• PWInsider জানিয়েছে WWE'র ইউরোপিয়ান ট্যুর চলাকালীন SmackDown ব্র্যান্ডের হয়ে রিটার্ন করতে পারে Paige. আগামীলাককের SmackDown ও ইউরোপে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আগামীকাল তাকে SmackDown এ দেখাও যেতে পারে।
তাকে গত সপ্তাহ গুলোতে WWE-র পারফরমেন্স সেন্টারে দেখা গেছে। অন্যদিকে Paige-এর হোমগ্রাউন্ড হলো UK..!!! সো অনেকটা সম্ভাবনা আছে কালকে রিটার্ন করার 😍☺✌
• বিভিন্ন ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে আসন্ন Survivor Series-এ পুনর্মিলন হতে পারে The Shield এর। শোনা যাচ্ছে আগামী সপ্তাহের RAW-তেই রিটার্ন করতে পারে Roman Reigns এবং Survivor Series এ New Day এর মুখোমুখি হতে পারে The Shield.
• Jason Jordan কে Survivor Series-এ Team RAW এর সর্বশেষ সদস্য হিসেবে ঘোষণা করেছে Kurt Angle. দলের বাকি সদস্যরা হলো Kurt Angle নিজে, Samoa Joe, Finn Balor, এবং Braun Strowman.
• New Era এর প্রথম Intergender ম্যাচে আগামীকাল Smackdown Live-এ Becky Lynch এর মুখোমুখি হতে যাচ্ছে James Ellsworth.
গতকাল Carmella এবং Becky - এর টুইটার ফাইটের পর Carmella বলেন যে James Ellsworth এই সপ্তাহে Becky র সাথে ফাইট করবে ৷ সবাই রেডি হয়ে যান একুশ শতাব্দির সবচেয়ে বড় ড্রিম ম্যাচ Becky vs James 😈 ৷ এই সপ্তাহে Smackdown Live এ হতে চলেছে এই ম্যাচটি 😎😎
WWE-তে শেষবার ২০১২ সালে Intergender ম্যাচে Lita এর মুখোমুখি হয়েছিল Heath Slater.
অনেক মাস ধরে হওয়া টুইটার ফাইটের পর অবশেষে হতে চলেছে আমাদের সবার ড্রিম ম্যাচ Becky Lynch vs James Ellosworth 😍😍 ৷
• Killer Rumor Of Today :
আগামী সারভাইভর সিরিজে অনুষ্টিত হওয়া Lesnar Vs Mahal এর ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী থাকবেন John Cena. এটা বলতে গেলে পুরাতন নিউজ! তবে এই ম্যাচে Cena কে স্পেশাল রেফারী হিসেবে রাখার পেছনে ও একটা স্পেশাল কারণ আছে। রুমর অনুযায়ী, এই ম্যাচের মাধ্যমেই Mahal এর সাথে Cena এর ফিউড শুরু হবে। যেহেতু Cena ফ্রি এজেন্ট তাই তিনি উভয় রোস্টারেই ম্যাচ খেলতে পারবেন। আর তাই ধারণা করা হচ্ছে Survivor Series এর পর Cena, SDLive রোস্টারে রিটার্ন করবেন। আর SDLive এ তার সাথে Jinder Mahal এর ফিউড হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মূলত এ কারণেই Cena কে ঐ ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী হিসেবে নিযুক্ত করার প্ল্যান করেছে WWE.. 👌👌
• আজকের RAW-তে অভিষেক হয়েছে United Kingdom চ্যাম্পিয়ন Pete Dunne এর যেখানে সে হারায় Cruiserweight চ্যাম্পিয়ন Enzo কে।
• আজকের RAW-তে Seth Rollins ও Dean Ambrose কে হারিয়ে নতুন RAW Tag Team চ্যাম্পিয়ন্স হয়েছে Cesaro ও Sheamus. Survivor Series এ Cesaro ও Sheamus মুখোমুখি হবে Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos এর।
• WWE Is Now Heel Wrestlers Yard :
Fact: বর্তমান WWE মেইন রোস্টারের মোট ৯ টি চ্যাম্পিয়নশিপ টাইটেলের সব চ্যাম্পিয়ন রাই হীল রেসলার!! অর্থাৎ, সবকটা চ্যাম্পিয়নশিপ ই হীল দের দখলে ✌ অবশ্য এটা নতুন কিছু না, কারণ এর আগেও বেশ কয়েকবার হীলরা উভয় রোস্টারের সবগুলো টাইটেল হোল্ড করেছে। মূলত চ্যাম্পিয়ন হিসেবে হীল রাই বেস্ট। একজন হীল রেসলারের কাছে চ্যাম্পিয়নশিপ থাকলে ফিউড জমে। অপরদিকে, দর্শক রা প্রায় সবসময় ই ফেইস রেসলারদের টাইটেলের জন্য তাড়া করা দেখতে ভালবাসে। একজন ফেইস রেসলার টাইটেল নিয়ে বেশিদিন চ্যাম্প থাকুক, এটা দর্শক রা খুব একটা পছন্দ করেনা। আর তাই তো WWE তে ফেইস দের চ্যাম্পিয়নশিপ রেইন স্বল্পস্থায়ী হয়, অপরদিকে হীলদের ক্ষেত্রে তা খুবই দীর্ঘস্থায়ী হয়!! ✌
• WWE UK Division কে আগামীকাল 205Live ইনভাইট করা হয়েছে, আগামীকাল 205 Live এ UK সুপারস্টাররাও উপস্থিত থাকবেন! হয়তো এটি সার্ভাইভার সিরিজে UK Division VS Cruiserweight Division এর একটি ম্যাচের ইঙ্গিত দিচ্ছে !
• Former WWE Intercontinental Champion Santino কে Impact Bound For Glory এর ব্যাকস্টেজে দেখা গিয়েছে।
• Survivor Series আপডেট ম্যাচ কার্ড :
১. Team RAW - Men's (Kurt Angle, Finn Balor, Jason Jordan, Samoa Joe ও Braun Strowman) vs. Team Smackdown Live (Shane McMahon, Randy Orton, Bobby Roode, "TBA" ও Shinsuke Nakamura)
২. Team RAW - Women's (Alicia Fox, Nia Jax, Asuka, Sasha Banks ও "TBA" ) vs. Team Smackdown (Becky Lynch, Charlotte Flair, Naomi, Tamina ও Carmella)
৩. WWE চ্যাম্পিয়ন Jinder Mahal/AJ Styles vs. Universal চ্যাম্পিয়ন Brock Lesnar (স্পেশাল গেস্ট রেফারী John Cena)
৪. WWE RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. WWE Smackdown Women's চ্যাম্পিয়ন Natalya.
৫. WWE Intercontinental champion The Miz vs. the WWE United States champion Baron Corbin.
৬. RAW Tag Team চ্যাম্পিয়ন্স Sheamus & Cesaro vs. Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos.
৭. WWE Cruiserweight চ্যাম্পিয়নশিপঃ Enzo Amore (c) vs. Kalisto.
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, আরিয়ান রেহান, আমির হামজা সালমান, Armaan Hussain Aymaan, Prokash Das Arjun।
WWE এর সমস্ত লেটেস্ট নিউজ দেখতে এখানে ক্লিক করুন।