• Dance রিয়েলিটি শো Dancing with the Stars থেকে বাদ পড়লেন Nikki Bella.
• WWE Official করেছে যে Raw এর ২৫ তম বার্ষিকীতে অর্থাৎ -২২ জানুয়ারি এর Raw এর এপিসোডে উপস্থিত থাকবেন The Undertaker, Shawn Michaels, Kavin Nash, Randy Orton, AJ Styles, Jinder Mahal এবং Mick Foley, Bret Hart, Rick Flayer😍, অর্থাৎ, The Undertaker, Kevin Nash, Shawn Michaels এর পাশাপাশি আরও আসবেন Ric Flair, Mick Foley, Bret Hart.
• আজ RAW এর কিক অফ সেগমেন্টে প্রায় ৭ মাস পর রিটার্ন করলো স্টেফেনী মিকম্যান। আর রিটার্ন করেই সে কার্ট অ্যাঙ্গেলকে Team RAW এর ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে। এবং শর্ত জুড়ে দেয় যে, সারভাইভার সিরিজে কার্ট তার ব্র্যান্ডকে জিতাতে না পারলে তাকে জেনারেল ম্যানেজার পদ থেকে বরখাস্ত করা হবে।
• PWInsider এর রিপোর্ট অনুসারে Survivor Series এ টিম SmackDown এর হয়ে রেসলিং করবে Shane McMahon এবং এরই সাথে সে SmackDown টিমকে নেতৃত্ব দিবে।
• Rumour অনুযায়ী আসন্ন Survivor Series PPV তে 5 on 5 Survivor Series Traditional Tag Team Match এ Team Raw এর পক্ষ থেকে Leader হিসেবে Kurt Angle এর পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন Roman Reigns, Finn Balor, Samoa Joe, Braun Strowman!!
• অন্যদিকে, Team Smackdown এর হয়ে লড়বেন Shane Mcmahon, Aj Styles, Shinsuke Nakamura, Bobby Roode এবং Randy Orton!! সঙ্গত কারণেই Team Smackdown এর Leader হিসেবে Shane কে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশী।
• Rockstar Spud কে আর Impact এ দেখা যাবে না। তিনি রিলিজড। অন্যদিকে, PWInsider এর রিপোর্ট অনুসারে WWE তাদের Cruiserweight ডিভিশনের জন্য সাবেক TNA স্টার Rockstar Spud এর প্রতি আগ্রহ দেখাচ্ছে।
• The Rock বলেছেন তিনি যদি আবার রেসলিং শুরু করেন তবে তিনি -
→ Triple H
→Brock Lesnar
→Roman Reigns
এই তিনজনকে opponent হিসেবে পেতে চাইবেন।
— Finn Bálor (@FinnBalor) October 31, 2017• Gallows and Anderson কে সম্ভবত রিলিজ দিয়ে দিচ্ছে WWE। Finn তার পোস্টটিতে এ ধরনের কিছুই ইঙ্গিত দিচ্ছেন। তাছাড়া, ক্লাবের এই দুইজন মেম্বার রিলিজের আগের ম্যাচটিতে তাদেরকে হাস্যকর এক গিমিকে উপস্থিত করানো হয়। তাদের সোস্যাল মিডিয়ার একাউন্ট/ পেইজ গুলো থেকে WWE এর সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। তবে, পার্সোনালি আশা করছি.... Finn এবং Aj জলদি টিম আপ করবে। ইতোমধ্যে WWE তে তাদের সিগনেচার পোজ ও একবার একসাথে দেওয়া হয়ে গেছে। এখন শুধু পালা অপেক্ষার।
• রেসেলমেনিয়া ৩৪ এর জন্য WWE ক্রিস জেরিকো Vs কেনি ওমেগা ম্যাচ করাতে চাইছে।
• Rumour উঠেছে WWE হয়তোবা Curtis Axel কেও এই সপ্তাহে রিলিজ দিতে পারে।
• আজকের Raw তে "The Monster Among Men" Braun Strowman রিটার্ন করেছেন। Mistourage রা চলে যেতে থাকে গাড়ি করে ঠিক তখন ব্যাক করে Brown Stroman এসে ফুল Miztourage কে ধংস কিরে দিয়ে যাই...।
• অাজকের Raw তে অন্ধকারে Daniel Bryan কে অাক্রমণ করেছিল Kane. পরে ব্রাইয়েনের কিছু মেডিকেল টেস্ট করা হয়। এতে জানা যায় যে, তার গুরুতর কোনো সমস্যা হয় নি। অপরদিকে অাজকে SmackDown কমিশনার Shane McMahon জানিয়েছেন যে, Daniel Bryan কে অাক্রমণ করার ফল ভোগ করবে Raw. অার সেটি অারো মারাত্মক হবে।
• Happy and safe Halloween :) 👻👻🎃🎃 Kenny Omega & Marty Scurll 😂
• লেখক ঃ আরিয়ান রেহান, MD Jibran Hossain, Tasnim Wasith, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Ratul Islam Antor, Asraf Shuvo, Mohammad Hridoy Hasan।অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন।