• Recently wrestling observer-এর এক এপিসোডে Dave Meltzer বলেছেন যে John Cena-র WWE career বাঁচিয়েছেন Stephanie McMahon.
রেসলিং বিশ্লেষক Meltzer বলেছেন যে জন সিনাকে তার অভিষেকের কিছুদিনের মধ্যেই release করে দিতে চেয়েছিলো WWE. ফলে Cena-এর বদলে Batista হতেন WWE-এর top face. উল্লেখ্য যে OVW-তে স্বল্প সময় রেসলিং করেই main roster-এ আসেন Cena. Dave-এর মতে John Cena-র in ring ability পছন্দ করেন Stephanie McMahon. যার কারণে WWE থেকে তাকে release করা হয় নি। Cena সবাইকে মুগ্ধ করেন এবং Batista-কে টপকে হয় যান WWE-এর Franchise.
• PWInsider তাদের রিপোর্টে নিশ্চিত করেছে যে এই সপ্তাহের RAW-তে রিটার্ন করতে করতে যাচ্ছে Paige.শোনা যাচ্ছে Paige আসন্ন Survivor Series এ RAW-এর Women's টিমের শেষ সদস্য হতে যাচ্ছে।
• Dave Meltzer জানিয়েছে Wrestle Kingdom 12-তে Kenny Omega'র সাথে ম্যাচের পর WWE-তে রিটার্ন করবে Chris Jericho. WWE চাইছে Jericho কে "RAW 25th Anniversary" এর আগে কোম্পানিতে ফিরিয়ে আনতে।
• আগামী জানুয়ারি ২২ তারিখে অনুষ্টিত হতে যাওয়া Raw এর ২৫তম বার্ষিকী তে রিটার্ন করতে পারেন Goldberg ও Hulk Hogan!! উল্লেখ্য যে, Raw এর ২৫তম বার্ষিকী তে উপস্থিত থাকবেন The Undertaker, Shawn Michaels, Kevin Nash এর মতন লেজেন্ড রা। রুমর আছে যে, তাদের সাথে জয়েন করতে পারেন Goldberg ও Hogan.. 😊😊
• Dave Meltzer এই বিষয়ে বলেন, SmackDown এর Halloween এপিসোডের lower viewership এবং Survivor Series এর ম্যাচ নিয়ে সবার low interest এর কারনে Vince McMahon তার প্ল্যান চেঞ্জ করেন।
Meltzer আরো ধারণা করেন যে, হয়ত Mahal তার WWE Championship Title আবারও জিততে যাচ্ছে Survivor Series এর পরে। যদি company-র Mahal কে আবার চ্যাম্পিয়ন করার প্ল্যান থাকে, তাহলে সেটা হবে December এ তাদের India tour এর আগে।
আবার Bryan Alvarez বলেন যে, এমনও হতে পারে যে Mahal চ্যালেঞ্জ করবে Styles কে যখন তারা India তে পৌছাবে এবং তখন টাইটেল আবার জিতবে। এটা প্রথম বার হবেনা যেখানে WWE টাইটেল হাতবদল করাবে কোনো লাইভ ইভেন্টে।
• জন সিনার সম্মানার্থে তার হোমটাউন Massachusetts এ তার Statue(মূর্তি) নির্মিত করা হবে 👌👌
• Impact Wrestling-এ ১৫ বছররের জার্নির সমাপ্তি ঘটালেন James Storm..!!! 😖আজকে টুইটারে সে Impact Wrestling-এর থেকে তার বিদায়ের ঘোষণা দিয়েছে।
• যতদূর জানা যাই Wrestlemania তে Joe, John Cena এর সাথে ম্যাচ খেলার ইচ্ছা পোষন করেন। তাদের ম্যাচের বিল্ডঅাপ এর আগের হতে চলেছিল আগস্ট মাসে কিন্তু ইঞ্জুরি তে Joe কে ছিটকে ফেলে দেয়। এর আগে Joe John Cena কে এট্যাক করেন কিন্তু তাদের ম্যাচ টা হয়ে উঠে না তাদের ম্যাচ ফিক্স করা হয়েছে ডিসেম্বরে এক WWE MSG Show তে Joe Vs John Cena এবং ম্যাচ টি হয়েছে Officially Set করা হয়েছে। আর এইবার Surviver Series এ Joe এর সাথে John Cena এর ম্যাচ এর বিল্ড আপ ৭০% সিয়র হয়ে যাবে। তার কারন Joe WWE তে আশার পর মেজর কোন পুশ পাই নি expressionless emoticon তাকে অনেকেই চিনে না যে সে কত টা স্কিল ফুল রেস্লার John Cena এর সাথে ম্যাচ হলে তাকে অনেকেই চিনবে
• Did You Know? : The Viper "Randy Orton" Has The Most Eliminations Record In Traditional Survivor Series Match(Till Now 14 Eliminations) 👌👌
সার্ভাইভর সিরিজের ট্র্যাডিশনাল 5 On 5 এলিমিনেশন ম্যাচে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশনের রেকর্ড Randy Orton এর!! এ পর্যন্ত তিনি মোট ১৪ জন কে এলিমিনেট করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। এছাড়াও, ১২ টি এলিমিনেশন রেকর্ড নিয়ে তালিকার ২য় ও ৩য় স্থানে আছেন যথাক্রমে Shawn Michaels ও Big Show.. ✌
(অরটনের সারভাইবর সিরিজের রেকর্ডসমূহ দেখুন।)
(অরটনের সারভাইবর সিরিজের রেকর্ডসমূহ দেখুন।)
• WWE'র সবচেয়ে পুরানো টুর্নামেন্ট King of The Ring সামনের বছর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে! 😮 সর্বশেষ এ টুর্নামেন্টের বিজয়ী হয়েছিলেন Wade Barrett!
• PWInsider.com নিশ্চিত করেছে Roman Reigns রিঙে ফিরতে প্রস্তুত। বর্তমান প্ল্যান অনুযায়ী এই সপ্তাহের RAW-তে রিটার্ন করবে Reigns
উল্লেখ্য, Survivor Series এ 6-Man Tag Team ম্যাচে The Shield মুখোমুখি হবে The New Day'র।
• Twitter-এ SD Live দলের সদস্য হওয়ার জন্য John Cena-কে অভিনন্দন জানান Rusev.Congrats to my friend John Cena who qualified for the survivor series fair and square...... go get them TIGER— Rusev (@RusevBUL) November 8, 2017
• গতকাল সাবেক WWE সুপারস্টার Billy Gunn'র ৫৪তম জন্মদিন ছিল।
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, আমির হামজা সালমান, আরিয়ান রেহান, Shuvrato Bhattacharjee, Fahad Kamalসমস্ত নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।