• গতকাল এক লাইভ ইভেন্টে HHH, Seth Rollins & Dean Ambrose এর সাথে ট্যাগ টীম পার্টনার হিসেবে রেসলিং করেছে। Glasgow'র WWE Live event-এ রিটার্ন করে Triple H এবং The S.H.I.E.L.D (Dean AMBROSE ও Seth Rollins)-এর সাথে মিলে একটি 6 man tag team match-এ হারিয়ে দেয় The Bar এবং Bray Wyatt-কে। এই ম্যাচের একটি চমকপ্রদক স্থির চিত্র শেয়ার করা হলো।
• WWE LIVE India 🇮🇳 Match Card :
December 8 এ অনুষ্ঠিত হবে WWE Live event, Indira Gandhi Stadium in Delhi, India তে আসুন দেখি এইদিন এর ম্যাচ কার্ড
- Match #1
3 on 4 Handicap Match
Apollo Crews, Titus O’Neil, Goldust vs Luke Gallows, Karl Anderson, Bo Dallas, Curtis Axel
- Match #2
Jason Jordan vs Elias
- Match #3
WWE Cruiserweight Championship
Enzo Amore vs Kalisto
- Match #4
RAW Women’s Championship
Alexa Bliss vs Sasha Banks
- Match #5
Finn Balor vs Bray Wyatt
- Match #6
RAW Tag Team Championship
Dean Ambrose and Seth Rollins vs Cesaro and Sheamus
- Match #7
Roman Reigns vs Braun Strowman
- Match #8
WWE Championship
Jinder Mahal w/ The Singh Brothers vs Kevin Owens
• আগামী সপ্তাহের SDLive এর জন্য Jinder Mahal vs AJ Styles ম্যাচ ঠিক করা হয়েছে। যেখানে তারা একে অপরের মুখোমুখি হবে WWE Championship এর জন্য।
• কয়েকঘন্টায় এই Survivor Series পোস্টার ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই পোস্টারটি আসল!!! WWE Creative Team এরই তৈরি.. . কিন্তু এই পোস্টার ভুলবশত Leak হয়ে গেছে এটা সত্য তাদের একটা রেফারি দরকার Brock Lesnar vs. Jinder Mahal এর ম্যাচে। সেটা অবশ্য John Cena কেই ধরা হয়েছে। . WWE কিছুদিন পর এই পোস্টার রিলিজ করত এখন দেখার বিষয় এই পোস্টার কি রাখবে না নতুন করে আরেকটি বানাবে
• সদ্য TNA aka Impact Wrestling হতে রিলিজ হওয়া Rockstar Spud আর NXT সুপারস্টার Hideo Itami-কে WWE'র ক্রুজারওয়েট ডিভিশনে আনতে চাচ্ছে ক্রিয়েটিভ প্যানেল। So Cruserweight Divison আরো আকর্ষণীয় হতে চলেছে 😎
• PWInsider এর মতে, James Storm এর Impact wresting এর সাথে contract সামনের জানুয়ারি তেই শেষ হবে, তিনি আর এই কোম্পানির সাথে রিসাইনিং করবেন না।
যদি তিনি WWE তে আসেন তাহলে ববি রুড এর সাথে যুক্ত হয়ে আবার ব্যাক আনতে পারেন "টিম বিয়ার মানি" 😍
▪ NXT এর পরবর্তী পিপিভি হচ্ছে NXT TakeOver: War Games. বলাবাহুল্য যে, এই War Games NXT তে প্রথম বারের মত এবং প্রায় অনেক বছর পর WWE তে ফিরে এসেছে। আর এর জন্য গতকালকের NXT তে একটি War Games ম্যাচ ঘোষনা করা হয়। যেখানে NXT TagTeam Champion SAnitY খেলবে সাবেক NXT TagTeam Champion Authors of Pain, Roderick Strong ও Undisputed Era এর বিপক্ষে। অর্থাৎ Sanity vs Authors of Pain& Roderick Strong vs Undisputed Era😍.
( War Games ম্যাচে দুইটি রিং ও একটি বিশাল স্টিল কেজ থাকে(ছবিতে)। দিন দিন যতই NXT দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। বলতে বাকি রাখে না যে, এই ম্যাচটি সবার মন জয় করতে চলেছে। NXT TakeOver:War Games অনুষ্টিত হবে ১৮ই নভেম্বর।)
• Sports Illustrated এর মতে , Emma কে WWE থেকে রিলিজ দেওয়ার পেছনে কারণ হলো তার সাথে writing team এর মধ্যে চলমান কিছু ঝামেলা এবং টুইটারে তার করা কিছু টুইট। SI এর করা রিপোর্টটি হলো:
“Emma-র যথেষ্ট শত্রুতা চলছিল writing staff দের সাথে, এবং প্রায়ই এর প্রতিবাদস্বরূপ সে Twitter এ নিজের আওয়াজ তুলত। তার রিটার্নের জন্য দরজা এখনও খোলা। company থেকে তার চলে যাবার পেছনে কিছু locker room ঘটিত বিষয় বেশি।"
• Cagesides News এর মতে, . ধারণা করা হচ্ছে WrestleMania 34 এ হবে Kurt Angle vs. Triple H . এবং এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে Stephanie McMahon এর রিটার্ন এর মাধ্যমে . খুব শীঘ্রই আমরা The Game কে টিভিতে দেখতো পাবো। এখন আরও শোনা যাচ্ছে Survivor Series এ রিটার্ন করবেন Triple H।
• WWE programming এ দেখা যায়, Kane রিসেন্টলি Finn Bálor এবং Seth Rollins উভয়ের বিপক্ষেই জিতেছে। এর পেছনে কারণ হলো WWE চাচ্ছে Kane কে Braun Strowman এর কাছে হেরে যাওয়ার আগে তাকে আবারও unstoppable force হিসেবে বিল্ড করতে । ধারণা করা হচ্ছে তাদের মধ্যকার ম্যাচ ডিসেম্বরের আগে হবেনা এবং এর আগে Kane আরো একজন টপ WWE Superstar কে হারাবে, হয়ত Dean Ambrose কে।
Bryan Alvarez বলেন যে, তার way out এর মধ্যে Kane The Shield এর প্রত্যেক সদস্য দ্বারাই destroy হবে এবং Finn Bálor ও হয়ত Kane এর বিপক্ষে একটি rematch পাবে এবং Kane এর বিপক্ষে জয়ও তুলে নিবে।
• Raw viewership :
এই সপ্তাহের RAW তে রিটার্ন করে Stephanie McMahon, Samoa Joe, Nia Jax and Braun Strowman ৷ মেইন ইভেন্ট বাদে পুরো শো টি মোটামোটি ভালোই ছিল ।
প্রথম ঘন্টার ভিউয়ার ছিল : ৩.১০২ মিলিয়ন
দ্বিতীয় ঘন্টার ভিউয়ার ছিল : ২.৯৪৩ মিলিয়ন
তৃতীয় ঘন্টার ভিউয়ার ছিল : ২.৫১৭ মিলিয়ন
সব মিলিয়ে এই সপ্তাহের Raw এর গড় ভিউয়ারস ছিল ২.৮৫৪ মিলিয়ন ৷
এত ভালো Raw এর পরও এই সপ্তাহের ভিউয়ারশিপ গত সপ্তাহের থেকে কম ছিল ৷ গত সপ্তাহের ভিউয়ারশিপ ছিল ২.৯৫৩ মিলিয়ন ৷
• Survivor Series Match card :
আপাতত যেগুলো ম্যাচ ফিক্সড হয়েছে সে গুলো হলো:
-5-on-5 Traditional Survivor SeriesElimination Match
Team Raw : Kurt Angle (c), Braun Strowman, (আরো সিলেক্ট হবে)
vs
Team SmackDown : Shane McMahon, Randy Orton, Bobby Roode, Shinsuke Nakamura, (আরো নেওয়া হবে)
-5-on-5 Traditional Woman Survivor Series Elimination Match
Team Raw : Alicia Fox (c), Nia Jax, (আরো নেওয়া হবে)
vs
Team SmackDown : Becky Lynch (c), Carmella, Tamina Snuka, Naomi, Charlotte Flair
-WWE Universal Champion Brock Lesnar vs WWE Champion Jinder Mahal
-WWE Intercontinental Champion The Miz vs WWE United States Champion Baron Corbin
-RAW Women's Champion Alexa Bliss vs SmackDown Women's Champion Natalya
-RAW Tag Team Champions Seth Rollins and Dean Ambrose vs SmackDown Tag Team Champions The Usos
-WWE Cruiserweight Title Match
-Kalisto vs Enzo Amore
• লেখক ঃ আরিয়ান রেহান, Md Hafizur Rahman Kabir, Xohirul Badol, Fahim Fam, Ashraf Mahmud Oytizha, Maria Hussain, Ratul Rudroঅন্যান্য নিউজ আপডেটগুলি দেখতে এখানে ক্লিক করুন।