আপনারা অনেকেই জানেন যে Shawn Michaels কে Mr. Wrestlemania নিকনেমেও ডাকা হয়। তেমনি কখনো Mr. Survivor Series নিকনেমটি যদি কাউকে দেওয়া হয় তাহলে সেই নিকনেমটা পাওয়ার দাবীদারদের মধ্যে যে সবচেয়ে এগিয়ে থাকবে সে হচ্ছে Randy Orton এই পে-পার-ভিউটিতে তার অর্জনসমূহের সাথে আর কারও অর্জনের তুলনা হয় না। আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক:
• Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচগুলাতে Randy Orton এর সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ড আছে। এ পর্যন্ত সে মোট ১৪ জনকে এলিমিনেট করেছে।
• ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিন বছর Randy Orton, Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচগুলাতে Sole Survivor হিসেবে ছিল। WWE এর ইতিহাসে এরকমটি আর কখনো হয়নি।
• এ পর্যন্ত সে যে কয়টি ম্যাচ জিতেছে, সেগুলোর একটিতেও তাকে কেউ এলিমিনেট করতে পারে নি। যেগুলোতে এলিমিনেট করতে পেরেছে, সেগুলোতে তার টিম হেরে গিয়েছিল। অর্থাৎ Randy কে এলিমিনেট করতে পারা মানে তাদের টিমকে হারিয়ে দেওয়া।
• Randy Orton এ পর্যন্ত ৮টি Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচ খেলেছে। এর মধ্যে সে ৫টিতে জিতেছে এবং ৩টিতে হেরেছে।
• শুধুমাত্র Traditional ম্যাচগুলোই নয়, Survivor Series এ হওয়া প্রতিটি World Championship ম্যাচেও সে তার টাইটেলটি সফলভাবে রিটেইন করতে পেরেছে। ২০০৭ এ Shawn Michaels, ২০১০ এ Wade Barrett এবং ২০১৩ এ Big Show এর বিপক্ষে সে তার টাইটেলটি সফলভাবে রিটেইন করে।
• এ পর্যন্ত Randy Orton মোট ১১বার Survivor Series এ পারফর্ম করেছে। যার মধ্যে প্রতিটি সিংগেলস ম্যাচেই সে অপরাজিত ছিল এবং প্রতিটি সিংগেলস ম্যাচই World Championship ম্যাচ ছিল। এ পে-পার-ভিউটিতে তার হার-জিতের রেকর্ড ৮-৩। অর্থাৎ ৮বার জয়, ৩বার পরাজয়।
তো এই ছিল Randy Orton এর Survivor Series পে-পার-ভিউটিতে মোট রেকর্ড। উপরোক্ত তথ্যগুলোকে বিবেচনায় নিলে তাকে Mr Survivor Series বলা যেতেই পারে। আর সেই সাথে Team Raw এরও সতর্ক হয়ে যাওয়া উচিত। কারণ Team Smackdown এর Randy Orton আছে 😎
• লেখক ঃ Sabbir Rahman Leon