ভারতের একটি লাইভ ইভেন্ট ক্যান্সেল : আজ আমরা কথা বলব WWE India Live Event কে নিয়ে। যেমনটি আমরা জানতাম, WWE India তে ৮ এবং ৯ তারিখ ডিসেম্বর মাসে দুইটি Live Event করতে চলেছিল। কিন্তু দুর্ভাগ্য ভাবে দুইটি থেকে একটি Live Event Cancel হয়ে গেছে। তাই এখন শুধু ৯ তারিখ একটি Super Live Event অনুষ্ঠিত হতে হবে।

Report অনুযায়ী জানা গেছে, Low টিকেট বিক্রি হওয়ার কারণে WWE এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন ম্যাচকার্ড নিম্নরূপ -
  1. Triple H vs Jinder Mahal
  2. The Shield vs Samoa Joe, Sheamus and Cesaro
  3. Braun Strowman vs Kane
  4. Finn Balor vs Bray Wyatt
  5. RAW Women’s Champion Alexa Bliss vs Sasha Banks
  6. Jason Jordan vs Elias
  7. Cruiserweight Champion Enzo Amore vs Kalisto
  8. Apollo Crews and Titus O’Neil vs Gallows and Anderson
  9. Jeet Rama and Kishan Rafter vs The Miztourage

• Jason Jordan এর পরিবর্তে Team RAW এর শেষ সদস্য হিসেবে যোগ দিলো Triple H। Jason Jordan কে Replace করে Survivors Series এর ৫ম ব্যক্তি হিসেবে থাকছেন Triple H, শেষে Jordan কে Pedigree দেয় HHHএবারের SS হবে One of greatest SS Of All Time।


• Vince McMahon Makes Late Changes to tonight’s WWE Monday Night Raw : - 

ভিন্স মিকম্যান সাধারণত ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন না। তবে আজ তিনি তাদের অর্থাৎ ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন । যেকারনে স্ক্রিপ্ট রাইটারদের স্ক্রিপ্ট রিরাইট করতে হয়। আর এর ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। 

PWInside রিপোর্টের মতানুযায়ী, আজকের Six-Man Tag Team ম্যাচটির শিডিউল এভাবে করা হয়েছিল যে, Miz TV Segment চলাকালীন সময়ে শিল্ডের উপস্থিতি হবে এবং তখন ম্যাচটি এনাউন্স করা হবে। তবে তা না করে ম্যাচটি সম্পর্কে আগেই টুইটারে জানানো হয়।

তাছাড়া, এটি ছিল সার্ভাইবার সিরিজের আগে সর্বশেষ Raw। তাই প্রথমে প্লান করা হয়েছিল যে, ব্রক লেসনার এজে স্টাইলসের আকস্মিক জয়ে প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু, তা হয় নি। অর্থাৎ, এখানেও প্লান চেঞ্জ করা হয়।

আর সবথেকে অবাক করার বিষয়টি ছিল পেইজের রিটার্ন না হওয়া। যদিও পেইজ ব্যকস্টেজেই উপস্থিত ছিল এবং তাকেই Team Raw এর পঞ্চম মেম্বার বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু, ভিন্স মিকম্যানের কথায় পরিকল্পনাটিতে পরিবর্তন আনা হয় এবং পেইজের স্থানে বেইলীকে রিপ্লেস করা হয়।😐



• PWInsider এর তথ্যমতে, Neville এ মাসের শেষে আবার WWE তে রিটার্ন করতে পারেন।দুপহ্মের মধ্যে একটা positive discussions চলছে।



• আজকের RAW-তে রিটার্ন করে Roman Reigns এবং The New Day কে চ্যালেঞ্জ করে The Shield। New Day টুইটারে তা গ্রহণ করে। Survivor Series কে মুখোমুখি হতে যাচ্ছে The New Day এবং The Shield



• Happy 31st Birthday to the 2 time US Champion, 1 time NXT Tag Team Champion and 1 time Cruiserweight Champion Kalisto, ১৯৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন Kalisto। আজ তার ৩১ তম জন্মদিন।



• Paige কে Raw এর আগে arena in Atlanta তে এন্ট্রি করতে দেখা গিয়েছে। এখানেই আজকের Raw অন এয়ার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পেইজ রিটার্ন করেননি।



• আজকের Raw এর মেইন ইভেন্টের শেষের দিকে ব্রন স্ট্রোম্যান রিং এ উঠে দাড়াতে সক্ষম হলেও কেইন ব্যর্থ হয়।✌️ । উল্লেখ, এটি টিভিতে প্রচারিত হয় নি। । কেন জানি মনে হচ্ছে, সার্ভাইবার সিরিজে ব্রন স্ট্রোম্যানকে এলিমেনেটেট করতে কেইনের ভুমিকা থাকতে পারে।



• গত সপ্তাহের SmackDown এ যে বড় টাইটেলটির হাতবদল করা হয় তা আসলে মুল প্লান ছিল না। যদিও কিছুদিন আগেই রুমোরস উঠেছিল যে, এজে স্টাইলস পুনরায় WWE Champion হবে। তবুও এরুপ হওয়াটি কিছুটা হলেও আকস্মিক ছিল। এর আগের সপ্তাহেই আমরা দেখতে পাই রুসেভ Vs এজে স্টাইলস ম্যাচের এডভার্টাইজিং। এক্ষেত্রে, হঠাৎ এক নতুন প্লান বানানো হয় এবং ম্যাচটি বাতিল হয়। আর এদিকে এজে স্টাইলস WWE Champion হয়ে যায়।✌️

ডেভ মেল্টজার Wrestling Observer Newsletter এ জানিয়েছিলেন যে, ঐ ম্যাচে এজে স্টাইলস জয়লাভ করে টিম এসডিতে জয়েন করবেন।

যেহেতু, কিছুদিন পরই তারা ইন্ডিয়া ট্যুরে যাচ্ছে তাই এটা গুরুত্বপুর্ন যেন জিন্দার মহল কিছুটা হলেও রিএকশন পায় দর্শকদের থেকে। তাদের চিন্তাধারায় ছিল যে, তারা যদি জিন্দার মহলকে কোনভাবে দুইবারের চ্যাম্পিয়ন করতে পারে তাহলে হয়তোবা তাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হবে। যার দরুন তার এই হার। যদি জিন্দার মহল ইন্ডিয়াতে আসার কিছুদিন আগেই আবার চ্যাম্পিয়ন হয় তাহলে ও হয়তো মানুষ তাকে ফেস বা হিল রিএকশন দিবে। এছাড়াও এক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন পল হেইম্যান। যার অনুরোধেই মুলত এজে স্টাইলস কে চ্যাম্পিয়ন করা হয়।

অর্থাৎ তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে যেমন সার্ভাইবার সিরিজে তারা এক অসাধারণ ম্যাচ সেট করতে পেরেছে অন্যদিকে জিন্দার মহলের Two Times Champion হওয়ায় নিশ্চিত করতে পেরেছে Without Any Trouble!



• এবারের Survivor Series এর Traditional Men's Five on Five elimination ম্যাচ এ থাকবে 50 বারের WWE চ্যাম্পিয়ন্স। John Cena, 16 বারের, Triple H,14 বারের, Randy Orton, 13 বারের, Kurt Angle, 6 বারের, Finn Balor,1 বারের (Universal Title) WWE চ্যাম্পিয়ন।
মোট 16+14+13+6+1=50

• Direct_TV একটি Official Graphic বের করেছে Survivor Series এ The Shield এবং New Day কে Focus করে। 😍😍


• Observer এর মতে, WWE অাবারো চেষ্টা করছে "Hulk Hogan" কে Back করাতে। কিন্তু তা কোনো ম্যাচের জন্য নয়। RAW এর 25 Year Anniversary র জন্য তাকে Return করাতে চাচ্ছে WWE। 😀😀

• "Jason Jordan" জানিয়েছেন তিনিই John Cena কে Survivor Series এ Eliminate করবেন। 😂😁

• ইনজুরি থেকে মুক্তি পেলেন "Jay Uso"। England এর এক Live Event এ তাকে আবারো Wrestle করতে দেখা যায়। 😀😀

• এই WrestleMania তে হতে পারে বহু অাকাঙ্ক্ষিত সেই Four Horsewoman (v/s) Four Horsewoman ম্যাচ। ম্যাচটি এই Survivor Series এ হওয়ার কথা থাকলেও তা হয় নি। কারণ, WWE "Ronda Rousey" এবং তার সহযোগীদের ভালো ভাবে প্রস্তুত করতে চাচ্ছে। 😁😁

• "Curt Hawkins" এর হারের সংখ্যা 129 এ গিয়ে পৌছেছে। কবে যে এই রেকর্ড শেষ হবে! 😂🔫

• Banron Corbin জানিয়েছেন SS এ তার কাছে হারের পর Miz Housewife এ পরিণত হবে। 😂😂
• লেখকঃ Taksinur Radi, Sabbir Rahman Leon, Tasnim Wasith, আরিয়ান রেহান, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Wrestling 360, Abraham Khan। 
অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১৫/১১/২০১৭


ভারতের একটি লাইভ ইভেন্ট ক্যান্সেল : আজ আমরা কথা বলব WWE India Live Event কে নিয়ে। যেমনটি আমরা জানতাম, WWE India তে ৮ এবং ৯ তারিখ ডিসেম্বর মাসে দুইটি Live Event করতে চলেছিল। কিন্তু দুর্ভাগ্য ভাবে দুইটি থেকে একটি Live Event Cancel হয়ে গেছে। তাই এখন শুধু ৯ তারিখ একটি Super Live Event অনুষ্ঠিত হতে হবে।

Report অনুযায়ী জানা গেছে, Low টিকেট বিক্রি হওয়ার কারণে WWE এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন ম্যাচকার্ড নিম্নরূপ -
  1. Triple H vs Jinder Mahal
  2. The Shield vs Samoa Joe, Sheamus and Cesaro
  3. Braun Strowman vs Kane
  4. Finn Balor vs Bray Wyatt
  5. RAW Women’s Champion Alexa Bliss vs Sasha Banks
  6. Jason Jordan vs Elias
  7. Cruiserweight Champion Enzo Amore vs Kalisto
  8. Apollo Crews and Titus O’Neil vs Gallows and Anderson
  9. Jeet Rama and Kishan Rafter vs The Miztourage

• Jason Jordan এর পরিবর্তে Team RAW এর শেষ সদস্য হিসেবে যোগ দিলো Triple H। Jason Jordan কে Replace করে Survivors Series এর ৫ম ব্যক্তি হিসেবে থাকছেন Triple H, শেষে Jordan কে Pedigree দেয় HHHএবারের SS হবে One of greatest SS Of All Time।


• Vince McMahon Makes Late Changes to tonight’s WWE Monday Night Raw : - 

ভিন্স মিকম্যান সাধারণত ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন না। তবে আজ তিনি তাদের অর্থাৎ ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন । যেকারনে স্ক্রিপ্ট রাইটারদের স্ক্রিপ্ট রিরাইট করতে হয়। আর এর ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। 

PWInside রিপোর্টের মতানুযায়ী, আজকের Six-Man Tag Team ম্যাচটির শিডিউল এভাবে করা হয়েছিল যে, Miz TV Segment চলাকালীন সময়ে শিল্ডের উপস্থিতি হবে এবং তখন ম্যাচটি এনাউন্স করা হবে। তবে তা না করে ম্যাচটি সম্পর্কে আগেই টুইটারে জানানো হয়।

তাছাড়া, এটি ছিল সার্ভাইবার সিরিজের আগে সর্বশেষ Raw। তাই প্রথমে প্লান করা হয়েছিল যে, ব্রক লেসনার এজে স্টাইলসের আকস্মিক জয়ে প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু, তা হয় নি। অর্থাৎ, এখানেও প্লান চেঞ্জ করা হয়।

আর সবথেকে অবাক করার বিষয়টি ছিল পেইজের রিটার্ন না হওয়া। যদিও পেইজ ব্যকস্টেজেই উপস্থিত ছিল এবং তাকেই Team Raw এর পঞ্চম মেম্বার বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু, ভিন্স মিকম্যানের কথায় পরিকল্পনাটিতে পরিবর্তন আনা হয় এবং পেইজের স্থানে বেইলীকে রিপ্লেস করা হয়।😐



• PWInsider এর তথ্যমতে, Neville এ মাসের শেষে আবার WWE তে রিটার্ন করতে পারেন।দুপহ্মের মধ্যে একটা positive discussions চলছে।



• আজকের RAW-তে রিটার্ন করে Roman Reigns এবং The New Day কে চ্যালেঞ্জ করে The Shield। New Day টুইটারে তা গ্রহণ করে। Survivor Series কে মুখোমুখি হতে যাচ্ছে The New Day এবং The Shield



• Happy 31st Birthday to the 2 time US Champion, 1 time NXT Tag Team Champion and 1 time Cruiserweight Champion Kalisto, ১৯৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন Kalisto। আজ তার ৩১ তম জন্মদিন।



• Paige কে Raw এর আগে arena in Atlanta তে এন্ট্রি করতে দেখা গিয়েছে। এখানেই আজকের Raw অন এয়ার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পেইজ রিটার্ন করেননি।



• আজকের Raw এর মেইন ইভেন্টের শেষের দিকে ব্রন স্ট্রোম্যান রিং এ উঠে দাড়াতে সক্ষম হলেও কেইন ব্যর্থ হয়।✌️ । উল্লেখ, এটি টিভিতে প্রচারিত হয় নি। । কেন জানি মনে হচ্ছে, সার্ভাইবার সিরিজে ব্রন স্ট্রোম্যানকে এলিমেনেটেট করতে কেইনের ভুমিকা থাকতে পারে।



• গত সপ্তাহের SmackDown এ যে বড় টাইটেলটির হাতবদল করা হয় তা আসলে মুল প্লান ছিল না। যদিও কিছুদিন আগেই রুমোরস উঠেছিল যে, এজে স্টাইলস পুনরায় WWE Champion হবে। তবুও এরুপ হওয়াটি কিছুটা হলেও আকস্মিক ছিল। এর আগের সপ্তাহেই আমরা দেখতে পাই রুসেভ Vs এজে স্টাইলস ম্যাচের এডভার্টাইজিং। এক্ষেত্রে, হঠাৎ এক নতুন প্লান বানানো হয় এবং ম্যাচটি বাতিল হয়। আর এদিকে এজে স্টাইলস WWE Champion হয়ে যায়।✌️

ডেভ মেল্টজার Wrestling Observer Newsletter এ জানিয়েছিলেন যে, ঐ ম্যাচে এজে স্টাইলস জয়লাভ করে টিম এসডিতে জয়েন করবেন।

যেহেতু, কিছুদিন পরই তারা ইন্ডিয়া ট্যুরে যাচ্ছে তাই এটা গুরুত্বপুর্ন যেন জিন্দার মহল কিছুটা হলেও রিএকশন পায় দর্শকদের থেকে। তাদের চিন্তাধারায় ছিল যে, তারা যদি জিন্দার মহলকে কোনভাবে দুইবারের চ্যাম্পিয়ন করতে পারে তাহলে হয়তোবা তাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হবে। যার দরুন তার এই হার। যদি জিন্দার মহল ইন্ডিয়াতে আসার কিছুদিন আগেই আবার চ্যাম্পিয়ন হয় তাহলে ও হয়তো মানুষ তাকে ফেস বা হিল রিএকশন দিবে। এছাড়াও এক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন পল হেইম্যান। যার অনুরোধেই মুলত এজে স্টাইলস কে চ্যাম্পিয়ন করা হয়।

অর্থাৎ তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে যেমন সার্ভাইবার সিরিজে তারা এক অসাধারণ ম্যাচ সেট করতে পেরেছে অন্যদিকে জিন্দার মহলের Two Times Champion হওয়ায় নিশ্চিত করতে পেরেছে Without Any Trouble!



• এবারের Survivor Series এর Traditional Men's Five on Five elimination ম্যাচ এ থাকবে 50 বারের WWE চ্যাম্পিয়ন্স। John Cena, 16 বারের, Triple H,14 বারের, Randy Orton, 13 বারের, Kurt Angle, 6 বারের, Finn Balor,1 বারের (Universal Title) WWE চ্যাম্পিয়ন।
মোট 16+14+13+6+1=50

• Direct_TV একটি Official Graphic বের করেছে Survivor Series এ The Shield এবং New Day কে Focus করে। 😍😍


• Observer এর মতে, WWE অাবারো চেষ্টা করছে "Hulk Hogan" কে Back করাতে। কিন্তু তা কোনো ম্যাচের জন্য নয়। RAW এর 25 Year Anniversary র জন্য তাকে Return করাতে চাচ্ছে WWE। 😀😀

• "Jason Jordan" জানিয়েছেন তিনিই John Cena কে Survivor Series এ Eliminate করবেন। 😂😁

• ইনজুরি থেকে মুক্তি পেলেন "Jay Uso"। England এর এক Live Event এ তাকে আবারো Wrestle করতে দেখা যায়। 😀😀

• এই WrestleMania তে হতে পারে বহু অাকাঙ্ক্ষিত সেই Four Horsewoman (v/s) Four Horsewoman ম্যাচ। ম্যাচটি এই Survivor Series এ হওয়ার কথা থাকলেও তা হয় নি। কারণ, WWE "Ronda Rousey" এবং তার সহযোগীদের ভালো ভাবে প্রস্তুত করতে চাচ্ছে। 😁😁

• "Curt Hawkins" এর হারের সংখ্যা 129 এ গিয়ে পৌছেছে। কবে যে এই রেকর্ড শেষ হবে! 😂🔫

• Banron Corbin জানিয়েছেন SS এ তার কাছে হারের পর Miz Housewife এ পরিণত হবে। 😂😂
• লেখকঃ Taksinur Radi, Sabbir Rahman Leon, Tasnim Wasith, আরিয়ান রেহান, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Wrestling 360, Abraham Khan। 
অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন।