আজ থেকে ১২ বছর আগে, ২০০৫ সালের ১৩ই নভেম্বরে একজন রেসলিং কিংবদন্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। যে কিনা নিজের ক্যারিয়ারের সেরা সময় চলাকালীন সকলকে অবাক করে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে Eddie Guerrero। তার মৃত্যুর কারণ নিয়ে আজও অনেকেই মনের মধ্যে অনেক ভুল ধারণা রাখে। অনেকেই মনে করে যে সে রিংয়ের মধ্যে হার্ট এট্যাক করে মারা যায়, কিন্তু সেটা একদম ভুল। নীচে এই ফেক ঘটনার ভিডিও দেওয়া হল -


আজ এ পোস্টে Eddie এর মৃত্যুর প্রকৃত কারণ এবং তার মৃত্যু উপলক্ষে পুরো রেসলিং ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়ার কথা আলোচনা করব। তাহলে শুরু করা যাক...

২০০৫ সালের ১৩ই নভেম্বরে Minneapolis এ নিজের হোটেল রূমে Eddie এর ভাগ্নে, Chavo তাকে অচেতন অবস্থায় খুজে পায়। ঘটনাস্থলে ডাক্তাররা আসলে তারা তাকে মৃত ঘোষণা করে। পরে জানা যায়, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে হার্ট এট্যাকের মাধ্যমে তার মৃত্যু ঘটে। Eddie এর স্ত্রী Vickie Guerrero, যে কিনা আগে Raw এর জেনারেল ম্যানেজার ছিল, সে জানায় যে পুরো সপ্তাহজুড়েই Eddie অসুখে ভুগছিল। তার মৃত্যুর ১৭ দিন পর Chavo জানায় যে, Eddie প্রতিদিন কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ফিটনেসকে আরো উন্নত করার চেষ্টা করছিল।

Eddie Guerrero এর অকাল মৃত্যুতে পুরো রেসলিং ইন্ডাস্ট্রি শোকাহত হয়। তার মৃত্যুর পরের Raw ও SmackDown শো দুটি তার সম্মানার্থে রাখা হয়, সে সপ্তাহের জন্য WWE এর সকল স্টোরিলাইন স্থগিত করা হয় এবং কোন রেসলারকেই জোরপূর্বক রেসলিং করতে বলা হয় না, যদিও অনেকে স্বেচ্ছায় ম্যাচ খেলে। তার মধ্যে Eddie এর ভাগ্নে, Chavo Guerrero ও ছিল, যে কিনা নিজের আংকেলের প্রতি সম্মান জানিয়ে তার ফিনিশিং মুভ Frog Splash ব্যাবহার করে ম্যাচটি জিতে। সে সপ্তাহের Raw শুরু হয় WWE এর তৎকালীন সকল রেসলার এবং কিছু কর্মচারীদের এন্ট্রেন্স এর স্থানে দাড়িয়ে থাকা অবস্থায়। সেখানে WWE এর মালিক Vince McMahon, Eddie এর ব্যাপারে একটা বক্তৃতা দেয়। তারপর সকলে নীরবতা পালন করে এবং ১০ বার বেল বাজে। এ পর্যন্ত অনেক কিংবদন্তী রেসলাররাই মারা গিয়েছে, কিন্তু খুব কম রেসলারই এরকম সম্মানে সম্মানিত হয়েছে।

শুধু WWE ই নয়, অন্যান্য ছোট-বড় রেসলিং প্রোমোশনগুলাও তার মৃত্যু উপলক্ষে তার প্রতি সম্মান প্রদর্শন করে। GFW (তৎকালীন TNA) তাদের পরবর্তী পে-পার-ভিউ, 'TNA Genesis' Eddie এর প্রতি উৎসর্গ করে। Ring of Honor তাদের পরবর্তী শো 'Night of Tribute' নামে নামকরণ করে। WWE এর তৎকালীন ডেভেলপমেন্টাল টেরিটরি Ohio Valley Wrestling (OVW) Eddie এর মৃত্যুর পরের টিভি টেপিংটিতে তাকে ট্রিবিউট জানায়। অনেক রেসলাররাই একটা আর্মব্যান্ড পরিধান করে, যার মধ্যে 'E.G.' লেখা ছিল। অন্যান্য রেসলাররা, যেমন: তার ভাগ্নে Chavo এবং তার বন্ধু Rey Mysterio ও Christian তাদের ম্যাচগুলোতে Eddie এর ফিনিশার Frog Splash ব্যাবহার করে তাকে ট্রিবিউট জানায়। Combat Zone Wrestling তাদের একটি শো তে ১০ বার বেল বাজিয়ে Eddie কে সম্মান জানায়। তখন একজন দর্শক তাতে বাজেভাবে বিঘ্ন ঘটালে তাকে এরিনা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। CM Punk এবং Rey Mysterio তাদের কয়েকটা ম্যাচ Eddie কে উৎসর্গ করে। The 3 Doors Down এর "Here Without You" এবং Johnny Cash এর গাওয়া Nine Inch Nails ব্যান্ডের "Hurt", এ গান দুটিও Eddie Guerrero কে উৎসর্গ করা হয়।

দেখতে দেখতে তার মৃত্যুর এক যুগ হয়ে গেল আজ। Eddie Guerrero হয়ত এখন সশরীরে সবার সাথে উপস্থিত নেই, কিন্তু রেসলিং বিজনেসের প্রতি তার সকল অবদান এবং রেসলিং রিংয়ের মধ্যে তার যত অসাধারণ এবং ইমোশনাল মুহূর্ত আছে, সেগুলাই তাকে তার সকল ফ্যানদের মনে অমর করে রাখবে। 😢
• লেখকঃ Sabbir Rahman Leon

Eddie Guerrero'র মৃত্যু কী রিংএর মধ্যে হয়েছিল?


আজ থেকে ১২ বছর আগে, ২০০৫ সালের ১৩ই নভেম্বরে একজন রেসলিং কিংবদন্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। যে কিনা নিজের ক্যারিয়ারের সেরা সময় চলাকালীন সকলকে অবাক করে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে Eddie Guerrero। তার মৃত্যুর কারণ নিয়ে আজও অনেকেই মনের মধ্যে অনেক ভুল ধারণা রাখে। অনেকেই মনে করে যে সে রিংয়ের মধ্যে হার্ট এট্যাক করে মারা যায়, কিন্তু সেটা একদম ভুল। নীচে এই ফেক ঘটনার ভিডিও দেওয়া হল -


আজ এ পোস্টে Eddie এর মৃত্যুর প্রকৃত কারণ এবং তার মৃত্যু উপলক্ষে পুরো রেসলিং ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়ার কথা আলোচনা করব। তাহলে শুরু করা যাক...

২০০৫ সালের ১৩ই নভেম্বরে Minneapolis এ নিজের হোটেল রূমে Eddie এর ভাগ্নে, Chavo তাকে অচেতন অবস্থায় খুজে পায়। ঘটনাস্থলে ডাক্তাররা আসলে তারা তাকে মৃত ঘোষণা করে। পরে জানা যায়, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে হার্ট এট্যাকের মাধ্যমে তার মৃত্যু ঘটে। Eddie এর স্ত্রী Vickie Guerrero, যে কিনা আগে Raw এর জেনারেল ম্যানেজার ছিল, সে জানায় যে পুরো সপ্তাহজুড়েই Eddie অসুখে ভুগছিল। তার মৃত্যুর ১৭ দিন পর Chavo জানায় যে, Eddie প্রতিদিন কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ফিটনেসকে আরো উন্নত করার চেষ্টা করছিল।

Eddie Guerrero এর অকাল মৃত্যুতে পুরো রেসলিং ইন্ডাস্ট্রি শোকাহত হয়। তার মৃত্যুর পরের Raw ও SmackDown শো দুটি তার সম্মানার্থে রাখা হয়, সে সপ্তাহের জন্য WWE এর সকল স্টোরিলাইন স্থগিত করা হয় এবং কোন রেসলারকেই জোরপূর্বক রেসলিং করতে বলা হয় না, যদিও অনেকে স্বেচ্ছায় ম্যাচ খেলে। তার মধ্যে Eddie এর ভাগ্নে, Chavo Guerrero ও ছিল, যে কিনা নিজের আংকেলের প্রতি সম্মান জানিয়ে তার ফিনিশিং মুভ Frog Splash ব্যাবহার করে ম্যাচটি জিতে। সে সপ্তাহের Raw শুরু হয় WWE এর তৎকালীন সকল রেসলার এবং কিছু কর্মচারীদের এন্ট্রেন্স এর স্থানে দাড়িয়ে থাকা অবস্থায়। সেখানে WWE এর মালিক Vince McMahon, Eddie এর ব্যাপারে একটা বক্তৃতা দেয়। তারপর সকলে নীরবতা পালন করে এবং ১০ বার বেল বাজে। এ পর্যন্ত অনেক কিংবদন্তী রেসলাররাই মারা গিয়েছে, কিন্তু খুব কম রেসলারই এরকম সম্মানে সম্মানিত হয়েছে।

শুধু WWE ই নয়, অন্যান্য ছোট-বড় রেসলিং প্রোমোশনগুলাও তার মৃত্যু উপলক্ষে তার প্রতি সম্মান প্রদর্শন করে। GFW (তৎকালীন TNA) তাদের পরবর্তী পে-পার-ভিউ, 'TNA Genesis' Eddie এর প্রতি উৎসর্গ করে। Ring of Honor তাদের পরবর্তী শো 'Night of Tribute' নামে নামকরণ করে। WWE এর তৎকালীন ডেভেলপমেন্টাল টেরিটরি Ohio Valley Wrestling (OVW) Eddie এর মৃত্যুর পরের টিভি টেপিংটিতে তাকে ট্রিবিউট জানায়। অনেক রেসলাররাই একটা আর্মব্যান্ড পরিধান করে, যার মধ্যে 'E.G.' লেখা ছিল। অন্যান্য রেসলাররা, যেমন: তার ভাগ্নে Chavo এবং তার বন্ধু Rey Mysterio ও Christian তাদের ম্যাচগুলোতে Eddie এর ফিনিশার Frog Splash ব্যাবহার করে তাকে ট্রিবিউট জানায়। Combat Zone Wrestling তাদের একটি শো তে ১০ বার বেল বাজিয়ে Eddie কে সম্মান জানায়। তখন একজন দর্শক তাতে বাজেভাবে বিঘ্ন ঘটালে তাকে এরিনা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। CM Punk এবং Rey Mysterio তাদের কয়েকটা ম্যাচ Eddie কে উৎসর্গ করে। The 3 Doors Down এর "Here Without You" এবং Johnny Cash এর গাওয়া Nine Inch Nails ব্যান্ডের "Hurt", এ গান দুটিও Eddie Guerrero কে উৎসর্গ করা হয়।

দেখতে দেখতে তার মৃত্যুর এক যুগ হয়ে গেল আজ। Eddie Guerrero হয়ত এখন সশরীরে সবার সাথে উপস্থিত নেই, কিন্তু রেসলিং বিজনেসের প্রতি তার সকল অবদান এবং রেসলিং রিংয়ের মধ্যে তার যত অসাধারণ এবং ইমোশনাল মুহূর্ত আছে, সেগুলাই তাকে তার সকল ফ্যানদের মনে অমর করে রাখবে। 😢
• লেখকঃ Sabbir Rahman Leon