Is Batista Returning? :

সম্প্রতি Jim Ross এর পোডকাস্টে গেস্ট ছিলেন The Animal খ্যাত Batista! সেই পোডকাস্টে তিনি আবারোও WWE তে ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন ✌ এমনকি তিনি তার রিটার্নের ব্যাপারে ভিন্সের সাথেও যোগাযোগ করেছেন!! তিনি আরোও বলেছেন, WWE এর সবার সাথেই তার ভালো সম্পর্ক আছে এবং এটাও জানান যে তিনি কারোও উপর রাগ করে বা কোনো ধরণের সমস্যার কারণে WWE থেকে লিভ নেননি। বরং কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলেই লিভ নিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আবারোও রিটার্ন করবেন বলে জানান Batista.. 👏👏

শোনা যাচ্ছে যে, Batista Vince McMahon এর সাথে সাক্ষাতে বলেছেন যে WWE র সাথে তার সম্পর্ক সব সময় ভালো ছিলো। আর HHH সব সময় তার ভালো বন্ধু। আর এতে Vince. বুঝতে পেরেছেন যে, Batista আবার রিং এ ফিরার আগ্রহ পোষণ করেছেন।😃 আর তার নাকি HHH. এর সাথে একটা ম্যাচ খেলার ইচ্ছা আছে। আর সে নাকি রিং এ ফিরলে Full time job ই করবেন।

উল্লেখ্য, Batista হলো Longest Reigning WWE World Heavyweight Champion সে ২৮২ দিন টাইটেলটি নিজের অধীনে রেখেছে। ✌✌


• আজকের WWE Starrcade ইভেন্টে Jinder Mahal কে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছে AJ Styles. 


• আজ WWE এর Starrcade নামের একটি Live Event এ সকলকে শকিং করে দিয়ে নিজের ইন্জুরী শেষ করে রির্টান করেন "Jeff Hardy" । দর্শকরা উনাকে ভালই চিয়ার দেন । এছাড়াও আজকের WWE Starrcade ইভেন্টে উপস্থিত ছিল  The Rock 'n' Roll Express।

Starrcade একটি বৃহৎ আকারের SDLive লাইভ ইভেন্ট। এটি Greensboro, North Carolina তে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য WCW এর ফ্ল্যাগশিপ পিপিভি এর নাম ছিলো Starrcade.. নর্তমানে এর Lawsuit , WWE এর কাছে আছে।


• আজকের Starrcade ইভেন্টে Baron Corbin তার US টাইটেল ডিফেন্ড করেছেন Shinsuke Nakamura এর বিপক্ষে!! ম্যাচটি ডিসকোয়ালিফিকেশন এর মাধ্যমে জিতে যান Nakamura...তাই টাইটেল হাতবদল হয়নি 😃 অর্থাৎ Baron তার টাইটেল রিটেইন করতে সক্ষম হয়েছে 👍 
এই ম্যাচে প্রচুর চিয়ার পেয়েছে Nakamura.. 😊


Aj Style retiring soon ? :

Huston এ 97.9 The Box নামের একটি শোতে WWE Champion "AJ Styles" এর ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে Styles বলেন, "আমার (Styles এর) রিং স্টাইল আমার আর ভালো লাগে না। আমি ঠিকমত রেসলিং মুভ ইউজ করতে পারি না। এসবই বয়সের কারণে। এই বয়সে এতো কিছু Maintain করা Tough। "

আপনারা জানেন, গত June মাসে AJ Styles এর ৪০ বছর পুরণ হয়েছে। তিনি রেসলিং জগৎে আসেন 1998 সালে। তিনি এর আগেও WWE এর কয়েকটি ম্যাচে কম্পিট করেছেন, কিন্তু তিনি WWE এর সাথে Full-Time কন্ট্রাক্ট সাইন করেন ২০১৬ সালে।

এজে বলেন, " কয়েক বছরের মধ্যেই আমি আমার পরিবারের সাথে সব জায়গায় যেতে পারবো, যেখানে তারা যেতে চায়। কারণ আর কয়েক বছরের মধ্যেই আমি রিটায়ার করবো। যখন Host রা Styles কে বলে, "আমরা চাইনা আপনি রিটায়ার করুন। "। তখন The Phenomenal "AJ Styles রিপ্লাই দেয়, "Man, I'm Just 40 Years Old."


• পায়ে চোট পাওয়া স্বত্তেও ম্যাচ খেলেছেন Kurt Angle!! :

Observer-এর তথ্য মতে, Kurt Angle UK Tour-এর মধ্য দিয়ে Injury তে পরে যান। যার কারণে তিনি Survivor Series-এ তেমন কোনো ভুমিকা রাখতে পারেননি।  👎

হ্যা এবারের সারভাইভর সিরিজে ম্যাচ খেলার সময় Kurt পুরোপুরি ফিট ছিলেন না! পিপিভির পূর্বে ট্রেনিং করার সময় তিনি তার পায়ের পেশীতে চোট পেয়েছিলেন!! কিন্তু এতকিছুর পরও তিনি পিছু হটেননি, পায়ে হালকা ব্যাথা থাকা স্বত্তেও তিনি ম্যাচ খেলেছিলেন!! Salute 👏👏 Kurt এর ক্ষেত্রে অবশ্য এটা নতুন কিছু নয়! ঘাড়ের ইঞ্জুরি নিয়েই যিনি অলিম্পিকে গোল্ড মেড্যাল জিততে পেরেছেন তার কাছে এরকম ছোটখাট ব্যাথা কিছুই নাহ! ✌✌



• The Wrestling Observer এর মতে, WWE Tag Team দের জন্যও Money in the Bank ladder match এর আয়োজন করার চিন্তাভাবনা করছে। কী মনে হয় কেমন হবে?


• WWE Network এ আয়োজিত শো Table For 3 এর নতুন এপিসোড আগামী Raw শেষ হওয়ার সা থে সাথেই প্রচারিত হবে। এবারের শো এর গেস্ট হবে Sting, Rickie Steamboat, Ric Flair. This Seems Pretty Interesting ✌✌. Sting Maybe Is Scheduled for Raw 25th Anniversary :)


• Finn Balor কে Vince McMahon বাকা চোখে দেখলেও ফ্যানরা Vince-কে ভুল প্রমাণ করেছে। কিছুদিন আগে Balor কে পুশ দেয়া বন্ধ করার পরিকল্পনা করে Vince কিন্তু সম্প্রতি একটি ভোটে পুরো চিত্র পাল্টে যায়। WWE তাদের ওয়েবসাইটে ভোটের আয়োজন করে যেখানে জিজ্ঞাসা করা হয় ফ্যানরা কাকে Royal Rumble-এ Brock Lesnar'র পরবর্তী প্রতিপক্ষ হিসেবে দেখতে চায়। 

সেই পোলে সর্বোচ্চ ৩১% ভোট পেয়ে জয়ী হয়েছেন Finn Balor 😊😊 
পোলে ২৪% ভোট পেয়েছেন Braun Strowman.. 👍
এবং Triple H ১২% ও The Guy খ্যাত Roman Reigns পেয়েছেন মাত্র ১২% ভোট!!  😃 
এছাড়াও Dean ১%, Seth ৩%, Bray ৫%, Joe পেয়েছেন ৭% ভোট!! 

যদিও Vince মনে করেন Balor তেমন ফ্যান ফেভারিট নয়, তবে এই পোলের রেজাল্টে স্পষ্টত ই বুঝা যায় যে Balor যথেষ্ট ফ্যান ফেভারিট 👍 ৩১% ভোট পেয়ে ফ্যানদের মন জয় করতে পারলেও এবার দেখার বিষয় তিনি Vince এর মন জয় করতে পারেন কি না! 👏👏


• Cageside Seats-এর তথ্য মতে, আগামী বছরের Royal Rumble ম্যাচে Roman Reigns জয়লাভ করে WM 34-এ Brock Lesnar কে Face করতে চলেছিল। কিন্তু Elimination Camber Raw-এর Exclusive PPV হওয়ার কারণে পুরো Plan-টি Change হয়ে যায়। যার ভিত্তিতে CS অনুমান লাগিয়েছে, আগামী বছর Royal Rumble ম্যাচে SD Live-এর কোনো বড় Superstar জয়লাভ করবে। 😃👏👌

No more Women's Royal Rumble in 2018 :

গত সপ্তাহের RAW ও SDLive এ পর পর ৬ জন ওমেন রেস্লার NXT থেকে মেইন রোস্ট্রারে ড্যাবু করার পর থেকেই একটা গুঞ্জন উঠেছে যে, তাদেরকে ২০১৮ এর ওমেন্স রয়েল রম্বলে যুক্ত করার উদ্দেশ্যেই NXT থেকে হঠাৎ করে মেইন রোস্ট্রারে আনা হয়েছে।

কিন্তু এবার সকল রুমরে জল ঢেলে দিলেন ডেভ মেল্টযার। তার মতে, WWE এর এরকম কোন প্লানিং নেই ২০১৮ এর রয়েল রম্বলের জন্য। তবে হ্যা তারা যেকোন সময় তাদের প্ল্যান চেঞ্জ করতে পারে। তবে তিনি অনেকটাই নিশ্চিত যে ২০১৮ তে কোন ওমেন্স রয়েল রম্বল হবে না।


• Observer এর Bryan Álvarez এর মতে, WWE এর প্ল্যান হচ্ছে দুই ব্র্যান্ডে NXT এর মহিলাদের করা এট্যাকদুটির জন্য Paige কে দায়ী করা। মানে সেই তাদেরকে পাঠিয়েছে দুই ব্র্যান্ডে গিয়ে মহিলাদের এট্যাক করার জন্য।

• গতকাল WWE এর লিজেন্ট Women Wrestler 'IVORY' এর ৫৭তম জন্মদিন ছিল ।
১৯৬০ সালের আজকের এই দিনে Ivory আমেরিকার একটি শহরে জন্মগ্রহণ করেন । তিনি হচ্ছেন আমাদের ৩বারের WWE Women Champ । জন্মদিনের কোটি কোটি শুভেচ্ছা যানাই Ivory কে । 

এরই সাথে গতকাল WWE এর ২য় সর্ববৃহত্‍ এবং ২য় সবচেয়ে পুরাতন PPV 'Survivvor Series' ৩০তম এর জন্মদিন ছিল । ১৯৮৭ সালের এই দিনে WWE তাদের এই ২য় সবচেয়ে বড় PPV 'Survivvor Series' এর ১ম যাত্রা শুরু করেন ।

• আজ থেকে ২০ বছর আগে ১৯৯৭ সালে 'Diesel' [Kevin Nash] মাত্র ৮ সেকেন্ডে 'Bob backlund'-কে হারিয়ে WWE Championship টাইটেল জিতেন । এই জয়ের মধ্য থেকেই Diesel এর ৩৫৮ দিনের সর্বচ্চ চাম্পিয়ন থাকার রের্কড শুরু হয় । মর্ডান Era তে এটিই ছিল এক সময়ের সর্বচ্চ দিন WWE Champ থাকার রেকর্ড, যেটা পরে Cena তার ৩৮০ দিন চ্যাম্প থাকার রের্কড করার মাধ্যমে ভাঙ্গেন । 


• ১৬ বারের WWE Champion John Cena-এর Survivor Series ম্যাচের জন্য রিটার্ন টি তেমন ভালো হয়নি। যার পর এই নিয়ে Metlzer জানায়, WWE মূলত তাদের Story Line-কে পুশ দিবার জন্য এমনটি করেছে। কেননা বর্তমান Story Line-এর মধ্যে John Cena-এর কোনো লেনদেন নেই। 😒

• সম্প্রতি "Steve Austin" তার Podcast The Austin Show-এ জানায়, তিনি যখন রিং-এ আসার জন্য Backstage-এ দাড়িয়ে থাকতেন তখন মনে মনে গালি- গালাজ করতেন। 😂😂

• WWE Raw Women Ruster Nia Jax একটি Interview-এ তার Dream Wrestlemania বিরোধী নাম প্রকাশ করেন। আর এই Dream Name-এ Sasha, Bayley এবং Asuka-এর মতো কারো নাম নেই। Nia জানান, তিনি WM 34-এ Tamina-এর সাথে একটি ম্যাচ খেলতে চান। 😱

• NODQ-এর Report অনুযায়ি, Survivor Series-এর পর Smackdown Live Exclusive PPV Clash Of Champion-এ Former WWE Champion John Cena অংশীদার নয়। কিন্তু তিনি এই মাসের একটি বড় Live Event-এ উপস্থিত থাকছেন। 😒

• WWE-এর পূর্ব Superstar "The Animal" খ্যাত Batista সম্প্রতি Jimm Roze-এর Podcast The Roze Report-এ নজর আসেন। তিনি সেখানে CM Punk-এর WWE থেকে লিভ নেবার বিষয়ে কথাও বলেন। Batista জানান, তিনি CM Punk-এর এই কাজ টি মুটেও ভালো পাননি। কেননা এটির কারণে WWE Fan-দের মনে অনেক টা পরিবর্তন এসেছে।😫


• Roman Reigns Officially তার Intercontinental Championship ওপেন চ্যালেঞ্জ শুরু করবেন নেক্সট Raw তে।

যাদের যাদের সাথে তার ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে -

৫। Somoa Joe - হ্যা ঠিক ই শুনছেন তিনি হতে পারেন Roman Reigns এর ওপেন চ্যালেঞ্জের প্রতিপক্ষ

৪। Finn Balor - এর অনেক সম্ভাবনা আছে Roman এর সাথে ম্যাচ খেলার।

৩। Brown Stroman - The monster among man খ্যাত রেস্লার টি হতে পারেন Roman এর প্রতিপক্ষ তার সাথে Roman এর অনেক দিন এর ফিউড সম্পন্ন হয়েও হয় না। তাদের সাথে অনেক ম্যাচ হয়েছে এবং আবারো হতে পারে।

২। Jason Jordan - তার সাথে কারো ফিউড আপাদতো নেই তাই তিনি হতে পারেন Roman এর প্রতিপক্ষ

১। Kurt Angle - এর সাথে ম্যাচ হউয়ার সম্ভাবনা অনেক বেশি বলা যায়। হলে এক কথায় সেই হবে বলে আমি মনে করি।


যে যে ম্যাচ গুলো হবে বা হউয়ার সম্ভাবনা আছে Clash of Champions এ :

◘ AJ Styles vs Jinder Mahal 
[ WWE Championship]

◘ The Usos vs Chad Gable and Shelton Benjamin
[ SmackDown Tag Team Titles]

◘ Baron Corbin vs Bobby Roode 
[ WWE United States Championship ]

◘ Randy Orton and Shinsuke Nakamura vs Kevin Owens and Sami Zayn

◘ New Day vs Rusev and Aiden English

◘ Charlotte Flair, Natalya Neidhart and Naomi VS Ruby Riot, Liv Morgan and Sarah Logan

• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Wrestling 360, Siam Hossain, Jahid Hossain, Hêàrtléss Bøy Rãyháñ।
অন্যান্য নিউজ আপডেট দেখার জন্য এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ২৭/১১/২০১৭


Is Batista Returning? :

সম্প্রতি Jim Ross এর পোডকাস্টে গেস্ট ছিলেন The Animal খ্যাত Batista! সেই পোডকাস্টে তিনি আবারোও WWE তে ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন ✌ এমনকি তিনি তার রিটার্নের ব্যাপারে ভিন্সের সাথেও যোগাযোগ করেছেন!! তিনি আরোও বলেছেন, WWE এর সবার সাথেই তার ভালো সম্পর্ক আছে এবং এটাও জানান যে তিনি কারোও উপর রাগ করে বা কোনো ধরণের সমস্যার কারণে WWE থেকে লিভ নেননি। বরং কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলেই লিভ নিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আবারোও রিটার্ন করবেন বলে জানান Batista.. 👏👏

শোনা যাচ্ছে যে, Batista Vince McMahon এর সাথে সাক্ষাতে বলেছেন যে WWE র সাথে তার সম্পর্ক সব সময় ভালো ছিলো। আর HHH সব সময় তার ভালো বন্ধু। আর এতে Vince. বুঝতে পেরেছেন যে, Batista আবার রিং এ ফিরার আগ্রহ পোষণ করেছেন।😃 আর তার নাকি HHH. এর সাথে একটা ম্যাচ খেলার ইচ্ছা আছে। আর সে নাকি রিং এ ফিরলে Full time job ই করবেন।

উল্লেখ্য, Batista হলো Longest Reigning WWE World Heavyweight Champion সে ২৮২ দিন টাইটেলটি নিজের অধীনে রেখেছে। ✌✌


• আজকের WWE Starrcade ইভেন্টে Jinder Mahal কে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছে AJ Styles. 


• আজ WWE এর Starrcade নামের একটি Live Event এ সকলকে শকিং করে দিয়ে নিজের ইন্জুরী শেষ করে রির্টান করেন "Jeff Hardy" । দর্শকরা উনাকে ভালই চিয়ার দেন । এছাড়াও আজকের WWE Starrcade ইভেন্টে উপস্থিত ছিল  The Rock 'n' Roll Express।

Starrcade একটি বৃহৎ আকারের SDLive লাইভ ইভেন্ট। এটি Greensboro, North Carolina তে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য WCW এর ফ্ল্যাগশিপ পিপিভি এর নাম ছিলো Starrcade.. নর্তমানে এর Lawsuit , WWE এর কাছে আছে।


• আজকের Starrcade ইভেন্টে Baron Corbin তার US টাইটেল ডিফেন্ড করেছেন Shinsuke Nakamura এর বিপক্ষে!! ম্যাচটি ডিসকোয়ালিফিকেশন এর মাধ্যমে জিতে যান Nakamura...তাই টাইটেল হাতবদল হয়নি 😃 অর্থাৎ Baron তার টাইটেল রিটেইন করতে সক্ষম হয়েছে 👍 
এই ম্যাচে প্রচুর চিয়ার পেয়েছে Nakamura.. 😊


Aj Style retiring soon ? :

Huston এ 97.9 The Box নামের একটি শোতে WWE Champion "AJ Styles" এর ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে Styles বলেন, "আমার (Styles এর) রিং স্টাইল আমার আর ভালো লাগে না। আমি ঠিকমত রেসলিং মুভ ইউজ করতে পারি না। এসবই বয়সের কারণে। এই বয়সে এতো কিছু Maintain করা Tough। "

আপনারা জানেন, গত June মাসে AJ Styles এর ৪০ বছর পুরণ হয়েছে। তিনি রেসলিং জগৎে আসেন 1998 সালে। তিনি এর আগেও WWE এর কয়েকটি ম্যাচে কম্পিট করেছেন, কিন্তু তিনি WWE এর সাথে Full-Time কন্ট্রাক্ট সাইন করেন ২০১৬ সালে।

এজে বলেন, " কয়েক বছরের মধ্যেই আমি আমার পরিবারের সাথে সব জায়গায় যেতে পারবো, যেখানে তারা যেতে চায়। কারণ আর কয়েক বছরের মধ্যেই আমি রিটায়ার করবো। যখন Host রা Styles কে বলে, "আমরা চাইনা আপনি রিটায়ার করুন। "। তখন The Phenomenal "AJ Styles রিপ্লাই দেয়, "Man, I'm Just 40 Years Old."


• পায়ে চোট পাওয়া স্বত্তেও ম্যাচ খেলেছেন Kurt Angle!! :

Observer-এর তথ্য মতে, Kurt Angle UK Tour-এর মধ্য দিয়ে Injury তে পরে যান। যার কারণে তিনি Survivor Series-এ তেমন কোনো ভুমিকা রাখতে পারেননি।  👎

হ্যা এবারের সারভাইভর সিরিজে ম্যাচ খেলার সময় Kurt পুরোপুরি ফিট ছিলেন না! পিপিভির পূর্বে ট্রেনিং করার সময় তিনি তার পায়ের পেশীতে চোট পেয়েছিলেন!! কিন্তু এতকিছুর পরও তিনি পিছু হটেননি, পায়ে হালকা ব্যাথা থাকা স্বত্তেও তিনি ম্যাচ খেলেছিলেন!! Salute 👏👏 Kurt এর ক্ষেত্রে অবশ্য এটা নতুন কিছু নয়! ঘাড়ের ইঞ্জুরি নিয়েই যিনি অলিম্পিকে গোল্ড মেড্যাল জিততে পেরেছেন তার কাছে এরকম ছোটখাট ব্যাথা কিছুই নাহ! ✌✌



• The Wrestling Observer এর মতে, WWE Tag Team দের জন্যও Money in the Bank ladder match এর আয়োজন করার চিন্তাভাবনা করছে। কী মনে হয় কেমন হবে?


• WWE Network এ আয়োজিত শো Table For 3 এর নতুন এপিসোড আগামী Raw শেষ হওয়ার সা থে সাথেই প্রচারিত হবে। এবারের শো এর গেস্ট হবে Sting, Rickie Steamboat, Ric Flair. This Seems Pretty Interesting ✌✌. Sting Maybe Is Scheduled for Raw 25th Anniversary :)


• Finn Balor কে Vince McMahon বাকা চোখে দেখলেও ফ্যানরা Vince-কে ভুল প্রমাণ করেছে। কিছুদিন আগে Balor কে পুশ দেয়া বন্ধ করার পরিকল্পনা করে Vince কিন্তু সম্প্রতি একটি ভোটে পুরো চিত্র পাল্টে যায়। WWE তাদের ওয়েবসাইটে ভোটের আয়োজন করে যেখানে জিজ্ঞাসা করা হয় ফ্যানরা কাকে Royal Rumble-এ Brock Lesnar'র পরবর্তী প্রতিপক্ষ হিসেবে দেখতে চায়। 

সেই পোলে সর্বোচ্চ ৩১% ভোট পেয়ে জয়ী হয়েছেন Finn Balor 😊😊 
পোলে ২৪% ভোট পেয়েছেন Braun Strowman.. 👍
এবং Triple H ১২% ও The Guy খ্যাত Roman Reigns পেয়েছেন মাত্র ১২% ভোট!!  😃 
এছাড়াও Dean ১%, Seth ৩%, Bray ৫%, Joe পেয়েছেন ৭% ভোট!! 

যদিও Vince মনে করেন Balor তেমন ফ্যান ফেভারিট নয়, তবে এই পোলের রেজাল্টে স্পষ্টত ই বুঝা যায় যে Balor যথেষ্ট ফ্যান ফেভারিট 👍 ৩১% ভোট পেয়ে ফ্যানদের মন জয় করতে পারলেও এবার দেখার বিষয় তিনি Vince এর মন জয় করতে পারেন কি না! 👏👏


• Cageside Seats-এর তথ্য মতে, আগামী বছরের Royal Rumble ম্যাচে Roman Reigns জয়লাভ করে WM 34-এ Brock Lesnar কে Face করতে চলেছিল। কিন্তু Elimination Camber Raw-এর Exclusive PPV হওয়ার কারণে পুরো Plan-টি Change হয়ে যায়। যার ভিত্তিতে CS অনুমান লাগিয়েছে, আগামী বছর Royal Rumble ম্যাচে SD Live-এর কোনো বড় Superstar জয়লাভ করবে। 😃👏👌

No more Women's Royal Rumble in 2018 :

গত সপ্তাহের RAW ও SDLive এ পর পর ৬ জন ওমেন রেস্লার NXT থেকে মেইন রোস্ট্রারে ড্যাবু করার পর থেকেই একটা গুঞ্জন উঠেছে যে, তাদেরকে ২০১৮ এর ওমেন্স রয়েল রম্বলে যুক্ত করার উদ্দেশ্যেই NXT থেকে হঠাৎ করে মেইন রোস্ট্রারে আনা হয়েছে।

কিন্তু এবার সকল রুমরে জল ঢেলে দিলেন ডেভ মেল্টযার। তার মতে, WWE এর এরকম কোন প্লানিং নেই ২০১৮ এর রয়েল রম্বলের জন্য। তবে হ্যা তারা যেকোন সময় তাদের প্ল্যান চেঞ্জ করতে পারে। তবে তিনি অনেকটাই নিশ্চিত যে ২০১৮ তে কোন ওমেন্স রয়েল রম্বল হবে না।


• Observer এর Bryan Álvarez এর মতে, WWE এর প্ল্যান হচ্ছে দুই ব্র্যান্ডে NXT এর মহিলাদের করা এট্যাকদুটির জন্য Paige কে দায়ী করা। মানে সেই তাদেরকে পাঠিয়েছে দুই ব্র্যান্ডে গিয়ে মহিলাদের এট্যাক করার জন্য।

• গতকাল WWE এর লিজেন্ট Women Wrestler 'IVORY' এর ৫৭তম জন্মদিন ছিল ।
১৯৬০ সালের আজকের এই দিনে Ivory আমেরিকার একটি শহরে জন্মগ্রহণ করেন । তিনি হচ্ছেন আমাদের ৩বারের WWE Women Champ । জন্মদিনের কোটি কোটি শুভেচ্ছা যানাই Ivory কে । 

এরই সাথে গতকাল WWE এর ২য় সর্ববৃহত্‍ এবং ২য় সবচেয়ে পুরাতন PPV 'Survivvor Series' ৩০তম এর জন্মদিন ছিল । ১৯৮৭ সালের এই দিনে WWE তাদের এই ২য় সবচেয়ে বড় PPV 'Survivvor Series' এর ১ম যাত্রা শুরু করেন ।

• আজ থেকে ২০ বছর আগে ১৯৯৭ সালে 'Diesel' [Kevin Nash] মাত্র ৮ সেকেন্ডে 'Bob backlund'-কে হারিয়ে WWE Championship টাইটেল জিতেন । এই জয়ের মধ্য থেকেই Diesel এর ৩৫৮ দিনের সর্বচ্চ চাম্পিয়ন থাকার রের্কড শুরু হয় । মর্ডান Era তে এটিই ছিল এক সময়ের সর্বচ্চ দিন WWE Champ থাকার রেকর্ড, যেটা পরে Cena তার ৩৮০ দিন চ্যাম্প থাকার রের্কড করার মাধ্যমে ভাঙ্গেন । 


• ১৬ বারের WWE Champion John Cena-এর Survivor Series ম্যাচের জন্য রিটার্ন টি তেমন ভালো হয়নি। যার পর এই নিয়ে Metlzer জানায়, WWE মূলত তাদের Story Line-কে পুশ দিবার জন্য এমনটি করেছে। কেননা বর্তমান Story Line-এর মধ্যে John Cena-এর কোনো লেনদেন নেই। 😒

• সম্প্রতি "Steve Austin" তার Podcast The Austin Show-এ জানায়, তিনি যখন রিং-এ আসার জন্য Backstage-এ দাড়িয়ে থাকতেন তখন মনে মনে গালি- গালাজ করতেন। 😂😂

• WWE Raw Women Ruster Nia Jax একটি Interview-এ তার Dream Wrestlemania বিরোধী নাম প্রকাশ করেন। আর এই Dream Name-এ Sasha, Bayley এবং Asuka-এর মতো কারো নাম নেই। Nia জানান, তিনি WM 34-এ Tamina-এর সাথে একটি ম্যাচ খেলতে চান। 😱

• NODQ-এর Report অনুযায়ি, Survivor Series-এর পর Smackdown Live Exclusive PPV Clash Of Champion-এ Former WWE Champion John Cena অংশীদার নয়। কিন্তু তিনি এই মাসের একটি বড় Live Event-এ উপস্থিত থাকছেন। 😒

• WWE-এর পূর্ব Superstar "The Animal" খ্যাত Batista সম্প্রতি Jimm Roze-এর Podcast The Roze Report-এ নজর আসেন। তিনি সেখানে CM Punk-এর WWE থেকে লিভ নেবার বিষয়ে কথাও বলেন। Batista জানান, তিনি CM Punk-এর এই কাজ টি মুটেও ভালো পাননি। কেননা এটির কারণে WWE Fan-দের মনে অনেক টা পরিবর্তন এসেছে।😫


• Roman Reigns Officially তার Intercontinental Championship ওপেন চ্যালেঞ্জ শুরু করবেন নেক্সট Raw তে।

যাদের যাদের সাথে তার ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে -

৫। Somoa Joe - হ্যা ঠিক ই শুনছেন তিনি হতে পারেন Roman Reigns এর ওপেন চ্যালেঞ্জের প্রতিপক্ষ

৪। Finn Balor - এর অনেক সম্ভাবনা আছে Roman এর সাথে ম্যাচ খেলার।

৩। Brown Stroman - The monster among man খ্যাত রেস্লার টি হতে পারেন Roman এর প্রতিপক্ষ তার সাথে Roman এর অনেক দিন এর ফিউড সম্পন্ন হয়েও হয় না। তাদের সাথে অনেক ম্যাচ হয়েছে এবং আবারো হতে পারে।

২। Jason Jordan - তার সাথে কারো ফিউড আপাদতো নেই তাই তিনি হতে পারেন Roman এর প্রতিপক্ষ

১। Kurt Angle - এর সাথে ম্যাচ হউয়ার সম্ভাবনা অনেক বেশি বলা যায়। হলে এক কথায় সেই হবে বলে আমি মনে করি।


যে যে ম্যাচ গুলো হবে বা হউয়ার সম্ভাবনা আছে Clash of Champions এ :

◘ AJ Styles vs Jinder Mahal 
[ WWE Championship]

◘ The Usos vs Chad Gable and Shelton Benjamin
[ SmackDown Tag Team Titles]

◘ Baron Corbin vs Bobby Roode 
[ WWE United States Championship ]

◘ Randy Orton and Shinsuke Nakamura vs Kevin Owens and Sami Zayn

◘ New Day vs Rusev and Aiden English

◘ Charlotte Flair, Natalya Neidhart and Naomi VS Ruby Riot, Liv Morgan and Sarah Logan

• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Wrestling 360, Siam Hossain, Jahid Hossain, Hêàrtléss Bøy Rãyháñ।
অন্যান্য নিউজ আপডেট দেখার জন্য এখানে ক্লিক করুন।