• Dave Meltzer এর মতে, Royal Rumble 2018 এ Brock Lesnar তার Universal Title ডিফেন্ড করবে না..! অর্থাৎ এটা অনিশ্চিত যে, Royal Rumble এ Brock তার টাইটেল আদৌ ডিফেন্ড করবেন কি না!! 👎


• টুইটারে "Broken" Matt Hardy এর জন্য ইতোমধ্যে নতুন সিম সং বানানোর আভাস দিয়েছে , গত Raw তে Bray Wyatt এর কাছে হারার পর Matt Hardy ব্যকস্টেজ এ গিয়ে Matt Hardy হতাশাগ্রস্থ হওয়ার আচরণ করে যা ছিলো তার "Broken" গিমিক এর বৈশিষ্ট্য :)


• Next Week Raw তে The Bar VS Seth Rollins & Dean Ambrose For The Raw Tag Team Title ম্যাচ সেট করা হয়েছে।


• গত Raw তে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জার ছিলেন Elias Samson..! এটি WWE তে তার খেলা প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল 👍

নিজের ক্যারিয়ারের প্রথম টাইটেল শটে নিরাশ করেননি Elias! তার গতানুগতিক পারফর্মেন্স এর চাইতে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। একের পর এক দারুণ সব মুভস ইউজ করেছেন এই ম্যাচে যা তার আগের ম্যাচগুলোতে দেখা যায়নি।পুরো ম্যাচেই বেশ ডমিনেট করেছিলেন তিনি। ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের এই নাতিদীর্ঘ ম্যাচে Spear হিট করে Reigns হারান Elias কে!! সর্বোপরি বলা যায় IC টাইটেলের এই প্রথম ওপেন চ্যালেঞ্জ ম্যাচটি ততটা ভালো না হলেও মোটামুটি ভালোই ছিল! উল্লেখ্য এই ম্যাচে রোমান রেইন্স ফ্যানদের কাছ থেকে চিয়ার পেয়েছেন।


• গত Raw তে হওয়া Asuka vs. Dana Brooke ম্যাচটি ইতিহাসের সমচেয়ে স্বল্পস্থায়ী Women's Match হওয়ার রেকর্ড আর্জন করে নেয়। এবং একই সাথে যৌথভাবে Chris Jericho and Jerry Lawler vs Tazz and Naked Mideon ম্যাচটির সাথে ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী রেসলিং ম্যাচ (পুরুষ এবং মহিলা উভয়ই) হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটির স্থায়ীত্বকাল ছিল মাত্র তিন সেকেন্ড!


• The Flash নামক Show এর চলতি সিজনে পরবর্তী অতিথি হিসেবে উপস্থিত থাকছে WWE Legend The Iconic Goldberg!


• Rumor অনুযায়ী বলা যাচ্ছে Becky Lynch " The Marine 6: Close Quarters " Film এর জন্য কিছুদিন WWE TV এর বাইরে থাকবেন।


• Pro Wrestling Sheets নিশ্চিত করেছে, ব্রক লেসনার আসন্ন Elimination Chamber পে-পার-ভিউ তে আরও ৫ জন রেসলারের বিপক্ষে তার ইউনিভার্সাল চ্যাম্পিওনশীপ ডিফেন্ড করবেন।

অবশ্যই এটি হবে The Ten Miles Of Chain ক্ষ্যাত "Elimination Chamber" ম্যাচ। তবে বাকি ৫ জন কারা হতে পারেন সে বিষয়ে নিশ্চিত ভাবে এখনি কিছু বলা যাচ্ছে না।

• Drew Mclntyre সম্প্রতি একটি Tweet এর মাধ্যমে জানান তিনি তার ইঞ্জুরি কাটিয়ে ২০১৮ সালের এপ্রিল মাসে ফিরবেন।


• Angelina Love VS Tenille ম্যাচটি হবে Wrestlepro এর ইতিহাসে সর্বপ্রথম Women Main Event ম্যাচ। Show টি ভারতীয় উপমহাদেশের সময় অনুযায়ী ২০১৮ এর ৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে।


• Wrestling Observer এর মতে Vince Sami কে একজন হিল হিসেবে গড়ে তুলবেন মাত্র , টপ সুপারস্টার না।

• Pro Wrestling Sheets এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় WWE ইতিহাসে ২০১৮ সালের Elimination Chamber এ সর্বপ্রথম Women Elimination Chamber Match অনুষ্ঠিত হবে।

WWE সামনের বছর Elimination Chamber PPV তে Women’s Elimination Chamber Match অনুষ্ঠিত করার চিন্তাভাবনা করছে।


• সম্প্রতি Kane এক সাক্ষাতকারে জানান WWE History এ Braun Strowman হবেন One Of The Greatest Big Man!

• আজকের Smackdown এ Ruby Riot, Liv Morgan & Sarah Logan vs Charlotte, Natalya & Naomi এর ম্যাচ সেট করেছে Smackdown এর Commissioner Shane McMahon. Raw এ যা হয়েছিল তাই আবার হবে মনে হচ্ছে 😏


GFW Impact! যদি আর আপিল না করে, তবে ২০১৮'র জানুয়ারি থেকে Legally "Broken" Gimmick এর মালিক হবেন ম্যাট হর্ডি |•| এর ফলাফল! WWE'র Creative টিম চাইলে ম্যাট হর্ডিকে Broken Matt হিসেবে বুক করতে পারবে!


• WWE থেকে রিলিজ পাওয়ার পর New Jersey তে ফেব্রুয়ারির ৩ তারিখে Emma প্রথমবারের মত রেসলিং করতে যাচ্ছে। ইন্ডি সার্কিটে তার রিং নেম হবে Tenille, যেটা তার আসল নাম।


• E&C Podcast এ Edge The Velveteen Dream এর প্রশংসা করে War Games এ Aleister Black এর সাথে তার ম্যাচের জন্য।

সে বলে, "আমি Velveteen Dream এর খুব বেশি কিছু দেখিনি কিন্তু আমি মাত্র তার এবং Aleister Black এর ম্যাচটি দেখেছি। ছেলেটি কতদিন ধরে কাজ করছে? ৩ বছর? ৩ বছরে সে যেখানে পৌছেছে তা খুব অসাধারণ। সে ইতিমধ্যেই একটি ক্যারেক্টার পেয়ে গিয়েছে এবং সে সেটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তার মধ্যে Rick Rude এবং একজন রাজপুত্রের কিছু ভাব আছে এবং সেটা মজার। আমি সত্যিই তাদের ম্যাচটি উপভোগ করেছি। সেটি খুব মজাদার একটি ম্যাচ ছিল এবং আমার মনে হয়েছিল সেখানে অনেকগুলা ভাল false finishes ছিল। সে ভবিষ্যতে একজন বড় খেলোয়াড় হতে পারবে।"


• ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯১ সালের এই দিনে The Undertaker তার ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড টাইটেল জিতেছিলেন! ১৯৯১ সালের সেই Survivor Series পিপিভির মেইন ইভেন্ট করেছিলেন Taker...এবং সেই ম্যাচে Hulk Hogan কে হারিয়ে প্রথমবারের মত WWE Championship(তৎকালীন WWF World Championship) জিতেছিলেন The Undertaker 👏👏


• গতকাল WWE Superstar, The Bludgeon Brothers এর  Eric Rowan এর ৩৬ তম জন্মদিন ছিল।  🎂🎂

এছাড়াও গতকাল WWE এর প্রাক্তন রেসলার Summer Rae এর ৩৪তম জন্মদিন। Happy Birthday!
• লেখক : WWE 360, Siam Hossain, Jahid Hossain, Sabbir Rahman Leon।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ২৯/১১/২০১৭


• Dave Meltzer এর মতে, Royal Rumble 2018 এ Brock Lesnar তার Universal Title ডিফেন্ড করবে না..! অর্থাৎ এটা অনিশ্চিত যে, Royal Rumble এ Brock তার টাইটেল আদৌ ডিফেন্ড করবেন কি না!! 👎


• টুইটারে "Broken" Matt Hardy এর জন্য ইতোমধ্যে নতুন সিম সং বানানোর আভাস দিয়েছে , গত Raw তে Bray Wyatt এর কাছে হারার পর Matt Hardy ব্যকস্টেজ এ গিয়ে Matt Hardy হতাশাগ্রস্থ হওয়ার আচরণ করে যা ছিলো তার "Broken" গিমিক এর বৈশিষ্ট্য :)


• Next Week Raw তে The Bar VS Seth Rollins & Dean Ambrose For The Raw Tag Team Title ম্যাচ সেট করা হয়েছে।


• গত Raw তে Reigns এর IC Championship ওপেন চ্যালেঞ্জার ছিলেন Elias Samson..! এটি WWE তে তার খেলা প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল 👍

নিজের ক্যারিয়ারের প্রথম টাইটেল শটে নিরাশ করেননি Elias! তার গতানুগতিক পারফর্মেন্স এর চাইতে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। একের পর এক দারুণ সব মুভস ইউজ করেছেন এই ম্যাচে যা তার আগের ম্যাচগুলোতে দেখা যায়নি।পুরো ম্যাচেই বেশ ডমিনেট করেছিলেন তিনি। ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের এই নাতিদীর্ঘ ম্যাচে Spear হিট করে Reigns হারান Elias কে!! সর্বোপরি বলা যায় IC টাইটেলের এই প্রথম ওপেন চ্যালেঞ্জ ম্যাচটি ততটা ভালো না হলেও মোটামুটি ভালোই ছিল! উল্লেখ্য এই ম্যাচে রোমান রেইন্স ফ্যানদের কাছ থেকে চিয়ার পেয়েছেন।


• গত Raw তে হওয়া Asuka vs. Dana Brooke ম্যাচটি ইতিহাসের সমচেয়ে স্বল্পস্থায়ী Women's Match হওয়ার রেকর্ড আর্জন করে নেয়। এবং একই সাথে যৌথভাবে Chris Jericho and Jerry Lawler vs Tazz and Naked Mideon ম্যাচটির সাথে ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী রেসলিং ম্যাচ (পুরুষ এবং মহিলা উভয়ই) হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটির স্থায়ীত্বকাল ছিল মাত্র তিন সেকেন্ড!


• The Flash নামক Show এর চলতি সিজনে পরবর্তী অতিথি হিসেবে উপস্থিত থাকছে WWE Legend The Iconic Goldberg!


• Rumor অনুযায়ী বলা যাচ্ছে Becky Lynch " The Marine 6: Close Quarters " Film এর জন্য কিছুদিন WWE TV এর বাইরে থাকবেন।


• Pro Wrestling Sheets নিশ্চিত করেছে, ব্রক লেসনার আসন্ন Elimination Chamber পে-পার-ভিউ তে আরও ৫ জন রেসলারের বিপক্ষে তার ইউনিভার্সাল চ্যাম্পিওনশীপ ডিফেন্ড করবেন।

অবশ্যই এটি হবে The Ten Miles Of Chain ক্ষ্যাত "Elimination Chamber" ম্যাচ। তবে বাকি ৫ জন কারা হতে পারেন সে বিষয়ে নিশ্চিত ভাবে এখনি কিছু বলা যাচ্ছে না।

• Drew Mclntyre সম্প্রতি একটি Tweet এর মাধ্যমে জানান তিনি তার ইঞ্জুরি কাটিয়ে ২০১৮ সালের এপ্রিল মাসে ফিরবেন।


• Angelina Love VS Tenille ম্যাচটি হবে Wrestlepro এর ইতিহাসে সর্বপ্রথম Women Main Event ম্যাচ। Show টি ভারতীয় উপমহাদেশের সময় অনুযায়ী ২০১৮ এর ৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে।


• Wrestling Observer এর মতে Vince Sami কে একজন হিল হিসেবে গড়ে তুলবেন মাত্র , টপ সুপারস্টার না।

• Pro Wrestling Sheets এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় WWE ইতিহাসে ২০১৮ সালের Elimination Chamber এ সর্বপ্রথম Women Elimination Chamber Match অনুষ্ঠিত হবে।

WWE সামনের বছর Elimination Chamber PPV তে Women’s Elimination Chamber Match অনুষ্ঠিত করার চিন্তাভাবনা করছে।


• সম্প্রতি Kane এক সাক্ষাতকারে জানান WWE History এ Braun Strowman হবেন One Of The Greatest Big Man!

• আজকের Smackdown এ Ruby Riot, Liv Morgan & Sarah Logan vs Charlotte, Natalya & Naomi এর ম্যাচ সেট করেছে Smackdown এর Commissioner Shane McMahon. Raw এ যা হয়েছিল তাই আবার হবে মনে হচ্ছে 😏


GFW Impact! যদি আর আপিল না করে, তবে ২০১৮'র জানুয়ারি থেকে Legally "Broken" Gimmick এর মালিক হবেন ম্যাট হর্ডি |•| এর ফলাফল! WWE'র Creative টিম চাইলে ম্যাট হর্ডিকে Broken Matt হিসেবে বুক করতে পারবে!


• WWE থেকে রিলিজ পাওয়ার পর New Jersey তে ফেব্রুয়ারির ৩ তারিখে Emma প্রথমবারের মত রেসলিং করতে যাচ্ছে। ইন্ডি সার্কিটে তার রিং নেম হবে Tenille, যেটা তার আসল নাম।


• E&C Podcast এ Edge The Velveteen Dream এর প্রশংসা করে War Games এ Aleister Black এর সাথে তার ম্যাচের জন্য।

সে বলে, "আমি Velveteen Dream এর খুব বেশি কিছু দেখিনি কিন্তু আমি মাত্র তার এবং Aleister Black এর ম্যাচটি দেখেছি। ছেলেটি কতদিন ধরে কাজ করছে? ৩ বছর? ৩ বছরে সে যেখানে পৌছেছে তা খুব অসাধারণ। সে ইতিমধ্যেই একটি ক্যারেক্টার পেয়ে গিয়েছে এবং সে সেটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তার মধ্যে Rick Rude এবং একজন রাজপুত্রের কিছু ভাব আছে এবং সেটা মজার। আমি সত্যিই তাদের ম্যাচটি উপভোগ করেছি। সেটি খুব মজাদার একটি ম্যাচ ছিল এবং আমার মনে হয়েছিল সেখানে অনেকগুলা ভাল false finishes ছিল। সে ভবিষ্যতে একজন বড় খেলোয়াড় হতে পারবে।"


• ২৬ বছর আগে অর্থাৎ ১৯৯১ সালের এই দিনে The Undertaker তার ক্যারিয়ারের প্রথম ওয়ার্ল্ড টাইটেল জিতেছিলেন! ১৯৯১ সালের সেই Survivor Series পিপিভির মেইন ইভেন্ট করেছিলেন Taker...এবং সেই ম্যাচে Hulk Hogan কে হারিয়ে প্রথমবারের মত WWE Championship(তৎকালীন WWF World Championship) জিতেছিলেন The Undertaker 👏👏


• গতকাল WWE Superstar, The Bludgeon Brothers এর  Eric Rowan এর ৩৬ তম জন্মদিন ছিল।  🎂🎂

এছাড়াও গতকাল WWE এর প্রাক্তন রেসলার Summer Rae এর ৩৪তম জন্মদিন। Happy Birthday!
• লেখক : WWE 360, Siam Hossain, Jahid Hossain, Sabbir Rahman Leon।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।