Survivor Series। WWE এর যে চারটি মেজর পে-পার-ভিউ আছে তার মধ্যে বছরের চতুর্থ এবং সর্বশেষ পে-পার-ভিউ এটি। Survivor Series মূলত এর Traditional Tag Team Elimination Match গুলোর জন্যই বিখ্যাত। এবারের Survivor Series এরকম দুটি ম্যাচ থাকছে। একটা মহিলাদের আরেকটা পুরুষদের। আজকে Men's Traditional Tag Team Elimination Match এ কোন দল জিততে পারে সে ব্যাপারে আলোচনা করা হবে।
এবারের Survivor Series এর ম্যাচকার্ডে বেশ কয়েকবারই পরিবর্তন আনা হয়েছে। এবং এবারের Raw আর Smackdown দুই টিমই খুবই স্ট্রং হয়েছে। Team Raw এ রয়েছে তিনজন ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন: Kurt Angle, Triple H ও Finn Balor। এবং রয়েছে দুইজন ডমিনেটিং মনস্টার: Braun Strowman ও Samoa Joe। অন্যদিকে Team Smackdown এ রয়েছে দুইজন ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন: Randy Orton ও John Cena। এছাড়াও রয়েছে তাদের ব্র্যান্ডের কমিশনার Shane Mcmahon এবং দুইজন ফর্মার NXT চ্যাম্পিয়ন: Shinsuke Nakamura ও Bobby Roode, যারা কিনা ইদানীং খুব ভালো ফর্মে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ম্যাচটা কত জমজমাট হবে। তাহলে দেখে নেওয়া যাক যে কোন ব্র্যান্ড এ ম্যাচটা জিততে পারে।
• TEAM RAW:
Raw এর সাপোর্টারদের জন্য দুঃখজনক হলেও সত্য যে Team Raw এর এ ম্যাচটাতে হারার সম্ভাবনাই বেশি। কারণ তাদের দলে আছে Samoa Joe ও Finn Balor, যারা একে-অপরের চোখের বালি। আর তাদের মধ্যকার শত্রুতা সেই NXT থেকেই বিদ্যমান। হয়তো তাদের মধ্যে ম্যাচ চলাকালীন কোন কারণে কথা কাটাকাটি হবে এবং তার সুত্রপাত ধরে Joe, Finn কে মেরে এলিমিনেট করতে সাহায্য করবে। আর তাদের মধ্যে সামনে ফিউড শুরু হতে পারে।
এছাড়াও Team Raw এর পরাজয়ের পেছনে আরেকজনের অনেক বড় হাত থাকতে পারে। সে হচ্ছে Kurt Angle এর পুত্র Jason Jordan! তাকে Survivor Series টিম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এ ক্ষোভে সে ম্যাচটির শেষেরদিকে ইন্টারফেয়ার করে Team Raw কে হারিয়ে দিতে পারে। ফলে Kurt এর চাকরি যাবে এবং বাপ-বেটার মধ্যে একটা ছোটখাটো ফিউডও শুরু হতে পারে।
তারপরেও বলা যায় না। হয়তো শেষমেষ Team Raw ই জিতল।
• TEAM SMACKDOWN:
Smackdown এর সাপোর্টারদের জন্য সুখবর হচ্ছে, এ ম্যাচটিতে Team Smackdown এর জেতার সম্ভাবনা বেশি। কারণগুলা উপরেই বলা আছে। Raw এর টিম Smackdown এর চেয়ে শক্তিশালী হলেও তাদের মধ্যে একতা নেই। তারা নিজেরাই একে-অপরের সাথে মারামারি করে একে-অপরকে এলিমিনেট করে ফেলবে। আর এ সুযোগের সদ্বব্যাবহার করে Team Raw এর কাছ থেকে Team Smackdown জয় ছিনিয়ে নিয়ে নিবে।
কিন্তু এমনটা না ও হতে পারে। কারণ ম্যাচটিতে Sami Zayn ও Kevin Owens এর ইন্টারফেয়ার করার সম্ভাবনাও কম নয়। হয়তোবা তাদের কারণে Team Smackdown হেরে গেল।
তো এই ছিল এ ম্যাচটি কোন দল জিততে পারে সে ব্যাপারে আমার ব্যাক্তিগত মতামত। তবে যেই জিতুক না কেন, ম্যাচটি কিন্তু Awesome হবে! 😀
• লেখক ঃ Sabbir Rahman Leon