১) প্রো রেসলিংয়ের ম্যাচগুলোর একমাত্র অফিসিয়াল রেটিং প্রদানকারী, রেটিংগুরু সাথে একাধারে রেসলিং বিষয়ক গবেষক, লেখক, প্রভাষক এবং রেসলিং ইতিহাসবেত্তা আমেরিকান বংশোদ্ভূত, অধিবাসী ডেভ এলান ম্যাল্টজারের কথা বলছিলাম। বলছিলাম Wrestling Observer Newsletter এর কর্ণদ্বারের কথা। পুরো প্রো-রেসলিং দুনিয়ায়, প্রো-রেসলারদের মাঝে যার রয়েছে আলাদা এক বিশেষ সম্মান ও মর্যাদা। তার আরেক উপাধি হচ্ছে "The Most Accomplished Reporter In Sports Journalism"তিনি ১৯৭১ সাল তথা ৪৬ বছর ধরে রেসলিং নিয়ে লিখে যাচ্ছেন, গবেষণা করে চলেছেন।
তবে তার প্রধান বিশেষত্ব, আকর্ষণ, যার কারণে রেসলিং ভুবনে তিনি জীবন্ত লিজেন্ড, সেটা হচ্ছে তিনি ওয়ার্ল্ড-ওয়াইড বিভিন্ন রেসলিং প্রমোশনের ম্যাচসমূহের অফিসিয়াল এবং স্টার(★) রেটিং প্রদান করেন। সাথে Mixed Martial Arts এর ও একজন ক্রিটিক, লেখক তিনি। প্রো-রেসলিং ম্যাচসমূহের স্টার(★) রেটিংয়ের ক্ষেত্রে তিনি মূলত পাঁচটি বিষয় বিবেচনায় আনেন। সেগুলো হল যথাক্রমে--
*স্টোরিটেলিং
*ইন-রিং এক্সিকিউটিং
*ম্যাচ সাইকোলজি
*ইনোভেশন ও
*টাইমিং
প্রো-রেসলিংয়ের ইতিহাসে এ পর্যন্ত অফিসিয়াল ৫★ রেটিংপ্রাপ্ত ম্যাচের সংখ্যা ৫৯ টি। তার এ রেটিং মূলত ব্যাক্তিগত রেটিং। তবুও প্রো-রেসলিংয়ে তার প্রদত্ত রেটিংয়ের আলাদা একটি মর্যাদা আছে। ব্রেট হার্টের মতো লিজেন্ড রেসলাররা পর্যন্ত ব্যাক্ত করেছেন তারা কি পরিমাণ এক্সাইটেড থাকেন, যখন তাদের ম্যাচগুলোতে ডেভ রেটিং দেন, তাদের ম্যাচ, পারফর্মেন্স নিয়ে ডেভের ম্যাগাজিন WON এ রিভিউ, প্রিভিউ, আর্টিকেল ছাপা হয়।
তবে এ জগতে কন্ট্রোভার্সি মুক্ত কোনো বিষয় নেই। তাই স্বাভাবিকভাবেই ডেভের রেটিং নিয়েও অনেক তর্ক-বিতর্ক, কন্ট্রোভার্সি আছে, তিনি কেনো ৬★ রেটিং দেন ৫★ কে প্রামাণ্য ধরলেও, WWE র ম্যাচগুলোকে কেনো ৫★ বেশী দেন না-এরকম আরো অনেক বিষয়। কিছু রেসলার ও আছে যারা তার রেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্ষেত্রবিশেষে। তথাপিও তার রেটিং এখনোও একটি হাই-রেস্পেক্টেড ও উল্লেখনীয় ম্যাটারিয়াল রেসলিং ভুবনে। এমনকি ডেভের সমালোচনা কিংবা প্রশংসা করা প্রত্যেক প্রো-রেসলারের পাবলিক উইকিপিডিয়া, বায়োতে পর্যন্ত ডেভ কর্তৃক তাদের ক্যারিয়ারের ম্যাচসমূহে প্রদত্ত রেটিং বা তার রেসলিং বিষয়ক ম্যাগাজিন WON দ্বারা কোনো এওয়ার্ড পাওয়া থাকলে তা ফলাও করে উল্লেখ করা হয়।
আমাদের কমিউনিটিতে বিশেষ করে যারা কৃমির মতো প্রো-রেসলিং এর ব্যাসিক না জেনে, না বুঝেই ডেভের রেটিংয়ের উদোম সমালোচনায় লিপ্ত হোন তাদের মুখেও উপরিউক্ত ফ্যাক্টটি একটা চপেটাঘাত। বিশেষ করে টিপিক্যাল ফেইস প্রেমিক WWE র অন্ধ, পিজি ফ্যানবয়দের ওপর।
ঐ যে পাঁচটি পয়েন্টের কথা বলা হয়েছে যার বিবেচনায় রেটিং দেয়া হয় এগুলো একটি ম্যাচে পারফেক্টভাবে এপ্ল্যাই করা চাট্টিখানী কথা নয়। WWE তাদের অধিকাংশ ম্যাচগুলোতেই এটা করতে ব্যার্থ বলেই তাদের বেশীরভাগ ম্যাচগুলো ৫★ রেটিং থেকে বঞ্চিত হয়েছে।
ভালো স্টোরিটেলিং বলতে এটা বুঝায় না-কোনো আগা-মাথা না রেখে, যুক্তি-লজিকবিহীন, বিল্ড-আপ ছাড়া কেবল গ্রাফিক্সের কারসাজিতে HD প্রমো রিক্যাপ করলেই তা Good Storytelling হয়ে যাবে।
কিংবা ইন-রিং এক্সিকিউশন বলতে এটা নয় যে-চেয়ার-টেবিল দিয়ে বেধম পেটালে, বডি-স্ল্যাম টাইপের মুভস ব্যবহার করলে, টার্নব্যাকল থেকে বচ করে হলেও দৃষ্টিনন্দন ফায়ারম্যান ক্যারি টাইপ মুভ দিলে, ব্ল্যাড ঝরালে, হার্ডকোর ম্যাচ হলেই ইন-রিং এক্সিকিউশন পারফেক্ট হয়ে গেলো। বরঞ্চ হার্ডকোর, ব্ল্যাডি ম্যাচগুলোকে প্রো-রেসলিংয়ের ভাষায় "গারভেজ(আবর্জনা)" বলা হয়।
ম্যাচ সাইকোলজি বলতে ও এটা বুঝায় না সারা ম্যাচে মুভ সেলিংয়ে ঘাটতি করে, স্ট্যামিনা ধরে না রেখে, বচ করে, মার খেয়ে হঠাৎ হিরোর মতো উঠে সুপারম্যান পাঞ্চ কিংবা কনুই মেরে মোমেন্টাম তৈরী করলেই তা পারফেক্ট ম্যাচ সাইকোলজিতে পরিণত হয়।
এগুলা অনেক বিশ্লেষণ, ডিপের বিষয়। অভিজ্ঞ ছাড়া অন্যদের এসব বিষয়ে জ্ঞানমূলক জাজমেন্ট দেয়া আদার ব্যাপারীর জাহাজের খবর নেয়ার মতোই।
প্রসঙ্গত, ৬★ রেটিংয়ের ব্যাপারে বললে-ডেভ কখনোও বলেন নি ৫★ ই প্রামাণ্য, এর উপরে কোনো রেটিং নেই। মূলত এটা আমরা নিজেরাই ধরে নিয়েছি। তিনি ঠিক কত স্কেলের মাঝে তার রেটিং দেন তা এখনোও খোলাশা করেন নি। তাই এবিষয়ে তার জাস্টিফিকেশন না শুনেই তাকে অপবাদ দেয়া অনুচিত।
২) যারা NJPW নিয়ে বির্তক করেন আশা করি তাদের সবাই এটা জানেন (না জানলে সবার আগে প্রো-রেসলিং এর ব্যাসিক জেনে আসুন, তারপর নাহয় NJPW এর বিরুদ্ধে কুৎসা গাইবেন!) প্রো-রেসলিংয়ের মারামারি তথা স্ট্রাইকিং, পাঞ্চিং- এগুলো মূলত লোকদেখানো কিন্তু NJPW সহ জাপানের বিখ্যাত ও বড় বড় প্রো-রেসলিং প্রমোশনগুলোতে এই স্ট্রাইকিং, পাঞ্চিং সত্যিকার অর্থে ই করা হয়। মূলত তারা রেসলিংকে রিয়াল-ফাইট হিসেবে ই ট্রিট করে। যা নর্থ-আমেরিকান প্রমোশনগুলোতে ঐভাবে স্ট্রিক্টলি করা হয় না। এক্ষেত্রে জাপানীরা স্ট্রেইট-ফরোয়ার্ড, তাদের রেসলিংয়ের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। তারা ইন-রিং রেসলিংয়ের পাশাপাশি মিক্সড-মার্শাল-আর্টস তথা জুডো, কারাটে, কুংফু প্রভৃতিতেও পারদর্শী হয়। যা তাদের অবস্থান, মর্যাদা এবং এবিলিটিকে পৃথিবীর যেকোনো অঞ্চলের প্রো-রেসলারদের থেকে উচ্চশিখর দান করে। (NJPW ও জাপানিজ রেসলিং এর ব্যাপারে আরও জানতে এখানে ক্লিক করুন)
তাছাড়া আমেরিকান রেসলিং প্রমোশনগুলার একটি প্রধান বৈশিষ্ট্য হলো "রেসলিং + এন্টারটেইনমেন্ট"। (তারা রেসলিংকে মূলত 'বিজনেস' হিসেবে ট্রিট করে) যা এখন আবার অনেকের কাছে প্রো-রেসলিংয়ের মানদন্ড ও! কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই 'এন্টারটেইমেন্ট' এখন প্রো-রেসলিংয়ের আগাছা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া প্রো-রেসলিংয়ের শুরুর দিকে অর্থাৎ স্বর্ণযুগে খোদ আমেরিকাতেই এই 'এন্টারটেইনমেন্ট' কোশনটা ছিলো না। যা পরবর্তীতে রেসলিংয়ে ফরমালিনের ন্যায় সয়লাব হয়ে গেছে।
এক্ষেত্রে জাপানীরা একেবারেই ভিন্ন। তারা আবহমান কাল ধরে চলে আসা প্রো-রেসলিংয়ের ব্যসিক, ভিত্তির স্বকীয়তা এখনো ও বজায় রেখেছে। তারা রেসলিংকে 'বিজনেস' হিসেবে ট্রিট না করে নিজেদের ঐতিহ্য, স্বকীয়তার ই একটি অংশ হিসেবে ট্রিট করে। তাই যদি খাঁটি বাংলা ভাষা ব্যবহারকারীদের সত্যিকারের বাঙ্গালী, মাতৃভাষা-প্রেমিক হিসেবে আখ্যায়িত করা হয়, তাহলে জাপানীদের ও সত্যিকারের প্রো-রেসলিংয়ের 'ধারক' হিসেবে স্বীকৃতি দিতে হবে।
জাপানী রেসলিংয়ের ইউনিকনেস সম্পর্কে বিস্তারিত জানতে এই নোটটি পড়ে দেখতে পারেন। কারণ এখানে সব লিখতে গেলে আলাদা একটা প্রবন্ধ ই লিখা লাগবে আর আপনারা ও তাতে বিরক্ত হবেন।
একারণেই অবিয়াস্লি জাপানী প্রো-রেসলিং প্রমোশনগুলার ম্যাচগুলো অধিক রেটিং পাবে, এখানে ডেভের জাপানীদের প্রতি আনফেয়ারলি বায়াসড হয়ার কিছু নেই। সে বরঞ্চ ফেয়ার করছে, যাদের যা প্রাপ্য তাদের তা দিচ্ছে। এজন্য সে আনডাউভটলি প্রশংসার দাবীদার। নাহলে সেও তো পারতো আমেরিকান ডলারের বিলিয়নিয়ার ভিন্সের ডলার খেয়ে WWE র চাটুকার, গোলামে পরিণত হতে। সময়-সুযোগ হলে মাথার বন্ধ তালা খুলে ফ্যাক্টটা নিয়ে একটু ভেবে দেখবেন আশা করি!
৩) ডেভ ইন্ডি**(ফুল ফর্মটা উচ্চারণ করতেই মুখে বাঁধে, লিখা তো দূরে থাক, না জানি রেসলিং সংক্রান্ত তুচ্ছ এক বিষয়ে কোন মহান চরিত্রের অধিকারী ব্যক্তি এই শব্দটি উদ্ভাবন করেছেন!স্রষ্টা তার ঐ মুখে এরকম আরো বেশী মিষ্টতা দান করে এর শেষ প্রান্তে নিয়ে যাক!)-এই মিথ্যা অভিযোগের প্রসঙ্গে আসি এবার।
তো আশা করি সাকিং, টাকিং বলা এই আপনারা নিশ্চয়ই ইন্ডি-সার্কিট নিয়ে ও ব্যসিক ধারণা রাখেন?রাখেন তো?উওর "হ্যাঁ" ধরে নিয়েই পরিচয়ের পর্বে না গিয়ে সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। না জানলে ও তেমন হাইপারড, ওকওয়ার্ড ফিল করার কিছু নেই, ইন্ডি সার্কিটের ব্যাপারে আরও জানতে এখানে ক্লিক করুন, ওখানে ইন্ডি প্রমোশন নিয়ে ও আইডিয়া দেয়া আছে।
তো ইন্ডি-সার্কিটের ম্যাচগুলোতে সাধারণত অনেক ইন্টারেস্টিং স্টোরিলাইন থাকে, রেসলারদের অধিক-সংখ্যক মুভস ব্যবহার, তাদের প্রতিভা, ক্যারিজমার পূর্ণ প্রতিফলনের সুযোগ দেয়া হয়, যা WWE র ক্ষেত্রে অনেকটা সীমাবদ্ধ, তাই যুক্তিকভাবে ই ইন্ডি-সার্কিটের ম্যাচগুলা বেশী ৫★ পাওয়ার দাবী রাখে। তবুও ডেভ তার চৌত্রিশ বছরের রেটিং ক্যারিয়ারের ৯৫ টা ৫★ রেটিংয়ের মাঝে ইন্ডি সার্কিটের মাত্র ৭ টা ম্যাচে ৫★ রেটিং দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় আর পপুলার ইন্ডি কোম্পানী ROH কেই দিয়েছেন চারটা, বাকি তিনটা দিয়েছেন PWG কে, যা ও বর্তমানের অন্যতম বড় ও পপুলার ইন্ডি কোম্পানী। প্রসঙ্গত, ROH কে এখন আর ইন্ডি কোম্পানী হিসেবে বিবেচনা করা হয় না, তারাও এখন TNA, WWE র মতো বড় রেসলিং প্রমোশন, উপরন্তু PWG এখন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তারা ও কিছুসময়ের মধ্যে TNA, WWE র কাতারে চলে যাবে। তো দেখা যাচ্ছে, ডেভ ইন্ডি সার্কিটের প্রতি ও তেমন একটা সফট কর্ণার রাখেন না। তাহলে ডেভ কিভাবে, কোন যুক্তিতে ইন্ডিচো*ক হয়??
এটা তো দেখি আপনাদের অন্যান্য সব হুজুগে দাবীর মতো 'হুজুগে অভিযোগ' হিসেবেই প্রতীয়মান হচ্ছে!
আবার ও বলি ডেভ কোনো গড বা ঐশ্বী বাণী দ্বারা সার্টিফাইড কেউ নয় যে তার কোনো ভুল নেই। তার রেটিংয়ে ও ভুল হয়। তবে তার ঐ রেটিং ই তাকে সেই অবস্থান থেকে উদ্ধার করে উচ্চ পজিশন দান করে। তাই ডেভের লেবেল নিয়ে প্রশ্ন তুলা দু'দিন আগে রেসলিং বুঝা, কখনো রেসলিং রিংয়ে পা ফেলে নি, জীবনে কোনো ইন্টারন্যাশনাল প্রো-রেসলার তো দূরে থাক, কোনো এমেচার রেসলারের ও সংস্পর্শ পায় নি এমন কোনো বস্তি-গলির বাংলার নাম্বার ওয়ান শাকিব খানের মতো স্বঘোষিত রেসলিং বোদ্ধার মুখে মানায় না।
তো যখন আপনি এরকম কোনো কুলাঙ্গারের মুখোমুখি হবেন, জাস্ট ইগনোর করবেন এসব লাইফলেস দের এই চিন্তা এনে যে--
" কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়!"
• লেখক ঃ Fahim Hammad