• PWInsider এর রিপোর্ট অনুসারে এই সপ্তাহের Smackdown Live এ উপস্থিত হতে যাচ্ছে The Shield. শোনা যাচ্ছে এই শো'তে RAW-এর সুপারস্টাররাও আক্রমণ করবে Smackdown এর সুপারস্টারদের।
• WWE'র ইন্ডিয়া ট্যুরে Jinder Mahal কে একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করেছে Triple H এবং Jinder Mahal ও তা গ্রহণ করেছে। শোনা যাচ্ছে Jinder কে সামনে আবারো WWE চ্যাম্পিয়ন বানানোর সম্ভাবনা কম। On December 9th 2017 In New Delhi, তিনি জিন্দার মহলের মুখোমুখি হবেন। নীচে ট্রিপল এইচের করা ট্যুইটটি দেওয়া হল-
— Triple H (@TripleH) November 12, 2017
• PWInsider রিপোর্ট করেছে যে, Paige কে এই সপ্তাহের WWE প্রোগ্রামিংয়ের জন্য শিডিউলড করা হয়েছে তার রিটার্ন করানোর জন্য। যেখানে প্রথমে প্ল্যান করা হয়েছিল যে Paige কে SmackDown Live ব্রান্ডে পাঠানো হবে, এখন দেখা যাচ্ছে সে Raw তেই থাকবে।
আরো কথা চলছে তাকে Survivor Series এ মেয়েদের Team Raw তে যোগ করার জন্য। যদিও Bayley vs. Mickie James vs. Dana Brooke ম্যাচ ঠিক করা হয়ে গেছে ফাইনার স্পটে কে থাকবে সেটা ঠিক করার জন্য, পসিবল যে Paige কে ম্যাচটিতে যোগ করে সেটাকে fatal 4-way করা হবে।
• Ronda Rousey গতকাল NXT লাইভ ইভেন্ট চলাকালীন ব্যাকস্টেজে উপস্থিত ছিলেন ৷ আশা করছি খুব শিঘ্রই WWE তে ডেবিউ করবে 😊😊
• Finn Balor জানিয়েছেন, Wrestlemania 34 এর জন্য তার Dream Opponent হলো : The Undertaker, HHH, Aj Styles!🙃
• আজ রোমান এবং তার কন্যা Georgia Tech game এ উপস্থিত ছিলেন।
• সম্প্রতি Daniel Bryan Roman Reigns কে নিয়ে তার প্রতিক্রিয়া সামনে রাখেন। Es-এর এক Interview-এ Bryan জানান, Roman Reigns WWE-এর Next John Cena হতে চলেছেন।
Bryan Interview-এ বলেন, তিনি Vince থেকে অনেক আগেই জানতে পান Roman ফিউচারে WWE-এর অন্যতম Top Superstar হবে। Bryan-এর আশা ছিল, তিনি John Cena-এর মতো Superstar হবেন। কিন্তু তার Injury-এর কারণে তা সম্ভব হয়নি। Bryan চান, Roman যেন John-এর মতো একজন Superstar হয়ে দাড়াতে পারে।
• Enzo Amore খুশি নন India Tour নিয়ে।😐
• Believe It Or Not অনেকের মতে, সার্ভাইবার সিরিজে এজে স্টাইলস জিততে পারে By AnyHow!😷
• Rock সম্প্রতি একটি শোল্ডার ইঞ্জুরিতে ভুগছেন।
• Dave Meltzer এর মতে, Roman Reigns Is Not The Guy।🙃 (বিস্তারিত দেখতে ক্লিক করুন)
• Former WWE Writer Vince Russo এর মতে, জিন্ডার মহলের কাছ থেকে টাইটেলটি নিয়ে WWE একটা বড় ভুল করেছে।😑
প্রতি বছরের মতো, এ বছরও বের হয়েছে Top 10 Highest Paid Wrestlers এর নাম, দেখি কে কত নম্বর এ -
10) - Kevin owens
$1.6 Million ( প্রায় ১৪.৯৬ কোটি )
9) - Randy Orton
$1.9 Million (প্রায় ১৫.৫০ কোটি)
8) - Seth Rollins & The Undertaker
$2.0 Million (প্রায় ১৬.২০ কোটি)
7) - Shane McMahon
$2.2 Million (প্রায় ১৭.৮০ কোটি)
6) - AJ Styles
$2.4 Million (প্রায় ১৯.৫০ কোটি)
5) - Dean Ambrose
$2.7 Million (প্রায় ২২ কোটি)
4) - Roman Reigns
$3.5 Million (প্রায় ২৯ কোটি)
3) - Triple H
$3.8 Million (প্রায় ৩১ কোটি)
2) - John Cena
$8 Million (প্রায় ৬৫ কোটি)
1) - Brock Lesnar
$12 Million (প্রায় ১০০ কোটি)
সব মিলিয়ে হয় ৩১০+ কোটি...
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Abraham Khan, আল মোবিন শান্ত, আরিয়ান রেহান, Taksinur Radi, Maria Hussain, Rîçhärd Cólsøñ Ñerõ।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।