• WWE Royal Rumble 2018 তে Brock Lesnar vs. John Cena ম্যাচ হবে..!
• Wrestlemania তে Roman Reigns VS Brock Lasner এর ম্যাচ হতে পারে।
• Recently দেওয়া এক ইন্টারভিউ এ The Miz জানান যে, সে Daniel Bryan এর সাথে একটি ম্যাচ খেলতে চান।
বেশ কয়েকখানে শুনলাম শেন আর ড্যানিয়েল এর ম্যাচ হবে হয়তো। কিন্তু এখন দেখি মিজ টুইস্ট ঢালছে। এই থেকেই হোক কিংবা সেই থেকেই হোক, দুদিকেই কিন্তু Daniel Bryan এর রিং অ্যাকশনে ব্যাক করার ইঙ্গিত আসছে।
• WWE Network , Jinder Mahal কে নিয়ে WWE 365 এপিসোড করবে। এতে মহারাজার রাজত্ব ও WWE চ্যাম্পিয়নশিপ জেতার পেছনের কাহিনী তুলে ধরা হবে। উল্লেখ্য WWE 365 এর প্রথম এপিসোড ছিলো Kevin Owens কে নিয়ে।
সেই প্রোগ্রামে Kevin তার ক্যারিয়ারের আরোও বেশ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। "365" নামক এই শো টি স্ক্রিপ্টেড হলেও এই শো তে WWE এর ব্যাকস্টেজের বেশ অজানা সিক্রেট নিয়েও আলোচনা করা হয়।
— Finn Bálor (@FinnBalor) November 22, 2017• Sports Illustrated নিশ্চিত করেছে যে Finn Balor কে মেইন স্টার হিসেবে অপছন্দ Vince McMahon এর কিন্তু Balor এর "Demon King" গিমিকের বড় একজন ফ্যান Vince. তারা আরও বলেছে যে Finn Balor কে ভবিষ্যতে Dolph Ziggler এর অবস্থায় দেখা যেতে পারে।
Vince মনে করে Balor "Demon King" গিমিক ব্যাতীত নিতান্তই বোরিং যার ফলে সে দর্শকদের কাছে "Over" না। এদিকে রিপোর্টটি প্রকাশ হওয়ার পর Balor একটি টুইট করে যেখানে "Over" শব্দটি বড় অক্ষরে লিখা ছিল।
• This Weeks Raw & SDLive Viewership :
Raw:- এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 3.074 মিলিয়ন! যা গত সপ্তাহের চাইতে ১.৪% বেশি। উল্লেখ্য যে, গত সপ্তাহের ভিউয়ারশিপ ছিল 3.031 মিলিয়ন!! ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল তৃতীয় স্থানে 👏👏
SDLive:- এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.662 মিলিয়ন! যা গত সপ্তাহের চাইতে ২% বেশি। উল্লেখ্য যে, গত সপ্তাহের ভিউয়ারশিপ ছিল 2.607 মিলিয়ন!! ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল চতুর্থ স্থানে 👏👏
এজে স্টাইলসের WWE চ্যাম্প হওয়ার পর থেকে SDLive শো তার আগের জৌলুশ ফিরে পেয়েছে...যার প্রমাণ গত ৩টি SDLive শো তেই ভিউয়ারশিপ ক্রমাগত বেড়েছে.. 😊😊
• First ever Women's Royal Rumble :
এসপ্তাহের RAW and Smackdown-এ আমরা দেখেছি যে Paige return করেছে এবং একই সাথে NXT থেকে ৫ জন টেলেন্ট কে ডেবুট করানো হয়েছে।
কিন্তু প্রশ্ন হলো কেনো?
Backstage Note- WWE অনেক বড় কিছু প্লান করছে।তারা চাচ্ছে first ever women's Rumble Match প্রেজেন্ট করতে এবং সেটি হবে 2018-এ। তাই একসাথে ৫ জন কে ডেবুট করানো হয়েছে।
• The Miz কনফার্ম করেছে সে Marine 6 এ প্রধান অভিনেতা হবে। Zack Ryder ও Wade Barrett তাকে এজন্য কনগ্রাচুলেশন জানিয়েছে। উল্লেখ্য মুভির কারণে মিজ এখন স্ক্রিপ্টেড ইঞ্জুরি তে আছে এবং রোমান রেইন্সের কাছে তার IC টাইটেল হারিয়েছে।
• Vince McMahon Wasn't Happy With the Y2J-Ko Match Of Wm 33 :
রেসলম্যানিয়া ৩৩ এ অনুষ্টিত হওয়া Jericho Vs Owens এর ম্যাচটা নিয়ে খুশি ছিলেন নাহ Vince McMahon...!! WWE Network এর নতুন ডকুমেন্টারি শো "365" তে এমনটাই জানিয়েছেন Kevin Owens. ৪৫ মিনিটের সেই প্রোগ্রামে Kevin জানান, রেসলম্যানিয়া তে জেরিকোর সাথে ম্যাচ শেষ হওয়ার পর তিনি খানিকটা আফসোস করেছেন। কারণ তার মতে ম্যাচে তিনি তার সর্বোচ্চ টা দিতে পারেননি। ব্যাকস্টেজে গিয়ে ভিন্স কে ম্যাচ ভালো হয়েছে কিনা জিজ্ঞেস করলে ভিন্স রাগান্বিত স্বরে "না" বলে চলে যান 😒😒
মূলত, এই ম্যাচের অসাধারণ বিল্ড-আপের পর ম্যাচটাও ভালো হবে বলে আশা করেছিলেন ভিন্স, কিন্তু ম্যাচটা তার মন মত হয়নি!!
• Next Year-"Great Balls Of Fire" এবং "No Mercy" পিপিভি উভয় Brand-"Raw" এবং "Sd"র জন্য অনুষ্ঠিত হবে।
• Aj Styles ব্যান্ড নিউ T-shirt পেয়েছেন।
• Clash Of Champion এ Aj Styles VS Jinder Mohal এর ম্যাচ ফিক্সড করা হইছে।
• সম্প্রতি PWInsider রিপোর্ট করেছে যে, 2018-এর edition of WWE Money in the Bank PPV হবে co-branded PPV. মানে Raw and SmackDown brands উভয় এতে পার্টিসিপেইট করবে। বলাবাহুল্য MITB হবে June 17, 2018 at Chicago Illinois-তে।
• WWE Superstar Sincara তার রেসলিং ক্যারিয়ারের ১৮ বছর সেলিব্রেট করছে।
• Dave Meltzer তার রেটিং প্রকাশ করলেন NXT War Games & Survivor Series এর -
-War Games:
◘ Ohno/ Sullivan: 3★
◘ Black/Velveteen: 4★
◘ Women's Fatal 4 Way: 3. 25★
◘ McIntyre/Almas: 4*
◘ The Undisputed Era/Sanity/ Strong & AOP: 4.50★
-Survivor Series:
◘ Elias/Matt Hardy: .2.5★
◘ Enzo Amore/Kalisto: 1.50★
◘ KO & Sami Zayn/Breezango: 1.25★
◘ New Day/Shield: 3.75★
◘ Women's SS Match: 2.50★
◘ Miz/Corbin: 2. 75★
◘ Usos/The Bar: 3.50★
◘ Alexa Bliss/Charlotte: 2.50★
◘ Brock Lesnar/AJ Styles: 4.25★
◘ Men's SS Match: 1.75★
• আজ থেকে ২৭ বছর আগে গতকালের দিনে Debuted করেন রেসলিং লিজেন্ড The Undertaker।
• গতকাল ২৩ নভেম্বর, ২০১৪, এইদিন Survivor Series-এ Team Authority কে হারিয়ে তাদের WWE থেকে বিদায় করেছিল Team Cena এবং এইদিনই অভিষেক হয়েছিল WCW লিজেন্ড Sting এর। এই ম্যাচে Sole Survivor হয়েছিল Dolph Ziggler।
• আজ থেকে ২ বছর আগে, মানে ২০১৫ সালের গতকালের দিনে Survivor Series এ Dean Ambrose কে হারিয়ে WWE Champion হন Roman Reigns। কিন্তু ম্যাচ শেষে MITB Contract ক্যাশ-ইন করে এবং HHH এর সহায়তায় নিউ WWE Champion হয় Sheamus।
• লেখক : Wrestling 360, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Fam, আরিয়ান রেহান, MD Romanuzzaman, Jahid Hossain।অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন