• আজ SmackDown Live-এ Jinder Mahal কে হারিয়ে দ্বিতীয়বারের মতো WWE চ্যাম্পিয়ন হয়েছে AJ Styles, ২০০৩ সালের পর দীর্ঘ ১৪ বছর পর Smackdown Live এ কেউ একজন WWE Championship জিতল! আর সে হল Aj Styles ❤, দীর্ঘ ১৭০ দিন টাইটেল ধরে রাখার পর মানচেস্টারে অনুষ্টিত হওয়া আজকের SDLive শো তে জিন্দার মাহাল তার টাইটেল হারান। টাইটেল হারানোর পর ক্ষোভে Singh Brothers দের ব্যাপক মারধর করেন তিনি।
Survivor Series এ Universal চ্যাম্পিয়ন Brock Lesnar এর মুখোমুখি হবে WWE চ্যাম্পিয়ন হয়েছে AJ Styles
বিঃদ্রঃ SmackDown অনেকক্ষণ আগেই রেকর্ড করা হয়ে গেছে! আর হ্যা অবশ্যইই, Survivor Series-এর আগে আবার Jinder-কে WWE Championship জিতানোও হতে পারে। (রিউমার) 😹
• Smackdown Live এর ৫ম এবং শেষ মেম্বার হতে চলেছেন John Cena!!!!! কিছুক্ষণ আগে তা Shane McMahon তার টুইটার একাউন্টে কনফার্ম করেছেন-
Further proving #SDLive is the superior brand, I'm happy to announce @JohnCena will be the 5th member of Team Smackdown at #SurvivorSeries.— Shane McMahon (@shanemcmahon) November 8, 2017
এখন অনেকটুকুই মনে হচ্ছে Smackdown Live এর দলটি শক্তিশালী! কারণ এই দলে ৩ জন অভিজ্ঞ রেসলার রয়েছেন Shane McMahon, Randy Orton, John Cena. Randy Orton তো WWE তে Survivor Series এ সবচেয়ে বেশিবার Soul Survivor হয়েছেন। Raw তে বলতে গেলে Kurt Angle ছাড়া কোন অভিজ্ঞ রেসলার নেই! Braun Strowman এর এটি দ্বিতীয় Survivor Series ট্রেডিশনাল ম্যাচ কিন্তু Samoa Joe,Finn Balor,Jason Jordan এর প্রথম!
• Becky Lynch vs. James Ellsworth (Woman vs Man) :
আজকে SDlive এ এই Inter Gender ম্যাচ হয়েছে। Ellsworth এসে কিছু করতে গেলে Becky তাকে DisArmHer লক করে কিন্তু দ্রুত বের হয়ে যায় Ellsworth. Becky Lynch এখন তার সঙ্গে একটু ফান করে। Helicopter Spin হিট করে Becky, তখন Ellsworth কে রিং দিয়ে বের করে দেয়। রিংয়ে ঢুকে Kung Fu Pose দেয় Ellsworth, আবার রিং থেকে বের হয়ে যায় Ellsworth. ম্যাচ শেষে Becky এর কাছে ক্ষমা চায় Ellsworth উল্টো Becky তার ফিনিশার DisArmHer লক করে এবং Submission এর মাধ্যমে ম্যাচ জিতল Becky Lynch। ম্যাচের ভিডিও নীচে দেওয়া হল -
• Two Title Matches Announced for Survivor Series :
Survivor Series এর পূর্বে শেষ SmackDown এর জন্য WWE দুটি টাইটেল ম্যাচ এবং একটি ট্যাগ টিম ম্যাচ এনাউন্সড করেছেন তাদের ওয়েব সাইটে ৷
➡ SmackDown Women's Championship: Natalya vs Charlotte Flair
➡ WWE United States Championship : Baron Corbin vs Sin Cara
➡ Tag Team Match : Kevin Owens and Sami Zayn vs. The New Day
• আজ WWE সুপারস্টার "Y2J" Chris Jericho'র ৪৭তম জন্মদিন। তাকে নিয়ে স্পেশাল পোস্ট থাকছে আমাদের সাইটে।
• গতকাল NJPW সুপারস্টার ও IWGP Heavyweight চ্যাম্পিয়ন Kazuchika Okada'র ৩০তম জন্মদিন ছিল।
• Cageside Seats এর মতে, আগামী সপ্তাহের RAW-তে আবারো SmackDown এর সুপারস্টাররা আক্রমণ চালাবে এবং তার পরের দিন SmackDown কে আক্রমণ করবে RAW এর সুপারস্টাররা।
• রুসেভের মতে, আজ SmackDown এ তার ম্যাচে হারের মুল কারন হল Shane McMahon। শুধু তাই নয় তিনি এও বলেন যে সার্ভাইবার সিরিজে Shane McMahon এর স্থানে তাকে Replace করা উচিত।😎
#UKChampion @PeteDunneYxB will put his title ON THE LINE when he faces @JohnnyGargano on Nov. 18 in Houston! https://t.co/evfcM4edZs— WWE NXT (@WWENXT) November 7, 2017
• NXT Star Johnny Gargano Challenge জানিয়েছেন WWE United Kingdom Champion Pete Dunne কে NXT Takeover (War Games) এ।
• Stephen Amell ....The Green Arrow আসছেন ROH এ।
• "Birmingham UK"- হতে যাওয়া লাইভ ইভেন্টে প্রায় ১১ বছর পর ম্যাচ খেলতে চলেছেন Kurt Angle ৷ কিন্তু তার প্রতিপক্ষ কে হতে চলেছে তা এখনও জানা যায় নি ৷
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Abraham Khan, Sadman Ahmed, আল মোবিন শান্ত, আমির হামজা সালমান।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।