প্রো-রেসলিং এর মুল আকর্ষন ই হলো স্টোরিলাইন আর ম্যাচ সেট আপ। একটি ফিউড যেমন স্টোরিলাইন ছাড়া জমে না ঠিক একটি ম্যাচও স্টোরিলাইন ছাড়া জমে না, দুটোই আবার একটা আরেকটাকে ছাড়া পানসে। আমরা এ যাবৎ অনেক ফিউড,স্টোরিলাইন,ম্যাচ প্রত্যক্ষ করেছি। কোনটা ভালো লেগেছে আবার কোনটা খারাপ লেগেছে। একটা সময় ছিল যখন WWE এর হর্তাকর্তা ভিন্স নানাভাবে আমাদের চমকে দিত। এখনো চমক দেয় তবে সেটা স্পোইলার দিয়ে। WWE তে শকিং অনেক ফিউড,স্টোরি,ম্যাচ সেট-আপ আমরা দেখেছি যার মধ্যে Original vs Imposter স্টোরিলাইনটি আলাদা। বলা যায় এই আসল বনাম নকলের খেলাটা অন্যধরনের থ্রিল দিত আমাদের। সে থ্রিল গুলো ১০ বছর পর না পাওয়াটা বরাবরেই আমাদের হতাশ করছে। যাইহোক, আমার আজকের আর্টিকেলটি আসল বনাম নকলের খেলা নিয়ে।
শুরুতে কিছুটা ধারনা দেওয়া দরকার এই আসল বনাম নকলের খেলা মানে কি সম্পর্কে। একটি মানুষের পারসোনা,ক্যারেকটারের হুবুহু কপি ক্যাট। অনেকটা সিনেমার ডাবল এক্টিং রোলের মতোই। মজার ব্যাপার হলো সিনেমায় কে আসল কে নকল এমন কোন কেচাল বাধে না কিন্তু রেসলিং এ বাধে যার কারনে বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়।
• Undertaker vs Undertaker :
WWE তে এই ইম্পোস্টারের চল ১৯৯৪ সালে হয়েছিল যেখানে আন্ডারটেকার এর হুবুহ নকল হিসেবে WWF/E তে ডেভিউ করেন সেমি রিটায়ার্ড আমেরিকান রেস্লার ব্রায়ান লি। ব্রায়ান লিরঁ বডি শেইপ,উচ্চতা,চেহারা সবকিছুই মার্ক উইলিয়াম ক্যালাওয়ে আকা দি আন্ডারটেকারের সাথে মিল ছিল।স্টোরিলাইনে Million Doller Man যে অরিজিনাল আন্ডারটেকার কে ইন্ট্রোডিউজ করায় ১৯৯০ সালের সারভাইভর সিরিজে। ১৯৯৪ সালের Royel Rumble এ আন্ডারটেকার Yukozuna এর সাথে ক্যাসকেট ম্যাচ হেরে অনেকদিন অফ-স্ক্রিনে থাকেন। মিলিওন ডলার ম্যান ইম্পোস্টার আন্ডারটেকার কে ইন্ট্রোডিউজ করে এবং বলে সে টেকারকে খুজে পেয়েছে,এবং টেকারকে ফিরিয়ে আনতে টাকা দিয়েছে।আন্ডারটেকার এখন Million Doller Corporation এর একজন মেম্বার। ব্রায়ান লি টেকারের ইম্পোস্টারে কয়েকটি ম্যাচ খেলে, পল বেরার ফিরে আসে আর অডিয়েন্স কে আশ্বস্ত করে রিয়েল আন্ডারটেকারকে সে ফিরিয়ে আনবে সামারস্ল্যমেই। অতঃপর সামারস্ল্যাম ১৯৯৪ এ রিয়েল আন্ডারটেকার vs ইম্পোস্টার আন্ডারটেকারের মধ্যে ম্যাচ হয় এবং ম্যাচটি রিয়েল আন্ডারটেকার জয়লাভ করে, ইম্পোস্টার টেকারকে ক্যাস্কেটে বন্ধ করে পাঠিয়ে দেয় রিয়েল টেকার। এরপর অন-স্ক্রিনে ইম্পোস্টার টেকার আরেকটি ম্যাচের জন্য টিজ করলেও WWF অফিশিয়ালি ফিউডটি সামারস্ল্যামেই ইতি ঘটায় আর ব্রায়ান লিও কোম্পানী ত্যাগ করে।
• Kane Vs Imposter Kane :
কেইনের ইম্পোস্টার হিসেবে ২০০৬ সালে লুক গ্যাল্যোস(ক্লাব মেম্বার) WWE তে ডেভিউ করে। এর আগেও কেইনের ইম্পোস্টার করা হয়েছিল সেটা ১৯৯৮ সালে। আর কেইনের ইম্পোস্টার হয়েছিল আন্ডারটেকার নিজেই। হুম। ১৯৯৮ সালে একটি ম্যাচে কেইন ম্যানকাইন্ডের সাথে ম্যাচ খেলে আর জিতে #1 Contender হয় স্টোন কোল্ড কে কনফ্রন্ট করে। ভিন্স,স্টোন কোল্ড মনে করেছিল সেটা কেইন। কিন্তু মাস্ক খোলার পর দেখে আন্ডারটেকার। এরপর কেইনও আন্ডারটেকার সেজে ভিন্সকে অন্ধকারে কনফ্রন্ট করেছিল বদলা হিসেবে। ২০০৬ সালে আবারো ইম্পোস্টার কেইন মাথাচাড়া দিয়ে উঠে। কেইনের অল্ড কস্টিউম পরিধান করে আসে আর কেইনকে বিভিন্ন ম্যাচে,বিভিন্নভাবে ডিস্ট্রাক্ট করতে থাকে। কেইন ক্ষুব্ধ হয়ে ইম্পোস্টারের সাথে ম্যাচ খেলে Vengeance PPV তে আর ম্যাচ জিতার পর ইম্পোস্টার কেইনের মুখোশ খুলে তাকে দরজা দিয়ে ঢাক্কা দিয়ে বের করে দেয়। WWE Universe ইম্পোস্টার কেইনকে দেখেনি। তবে সেটা লুক গ্যালোস ছিল সেটা পরবর্তীতে ক্লেইম করা হয়।
• Sincara vs Sincara :
WWE তে সর্বশেষ ইম্পোস্টার ফিউড এটাই এবং পিজি এরার একমাত্র অরিজিনাল বনাম ইম্পোস্টার ফিউড এটাই। এই ফিউডকে বলা হয় Most Confusing Story Ever হিসেবে। কেন? কেননা কে আসল কে নকল সেটা ধরার বিন্দুমাত্র কোন উপায় ছিল না। কাকতালীয়ভাবে দুইজনেই সেইম ছিল। ইউনিভার্স কাকে আসলে কিংবা কাকে নকল চিহ্নিত করবে? দুইজনেই মাস্কেড। একজন দুই এক ইঞ্চি লম্বা ছিল কিন্তু সেটা চোখে পড়ার মত না। Urive vs Mistico দুইজনেই সিনকারা রিং নেমে wwe তে ডেভিউ করেছে। উরিভ ছিল অরিজিনাল সিনকারা আর Mhstico ছিল ইম্পোস্টার। WWE তাদের মধ্যে ফিউড দেওয়ার আগে দুইজনকেই সিনকারা রিং নেমে ম্যাচ খেলিয়েছে, মজার ব্যাপার হলো আমরা কেউ ই সেটা বুঝিনী। WWE ক্রিয়েটিভ রা ছাড়া কেউ ই এই বিষয়ে অবগত ছিল না।
সবকিছুর পর ক্রিয়েটিভ রা তাদের দুজনের মধ্যে ফিউডের সিদ্ধান্ত নেন আর আসলেই কনফিউজিং এবং মাইন্ড ফাক করা ফিউড ছিল। Mistico স্মাকডাউনের একটি ইভেন্টে ডেনিয়েল ব্রায়ানকে এটাক করে হীল টার্ন করে, এরপরের এপিসোডে Urive রিটার্ন করে আর ইম্পোস্টার সিনকারাকে কনফ্রন্ট করে আর তাদের ফিউড শুরু হয়। WWE তাদের দুইজনকে আলাদাভাবে ইন্ট্রোডিউজ করে Sincara Azul(Blue) Original vs Sincara Negro(Black) Imposter.. তাদের মধ্যে কয়েক দফা ম্যাচ হয়। তারা HIAC ম্যাচেও কম্পিট করে। অক্টোবর ১৬ তারিখের স্মাকডাউনে(মেক্সিকোতে হয়েছিল) Mask vs Mask ম্যাচ হয়। ঐ ম্যাচে সিনকারা আজুল ফেইক নিগ্রো সিনকারাকে হারায় এবং আনমাস্কড করে। এরপর ফেইক সিনকারা Hunico রিং নেমে আবারো রিটার্ন করে আর সিনকারার সাথে আবারো ফিউড গড়ে। তাদের ফিউড অসমাপ্ত ভাবে শেষ হয় SS তে অরিজিনাল সিনকারা রিং ড্রাইভে ইঞ্জুরেড হওয়ার পর।
মোটামুটি এই ছিল আসল নকলের কাহিনী। বর্তমানে রোস্টারে তেমন কেউ নেই যে ইম্পোস্টার ফিউড করা যেতে পারে। ভবিষ্যতে হয়ত একদিন আমরা আবারো মিস্টেরি থ্রিলিং ইম্পোস্টার ফিউড দেখতে পাব।
• লেখক ঃ Mohammad Shagor Islam