সারভাইভার সিরিজ হল WWE এর মেজর চারটি পিপিভির মধ্যে একটি। এটি সেই পিপিভিগুলোর একটি যেখানে RAW & SDLive এর সুপারস্টাররা একত্রে একই রিংয়ে পারফর্ম করে। সবচেয়ে বড় কথা হল একই রিংয়ে দুই ব্র্যান্ডের সুপারস্টাররা নিজেদের ব্র্যান্ডকে সেরা প্রমাণের উদ্দেশ্যে পারফর্ম করা সারভাইভার সিরিজ ছাড়া অন্য কোনো পিপিভিতে দেখা মেলা ভার। তাই বরাবরি এই পিপিভির প্রতি দর্শকদের অন্যরকম একটা আকর্ষণ কাজ করে 😁
সারভাইভার সিরিজ দরজায় কড়া নাড়ছে এমতাবস্থায় দ্যা শিল্ডের অন্যতম পাওয়ারহাউজ রোমান রেইন্স অসুস্থতার জন্য গত কয়েকটি RAW মিস করেছে এবং খুব সম্ভবত এই অসুস্থতার জন্যই তাকে নিয়ে ক্রিয়েটিভ প্যানেলের প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, ফলশ্রুতিতে এখন পর্যন্ত সারভাইভার সিরিজে তার জন্যে কোনো ম্যাচই কনফার্ম/ঘোষণা করা হয়নি।
যেখানে এমনও গুঞ্জন শোনা যাচ্ছিল যে, রোমান রেইন্সকে Team RAW এর ক্যাপ্টেন করা হতে পারে সেখানে Team RAW তে তো তার জায়গা হয়-ই নি বরঞ্চ আরো বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সে! একেই বলে ভাগ্যের মারপ্যাঁচ।
অন্যদিকে এসপ্তাহের RAW এর মেইন ইভেন্টে শেমাস & সিজারো মুখোমুখি হয় ডিন অ্যাম্ব্রোস & সেথ রলিন্সের, RAW ট্যাগটিম চ্যাম্পিয়নশিপের জন্য। ম্যাচটির এক মুহূর্তে এরিনায় আসে দ্যা নিউ ডে। এতে করে রিংয়ে একা থাকা রলিন্স ডিস্ট্র্যাক্ট হয় এবং সেই সুযোগটাই কাজে লাগায় শেমাস এবং রলিন্সকে ব্রগ কিক হিট করে নতুন ট্যাগটিম চ্যাম্পিয়ন হয় শেমাস & সিজারো। ফলে সারভাইভার সিরিজে ডিন & রলিন্সের অবস্থাও রোমানের মত সংকটপূর্ণ হয়ে গেছে। কারণ এত এত চ্যাম্পিয়নদের টেক্কা দিয়ে সারভাইভার সিরিজের মত একটি পিপিভির ম্যাচকার্ডে জায়গা করে নেয়া বেশ কঠিন একটি কাজ। হাতে চ্যাম্পিয়নশিপ না থাকলে এই পিপিভিতে ম্যাচ পাওয়া দুষ্কর ব্যাপার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি তাই? আসলেই কি রোমান, সেথ, ডিনদের ছাড়াই সারভাইভার সিরিজ অনুষ্ঠিত হবে? অবশ্যই না। তাহলে তাদের জন্য ঠিক কিরকম প্ল্যান করতে পারে ক্রিয়েটিভ প্যানেল সেটাই আমার আজকের পোস্টের আলোচ্য বিষয়। পূর্বের ঘটনাবলী নিয়ে অনেক ঘাটাঘাটি হল, এবারে মূল অংশে আসা যাক! শুরুতেই বলছি, যা লিখতে যাচ্ছি সম্পূর্ণ নিজস্ব ধারণা ও অভিজ্ঞতা থেকে, অন্য কোনো সোর্স থেকে নয়। তাই আমার মতের সাথে আপনাদের মতের মিল নাই থাকতে পারে। আফটারঅল আমরা সবাই ভিন্ন ভিন্ন মানুষ, তাই মতের ভিন্নতা স্বাভাবিক :)
রোমান রেইন্স, ডিন অ্যাম্ব্রোস এবং সেথ রলিন্স - নিঃসন্দেহে এরা হল WWE এর টপ ৩ সুপারস্টার। WWE এর কর্ণধার, WWE এর ভবিষ্যত এরা। স্পেশালি রোমান রেইন্স। তাই তাদেরকে ব্যতিরেকে সারভাইভার সিরিজ অনুষ্ঠিত হওয়া একেবারে ইম্পসিবল। সুতরাং কিছু প্ল্যান নিশ্চয় করে রাখা হয়েছে তাদের জন্য। তবে কথা হচ্ছে, সারভাইভার সিরিজে তাদের অপোনেন্ট কে হতে পারে?
আমরা সবাই জানি যে, নেক্সট উইকে রোমান রেইন্স রিটার্ন করবে এবং রিটার্নের পর তার কোনো ফিউডও নেই। অন্যদিকে, স্পেসিফিক্যালি বলতে গেলে দ্যা নিউ ডে এর জন্যেই রলিন্স & ডিন তাদের ট্যাগটিম টাইটেল হারিয়েছে।
আর দ্যা নিউ ডে এবং দ্যা শিল্ড - এই দুই টিমেরই কোনো ম্যাচ নেই আসন্ন সারভাইভার সিরিজে। তাই সমীকরণ এখন এমন দাঁড়িয়েছে যে চোখ বন্ধ করে অনুমান করা যায়, সারভাইভার সিরিজে দ্যা শিল্ডের অপোনেন্ট দ্যা নিউ ডে-ই হচ্ছে।
এবারে মনে প্রশ্ন জাগতে পারে, সুস্থ হবার পরেও রোমানকে কেন সারভাইভার সিরিজের ৫-অন-৫ ট্র্যাডিশনাল এলিমিনেশন ম্যাচে অন্তর্ভুক্ত করা হলো না?
আর আচমকাই বা কেন রলিন্স & ডিনের থেকে তাদের ট্যাগ টিম টাইটেল কেড়ে নেয়া হল? এর উত্তরটা খুবই সিম্পল।
আমাদের এটা ভুললে চলবে না যে, শিল্ড রিইউনিয়ন ছিল ক্রিয়েটিভ প্যানেলের শর্ট টার্ম অর্থাৎ ক্ষণস্থায়ী একটি প্ল্যান। একত্রে থেকে তারা কেউই প্রয়োজনীয় মোমেন্টাম অর্জন করতে পারবে না। তাই দীর্ঘ সময় তাদেরকে একত্র রাখা হবে না এটা অনুমেয়ই বটে। কিন্তু রিইউনিয়ন হবার পর রোমান অসুস্থ হবার কারণে তারা একত্রে একই রিংয়ে অর্থাৎ টিএলসিতে পারফর্ম করার সুযোগই পায়নি। স্বভাবতই তাহলে শিল্ড রিইউনিয়নের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়। তাই তাদেরকে একত্রে একই রিংয়ে পারফর্ম করানোটা জরুরি হয়ে দাঁড়ায়। এই জন্য রোমানকে উক্ত ৫-অন-৫ ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়নি এবং সেথ ও ডিনের থেকে আচমকা টাইটেল কেড়ে নেয়া হয়েছে এবং সারভাইভার সিরিজকে সেই প্লাটফর্ম হিসেবে নির্ধারণ করা হয়েছে যেখানে তারা একত্রে একই রিংয়ে পারফর্ম করতে পারে।
আসলে ক্রিয়েটিভ প্যানেল এখানে নিশ্চয় কিছু বিপত্তির সম্মুখীন হয়েছিল। একদিকে যেমন তাদের ৩ জনকেই সারভাইভার সিরিজ ট্র্যাডিশনাল ম্যাচে অন্তর্ভুক্ত করা সম্ভব ছিল না তেমনি সারভাইভার সিরিজে তাদেরকে কোনো ম্যাচ না দেয়াও প্রশংসনীয় ব্যাপার নয়। এরকমই বিপরীতমুখী পরিস্থিতির মধ্য থেকে উত্তরণের জন্য ক্রিয়েটিভ প্যানেল খুব সম্ভবত নিউ ডে কে দ্যা শিল্ডের অপোনেন্ট হিসেবে চুজ করেছে।
সর্বশেষে একটি প্রশ্ন উঠতে পারে যে, নিউ ডে এর মত জোকার একটি টিম কিভাবে দ্যা শিল্ডের মত ডেস্ট্রাক্টিভ একটি টিমের অপোনেন্ট হতে পারে? বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত?
এর উত্তরে আমি জাস্ট এতটুকুই বলব যে, যারা যারা নিউ ডে এর সামর্থ্য কিংবা স্কিল কিংবা হার্ডকোরনেস নিয়ে ন্যূনতম সন্দেহ পোষণ করছেন তারা যত দ্রুত সম্ভব ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে দ্যা উসোসদের সাথে হওয়া তাদের লাস্ট কয়েকটি ম্যাচ দেখে নিবেন। ইনশাআল্লাহ সন্দেহ দূর হয়ে যাবে। আর এই ম্যাচটি সারভাইভার সিরিজে অনুষ্ঠিত হলে আমি গ্যারান্টি দিচ্ছি নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ হবে এটি! ম্যাচের বুকিং হবে A+ ক্যাটাগরির। আর একটি ভাল রেটিংসম্পন্ন ম্যাচ উপহার দেবার মত পূর্ণ সামর্থ্য তাদের সবারই আছে। So, Just Wait and Watch। It may steal The Show Man 👌 😎
• লেখক ঃ Ratul Islam Antor