সামনেই আসছে বছরের অন্যতম বড় পিপিভি Survivor Series এবারের SS টা আগেরবারের থেকে অনেক আলাদা হবে এটা আগে থেকেই বোঝা গেছে। এবারের ম্যাচকার্ড গুলোও আগের বারের তুলনায় বেশ ভালো।
প্রতিবারের মতো 5 on 5 traditional Raw vs SDL এর ম্যাচের পাশাপাশি এইবারেও কিছু অসাধারণ ম্যাচেস দেখতে পাবে রেসলিং ফ্যানরা। তবে যে ম্যাচটার জন্য কারোর আর অপেক্ষার বাধ মানে না সেটা হলো The Phenomenal One AJ Styles vs The Beast Brock Lesnar (champ vs champ non-title match) এই ম্যাচটা এবারের SS এর মূল আকর্ষণ। যদিও অন্যান্য ম্যাচকার্ডগুলোও অস্থির, কিন্তু সবার নজরই থাকবে এই ড্রিম ম্যাচটার ওপর।
ম্যাচটাকে ঘিরে কোনো রেসলিং ফ্যানেরই আগ্রহ আর উৎকন্ঠার কমতি নেই, আর আজকে আমি এই ম্যাচকে নিয়েই 5 টি ইন্টারেস্টিং পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এই ম্যাচটাকে নিয়ে 5 টি phenomenal stats জেনে আসা যাক। :)
Here it is :-
1) AJ Styles গেলো সপ্তাহের SD তে Jinder Mahal কে হারিয়ে ২য় বার WWE Champion হবার মাধ্যমে একটি রেকর্ড গড়ে ফেলেন! তিনি হলেন WWE এর ইতিহাসের 6th রেসলার যে কিনা কোম্পানিতে সাইন করার প্রথম দু'বছরে দুইবার Wwe Champion হবার তকমা অর্জন করেন! (congo man!👏)
উল্লেখ্য যে, এই তালিকায় Brock Lesnar ও আছেন!
2) এবারের Survivor Series এ Brock Lesnar এর UV টাইটেল reign পৌছাবে ২৩১ দিনে, যা এই টাইটেলের সংক্ষিপ্ত ইতিহাসে সর্বোচ্চ! শুধু তাই নয়, এটি হবে CM Punk এর ৪৩৪ দিনের টাইটেল রানের পর WWE এর যেকোনো টাইটেলের ২য় highest reign!
এর ফলে Brock Lesnar লাস্ট ১০ বছরের সর্বোচ্চ ৩টি টাইটেল রানের ২টির অধিকারী হবেন! (money maker বলে কথা!)
3) Survivor Series হলো বছরের ৪টি বড় ppv গুলোর একটা, কিন্তু সবচেয়ে মজার আর বিস্ময়কর বিষয় হলো Brock Lesnar এই ইভেন্টাতে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেননি!
তিনি সর্বপ্রথম ২০০২ সালে এই ppv তে ম্যাচ খেলেন। যেখানে তিনি Big Show এর কাছে তার তখনকার Wwe Championship Title হারান। বলাবাহুল্য যে এই ম্যাচটাতেই Brock Lesnar তার ক্যারিয়ারের সর্বপ্রথম পিনফলের ধারা ম্যাচ হারার তিক্ত স্বাদ গ্রহন করেন! (you did it Big Show 😉)
4) যেহেতু Brock Lesnar এই ইভেন্টাতে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তাই যদি AJ Styles তাকে হারাতে পারে তাহলে তিনি (AJ) হবেন ইতিহাসের ২য় সুপারস্টার যে কিনা Lesnar কে তার প্রথম encounter এই হারাতে সক্ষম হয়েছে।
বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আরেকটা উদাহরণ দিলে, Goldberg হলেন একমাত্র সুপারস্টার যে কিনা Brock Lesnar কে তাদের প্রথম মুখোমুখি ম্যাচেই হারাতে পেরেছেন (Wrestlemania 20)। এর আগে ও পরে এখন পর্যন্ত কোনো রেসলারই এই কৃতিত্ব গড়তে পারেননি। তাই AJ Styles এর হাতে সেই সুযোগ রয়েছে Lesnar কে হারিয়ে ইতিহাসের ২য় রেসলার হিসাবে এই কৃর্তি গড়ার।
5) সবকিছুই যখন AJ এর পক্ষে তখন একটা স্টাটিক Lesnar এর পক্ষপাতিতা করছে আর সেটা হলো, Lesnar 2012 সালে WWE তে রিটার্ন করার পর থেকে এখন পর্যন্ত এমন ৭টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি তার প্রতিপক্ষের সাথে প্রথমবার মুখোমুখি হয়েছেন। first ever encounter যেটাকে বলে আরকি। তো সেই ৭ টি ম্যাচেই Lesnar তার অপোজিটকে সুপ্লেক্স সিটির টিকিট ধরিয়ে দিয়েছেন! that means 7-0! ( AJ be ready, you could be next one! 8-0)🙈
তো বোঝাই যাচ্ছে Brock vs AJ ম্যাচটি নন টাইটেল হলেও ম্যাচশেষে আমরা অসাধারন কিছু দেখতে চলেছি! ম্যাচে যেই জিতুকনা কেনো ইতিহাসের প্রত্যক্ষকারী হওয়া থেকে আমাদেরকে কেউই আটকাতে পারবে না! হয় AJ জিতে Goldberg এর পরে তার নাম বসাবে, নাহয় Brock জিতে তার ক্যারিয়ারের প্রথম Survivor Series ম্যাচ জয়ের স্বাদ পাবে! either way we'll be witnessing history!
কিন্তু ম্যাচটিতে কে জিতবে সেটা প্রেডিক্ট করা খুবই টাফ, তাই সেটা জানার জন্য আমাদের Survivor Series পর্যন্ত অপেক্ষা করতে হবে। :)
so let's wait until SS31
পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ! :)
• লেখক ঃ Anik Siddique