১) Aj style vs Jindar Mahal :
SmackDown Commissioner Shane McMahon একটি টুইটার বার্তার মাধ্যমে ঘোষনা দেন যে নেক্সট স্মোক ডাউনে Jinder Mahal তার টাইটেল ডিফেন্স করবেন Aj style এর সাথে৷ কিন্তু এর আগে ঘোষনা দেওয়া হয়েছিলো নেক্সট এসডি তে Rusev vs Aj style ম্যাচ হবে এবং জয়ী সুপারস্টার Survivor Series এ SD live কে রিপ্রেজেন্ট করবে ৷ হঠাৎ করে প্লান চেন্জ করার কারণ হিসেবে Shane টুইটারে বলেছেন যে গত এসডিতে Aj style এর উপর Sing Brother এবং Jindar Mahal এর করা হামলার কারনে এই ম্যাচের আয়োজন ৷
F4WOnline.com এর রিপোর্ট অনুসারে সদ্য সেট হওয়া Jinder Mahal এবং AJ Styles এর মধ্যকার চ্যাম্পিয়নশিপ ম্যাচটি মূলত Night of Champions পিপিভিতে হওয়ার কথা ছিল কিন্তু তা সরিয়ে SmackDown Live এ নিয়ে আসা হয়।
Dave Meltzer জানায়, যদি AJ Styles চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে তার পিছনে কারন হবে Jinder Mahal এর ইনজুরি অথবা WWE চাইছে Lesnar vs. Styles ম্যাচটি করতে। আর যদি Jinder চ্যাম্পিয়নশিপ ধরে রাখে তাহলে তার পিছনে কারন হবে রেটিং বৃদ্ধির জন্য এই ম্যাচ সেট করা হয়েছে।
কিন্তু এখন Survivor Series এ Smackdown এর লাষ্ট মেম্বার কে হবে সেই জায়গায় একটা প্রশ্ন বোধক চিহ্ন থেকেই গেলো ৷
২) Heel vs heel :
একটা জিনিশ খেয়াল করেছেন? এবারের Survivor Series এ কিন্তু অনেকদিন পর WwE তে আমরা Heel বনাম Heel ম্যাচ দেখতে পাচ্ছি। Face বনাম Face ম্যাচ দু-একটা দেখা গেলেও Heel বনাম Hell ম্যাচ কিন্তু এখন প্রায় ডুমুরের ফুল। যে দুটি Heel vs Heel ম্যাচ আমরা দেখতে চলেছি :
Baron Corbin vs The Miz
Alexa Bliss vs Natalya
কেউ কেউ আবার Brock Lesnar vs Jinder Mahal বা Braun Strowman বনাম Kane এর ম্যাচ এর দৃষ্টান্ত টানবেন না। Brock আর Strowman দুজন ই এখন কিন্তু Tweener :)
৩) Kane vs Finn Balor -কে সেরা Demon?
Kane তো নি:সন্দেহে একজন, Finn মাঝে মধ্যে তার Demon গিমিক নিয়ে হাজির হয় যা বেশি কিছু না। শুধু শরীরে পেইন্ট করে এবং Kane এর মতো অঙ্গভঙ্গি করে যেভাবে Kane সুন্দর ভাবে প্রদর্শন করত। Demon এরা হলো ধ্বংসের শিক্ষক, Kane আমাদের সবচেয়ে ভালো ভাবে দেখিয়েছেন (কিছু পয়েন্টে, বলতে গেলে Undertaker এর থেকেও সেরা। একথা সবাই মানবে না কিন্তু এটা সত্য। এই Demon গিমিক Undertaker এর গিমিক এর সঙ্গে তুলনা হলো বোকামি)
.
যখন কথা আসে প্রদর্শন এর, Kane তার সেরাটা দিয়ে অসাধারণ কাজ করে যে বুকিং এ থাকুক কিনা, থেকেছে বা থাকবে। Finn এর পিছনে অনেক হাত আছে কিন্তু এটা তো তার সবে শুরু। আমি আশা করি Finn Balor অসাধারণ Demon হবে এবং আমার মতে, সেরা Demon একজন। সে হলো Kane।
৪) Future of WWE Championship :
আগামী SmackDown Live এপিসোডের জন্য Jinder Mahal street fight ম্যাচে মুখোমুখি হবে AJ Styles'র বিরুদ্ধে। বলা বাহুল্য এটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। তো এক্ষেত্রে যেসব ইন্সিডেন্ট ঘটতে পারে চলুন সেসব নিয়ে কথা বলা যাক।
Jinder Mahal'র টাইটেল রিটেইন করার সম্ভবনা খুবই কম বলে ধরে নেওয়া হচ্ছে। রুমোর মতে Jinder Mahal ইঞ্জুরিতে ভুগছে আর এইভাবে চলতে থাকলে ইঞ্জুরিটা গুরুতর আকার ধারণ করতে পারে। ক্রিয়েটিভ প্যানেল নিশ্চয়ই চাইবে না Jinder'র গুরুতর কিছু হয়ে যাক কেননা এই লোককে দিয়েই ভারতে ব্যবসা করছে WWE । আবার এটাও হতে পারে যে, AJ Styles'র সঙ্গে Jinder'র চলমান ফিউড এই ম্যাচের মাধ্যমেই শেষ করে দেওয়া হবে। যেহেতু রুমোর অনুযায়ী Survivor Series'র ম্যাচে Cena-Jinder ফিউড শুরু হবে। তখন Jinder-কে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হবে John Cena । কিন্তু ততদিনে অনেক দেরী হয়ে যাবে এবং রিসার্চ বলছে ইঞ্জুরিটা ততদিনে বাড়বে বৈ কমবে না! এদিকে, Survivor Series-এ Jinder Mahal-Brock Lesnar ম্যাচটা মেইন ইভেন্ট হওয়ার কথা, আবার John Cena রেফারি থাকবে শুনেও কেউ অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। সুতরাং এই SmackDown Live এপিসোডেই নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি আমরা আর তার নাম হচ্ছে AJ Styles!
তবে যেহেতু Jinder'র ইঞ্জুরিটা সবেমাত্র ধরা পড়েছে তাই তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সেক্ষেত্রে সে Survivor Series মিস করবে। কিন্তু ভুলে গেলে চলবে না December-এ ভারতে ট্যুর করবে WWE । আর সেখানে চ্যাম্পিয়ন AJ Styles-কে ভারতীয় লোকদের সামনে হারিয়ে দুইবারের WWE চ্যাম্পিয়ন হবে Jinder Mahal । এরপর তার সঙ্গে ফিউড হতে পারে John Cena'র ।
এই হচ্ছে WWE Championship' কাল্পনিক ভবিষ্যৎ। ওহ্ হ্যাঁ, আরেকটা জিনিস যোগ করতে ভুলে গেছি, AJ Styles টাইটেল হারানোর পর তার রিম্যাচ চাইতেই পারে। এইরকম কাহিনী করে যদি Jinder-Cena-AJ ফিউড হয় তবে কিন্তু সেটা মন্দ হয় না 😃 ।
৫) Daddy's Home 2 (John Cena অভিনীত) :
সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে November 10 এ Daddy's Home 2। Daddy's Home মুভির সিক্যুয়েল। এই মুভির অভিনেতারা হচ্ছেন Mark Wahlberg, Will Farrell, Mel Gibson, John Lithgow, Linda Cardellini এবং John Cena।
মুভির পরিচালক Sean Anders। Family Comedy শৈলীর মুভি। 98 মিনিট এর মুভি। PG-13 রেটিং পেয়েছে। মুভিতে John Cena প্লে করবেন একজন Roger নামের ক্যারেক্টার যে হলো Didi (as Adrianna) এর Biological বাবা ও Alessandra Ambrosio (as Karen Mayron) এর Ex-husband এবং Karen এর বর্তমান স্বামী হচ্ছে Dusty। সে হচ্ছে Mark Wahlberg
মানে মুভিতে Mark ও Cena এর আলাদা একটা দ্বন্দ রয়েছে। এখানে Mark Wahlberg এর বাবা হচ্ছেন Mel Gibson। অভিনেতা ছাড়াও Will Farrell এই মুভির প্রযোজকও। Will Farrell অন্যতম সেরা কমেডিয়ান বর্তমান সময়ে। John Cena ফ্যানরা অবশ্যই মুভি দেখতে চাবে। কিন্তু আমি দেখব Mark Wahlberg এর ফ্যান হিসেবে।
৬) NJPW নিয়ে কিছু কথা :
New Japan Pro Wrestling(NJPW) AKA শিন নিহন পুরোরেসু-র রেসলিং ইতিহাসের যাত্রা শুরু হয় আজ থেকে ৪৫ বছর আগে।যাত্রার শুরু থেকেই তারা ছিলো অপ্রতিরোধ্য। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত তারা প্রো-রেসলিংয়ের স্বকীয়তা বজায় রেখে চলেছে।অপরদিকে ৫২ দশকের দিকে শুরু হলেও WWE তাদের মূল লাইমলাইটে এসেছিলো প্রায় ত্রিশ বছর পর ৮০ র দশকের দিকে।
প্রো-রেসলিং এর ইতিহাসের সবচেয়ে বেশী ৫★(স্টার) ম্যাচ হয়েছে NJPW প্রমোশনে।৫৯ টার মাঝে প্রায় ৪০টার মতো। অপরদিকে WWE তে তাদের পুরো রেসলিং ইতিহাসে ৫★ ম্যাচ হয়েছে হাতেগুনা মাত্র ৫টি।তাছাড়া এখন পর্যন্ত প্রো-রেসলিংয়ের ইতিহাসে যে পাঁচটি অফিসিয়াল ৫★+ ও ৬★+ ম্যাচ হয়েছে তার চারটি ই হয়েছে এই NJPW প্রমোশনে।
প্রায় বেশীরভাগ ইতিহাসখ্যাত প্রো-রেসলার ই NJPW প্রমোশন থেকে এসেছেন।সবচেয়ে বেশী ৫★ অর্জনকারী প্রথম তিন প্রো-রেসলার ই তাদের প্রমোশনের প্রধান রেসলার ও হাতে-গড়া ছিলেন।
ইতিহাসের সবচেয়ে বেশী ৫★ ম্যাচের মালিক হলেন তাদের প্রমোশনের একসময়ের পোষ্টার-বয় প্রয়াত Mitsuharu Misawaতার ৫★ রেটিং প্রাপ্ত ম্যাচের সংখ্যা ২৬ টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫★ রেটিং প্রাপ্ত ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন তাদের ই প্রমোশনের আরেক জাপানী প্রো-রেসলিং লেজেন্ড Kenta Kobashiতার ৫★ রেটিং প্রাপ্ত ম্যাচের সংখ্যা ২৩ টি।এর মধ্যে Misawa র ১৯৯৫ সালে তথা কেবল একবছরে ই ৫★ ম্যাচ খেলার রেকর্ড WWE র ইতিহাসের এখন পর্যন্ত খেলা মোট ৫★ ম্যাচের সমপরিমাণ।
WWE সহ একসময়ের WCW র রাঘব রাঘব প্রো-রেসলাররা এই প্রমোশনে নিজেদের পা মাড়িয়েছেন।একসময়ের রেসলিংয়ের পিতৃতুল্য NWA র গৌরবান্ধিত অংশ ছিলো তারা(WWE ও একসময় এই NWA র সাথে সম্পৃক্ত ছিল)।
NJPW প্রমোশনের বার্ষিক আয় ৩৭ বিলিয়ন জাপানী মুদ্রা।তাদের চ্যাম্পিয়নশীপ ব্যাল্টগুলোকে প্রো-রেসলিংয়ের অন্যতম মর্যাদার বেল্ট হিসেবে বিবেচনা করা হয়।
তাদের প্রো-রেসলিংয়ের ধরণ পৃথিবীর অন্য যেকোনো রিজিওনের প্রমোশন থেকে সবচেয়ে বেশী ইউনিক,প্রতিযোগিতা নির্ভর ও হার্ডকোর। বিশ্বব্যাপী দ্বিতীয় সবচেয়ে বড় ও পপুলার প্রো-রেসলিং প্রমোশন হল এই NJPW
৭) WWE থেকে রিটায়ার্ড/সাময়িক লিভ নিতে যাচ্ছে Kane :
Cageside Seats-এর তথ্যমতে, Braun Strowman-এর সাথে ফিউড করানোর জন্য Kane-কে শক্তিশালীভাবে উপস্থাপন করা হচ্ছে। গত দুই সপ্তাহে Kane-কে দিয়ে Finn Balor & Seth Rollins-কে ক্লিনলি হারানো হয়েছে। আর আগামীতে Dean-কে হারাবে Kane! 👏👌✌
Wrestling Observer-এর তথ্যমতে জানা গেছে, Strowman-এর সাথে ফিউড শেষে Kane-কে হারানো হবে Finn Balor-এর কাছে। আর শিল্ড কে দিয়ে Kane-কে কোম্পানি লিভ করানো হবে।
হতে পারে সেটা সাময়িক 👌 বা একেবারে রিটায়ার্ড 😖
8) Why AJ Styles vs Jinder Mahal for WWE TITLE :
• রেস্লিং বিশেষজ্ঞ Dave Meltzer এর মতে, আগামী সপ্তাহে WWE Title ম্যাচ ফিক্সড করা হয়েছে নিন্মে বর্ণিত যেকোন একটি কারনে।
• সর্বশেষ লাইভ ইভেন্টে নাকি Jinder Mahal কে ব্যান্ডেজ বা টেপ লাগিয়ে খেলতে দেখা যায়। অর্থাৎ জিন্ডার সামান্য ইঞ্জুরিতে ভুগছে। তাই WWE চাচ্ছে তার কাছ থেকে টাইটেল নিয়ে Aj কে দিতে।
• সারভাইবার সিরিজে Brock vs Jinder ম্যাচ এর জন্য WWE যেরকম রিয়্যাকশন পাবে ভেবে ছিল তার নূন্যতম রিয়্যাকশন ও তারা পায় নি। অর্থা ফ্যান রা এই ম্যাচ নিয়ে কোন কিছুই কেয়ার করে না। তাই WWE চাচ্ছে AJ vs Brock ম্যাচ ফিক্সড করতে। যাতেকরে দর্শক রা ম্যাচ ও পিপিভি এর প্রতি আকর্ষীত হয়।
• গত সপ্তাহের SDLive এর রেটিং ও দর্শক উপস্থিতি ছিলো অন্যান্য দিনের তুলনায় খুব ই কম। আর এর জন্য সোশাল মিডিয়াতে ফ্যান রা জানায়, তারা জিন্দারের হাতে টাইটেল দেখে বিরক্ত। তাই WWE রেটিং ও উপস্থিতি বাড়ানোর জন্য এই ম্যাচ ফিক্সড করেছেন।
• লেখক ঃ আল মোবিন শান্ত, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU (১), Tasnim Wasith (২), ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা ** (৩, ৪, ৫), Fahim Hammad (৬), Prokash Das Arjun (৭),