অন্যান্য পেপারভিউগুলিতে সিঙ্গেল ম্যাচ কে প্রাধান্য বেশি দেয়া হলেও , এই পেপারভিউ এ ট্যাগ টিম বা ব্র্যান্ড আলাদা থাকাকালীন এক ব্রান্ডের রেলারের সাথে ওপর ব্রান্ডের রেসলারদের ম্যাচ কে বেশি প্রাধান্য দেওয়া হয় ।
• সিঙ্গেল এবং ট্যাগ টিম ম্যাচ মিলিয়ে Survivor Series পেপারভিউ-এ যিনি সবথেকে বেশি ম্যাচ খেলেছেন তিনি হলেন Undertaker , টেকার এই পেপারভিউতে 18 টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 13 টি ম্যাচে জয়লাভ এবং 5 টি ম্যাচে হেরেছে ।
• Survivor Series ট্যাগ টিম Elimination ম্যাচে যিনি সবথেকে বেশি অপনেন্টকে Eliminate করেছেন, তিনি হলেন Randy orton । তিনি Survivor Series এ খেলা তার সমস্ত Elimination ম্যাচ মিলিয়ে 14 জনকে এলিমিনেট করেছেন ।
• একটি Survivor Series ম্যাচে যিনি সবচেয়ে বেশি এলিমিনেট করার রেকর্ড ধরে রেখেছেন তিনি হলেন Roman Reigns । Royal Rumble এর মতো Survivor Series এও সবচেয়ে বেশি এলিমিনেট করার রেকর্ড ধরে রেখেছেন রোম্যান । তিনি 2013 সালের Elimination Tag Team ম্যাচে চারজনকে এলিমিনেট করেছেন ।
• Survivor Series এ ডেবিউ করেছেন বেশ কয়েকজন পপুলার রেসলার । তাদের মধ্যে অন্যতম হলো - Kurt Angle, Sting, The Rock এবং Undertaker । Survivor Series কে ডেবিউ ল্যান্ড বলা যেতে পারে । 😍
• 1991 সালের Survivor Series-এ Undertaker তার ক্যারিয়ারে প্রথম বারের জন্য WWF চ্যাম্পিয়ন হয়েছিল । এই পেপারভিউ এ Hulk ogan কে হারিয়ে প্রথমবারের মতো WWF চ্যাম্পিয়ন জয়লাভ করেন আন্ডারটেকার ।
• Survivor Series 2001 ছিল সর্বশেষ Survivor Series যা WWF নামে প্রকাশিত হয়, কারণ এর পরেই WWF এর নাম বদলে WWE রাখা হয় । এই নাম পরিবর্তনের মূল কারণ ছিল World Wildlife Fund ।
• JBL Survivor Series পেপারভিউ-এ একটি রেকর্ড ধরে রেখেছেন । তার রেকর্ডটি হলো তিনি এই পেপারভিউতে সবথেকে বেশি ওপেনিং ম্যাচে অংশগ্রহণ করেছেন । তিনি এই পেপারভিউএর পাঁচটি ওপেনিং ম্যাচে অংশগ্রহণ করেছেন ।
• CM Punk তার অন্যতম সেরা রেকর্ড, 434 দিন WWE চ্যাম্পিয়ন থাকার রেকর্ড শুরু করেন Survivor Series পেপারভিউ-এর মাধ্যমে । Del Rio কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর Punk এর 434 দিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড শুরু হয় ।
• 2014 সালের Survivor Series পেপারভিউ এ, WWE এর পেপারভিউ ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী ডিভাস ম্যাচ অনুষ্ঠিত হয় । Brie Bella-এর সাহায্যের দ্বারা Nikki Bella , Aj Lee কে হারিয়ে ডিভাস চ্যাম্পিয়ন হয় । এই ম্যাচটি পেপারভিউ এর সবচেয়ে স্বল্পস্থায়ী ডিভাস ম্যাচ ছিল ।
• Survivor Series এর একজন সেরা Survivor হলো ভাইপার Randy Orton । বেশ কতগুলি Survivor Series ম্যাচ মিস করা সত্ত্বেও সে তার এই রেকর্ড ধরে রেখেছেন । তিনি অন্যদের চেয়ে বেশি সারভাইভ করেছেন Survivor Series ম্যাচে ।
>>> আগামী সোমবার Survivor Series দেখতে ভুলবেন না 😁। এবারের Survivor Series টি মজাদার হতেই চলেছে । আজ এই পর্যন্তই , ধন্যবাদ✌✌।
• লেখক ঃ Sumon SK