• Finn Bálor, বুলেট ক্লাবের প্রতিষ্ঠাতা,৩ বারের সাবেক IWGP Junior Heavyweight Champion, ৬বারের IWGP Junior Heavyweight Tag Team Champion, Longest Reigning NXT Champion এবং WWE এর ইতিহাসের প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হয়ে ইঞ্জুরির কারনে তাকে ইউনিভার্সাল টাইটেল ছাড়তে হয়, এবং কালের পরিক্রমায় তা কেভিন ও গোল্ডবার্গ এর হাত ঘুরে এখন ব্রকের হাতে। আর সে শূন্য হাতে ঘুরে বেরায়।
• বেশ কিছু মাস আগে থেকে রুমর উঠছিল যে, ফিন তার ইউনিভার্সাল টাইটেল এর রিম্যাচ পাবে ব্রকের বিরুদ্ধে। আর এই কথা শুনার পর থেকেই BWC এর কিছু রেস্লিং লাভার মনে করে ফিন এই ম্যাচ ডিসার্ভ করে না, সে ক্রুজারওয়াইট, ব্রক তাকে মেরে ফেলবে, তার পাজরের হার ভেঙে ফেলবে ব্লা ব্লা ব্লা। আর কিছুদিন আগের রুমরে তো এটা শুনা যাচ্ছে যে Mr McMahon নিজেই নাকি আশা হারাচ্ছে এই ম্যাচের জন্য। যা কিছু মানুষ অন্ধ্যের মত বিশ্বাস করে লাফাচ্ছে খুশিতে।
• কেন তারা এমন মন্তব্য করছে?? ব্রকের ওজন ১৩০ কেজি আর ফিনের ৮৬ বলে? নাকি ব্রকের উচ্চতা ৬ফুট৩ আর ব্যালরের ৫ফুট ১১ বলে? হ্যা তাদের এইরকম লেইম মন্তব্য করার কারন এইটাই। কিন্তু তারা ভুলে গেছে ২০১৩ সালের সামারস্লামে Brock vs CM Punk একটি ম্যাচ হয়। ম্যাচটির স্থায়িত্বকাল ছিলো প্রায় ২৫ মিনিট এবং ম্যাচটি রেস্লিং বিশেষজ্ঞ Dave Meltzer 45★ দেন। এই ম্যাচটি দেখলেই বুঝবেন ম্যাচ জমাতে হেভিওয়েট vs হেভিওয়েট লাগে না। লাগে স্কিল, ভালো বুকিং এবং টপক্লাস বুকিং। যা CM Punk পেয়েছিলো ব্রকের বিরুদ্ধে।
• এখন অনেক Punk লাভার বলবে আমি ব্যালরকে কেন CM Punk এর সাথে মিলাচ্ছি। তাদের দুইজনের স্কিল নিয়ে আমরা তর্কে না যাই, কারন এই ম্যাচটা স্কিল না বরং এই ম্যাচের মূল টপিক্স হচ্ছে হেভিওয়েট vs So called Cruiserweight
CM PUNK এর উচ্চতা ফিন ব্যালর থেকে মাত্র ৩ইঞ্চি বেশি এবং ওজন ১৩ কেজি বেশি। আর এই শরীর নিয়েই Punk আমাদের একটি 4.5★ ম্যাচ ব্রকের সাথে উপহার দিয়েছিলো। তাহলে কেন পারবেনা ফিন ব্যালর?? ব্যালর বর্তমান রোস্ট্রার দের মাঝে অন্যতম সেরা ট্যালেন্টেড রেস্লার। ব্রকের এই ডিস্ট্রাক্টিভ, বিস্ট গিমিক থেকে একটু সরিয়ে তাকে ব্যালরের সামনে আনুন। দেখুন কম হলেও 4★ ম্যাচ পাবো আমরা।
• ব্যালরকে CM PUNK এর মত বুকিং দেন, ওইরকম স্টোরি লাইন দেন যা সে ব্রকের বিরুদ্ধে পেয়ে ছিলো। অবশ্যই ম্যাচ জমে ক্ষির হবে। PUNK vs Brock দেখেও যদি আপনার সন্দেহ থাকে যে ব্যালর পারবে না তাহলে সর্বশেষ সারভাইবার সিরিজে হওয়া AJ Styles vs Brock Lesnar ম্যাচটি আবার দেখুন, আশাকরি আপনার সব ভ্রান্ত ধারনা দূর হয়ে যাবে।
• লেখক ঃ Xohirul Badol