• ৫ বছর আগে আজকের দিনে Survivor Series এ Debut করেছিলেন Hounds Of Justice খ্যাত WWE এর ইতিহাসের অন্যতম ডেস্ট্রাক্টিভ স্ট্যাবল The Shield!!
বাকীটা WWE এর ইতিহাসকেই নতুন করে লিখে তারা জানান দিচ্ছে প্রতিনিয়তইই...💜
• Cageside Seats এর রিপোর্ট অনুসারে আসন্ন Survivor Series-এর বেশিরভাগ ম্যাচ জিততে পারে RAW যেখানে Men's এলিমিনেশন ম্যাচ জয়ের সম্ভাবনা আছে SmackDown এর এবং Women's এলিমিনেশন ম্যাচ জয়ের সম্ভাবনা আছে RAW এর।
• আজকের NXT Live Episode এর হাউস শো অনুষ্ঠিত হয় San Antonio শহরে। সেখানে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ টি ছিল Drew McIntyre বনাম 😊 Adam Cole এর মধ্যে এবং তা ছিল " NXT চ্যাম্পিয়নশিপ " এর জন্য।
ম্যাচ টি তে Special গেস্ট রেফারি হিসাবে ছিলেন WWE Hall of Famer 😍 Shawn Michaels.
ম্যাচ টি ভালো ছিল। ম্যাচে তুলনামূলক ভাবে দুই জন ডমিনেট করেন। ম্যাচে শেষের দিকে 😱 The Undisputed Era টিম এর মেম্বার Kyle O'Reilly ম্যাচ এ Interference করতে চাইলে রেফারি 💜 Shawn Michaels তার ফিনিসার মুভ Sweet Chin Music প্রয়োগ করেন তার উপর। ✌
তারপরে Drew McIntyre তার ফিনিসার মুভ প্রয়োগ করেন 😓 Adam Cole এর উপর এবং পিন ফল এর মাধ্যমে হারিয়ে টাইটেল রিটেন করেন। ☝
• একবছর আগে (১৯ নভেম্বর, ২০১৬) আজকের এইদিনে NXT TakeOver: Toronto-তে Shinsuke Nakamura কে হারিয়ে প্রথম ব্যক্তি হিসেবে দ্বিতীয়বারের মত World NXT চ্যাম্পিয়নশিপ জিতেছিল Samoa Joe.
• জানেন কি John Cena একজন ইন্ডি রেসলার?? -
হ্যাঁ, ঠিক ই পড়েছেন। জন সিনা অরিজিনালী একজন ইন্ডি রেসলার।১৯৯৯ সালে তিনি তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন Ultimate Pro Wrestling নামক এক ইন্ডি রেসলিং কোম্পানীতে।সেখানে তিনি তিন বছর রেসলিং করেন এবং একবার ঐ ইন্ডি কোম্পানীর Heavyweight টাইটেল ও জিতেন।পরে তিনি WWE তে আসেন।
• আপনি কি জানেন এবারের সার্ভাইভর সিরিজের ট্র্যাডিশনাল 5 On 5 Raw Vs SD এর ম্যাচে সবচেয়ে তরুণ রেসলার কে? হ্যা ভাবছেন ফিন ব্যালর? 😛 মজার বিষয় হল, বয়স অনুযায়ী উভয় টিমের মধ্যে ব্রন স্ট্রোম্যান ই হচ্ছেন সবচেয়ে তরুণ রেসলার!! এটা সত্যিই বিস্ময়ের বিষয় যে ৩৪ বছর বয়সী ব্রন ই বাকি সবার চাইতে বয়সে ছোট.. 😃
• Survivor Series Fact : Survivor Series এ সবথেকে বেশি উইন রেট UnderTaker এর মোট ১৩ টা ম্যাচ Surviver Series এ জিতেছেন :) এবং Survivor Series এ সব থেকে বেশি হারার রেট Shawn Michaels এর মোট ১০ টি :(
• WWE Smackdown Live এর কমিশনার Shane McMahon কনফার্ম করলেন Natayla হবে সারভাইভর সিরিজের Smackdown woman traditional team এর পঞ্চম মেম্বার।
এরপর নাটায়লা সেনকে টুইট করে ধন্যবাদও জানায়।
• J&J Security র কথা মনে আছে...??? ইনিই হচ্ছে One half of J & J Security - Joey mercury
সে এখন ইন্ডি তে রেসলিং করছে এবং ওখানে সে চ্যাম্পিয়ন ও!!! 😲😲😲
• Randy Orton পরপর টানা ৩ বছর (২০০৩-২০০৫) Survivor Series-এর সোল সারভাইভার হয়েছে। লেজেন্ড The Ultimate Warrior-ও টানা ৩বার সোল সারভাইভার হয়েছিল। বাট অর্টন কয়েক বছর Survivor Series-এর Traditional Elimination Match মিস করলেও ২০০৮ আর ২০১৬ সালে Cody Rhodes & Bray Wyatt-এর অংশীভূত হয়েও সোল সারভাইভার হবার দরুন সর্বচ্চো ৫বার সোল সারভাইভার হওয়ার রেকর্ড এখন অর্টনের দখলে। কয়েক সপ্তাহ আগে Sami Zyan-কে হারানো মাধ্যমে SmackDown-এর হয়ে Elimination Match-এ খেলার যায়গা করে নিয়েছে অর্টন। 😊
এবারো তার এই ধারা ধরে রাখতে পারলে অসাধারণ একাটি রেকর্ডের মালিক হবে Randy Orton যার সম্মান অনেক বেশি। 👏👌✌
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Fam, Jahid Hossain, MD Romanuzzaman, Asraf Shuvo, Prokash Das Arjunঅন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।