আজকে আমরা যে প্রমোশনটিকে GFW নামে চিনি তা একসময় NWA:TNA নামে পরিচিত ছিলো। একসময় এই NWA:TNA রেসলিং প্রমশনটি খুবই জনপ্রিয় ছিলো। এটাকে Wwe এর পর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবে ধরা হতো। বর্তমানে পেশাদার এই রেসলিং প্রোমোশনে আগের মতো সেই জনপ্রিয়তা না থাকলেও এটি US এর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবেই টিকে রয়েছে। 

আজকে আমি এই রেসলিং প্রোমোশনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো। কিভাবে এই রেসলিং প্রোমোশনের যাত্রা শুরু হয়, বর্তমানে এর পরিস্থিতি এবং একে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এইসব নিয়েই আলোচনা করবো আজকের এই পোস্টে। তাহলে শুরু করা যাক, :)


• অতীত এবং ইতিহাস :-

GFW এর ইতিহাসটি খুবই interesting। Jeff Jarret এবং তার বাবা Jaerry Jarret এই রেসলিং প্রোমোশনটির ক্রিয়েটর। আপনারা অনেকেই হয়তো Jeff Jarret কে চেনেন। তিনি একজন ফরমার প্রফেশনাল রেসলার আর প্রমোটার। তিনি WWF, WCW সহ তখনকার NWA:TNA তে রেসলিং করতেন। তো তিনি ও তার বাবা Jerry Jarret খুবই ধনী ব্যাক্তি ছিলেন। তারা আর্থিকভাবে এতটাই স্বচ্ছল ছিলেন যে যখন WCW, WWF এর কাছে পরাজিত হয়ে বিক্রি হয়ে যাবার অনুক্রম হয় তখন Jerry Jarret তা কেনার জন্য AOL Time Warner executive দের সাথে ডিল করেন। 

কিন্ত তাদের এই পদক্ষেপ বেহেস্তে যায় যখন Vince McMahon, Linda McMahon এবং তাদের কোম্পানির নতুন COO Stuart Snyder কে নিয়ে AOL Time Warner executive দের সাথে একটি মিটিং করেন। বলে রাখা ভালো যে Stuart Snyder ছিলেন Brad Siegel এর কলিগ, যিনি WCW এর running & selling চার্জে নিযুক্ত ছিলেন। Vince এখান থেকে একটা advantage পেয়েছিলেন। যার কারনে Time Warner executive রা তুলানামূলক কম বিডার হওয়া সত্ত্বেও Vince এর কাছে WCW কে বিক্রি করে দেয়। 

এটা খুবই পরিষ্কার ছিল যে Vince এর তুলনায় অনেক লাভজনক ডিলে WCW কে কিনতে চাইছিলেন Jarret রা, কিন্তু Vince এর চালাকির কাছে তাদের এই অধিক লাভজনক ডিল কিছুই ছিলোনা। তারা তাদের সাধ্যের সব করেছে কিন্তু লাভ হয়নি। ব্যাপারটা অনকটা 'জোর যার মূল্লুক তার' এর মতো! ব্যপারটা তাদেরকে হতভম্ব করে দেয়। কিন্তু Vince এর চালাকি এখানেই থেমে থাকেনি। তিনি Jeff Jarret কে আবার তখন WCW থেকে সরাসরি অনস্ক্রিনে fired করে দেন! এতে Jarret রা একপ্রকার ভেঙে পরে। চোখের সামনে সবকিছু ঘটে যাচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছেনা। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া! 

এতসবের পর যখন Jarret দের আর কিছুই করার ছিলনা তখন একদিন Jeff Jarret তার বাবা ও Bob Ryder একটি fishing trip এ যান। Bob Ryder ও একজন সাবেক রেসলার ও প্রমোটার ছিলেন। তারা ঐ fishing trip এ মূলত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। তারা এ কথা চিন্তা করলেন যে Vince এর WWF এখন রেসলিং বাজার রাজত্ব করছে এখন তারা যদি একটি প্রমোশন চালু করতে যায় তা কখনই WWF এর সাথে টেক্কা দিতে পারবেনা। তাতে আরো লোকসান হবে। আর এই মুহূর্তে কোনো television station রাও তাদের নতুন প্রমোশনকে প্রচার করবে না। তাহলে এখন তারা কি করবে?! ঠিক এই সময়তেই Bob Ryder তাদেরকে এমন একটি রেসলিং প্রমোশন চালু করার কথা বলে, যেটা কখনই television station এর ওপর নির্ভর না করে বরং weekly basis pay-per-view event এর আয়োজন করবে। তারা সবাই Bob এর এই প্রস্তাবটিতে সম্মত হয়। 

তারপর যেই ভাবা সেই কাজ। Jeff Jarret এবং তার বাবা Jerry Jarret এই প্রমোশন চালু করেন যার নাম দেয়া হয় TNA। তখন তারা NWA এর সাথে ডিল করেন। প্রমোশনটির নাম হয় NWA:TNA। ডিল করার ফলে NWA এর টাইটেল গুলো NWA:TNA তে ডিফেন্ড করা হয়। তারা ২০০২ সালের ১৯ জুন তাদের প্রথম ppv launch করেন। নানা কারনে ঐ ইভেন্টটি সকল TNA ফ্যানদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ঐ ইভেন্টটির ম্যাচগুলোর তালিকা দেয়া হলো :-

1) AJ Styles, Jerry Lynn & Low-Ki vs The Flying Elvises (Jorge Estrada, Sonny Siaki, and Jimmy Yang)

2) Teo vs Hollywood

3) Francine vs Alektra (cat fight)

4) The Johnsons vs James Storm & Psicosis

5) The Dupps vs Christian York  &  Joey Matthews (aka Joey Mercury)

6) Gauntlet For The Gold ft. Jeff Jarrett, Scott Hall, Ken Shamrock, Brian Christopher, Buff Bagwell, Konnan, Rick Steiner, Steve Corino and others

এই ইভিন্টটি শুরু হবার আগে একটি ঘটনা ঘটেছিল আর তা হলো, ইভেন্ট শুরু হবার কিছু আগে একটি ডার্ক ম্যাচে ৪৫০ পাউন্ডের একজন রেসলার রেসলিং করার সময় রিংয়ের রোপ ভেঙে ফেলেন। যার ফলে ইভেন্ট সময়মত শুরু না হবার আশংকা জাগে। ইভেন্ট শুরু হবার মাত্র কিছু সময় বাকি ছিলো। কিন্তু রিং ঠিক করতে তখন আরো ৩০-৬০ মিনিট সময়ের প্রয়োজন ছিলো! তখন Jarret রা একটা কৌশল খাটান, তারা কিছু নন-রেসলিং সেগমেন্ট দিয়ে শো শুরু করেন যার বেশিরভাগই স্টোরিলাইনের বাইরে ছিলো! কিন্তু তারপরও শো টি সফলভাবেই শেষ হয় আর রেসলিং ফ্যানবেজকে দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়। 


• বর্তমান এবং আগামী :-

GFW এর বর্তমান নিয়ে বিশেষ কিছু বলার নেই। এই ইভেন্টটি কেমন জানি দিনে দিনে এর পপুলারিটি হারিয়ে ফেলছে। অনেকটা অগোছালোভাবে এগিয়ে চলছে এই রেসলিং প্রমোশনটি। বলতে গেলে আগের তুলনায় বর্তমানের শো গুলো তাদের আরো বাজে হচ্ছে। বোরিং স্টোরিলাইন আর রেসলারদের অপব্যবহার, সবমিলিয়ে GFW এখন পুরই ফালতু একটা শো'তে পরিনত হয়েছে। এখনকার শো গুলো ২ ঘন্টার, এতে ৪-৭ টি ম্যাচের আয়োজন করা হয়। কিছু সেগমেন্ট থাকে, নামমাত্র ইন্টার্ভিউ এবং কমার্শিয়াল! এই হলো সম্পূর্ণ শো! কিন্তু যদি আমরা একটু পিছিয়ে Hulk Hogan / Bishchoff era তে চলে যাই তাহলে এই প্রমোশনটির আসল পরিচয় পাবো। যেখানে অসাধারণ সব ম্যাচ, দেখার মতো সব ফিউড আর স্টোরিলাইন সবমিলিয়ে এক কথায় সেই সময়টা ছিলো GFW এর Golden Era। 

২০০২-২০০৯ এই সময়টা সত্যিকার অর্থেই GFW এর গোল্ডেন এরা। তখন এর সাথে Wwe কে তুলনা করা যেতো। যদিও Wwe এর মতো এতো ফ্যান আর অডিয়েন্স GFW তে কখনওই ছিলোনা। তবুও তখনকার TNA ( বর্তমান GFW ) এর শো গুলো ছিলো খুবই উন্নতমানের। কিন্তু বর্তমানে সেই ধরনের স্টোরিলাইনের বিন্দুমাত্র রেশ নেই এই কোম্পানিতে। GFW নতুন ফ্যানদের কাছে তার ইতিহাসকে কঠিন করে তুলেছে। এর ইতিহাস সম্পর্কে জানতে গেলে বিষদ গবেষণা ছাড়া উপায় নেই!

এটা খুবই দুঃখকর যে GFW এর ইতিহাস এখন তার বাজে স্টোরিলাইনের আঁড়ালে ডাকা পড়েছে। যদি এমনটা চলতে থাকে তবে GFW কখনই তার সেই আগের রূপে ফিরতে পারবে না। তাদের কিছু ভুল ডিসিশনের জন্য হয়তো তারা আজ এই অবস্থার সম্মুখীন। 

এই কোম্পানির ভবিষ্যৎ প্রেডিক্ট করা খুবই মুশকিল। একজন রেসলিং ভক্ত হিসাবে আমি অবশ্যই চাইবো GFW তার আগের মতো ফ্যানবেজ ফিরে পাক। কিন্তু তার জন্য GFW তে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমত তাদের স্টোরি লাইনআপে পরিবর্তন আনতে হবে। তাদের নিজেদের ট্যালেন্টদের পুশ দিতে হবে। কারণ দেখা গেছে GFW অনেকসময় Wwe থেকে রিলিজ হওয়া রেসলারদেরকে পুশ দেয় যা মেনে নেয়ার মতো না। এই যেমন Del Rio এর কথাই চিন্তা করুন ডেব্যুট করার সপ্তাহেই চ্যাম্পিয়ন! এরকম যদি Wwe থেকে রিলিজ হওয়া রেসলারদেরকে পুশ দিলেই কোম্পানির ভালো হতো তাহলে AJ Styles এর মতো রেসলাররা কখনওই TNA থেকে রিলিজ হতো না। এসব বিষয় সবাই ভালো করেই বোঝেন। যদি GFW আবার আগের মতো করে নিজেদের গুছিয়ে তোলে তাহলে রেসলিং জাগতেও অনেক পরিবর্তন আসবে। পোস্টটি আর বড় করতে চাইনা। আজ এপর্যন্তই, সবাইকে ধন্যবাদ। :)
• লেখক ঃ Anik Siddique

TNA Impact এর সংক্ষিপ্ত ইতিহাস। 

GFW বা TNA -এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।


আজকে আমরা যে প্রমোশনটিকে GFW নামে চিনি তা একসময় NWA:TNA নামে পরিচিত ছিলো। একসময় এই NWA:TNA রেসলিং প্রমশনটি খুবই জনপ্রিয় ছিলো। এটাকে Wwe এর পর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবে ধরা হতো। বর্তমানে পেশাদার এই রেসলিং প্রোমোশনে আগের মতো সেই জনপ্রিয়তা না থাকলেও এটি US এর দ্বিতীয় বৃহৎ রেসলিং প্রোমোশন হিসাবেই টিকে রয়েছে। 

আজকে আমি এই রেসলিং প্রোমোশনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো। কিভাবে এই রেসলিং প্রোমোশনের যাত্রা শুরু হয়, বর্তমানে এর পরিস্থিতি এবং একে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এইসব নিয়েই আলোচনা করবো আজকের এই পোস্টে। তাহলে শুরু করা যাক, :)


• অতীত এবং ইতিহাস :-

GFW এর ইতিহাসটি খুবই interesting। Jeff Jarret এবং তার বাবা Jaerry Jarret এই রেসলিং প্রোমোশনটির ক্রিয়েটর। আপনারা অনেকেই হয়তো Jeff Jarret কে চেনেন। তিনি একজন ফরমার প্রফেশনাল রেসলার আর প্রমোটার। তিনি WWF, WCW সহ তখনকার NWA:TNA তে রেসলিং করতেন। তো তিনি ও তার বাবা Jerry Jarret খুবই ধনী ব্যাক্তি ছিলেন। তারা আর্থিকভাবে এতটাই স্বচ্ছল ছিলেন যে যখন WCW, WWF এর কাছে পরাজিত হয়ে বিক্রি হয়ে যাবার অনুক্রম হয় তখন Jerry Jarret তা কেনার জন্য AOL Time Warner executive দের সাথে ডিল করেন। 

কিন্ত তাদের এই পদক্ষেপ বেহেস্তে যায় যখন Vince McMahon, Linda McMahon এবং তাদের কোম্পানির নতুন COO Stuart Snyder কে নিয়ে AOL Time Warner executive দের সাথে একটি মিটিং করেন। বলে রাখা ভালো যে Stuart Snyder ছিলেন Brad Siegel এর কলিগ, যিনি WCW এর running & selling চার্জে নিযুক্ত ছিলেন। Vince এখান থেকে একটা advantage পেয়েছিলেন। যার কারনে Time Warner executive রা তুলানামূলক কম বিডার হওয়া সত্ত্বেও Vince এর কাছে WCW কে বিক্রি করে দেয়। 

এটা খুবই পরিষ্কার ছিল যে Vince এর তুলনায় অনেক লাভজনক ডিলে WCW কে কিনতে চাইছিলেন Jarret রা, কিন্তু Vince এর চালাকির কাছে তাদের এই অধিক লাভজনক ডিল কিছুই ছিলোনা। তারা তাদের সাধ্যের সব করেছে কিন্তু লাভ হয়নি। ব্যাপারটা অনকটা 'জোর যার মূল্লুক তার' এর মতো! ব্যপারটা তাদেরকে হতভম্ব করে দেয়। কিন্তু Vince এর চালাকি এখানেই থেমে থাকেনি। তিনি Jeff Jarret কে আবার তখন WCW থেকে সরাসরি অনস্ক্রিনে fired করে দেন! এতে Jarret রা একপ্রকার ভেঙে পরে। চোখের সামনে সবকিছু ঘটে যাচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছেনা। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া! 

এতসবের পর যখন Jarret দের আর কিছুই করার ছিলনা তখন একদিন Jeff Jarret তার বাবা ও Bob Ryder একটি fishing trip এ যান। Bob Ryder ও একজন সাবেক রেসলার ও প্রমোটার ছিলেন। তারা ঐ fishing trip এ মূলত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। তারা এ কথা চিন্তা করলেন যে Vince এর WWF এখন রেসলিং বাজার রাজত্ব করছে এখন তারা যদি একটি প্রমোশন চালু করতে যায় তা কখনই WWF এর সাথে টেক্কা দিতে পারবেনা। তাতে আরো লোকসান হবে। আর এই মুহূর্তে কোনো television station রাও তাদের নতুন প্রমোশনকে প্রচার করবে না। তাহলে এখন তারা কি করবে?! ঠিক এই সময়তেই Bob Ryder তাদেরকে এমন একটি রেসলিং প্রমোশন চালু করার কথা বলে, যেটা কখনই television station এর ওপর নির্ভর না করে বরং weekly basis pay-per-view event এর আয়োজন করবে। তারা সবাই Bob এর এই প্রস্তাবটিতে সম্মত হয়। 

তারপর যেই ভাবা সেই কাজ। Jeff Jarret এবং তার বাবা Jerry Jarret এই প্রমোশন চালু করেন যার নাম দেয়া হয় TNA। তখন তারা NWA এর সাথে ডিল করেন। প্রমোশনটির নাম হয় NWA:TNA। ডিল করার ফলে NWA এর টাইটেল গুলো NWA:TNA তে ডিফেন্ড করা হয়। তারা ২০০২ সালের ১৯ জুন তাদের প্রথম ppv launch করেন। নানা কারনে ঐ ইভেন্টটি সকল TNA ফ্যানদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ঐ ইভেন্টটির ম্যাচগুলোর তালিকা দেয়া হলো :-

1) AJ Styles, Jerry Lynn & Low-Ki vs The Flying Elvises (Jorge Estrada, Sonny Siaki, and Jimmy Yang)

2) Teo vs Hollywood

3) Francine vs Alektra (cat fight)

4) The Johnsons vs James Storm & Psicosis

5) The Dupps vs Christian York  &  Joey Matthews (aka Joey Mercury)

6) Gauntlet For The Gold ft. Jeff Jarrett, Scott Hall, Ken Shamrock, Brian Christopher, Buff Bagwell, Konnan, Rick Steiner, Steve Corino and others

এই ইভিন্টটি শুরু হবার আগে একটি ঘটনা ঘটেছিল আর তা হলো, ইভেন্ট শুরু হবার কিছু আগে একটি ডার্ক ম্যাচে ৪৫০ পাউন্ডের একজন রেসলার রেসলিং করার সময় রিংয়ের রোপ ভেঙে ফেলেন। যার ফলে ইভেন্ট সময়মত শুরু না হবার আশংকা জাগে। ইভেন্ট শুরু হবার মাত্র কিছু সময় বাকি ছিলো। কিন্তু রিং ঠিক করতে তখন আরো ৩০-৬০ মিনিট সময়ের প্রয়োজন ছিলো! তখন Jarret রা একটা কৌশল খাটান, তারা কিছু নন-রেসলিং সেগমেন্ট দিয়ে শো শুরু করেন যার বেশিরভাগই স্টোরিলাইনের বাইরে ছিলো! কিন্তু তারপরও শো টি সফলভাবেই শেষ হয় আর রেসলিং ফ্যানবেজকে দারুণভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়। 


• বর্তমান এবং আগামী :-

GFW এর বর্তমান নিয়ে বিশেষ কিছু বলার নেই। এই ইভেন্টটি কেমন জানি দিনে দিনে এর পপুলারিটি হারিয়ে ফেলছে। অনেকটা অগোছালোভাবে এগিয়ে চলছে এই রেসলিং প্রমোশনটি। বলতে গেলে আগের তুলনায় বর্তমানের শো গুলো তাদের আরো বাজে হচ্ছে। বোরিং স্টোরিলাইন আর রেসলারদের অপব্যবহার, সবমিলিয়ে GFW এখন পুরই ফালতু একটা শো'তে পরিনত হয়েছে। এখনকার শো গুলো ২ ঘন্টার, এতে ৪-৭ টি ম্যাচের আয়োজন করা হয়। কিছু সেগমেন্ট থাকে, নামমাত্র ইন্টার্ভিউ এবং কমার্শিয়াল! এই হলো সম্পূর্ণ শো! কিন্তু যদি আমরা একটু পিছিয়ে Hulk Hogan / Bishchoff era তে চলে যাই তাহলে এই প্রমোশনটির আসল পরিচয় পাবো। যেখানে অসাধারণ সব ম্যাচ, দেখার মতো সব ফিউড আর স্টোরিলাইন সবমিলিয়ে এক কথায় সেই সময়টা ছিলো GFW এর Golden Era। 

২০০২-২০০৯ এই সময়টা সত্যিকার অর্থেই GFW এর গোল্ডেন এরা। তখন এর সাথে Wwe কে তুলনা করা যেতো। যদিও Wwe এর মতো এতো ফ্যান আর অডিয়েন্স GFW তে কখনওই ছিলোনা। তবুও তখনকার TNA ( বর্তমান GFW ) এর শো গুলো ছিলো খুবই উন্নতমানের। কিন্তু বর্তমানে সেই ধরনের স্টোরিলাইনের বিন্দুমাত্র রেশ নেই এই কোম্পানিতে। GFW নতুন ফ্যানদের কাছে তার ইতিহাসকে কঠিন করে তুলেছে। এর ইতিহাস সম্পর্কে জানতে গেলে বিষদ গবেষণা ছাড়া উপায় নেই!

এটা খুবই দুঃখকর যে GFW এর ইতিহাস এখন তার বাজে স্টোরিলাইনের আঁড়ালে ডাকা পড়েছে। যদি এমনটা চলতে থাকে তবে GFW কখনই তার সেই আগের রূপে ফিরতে পারবে না। তাদের কিছু ভুল ডিসিশনের জন্য হয়তো তারা আজ এই অবস্থার সম্মুখীন। 

এই কোম্পানির ভবিষ্যৎ প্রেডিক্ট করা খুবই মুশকিল। একজন রেসলিং ভক্ত হিসাবে আমি অবশ্যই চাইবো GFW তার আগের মতো ফ্যানবেজ ফিরে পাক। কিন্তু তার জন্য GFW তে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমত তাদের স্টোরি লাইনআপে পরিবর্তন আনতে হবে। তাদের নিজেদের ট্যালেন্টদের পুশ দিতে হবে। কারণ দেখা গেছে GFW অনেকসময় Wwe থেকে রিলিজ হওয়া রেসলারদেরকে পুশ দেয় যা মেনে নেয়ার মতো না। এই যেমন Del Rio এর কথাই চিন্তা করুন ডেব্যুট করার সপ্তাহেই চ্যাম্পিয়ন! এরকম যদি Wwe থেকে রিলিজ হওয়া রেসলারদেরকে পুশ দিলেই কোম্পানির ভালো হতো তাহলে AJ Styles এর মতো রেসলাররা কখনওই TNA থেকে রিলিজ হতো না। এসব বিষয় সবাই ভালো করেই বোঝেন। যদি GFW আবার আগের মতো করে নিজেদের গুছিয়ে তোলে তাহলে রেসলিং জাগতেও অনেক পরিবর্তন আসবে। পোস্টটি আর বড় করতে চাইনা। আজ এপর্যন্তই, সবাইকে ধন্যবাদ। :)
• লেখক ঃ Anik Siddique

TNA Impact এর সংক্ষিপ্ত ইতিহাস। 

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!