• Roman Reigns vs HHH : হ্যা ঠিক ই শুনেছেন। কিছুক্ষণ আগে টুইটারে HHH জানান যে,আগামী ডিসেম্বর এর ৮তারিখে আবুধাবি তে এক লাইভ ইভেন্টে Roman vs HHH ম্যাচ হবে 😍। নীচে এই নিয়ে ট্রিপল এইচের করা ট্যুইটটি দেওয়া হল -



• পেইজের রিটার্ন না করার কারণ : WWE চেয়েছিল তার এ রির্টানকে হিডেন রাখতে,সারপ্রাইজ হিসেবে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে।

কিন্তু পেইজ টুইটারে এলিসা ফক্সের সাথে একটি এক্সাইটিং ছবি পোষ্ট করে সবাইকে অনেকটা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিয়ে দেন যে তিনি আবার ও WWE তে তার পুণঃআগমণ করতে চলেছেন। কিন্তু WWE র ক্রিয়েটিভ টিম এটাকে ভালো চোখে নেয় নি, তাই কালকের Raw এর ব্যাকস্টেজে উপস্থিত থাকলেও তারা পেইজকে লাইমলাইট দিয়ে রি-এন্টার করায় নি।


পেইজের রিটার্ন আপডেট : এই সপ্তাহের "এসডি"তে Charlotte -Natalya কে হারিয়ে নতুন Woman Champion হন।ফলে Chalotte এখন "Survivor Series"এ Raw Woman Champion-"Alexa Bliss"এর সাথে খেলবে।তাই মেয়েদের টীম "এসডি" একজন কমে যায়। তাই এই সোমবারে সার্লেটের জায়গায় আরেকজন খেলবে।

বিভিন্ন ওয়েবসাইট বলছে-সে হচ্ছে "Paige"!!আর এটি হওয়ার সম্ভবনা ৯৯%।WWE -Paige কে Raw তে আনে নি কারণ "র"এর Woman অনেক পাউয়ারফুল।তাই এসডির ঘাটতি পেইজ এসে পূরণ করে দিবে।


• The Young Bucks জানিয়েছে যে তারা CM Punk কে Bullet Club এ দেখতে চায়।  আমার মনে হয় Punk যদি wwe তে না আসে তাহলে Bullet club ই তার জন্য বেস্ট হবে।


• Survivor Series ২০১৭ ম্যাচ কার্ড ও সময়সূচী :

১. Team RAW - Men's (Kurt Angle, Triple H, Finn Balor, Samoa Joe ও Braun Strowman) vs. Team Smackdown Live (Shane McMahon, Randy Orton, John Cena, Bobby Roode ও Shinsuke Nakamura)
২. Team RAW - Women's (Alicia Fox, Nia Jax, Asuka, Sasha Banks ও Bayley) vs. Team Smackdown (Becky Lynch, "TBA", Naomi, Tamina ও Carmella)
৩. WWE চ্যাম্পিয়ন AJ Styles vs. Universal চ্যাম্পিয়ন Brock Lesnar
৪. The Shield vs. The New Day
৫. RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. Smackdown Women's চ্যাম্পিয়ন Charlotte Flair.
৬. Intercontinental চ্যাম্পিয়ন The Miz vs. the United States চ্যাম্পিয়ন Baron Corbin.
৭. RAW Tag Team চ্যাম্পিয়ন্স The Bar vs. Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos.
৮. WWE Cruiserweight চ্যাম্পিয়নশিপঃ Enzo Amore (c) vs. Kalisto.


• WWE James Ellsworth কে রিলিজ করে দিয়েছে, তার সাথে করা ১বছরের চুক্তি শেষ। যাইহোক Ellsworth অন্ততপক্ষে এরকম একটা ফালতু স্টোরি থেকে মুক্তি পেলো। এরকম অপমান এর পর আমি মনে করি তার জন্য এটাই ভালো। এতদিন তার মূল্য ছিলো না এখন চলে যাওয়ার পর তাকে অনেক মিস করবো😞😞 যাইহোক আশাকরি সে তার জীবনের বাকি পথ গুলো ভালো ভাবে কাটাবে।


• আজ SmackDown Live-এ Natalya কে হারিয়ে নতুন SmackDown Women's চ্যাম্পিয়ন হয়েছে Charlotte Flair, Survivor Series এ Charlotte মুখোমুখি হবে RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss এর।


• Charlotte Flair এখন WWE এর একমাত্র Women রেসলার যে NXT Women's চ্যাম্পিয়নশিপ, Divas চ্যাম্পিয়নশিপ, RAW Women's চ্যাম্পিয়নশিপ এবং SmackDown Women's চ্যাম্পিয়নশিপ জিতেছে। 


• SmackDown Live-এর সুপারস্টারদের আক্রমণ করেছে RAW-এর সুপারস্টাররা এবং Shane Mcmahon কে Triple Powerbomb ও Angle Slam দিয়েছে Shield ও Kurt Angle।


• এই সপ্তাহে Survivor Series-এর আগে Raw তে WWE Fan-রা একটি অসাধারণ Surprise দেখতে পায়। সেটি হলো, এই সপ্তাহে Triple H WM-এর পর WWE-এ TV তে তার Return করেন এবং ঘোষনা করেন Jason Jordan-এর বদলে তিনি Men's Raw Team-এ থাকতে চলেছেন। Triple H এই নিয়ে তার Twitter Account-এ একটি Tweet করেন। তিনি Tweet-এ জানান, "এখন থেকে সব কিছু নতুন করে হবে।"


• সম্প্রতি Samoa Joe Triple H-এর Team Raw তে Join হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া সামনে রাখেন। তিনি বলেন, "আমি Jason Jordan কে Team Raw-এর সবচেয়ে দূর্বল Member ভেবেছিলাম, কিন্তু Triple H আসায় Team Raw এখন শক্ত হয়ে দাঁড়িয়েছে। তাই আমি অনেক খুশি যে এখন থেকে Game Start হবে।"


• Luke Harper আর Erick Rowan এর নতুন Tag Team The Bludgeon Brothers ডেব্যুট করতে চলেছে আগামী সপ্তাহের SmackDown live এ। 

গত কয়েক সপ্তাহ ধরেই Bludgeon Brothers কে SDL এ কিছু প্রোমো কাট করতে দেখা যায়। তারা তাদের এই নতুন লুক নিয়ে Survivor Series এর পরের SD তেই ডেব্যু করবেন। তারা ইতিমধ্যেই WWE এর কিছু লাইভ ইভেন্টেও পারফর্ম করেছেন।

উল্লেখ্য যে Luke Harper আর Erick Rowan July মাসের পর থেকে WWE এর সাপ্তাহিক কোনো ইভেন্টে দেখা যায়নি। দীর্ঘ্য সময় পর রিটার্ন করতে যাওয়া এই দুজনের জন্য WWE কেমন স্টোরিলাইনের প্লান করছে সেটাই এখন দেখার বিষয়। 


• এই ১৩ নভেম্বরের অর্থাৎ গত Monday Night Raw তে Paul Heyman এর প্রমো কাটিং এর সময় এক WWE ফ্যান তার গার্লফ্রেন্ডকে প্রপোস করে এবং মেয়েটি একসেপ্ট করায় এরিনার এক অংশ "she said yes" চ্যান্টে এরিনা মুখরিত করে তোলে।

Paul Heyman এর প্রমো কাটিংএ বাধা পেলেও সে এই চ্যান্টের কারন বুঝতে পারে না। তাই Brock Lesnar তাকে কি যেন বলে এবং সে বুঝতে পারার পর বলে, " সে হ্যা বলেছে, কারন সে তার জীবনে কখনো Brock Lesnar এর মতো কাউকে পায়নি। এমন উত্তরে পুরো এরিনা হেসে উঠে। বিষয়টি সত্যিই মজার ছিলো!
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU,  Xohirul Badol, Taksinur Radi, Wrestling 360, Hossain Bu
 অন্যান্য রেসলিং খবর দেখতে এখানে ক্লিক করুন।

WWE নিউজ আপডেট, ১৬/১১/২০১৭


• Roman Reigns vs HHH : হ্যা ঠিক ই শুনেছেন। কিছুক্ষণ আগে টুইটারে HHH জানান যে,আগামী ডিসেম্বর এর ৮তারিখে আবুধাবি তে এক লাইভ ইভেন্টে Roman vs HHH ম্যাচ হবে 😍। নীচে এই নিয়ে ট্রিপল এইচের করা ট্যুইটটি দেওয়া হল -



• পেইজের রিটার্ন না করার কারণ : WWE চেয়েছিল তার এ রির্টানকে হিডেন রাখতে,সারপ্রাইজ হিসেবে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে।

কিন্তু পেইজ টুইটারে এলিসা ফক্সের সাথে একটি এক্সাইটিং ছবি পোষ্ট করে সবাইকে অনেকটা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিয়ে দেন যে তিনি আবার ও WWE তে তার পুণঃআগমণ করতে চলেছেন। কিন্তু WWE র ক্রিয়েটিভ টিম এটাকে ভালো চোখে নেয় নি, তাই কালকের Raw এর ব্যাকস্টেজে উপস্থিত থাকলেও তারা পেইজকে লাইমলাইট দিয়ে রি-এন্টার করায় নি।


পেইজের রিটার্ন আপডেট : এই সপ্তাহের "এসডি"তে Charlotte -Natalya কে হারিয়ে নতুন Woman Champion হন।ফলে Chalotte এখন "Survivor Series"এ Raw Woman Champion-"Alexa Bliss"এর সাথে খেলবে।তাই মেয়েদের টীম "এসডি" একজন কমে যায়। তাই এই সোমবারে সার্লেটের জায়গায় আরেকজন খেলবে।

বিভিন্ন ওয়েবসাইট বলছে-সে হচ্ছে "Paige"!!আর এটি হওয়ার সম্ভবনা ৯৯%।WWE -Paige কে Raw তে আনে নি কারণ "র"এর Woman অনেক পাউয়ারফুল।তাই এসডির ঘাটতি পেইজ এসে পূরণ করে দিবে।


• The Young Bucks জানিয়েছে যে তারা CM Punk কে Bullet Club এ দেখতে চায়।  আমার মনে হয় Punk যদি wwe তে না আসে তাহলে Bullet club ই তার জন্য বেস্ট হবে।


• Survivor Series ২০১৭ ম্যাচ কার্ড ও সময়সূচী :

১. Team RAW - Men's (Kurt Angle, Triple H, Finn Balor, Samoa Joe ও Braun Strowman) vs. Team Smackdown Live (Shane McMahon, Randy Orton, John Cena, Bobby Roode ও Shinsuke Nakamura)
২. Team RAW - Women's (Alicia Fox, Nia Jax, Asuka, Sasha Banks ও Bayley) vs. Team Smackdown (Becky Lynch, "TBA", Naomi, Tamina ও Carmella)
৩. WWE চ্যাম্পিয়ন AJ Styles vs. Universal চ্যাম্পিয়ন Brock Lesnar
৪. The Shield vs. The New Day
৫. RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. Smackdown Women's চ্যাম্পিয়ন Charlotte Flair.
৬. Intercontinental চ্যাম্পিয়ন The Miz vs. the United States চ্যাম্পিয়ন Baron Corbin.
৭. RAW Tag Team চ্যাম্পিয়ন্স The Bar vs. Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos.
৮. WWE Cruiserweight চ্যাম্পিয়নশিপঃ Enzo Amore (c) vs. Kalisto.


• WWE James Ellsworth কে রিলিজ করে দিয়েছে, তার সাথে করা ১বছরের চুক্তি শেষ। যাইহোক Ellsworth অন্ততপক্ষে এরকম একটা ফালতু স্টোরি থেকে মুক্তি পেলো। এরকম অপমান এর পর আমি মনে করি তার জন্য এটাই ভালো। এতদিন তার মূল্য ছিলো না এখন চলে যাওয়ার পর তাকে অনেক মিস করবো😞😞 যাইহোক আশাকরি সে তার জীবনের বাকি পথ গুলো ভালো ভাবে কাটাবে।


• আজ SmackDown Live-এ Natalya কে হারিয়ে নতুন SmackDown Women's চ্যাম্পিয়ন হয়েছে Charlotte Flair, Survivor Series এ Charlotte মুখোমুখি হবে RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss এর।


• Charlotte Flair এখন WWE এর একমাত্র Women রেসলার যে NXT Women's চ্যাম্পিয়নশিপ, Divas চ্যাম্পিয়নশিপ, RAW Women's চ্যাম্পিয়নশিপ এবং SmackDown Women's চ্যাম্পিয়নশিপ জিতেছে। 


• SmackDown Live-এর সুপারস্টারদের আক্রমণ করেছে RAW-এর সুপারস্টাররা এবং Shane Mcmahon কে Triple Powerbomb ও Angle Slam দিয়েছে Shield ও Kurt Angle।


• এই সপ্তাহে Survivor Series-এর আগে Raw তে WWE Fan-রা একটি অসাধারণ Surprise দেখতে পায়। সেটি হলো, এই সপ্তাহে Triple H WM-এর পর WWE-এ TV তে তার Return করেন এবং ঘোষনা করেন Jason Jordan-এর বদলে তিনি Men's Raw Team-এ থাকতে চলেছেন। Triple H এই নিয়ে তার Twitter Account-এ একটি Tweet করেন। তিনি Tweet-এ জানান, "এখন থেকে সব কিছু নতুন করে হবে।"


• সম্প্রতি Samoa Joe Triple H-এর Team Raw তে Join হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া সামনে রাখেন। তিনি বলেন, "আমি Jason Jordan কে Team Raw-এর সবচেয়ে দূর্বল Member ভেবেছিলাম, কিন্তু Triple H আসায় Team Raw এখন শক্ত হয়ে দাঁড়িয়েছে। তাই আমি অনেক খুশি যে এখন থেকে Game Start হবে।"


• Luke Harper আর Erick Rowan এর নতুন Tag Team The Bludgeon Brothers ডেব্যুট করতে চলেছে আগামী সপ্তাহের SmackDown live এ। 

গত কয়েক সপ্তাহ ধরেই Bludgeon Brothers কে SDL এ কিছু প্রোমো কাট করতে দেখা যায়। তারা তাদের এই নতুন লুক নিয়ে Survivor Series এর পরের SD তেই ডেব্যু করবেন। তারা ইতিমধ্যেই WWE এর কিছু লাইভ ইভেন্টেও পারফর্ম করেছেন।

উল্লেখ্য যে Luke Harper আর Erick Rowan July মাসের পর থেকে WWE এর সাপ্তাহিক কোনো ইভেন্টে দেখা যায়নি। দীর্ঘ্য সময় পর রিটার্ন করতে যাওয়া এই দুজনের জন্য WWE কেমন স্টোরিলাইনের প্লান করছে সেটাই এখন দেখার বিষয়। 


• এই ১৩ নভেম্বরের অর্থাৎ গত Monday Night Raw তে Paul Heyman এর প্রমো কাটিং এর সময় এক WWE ফ্যান তার গার্লফ্রেন্ডকে প্রপোস করে এবং মেয়েটি একসেপ্ট করায় এরিনার এক অংশ "she said yes" চ্যান্টে এরিনা মুখরিত করে তোলে।

Paul Heyman এর প্রমো কাটিংএ বাধা পেলেও সে এই চ্যান্টের কারন বুঝতে পারে না। তাই Brock Lesnar তাকে কি যেন বলে এবং সে বুঝতে পারার পর বলে, " সে হ্যা বলেছে, কারন সে তার জীবনে কখনো Brock Lesnar এর মতো কাউকে পায়নি। এমন উত্তরে পুরো এরিনা হেসে উঠে। বিষয়টি সত্যিই মজার ছিলো!
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU,  Xohirul Badol, Taksinur Radi, Wrestling 360, Hossain Bu
 অন্যান্য রেসলিং খবর দেখতে এখানে ক্লিক করুন।