• Wrestlemania 34-এ খেলতে পারে Undertaker !!! 😲😱😫
হটেস্ট রিউমারস অফ ডা মান্থ...!!! Cageside Seats-এর তথ্যমতে, Wrestlemania 34-এ Unfertaker-কে আবারো একটা ম্যাচ খেলার প্লান করছে WWE তবে তা এখনো জাস্ট রিউমার। জানুয়ারিতে Raw-এর ২৫ তম বার্ষিকীতেই তা বলা যাবে তিনি খেলবেন কি খেলবেন নাহ!!! 😎
• Wrestle Kingdom 12-তে Chris Jericho খেলবে Kenny Omega-র বিপক্ষে ঃ
Yesss! Yesss! Yesss!!! আপনি ঠিকি পড়েছেন..!!!😎
রিসেন্টলি Power Struggle ইভেন্টে Kenny Omega তার IWGP United States Championship সফলাভবে ডিফেন্ড করে Baretta-এর বিপক্ষে! ম্যাচ শেষে Omega অপেক্ষা করে কে তার নেক্সট প্রতিপক্ষ হবে তা জানার জন্য। বাট কেউ আসে নাহ! তখন সে চলে জেতে নিলেই, লাইট অফ কাউন্টডাউন শুরু হয়! মিস্ট্রেরিয়াস ভাবেই বিগ স্ক্রিনে চলে আসে Chris Jericho...!!!! 😲😱😫
Jericho একটি প্রমো করে যেখানে সে জানায় অনেকেই নিজেকে "Best in the World" হিসাবে দাবি করে যেমন Edge অ্যান্ড CM Punk. বাট কেউইই কিন্তু এখন আর নেই। কারণ Jericho is the best...!!! 😎 সে এই বিজনেসের "Alpha" আর সে তা আবারো প্রুফ করতে চায় Omega-কে ৪ জানুয়ারি Wrestle Kingdom 12-এ চেলেঞ্জ করার মাধ্যমে। Omega-কে উল্লসিত দেখা যায় আর সে তার চেলেঞ্জ এক্সেপ্ট করে।
রুমর অনুযায়ী গত আগস্ট মাসে জেরিকোর সাথে কন্ট্রাক্ট করে NJPW, আর সেই কন্ট্রাক্ট ই বাস্তবায়িত হয়ে নভেম্বর মাসে!! তবে জেরিকোর সাথে শুধু একটি ম্যাচের ই চুক্তি করেছে NJPW। 👌👌 এটা অবশ্য Njpw তে Jericho'র ডেবিউ নয়, সে এখানে আগে Super Liger, The Lion Heart হিসেবে রেসলিং করে গিয়েছে।
• Demon Kane Vs Beast Lesnar At Royal Rumble 2018 For The Universal Title? 😱😱
আগামী রয়্যাল রাম্বল পিপিভি তে Lesnar Vs Balor এর মধ্যকার ম্যাচের প্ল্যানিং থাকলে ও এবার সেই প্ল্যান এর বাস্তবায়ন খানিকটা প্রশ্নবিদ্ধ। কারণ রুমর অনুযায়ী Lesnar এর পরবর্তী প্রতিপক্ষ হতে পারেন The Demon Kane! আর এর ইংগিত ২ সপ্তাহ পূর্বে অনুষ্টিত হওয়া Raw তেই দিয়েছে WWE. সেই Raw তে Finn Balor কে হারিয়েছিলেন Kane.. আর তাই ধারণা করা হচ্ছে Lesnar এর পরবর্তী চ্যালেঞ্জার হতে পারেন Kane.. ✌
উল্লেখ্য যে WWE তথা Vince McMahon, এই Balor Vs Lesnar ম্যাচ নিয়ে খুব একটা আশাবাদী নন।আর এর কারণ, তাদের মধ্যকার হিউজ সাইজ ডিফারেন্স! আর তাই তো এই ম্যাচ হওয়ার সম্ভাবনা ও অনেক কম।
• PWInsider.com এর মতে, Survivor Series এর আগে Roman Reigns এর রিটার্ন কিছুটা অনিশ্চিত। তাই যদি Survivor Series এর আগে Reigns সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে Jason Jordan তার স্থানে RAW-এর দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
• গতকাল Insane Championship Wrestling show নামের একটি ইন্ডি কোম্পানিতে Triple H সারপ্রাইজলি এন্ট্রি নেই ৷
তার সাথে ছিল WWE UK Champion Pete Dunne ৷ Triple H রিং এ উঠে মাইক হাতে WWE এর বাইরের প্রমোশন গুলোর উদ্দেশ্যে কথা বলেন :
প্রতি রাতে এরকম অনেক শো তে,এরকম অনেক জায়গায় অনেক টেলেন্ট রেসলিং করে এবং এরকম অনেক ছোট খাটো রেসলিং প্রমোশন তৈরি হয় ICW (Insane Championship Wrestling) এর মতো ৷ এরকম শো থেকেই ফিউচার বড় বড় সুপারস্টাররা যাত্রা শুরু করে ৷ এরকম শো এর মাধ্যমেই এসব টেলেন্টরা WWE তে আসার সুযোগ পাই ৷ তাই Triple H উপস্থিত থাকা দর্শকদের WWE এর বাইরের এসব প্রমোশনদেরকেও ফলো করতে বলেন ৷
• Dave Meltzer আজকের Wrestling Observer Radio তে উল্লেখ করেন যে, সামনের Clash of Champions পিপিভির মেইন ইভেন্ট প্ল্যানে দেখা যাবে Jinder Mahal তার WWE Championship ডিফেন্ড করছে AJ Styles এর বিপক্ষে।
যেহেতু company একটি last minute প্ল্যান চেঞ্জ করে এবং ম্যাচটি এই সপ্তাহের SmackDown Live এ হবার ঘোষনা করে, এইটা পসিবল যে সেই প্ল্যান হয়ত পরিবর্তন হয়েছে। যদিও Meltzer স্পষ্টভাবে প্রকাশ করেনি যে ম্যাচটি হবে কিনা, we will keep you updated.😊
• Spain এর মাদ্রিদে অনুষ্টিত হওয়া আজকের লাইভ ইভেন্টে ইঞ্জুরড হয়েছেন Sin Cara!!
Baron Corbin ও Sami Zayn এর বিপক্ষে একটি ট্রিপল থ্রেট ম্যাচ চলাকালীন সময়েই তিনি রিংসাইডের ফ্লোরে খুবই বাজেভাবে ল্যান্ডিং করেন। এতে তিনি পায়ে প্রচুর চোট পান ও তখন ব্যাথায় কাতরাতে থাকেন। যার ফলে ম্যাচটি তখন ই বন্ধ করে দেয়া হয়!! তার ইঞ্জুরির গভীরতা কতটুকু তা এখনোও জানা যায়নি। এবং এছাড়াও Naomi Lana এর নকল চুল ছিড়ে ফেলেছে।
• Survivor Series এর আগেই রিটার্ন করতে পারেন Paige। রুমর অনুযায়ী তিনি Raw এর ওমেন্স টিমে যোগদান করে SDLive এর বিপক্ষে 5 On 5 ম্যাচে অংশগ্রহণ করবেন।
• আজকেই অনুষ্টিত হল Impact প্রমোশনের সর্ববৃহৎ/বার্ষিক পিপিভি Bound For Glory। এই পিপিভি তে রিটার্ন করেছেন Alberto Del Rio, এবং পিপিভির মেইন ইভেন্ট ম্যাচে ইন্টারফেয়ার করেছেন। Impact Global Championship টাইটেলের জন্য মেইন ইভেন্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন চ্যাম্প Eli Drake ও চ্যালেঞ্জার Johny Mundo(যাকে আমরা WWE তে John Morrison নামেই চিনতাম)। সেই ম্যাচে Mundo কে চেয়ার শট মেরে ইন্টারফেয়ার করেন Alberto। এবং এই সুযোগে ম্যাচটি জিতে যান Drake ও তার টাইটেল রিটেইন করেন!!
• Bound For Glory পিপিভি তে নিজের রিটায়ারম্যান্ট ম্যাচ খেললেন সাবেক WWE ডিভা ও Impact এর প্রথম সারির ফিম্যাল রেস্লার Gail Kim!! আর তার রিটায়ারম্যান্ট ম্যাচে তিনি ক্যারিয়ারে ৭ম বারের মতন জিতে যান Impact Women's Championship টাইটেল টি!!
এছাড়াও এই পিপিভি তে ডেবিউ করেছেন Jimmy Jacobs ও Sami Callihan এর মত ইন্ডি তারকারা।
• আগামী রেসলম্যানিয়া ৩৪ এর পরে রিটার্ন করতে পারেন Big Cass। উল্লেখ্য যে, হাটুর ইঞ্জুরির জন্য বেশ কয়েক মাস ধরেই রিংয়ের বাইরে আছেন তিনি। বর্তমানে তার রিহ্যাব চলছে।
• Cody Rhodes Vs Kota Ibushi(For ROH World Title) ম্যাচ ঠিক করা হয়েছে Wrestle Kingdom 12 এর জন্য।
• ছুটির আমেজে আছেন এখন Mark William Callaway তথা The Undertaker 😍😍😍😍 Texas এর Subway First Food shop থেকে বের হওয়ার পর ফ্রিল্যান্সারদের তোলা Undertaker এর ছবি 😊😊
• রুসেভ..!!! মাস্কা মাস্কা মাস্কা!!! 😍☺✌
Rusev আজকে/গতকাল তার প্রিয় ফুটবল ক্লাব Real Madrid-এর জার্সি গায়ে Santiago Bernabeu পরিদর্শন করেছে।
• The Shield Reveal Who Is Like A Fourth Member Of Their Group :
WWE Network-এ "Table For 3" নামের শো এর লেটেস্ট এপিসোডে Dean Ambrose, Seth Rollins, and Roman Reigns কে প্রশ্ন করা হয় যে যদি শিল্ডে কখনও চতুর্থ মেম্বার আনা হয় তাহলে তারা কাকে সেই জায়গায় দেখতে চাই ৷ উত্তরে তারা Joey Mercury এর নাম বলেন ৷ শিল্ড গঠনের মূল মাথা গুলোর মধ্যে একটি ছিল Joey Mercury এবং শিল্ড গঠনের পর এখন পর্যন্ত তাদের সাথে Joey Mercury রয়েছে ৷ শিল্ড টিমকে এই জায়গায নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি ৷
Joey Mercury সবসময় শিল্ডকে গাইড করতো এবং তাদের মোটিভেট করতো যার কারণে শিল্ড আজ সবার নিকট ফেভারিট টিমে পরিনত হয়েছে৷ বিশেষ করে Seth Rollins এর ক্যারিয়ারের সফলতার পিছনে তার হাত বেশি রয়েছে ৷ শিল্ড ব্রেকের পর J&J SECURITY হয়ে Joey Mercury সবসময় Seth এর পাশে ছিল ৷
তাই কখনও যদি শিল্ডে চতুর্থ কোনো মেম্বার আসে তাহলে তা Joey Mercury হবে ৷
• Nikki Bella Wants To Reach The Level Of John Cena & The Rock.. 😱😂
সম্প্রতি Rolling Stone কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান Nikki Bella! তিনি Rock, Cena দের মতন ই প্রো-রেসলিংয়ের পাশাপাশি অভিনয় জগতে ও সফল হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রেসলিংয়ের পাশাপাশি সিনেমায় অভিনয় করার সিদ্বান্ত নিয়েছেন তিনি। আর এক্ষেত্রে তিনি প্রথম ফিম্যাল প্রো-রেসলার হিসেবে Rock, Cena দের লেভেলে পৌছার অভিলাষ করেছেন। অর্থাৎ, খুব শীঘ্রই বড়পর্দায় Nikki কে অভিনয় করতে দেখতে পাবে তার ভক্তরা.. ✌ উল্লেখ্য, ২০১৮ সালে WWE তে রিটার্ন করবেন Nikki.. 😊
• Jericho is going to break Aj Styles' record? ✌
প্রো-রেসলিং ইতিহাসে AJ Styles ই একমাত্র রেসলার যিনি একই বছর Wrestle Kingdom ও Wrestlemania উভয় পিপিভি তেই অংশগ্রহণ করেছেন।
NJPW এর বার্ষিক/সর্ববৃহৎ পিপিভি হচ্ছে Wrestle Kingdom, অপরদিকে WWE এর বার্ষিক/সর্ববৃহৎ পিপিভি হচ্ছে Wrestemania!! ২০১৬ সালে প্রো-রেসলিংয়ের এই দুই শীর্ষ প্রমোশনের উভয় বার্ষিক ইভেন্টেই অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছিলেন The Phenomenal One খ্যাত AJ Styles. এ পর্যন্ত তিনি ই প্রথম ও একমাত্র রেসলার যে এই কৃতিত্বের দাবিদার 👌
তবে, Styles এর এই রেকর্ডের পাশে খুব শীঘ্রই নাম লেখাতে চলেছেন Chris Jericho!! কারণ আগামী বছরের Wrestle Kingdom পিপিভি তে তিনি Kenny Omega এর বিপক্ষে ম্যাচ খেলবেন। আর যদি তিনি আগামী বছরের Wrestlemania তে ও পারফর্ম করেন তাহলে তিনি প্রো-রেসলিং ইতিহাসের ২য় ব্যাক্তি হিসেবে Wrestle Kingdom ও Wrestlemania তে পারফর্ম করার গৌরব অর্জন করবেন!!
তাহলে Y2J কি পারবেন P1 এর পাশে নিজের নাম লিখাতে?? Let's See.... 😊
আজকে এই পর্যন্তই থাক, আবার সমস্ত লেটেস্ট নিউজ ও রিউমর নিয়ে হাজির হবো অন্য দিন, শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
• লেখকঃ আমির হামজা সালমান, আল মোবিন শান্ত, ARj Ashfac Rafsanjany, Raisul Islam Rifat, Prokash Das Arjun, Maria Hussain, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU